
চলতি বছরের ২৮ জুলাই সারা ভারতে মুক্তি পেয়েছিল করণ জোহার পরিচালিত সিনেমা 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। সাধারণত বাণিজ্যিক সিনেমা লার্জার দ্যান লাইফ হয়। তাই সমালোচকদের থেকে প্রশংসা পেতে বেশ মুশকিল হয়। কিন্তু এই সিনেমাটি ব্যতিক্রম। করণের এই চিত্রনাট্য প্রশংসা পেয়েছে অফুরান। সমাজের গোঁড়া-প্রচলিত ধ্যানধারণা ভেঙে সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সিনেমাটি। বর্তমান সমাজে যার প্রাসঙ্গিকতা একেবারেই অস্বীকার করা যায় না। তাই এই সিনেমাটি অস্কারের দৌড়ে সামিল হতে পারে বলে জল্পনা।
বছর ঘুরতেই অস্কার ২০২৪। ভারত থেকে কোন কোন ছবিগুলি অস্কারের দৌড়ে সামিল হবে, সেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই চেন্নাইতে সিনেমার প্রদর্শনী শুরু হয়েছে। ফিল্ম ফেডারেশনের সদস্যরা সিনেমাগুলি দেখে বিচার করবেন। ১৭ জন সদস্যের ওই কমিটি নাকি ইতিমধ্যেই ২২টি সিনেমা দেখে ফেলেছেন। এর মধ্যে রয়েছে 'দ্যা কেরালা স্টোরি'। শোনা গিয়েছে, এই সিনেমাটির জন্য সবুজ সংকেত দিতে পারেন কমিটি।
এছাড়াও অভিষেক বচ্চন অভিনীত 'ঘুমেড়', নন্দিতা দাস পরিচালিত ‘জুইগ্যাটো’ রয়েছে এই তালিকায়। অন্যদিকে শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমাটিকেও বিশ্ব দরবারে নিয়ে যেতে আগ্রহী পরিচালক। এই তালিকায় যদি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' যুক্ত হয়, এর থেকে গর্বের আর কি হতে পারে!
ভারত তথা বিশ্বে হিন্দি সিনেমার জগতে একপ্রকার ইতিহাস তৈরী করে ফেলেছে শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। মুক্তির পর ১২ দিন পেরিয়ে ভারতে জওয়ান-এর বক্স অফিস কালেকশন ৪৪০.৫৬ কোটি টাকা। অন্যদিকে ভারত সহ সারা বিশ্বে সিনেমার আয় ৭৩৫.৮০ কোটি। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হাজার কোটি ছুঁয়ে ফেলা বিশেষ কঠিন হবে না জওয়ানের। শুধুমাত্র শাহরুখ ভক্তরা নয়, সমালোচকরাও এই সিনেমার প্রশংসা করতে বাধ্য হয়েছেন।
সিনেমার পরিচালক অ্যাটলি এবার জওয়ান-কে এবার বিশ্ব দরবারে সমাদৃত করতে চান। সম্প্রতি পরিচালক এই প্রসঙ্গে বলেন, 'সব যদি ঠিকঠাক থাকে তাহলে জওয়ানের অস্কারে যাওয়া উচিৎ। আমি ভালোবেসে জওয়ানকে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক। আমার মনে হয় খান স্যার এই সাক্ষাৎকার দেখছেন এবং পড়ছেন। আমি তাঁকে ফোন করে এই বিষয়ে আলোচনা করব।'
অন্যদিকে ২০২৪ অস্কারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া, চেন্নাইতে বেশ কিছু সিনেমা প্রদর্শনী করছেন। ভারতে তৈরী হওয়া কোন সিনেমাগুলি অস্কারের মঞ্চে যাবে, তা ঠিক করবে ফেডারেশন। শোনা যাচ্ছে, দ্যা কেরালা স্টোরি', 'ঘুমড়' বিচারকদের বিবেচনার তালিকায় রয়েছে। সে তালিকায় কী জায়গা করে নিতে পারবে শাহরুখের 'জওয়ান'? তা ভবিষ্যৎ বলবে।
