Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

PCB

Afridi: বিশ্বকাপে আহমেদাবাদে ম্যাচ খেলা নিয়ে বিতর্ক পাকিস্তানে, পিসিবিকে কটাক্ষ আফ্রিদির

আহমেদাবাদে (Ahamadabad) বিশ্বকাপের (World Cup) ম্যাচ খেলা নিয়ে আপত্তি তুলেছিল পাক ক্রিকেট বোর্ড (PCB)। আইসিসির কাছে নাকি নালিশও করেছিল পিসিবি। পাক বোর্ডকে এই নিয়ে কটাক্ষ প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির। জানালেন, ভারতীয় সমর্থকদের সামনে জিতে এসে দেখানোই আসল চ্যালেঞ্জ।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে আফ্রিদি জানিয়েছেন, আহমেদাবাদে পাকিস্তান কেন খেলবে না! আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না খেললে কি ভারতের অপমানের জবাব দেওয়া যাবে! আফ্রিদি জানিয়েছেন, পাকিস্তানের উচিত, ভারতে এসে খেলা আর জেতা। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। শেষে যাই হোক না কেন, পাকিস্তানেরই জয় হবে।

আফ্রিদি বলেন, 'মিথ্যা আর গুজব থেকে বেরিয়ে এসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিবাচক দিকটা ভাবা উচিত। যদি আহমেদাবাদ স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের সামনে পাকিস্তান জিততে পারে, তার থেকে ভাল কিছু হয় না।'

11 months ago
TET: ফের কি করুণাময়ীর ধর্নাস্থলে ফিরতে পারবেন চাকরিপ্রার্থীরা? মঙ্গলবার হাইকোর্টে সিদ্ধান্ত

এপিসি ভবনের (APC Bhawan) সামনে আন্দোলনরত টেট ২০১৪ (TET 2014) চাকরিপ্রার্থীদের বলপূর্বক তুলে দিয়েছিল বিধাননগর পুলিস (Bidhannagar Police)। রাতের অন্ধকারে হওয়া সেই পুলিসি অভিযানের নিন্দায় সরব রাজনৈতিক দল থেকে নাগরিক সমাজ। যদিও পুলিসি ধরপাকড়ের দিনেই চাকরিপ্রার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁরা আবার ফিরে আসবেন। তাই থেমে না থেকে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আন্দোলনের পরিকল্পনা শুরু করছেন চাকরিপ্রার্থীরা।

তবে এবার আইনি পথে হেঁটে শান্তিপূর্ণ আন্দোলনের ছাড়পত্র কোর্ট থেকে নিয়েই ফের করুণাময়ী আসতে চান চাকরিপ্রার্থীরা। তাঁদের গৃহীত পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে কলকাতা হাইকোর্টের উপর। শুক্রবার টেট প্রার্থীদের দায়ের করা মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহা এবং অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে থাকলেও, সেটা পাঠানো হয়েছে রেগুলার বেঞ্চে।

আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হাইকোর্টের রেগুলার বেঞ্চে। ততদিন তাঁরা ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যাবেন। এদিকে, কালীপুজোর আগে টেট ২০১৪ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের ধর্না এবং আমরণ অনশনে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। নিয়োগপত্র না পেলে তাঁরা ধর্নাস্থল ছাড়বেন না, এই পণ করে আমরণ অনশন শুরু করে তাঁরা। ধর্নাস্থলে ১৪৪ ধারা লঙ্ঘন এবং পর্ষদ অফিসে কর্মীদের যাতায়াতে অসুবিধা তৈরি করছে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের অবসরকালীন বেঞ্চ ধর্না নিয়ে কোনও মন্তব্য না করলেও, করুণাময়ী এলাকার সংশ্লিষ্ট স্থানের ১৪৪ ধারা কার্যকরের দায়িত্ব পুলিসকে দিয়েছিল।

এমনকি, পর্ষদ অফিসে ঢোকা ও বেরনোর সময় যাতে কর্মীদের অসুবিধা না হয়। সেদিক নিশ্চিত করতে বিধাননগর পুলিসকে দায়িত্ব দিয়েছিল কোর্ট। আদালতের এই নির্দেশ কার্যকর করতেই মধ্যরাতে পুলিসি ধরপাকড়ের মাধ্যমে ফাঁকা করা হয় ধর্নাস্থল। সেই অভিযানের সমালোচনায় সরব ছিল গোটা বাংলা।

2 years ago