Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

PMRally

Bus Accident: প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথেই ট্রাকের সঙ্গে ধাক্কা বাসের, মৃত ৩

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভা ছিল। সেই জনসভায় যেতে গিয়েই পথ দুর্ঘটনার সম্মুখীন হন বিজেপির সমর্থকরা। একটি বাসে করে তাঁরা সেই জনসভায় যাচ্ছিলেন। আর সেসময়েই এক ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় বাসটি। এতেই প্রাণ হারান তিন জন ও গুরুতর আহত হন ৬ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার বেলতার গ্রামে।

পুলিস সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় একটি বাসে করে ৪০ জন বিজেপি সমর্থক যাচ্ছিলেন। তাঁরা অম্বিকাপুর থেকে রায়পুর যাচ্ছিলেন। আর তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ফলে বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছিল না বলে সূত্রের খবর। এমনকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকেও দেখতে পাননি বাস চালক। ফলে বাসটি যাওয়ার সময় হঠাৎ তাতে সজোরে ধাক্কা মারে। আর এর জেরেই মৃত্যু হয় ৩ জনের। তাঁরা হলেন সজন (৩০), রুকদেব (৪৫) ও আক্রম রাজা (২৮)। এছাড়াও জানা গিয়েছে, বিজেপির দুই সমর্থক লিলু গুপ্তা ও ভীষম্বর যাদব গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিলাসপুর হাসপাতালে স্থানাস্তরিত করা হয়েছে। আর বাকি চারজনকে ছত্তিশগড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

10 months ago