২০২৪ অস্কারের (Oscar 2024) দামামা বেজে গেল। বছর ঘুরলেই ১০ মার্চ অনুষ্ঠিত হবে অস্কারের অনুষ্ঠান। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। কোন কোন সিনেমাকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অস্কারের মঞ্চে পাঠানো হবে সেই তালিকা তৈরী করার সময় এসেছে। ভারতীয় ফিল্ম ফেডারেশন বিবেচনা করে এই তালিকা তৈরি করবেন। সোমবার থেকেই চেন্নাইয়ে শুরু হয়েছে বেশ কিছু ছবির প্রদর্শন। এই প্রদর্শনী শেষেই ফেডারেশনের বিচারকেরা চূড়ান্ত তালিকা তৈরী করবেন। তবে সেই তালিকায় কোন কোন ছবিগুলি রয়েছে বা থাকতে পারে, তার কিছুটা আভাস পাওয়া গিয়েছে।
২০২৪ অস্কারের তালিকায় থাকতে পারে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি, 'দ্যা কেরালা স্টোরি'। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে কয়েকটি জায়গায় সিনেমার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। তবে তা সত্বেও সিনেমার বক্স অফিস কালেকশন কম হয়নি। সারা দেশে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।
এই তালিকায় উঠে আসছে 'ঘুমড়'-এর নাম। চলতি বছরে অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন এবং সাইয়ামি খের। এই ছবিটি দেখতে তেমন হলমুখী হননি দর্শক। বক্স অফিস কালেকশনেও তেমন ম্যাজিক দেখাতে পারেনি। তবে সমালোচকেরা প্রশংসা করেছেন ছবিটির। অস্কারের তালিকায় নাকি থাকতে পারে এই ছবিটির নাম।
নন্দিতা দাস পরিচালিত এবং কপিল শর্মা অভিনীত 'জুইগ্যাটো' ছবিটিও থাকতে পারে এই তালিকায়। তবে শেষ পর্যন্ত অস্কারের মঞ্চে কোন ভারতীয় ছবিগুলি যাবে তা জানা যেতে পারে ২৩ সেপ্টেম্বর।
অস্কার (OScar) জিতেছে 'আরআরআর' (RRR) ছবির বিখ্যাত গান 'নাটু নাটু' (Naatu Naatu)। তাবড় তাবড় হলিউড গায়ক-গায়িকাদের ছাপিয়ে সেরা গানের শিরোপা জিতে নিয়েছে এম এম কীরাবাণির কম্পোজ করা এই গান। সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে নাটু নাটু। পৃথিবী জুড়ে মানুষ এই নাচের গানে পা মিলিয়েছে, তা একাধিকবার দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে। এই গানের কৃতিত্বের জন্য এতদিন গানের সুরকার কীরাবাণি ও গায়ক রাহুল সিপলিগুঞ্জ, কাল ভৈরবকেই দেওয়া হয়েছে। কিন্তু এক আশ্চর্যকর দাবি করে বসলেন অজয় দেবগন। তিনি বলেছেন, নাটু নাটু গান নাকি অস্কার পেয়েছে তাঁরই জন্য। সবারই জানা, এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। তবে অস্কার পাওয়ার পিছনে কেন এমন দাবি করলেন অজয়?
সম্প্রতি অজয় দেবগন ও টাবু অভিনীত আসন্ন ছবি 'ভোলা'র জন্য় প্রোমোশন করছেন তাঁরা। এই ছবির প্রচারের জন্য তাঁরা পৌঁছে গিয়েছিলেন কপিল শর্মা শোতে। সেখানে কপিল অজয়কে যখন আরআরআর ছবির জন্য অভিনন্দন জানাচ্ছিলেন, তখনই অজয় বলেন, 'আরআরআর-এর নাটু নাটু আমার জন্যই অস্কার পেয়েছে কারণ আমি যদি সেই গানে নাচতাম তবে কী হত?' আর এরপরেই হেসে উঠলেন কপিল শর্মা শো-এর দর্শক সহ প্রত্যেকে। অর্থাৎ অজয় এই কথাটি ঠাট্টা করার জন্যই বলেছিলেন।
To ye Raaz hai #NaatuNaatuSong ko Oscar milne ka 😯 pic.twitter.com/P9GXv4sy7K
— Pooran Marwadi (@Pooran_marwadi) March 24, 2023
ইতিহাস তৈরি করেছে কার্তিকী গনসালভেস পরিচালিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে সেরার শিরোপা অর্জন করেছে এটি। এই প্রথম কোনও ভারতীয় তথ্যচিত্র অস্কার (Oscar) জিতল। আর এবারে এই অস্কারের ট্রফি সেই আসল মানুষের হাতে তুলে দিলেন পরিচালক ও প্রযোজক। বোমান ও বেলি (Bomman and Belli), এই দম্পতির কথা এখন শুধুমাত্র দেশেই নয়, বিশ্বজুড়ে ছেয়ে গিয়েছে। আর বলাই বাহুল্য যে, এই মাহুত দম্পতির জীবন কাহিনীর হাত ধরেই ভারতে এসেছে অস্কার। তাঁদের হাতে অস্কারের ট্রফি তুলে দিয়ে ছবি পোস্ট করেছেন ছবির প্রযোজক ও পরিচালক। বৃহস্পতিবার এই ছবি সমাজমাধ্যমে শেয়ার করতেই তাঁদের হাসি যেন নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। সঙ্গে বয়ে গিয়েছে নেটিজেনদের শুভেচ্ছাবার্তার বন্যা।
দেশে ফিরেই পরিচালক কার্তিকী অস্কার তুলে দিয়েছেন বোমান ও বেলির হাতে। পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে বোমান এবং বেলি হাতে ধরে রয়েছেন অস্কার, আর সঙ্গে চওড়া হাসি। কোথায় যেন এই হাসি ট্রফির উজ্জ্বল ভাবকেও ফিকে করে দিচ্ছে। ফলে এই হাসির সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। এই ছবি শেয়ার করে পরিচালক লেখেন, 'প্রায় চার মাস হয়ে গেল যে আমি ওনাদের থেকে আলাদা ছিলাম। এবার মনে হচ্ছে যেন আমি বাড়ি ফিরে এলাম।'
অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন প্রযোজক গুণীত মোঙ্গাও। ক্যাপশনে লেখেন, 'সকাল সকাল এই হাসিটারই প্রয়োজন ছিল। ধন্যবাদ, বোমান ও বেলি, 'এলিফ্যান্ট হুইস্পারার্স', তোমাদের অসাধারণ এই গল্প সকলকে বলতে দেওয়ার জন্য! অনেক ভালোবাসা আমাদের নিষ্পাপ দুই জায়েন্ট, রঘু ও আম্মুকে।'
উল্লেখ্য, তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি অনাথ হস্তীশাবক রঘুর গল্প দেখানো হয়েছে ছবিতে। রঘুকে যেন এক নতুন জীবন দিয়েছেন এই দম্পতি। রঘুর পর আরও এক হস্তীশাবক আম্মুকেও দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। এছাড়াও তুলে ধরা হয়েছে বোমান এবং বেলির জীবন যুদ্ধের কথাও।
৯৫তম অস্কারের (Oscar) মঞ্চে সেরা সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়েছে দক্ষীণের ছবি আরআরআর-এর 'নাটু নাটু'। আর তা নিয়েই মঞ্চে এক জমকালো পারফরম্যান্স রেখেছেন গানটির কণ্ঠশিল্পী কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। এমনকি একের পর এক উচ্ছ্বসিত পোস্টও দেখা গিয়েছিল এই নিয়ে। এমনকি ভারতীয় উপস্থাপক হিসাবে মঞ্চে ছিলেন দিপীকা পাডুকোন। তাঁর ঘোষণার পরই ১২ মার্চ মঞ্চে ওঠেন ‘নাটু নাটু’ শিল্পীরা। সিনেমায় নাটু নাটু গানটি কালা ভৈরবেরই গাওয়া তারপরেও কেন ক্ষমা চাইতে হল গায়ককে? এই নিয়ে সমাজমাধ্যমে দেখা গেল তাঁর দীর্ঘ পোস্ট।
এই ছবির পরিচালক রাজামৌলি নাটু নাটু গানের কম্পোজার কিরাবাণী-সহ সকলকে ধন্যবাদ জানালেও দুই প্রধান অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর নাম নিতে ভুলে গিয়েছিলেন। তাই নিজের ভুল শুধরে ক্ষমা চেয়ে টুইট করে লিখেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে, রামচরণ এবং জুনিয়র এনটিআর ‘আরআরআর’ এবং ‘নাটু নাটু’র সাফল্যের কারণ। আমি কেবল তাঁদেরকেই ধন্যবাদ জানিয়েছিলাম, যাঁরা অ্যাকাডেমি মঞ্চে পারফর্ম করার সুযোগ পেতে সাহায্য করেছিলেন। আর কিছুই নয়। কিন্তু আমি দেখছি, একটা ভুল বার্তা পৌঁছেছে। সে কারণে আমি সকলের কাছে ক্ষমা চাইছি আমার শব্দচয়নের জন্য।”
সিনেমার অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর অনুরাগীদের কাছে নিজের দোষ স্বীকার করলেন কালা ভৈরব। তিনি বলেন, সুরেও রয়েছে ভারতীয় সংস্কৃতির মাদকতা, যা পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকেও আন্তর্জাতিক উচ্চতা দিয়েছে। তাই সবাই মিলেই গর্বের ভাগিদার হয়েছেন। কেবল মাত্র মঞ্চে উঠে তিনি আর রাহুল পারফর্ম করেছেন বলে বাকিদের নাম সমাজমাধ্যমে উল্লেখ না করা অন্যায় হয়েছে তাঁর, এই বলেই ক্ষমা চাইলেন গায়ক।
এই ছবিতে দুই তারকার অনবদ্য পারফরম্যান্সই এই গানের দৃশ্যের আকর্ষণ, যা বিশ্ববাসীর মন কেড়েছে। এমনকি তারকাদের রসায়নও মুগ্ধ করেছে দর্শকদের। তবে জানা গিয়েছে, এই দুই তারকার মধ্যে নাকি দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা। আবার অস্কারের গৌরবে নাকি তা আরও জরালো হয়েছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন পড়ে শেষমেশ মুখ খুললেন রাম চরণ।
রামচরণ জানান, “অনেক অল্প বয়স থেকে এনটিআরকে চিনি, তখন আমরা খুব ছোট ছিলাম। তবে চার-পাঁচ বছর আগে আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলাম। আমি জানতামই না এনটিআর-এর সঙ্গে কাজ করতে চলেছি। এমনকি দু’জনের মধ্যে কে প্রথম ফোন পেয়েছিল আমি তাও জানিনা। আমি যখন রাজামৌলির বাড়িতে যাই, দেখি এনটিআর বসে আছে। তখন রাজামৌলি জানান ছবিতে তিনি দু’জনকেই নেওয়া হয়েছে। রাজামৌলি না হয়ে অন্য কোনও পরিচালক হলেও আমরা কোনও না কোনও দিন একই ভাবে কাজ করতাম।”
রাম চরণ আরও বলেন, “অনেকে বলেন, দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের দুই পরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমরা কখনও এটা ব্যক্তিগত ভাবে গায়ে মাখিনি। আমাদের একসঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে কারও ভরসার প্রয়োজন ছিল। রাজামৌলিই সেই মানুষ। তাঁর জন্যেই এটা সম্ভব হয়েছে।”
৯৫তম অস্কার পুরস্কার মঞ্চে ভারতের ঝুলিতে জোড়া অস্কার। প্রথম ভারতীয় ছবি হিসেবে 'আরআরআর'-র নাটু নাটু গান অস্কার জিতেছে। কিন্তু ভারত থেকে ঠিক ছবি অস্কারের জন্য পাঠানো হচ্ছে না বলে মনে করেন এআর রহমান। তেরো বছর আগে তাঁর হাতেও অস্কার উঠেছিল। নেপথ্যে স্লাম ডগ মিলিওনিয়রের 'জয় হো' গানের মিউজিক।
রহমানকে এক সাক্ষাৎকারে এসে বলতে শোনা যায়, 'যে ধরনের ভারতীয় ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। আমরা ভুল করছি। আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। কখনও কখনও অন্য জুতোতেও পা গলাতে হয় বইকি!' আরআরআর ছবির নাটু-নাটু গানটি অস্কার পেলে দেশের ভালোই হবে এই কথা আগেই বলেছিলেন রহমান। তিনি আরও জানান, 'যদি পশ্চিমের দেশগুলিতে ভালো সিনেমা, ভালো গান করতে পারে। তবে ভারতে কেন হবে না?'
আমরা ওঁদের সঙ্গীত শুনলে, 'ওদের সিনেমা দেখি, ওরা কেন আমাদের দেখবে না? তাই ভাল মানের শিল্প সৃষ্টির দিকে জোর দিয়েছিলেন এআর রহমান।'
অস্কারের মঞ্চে দর্শকের মন জয় করলেন দীপিকা পাডুকোন। কাঁধ খোলা কালো পোশাকে দেখা গেলো দীপিকাকে। আশির দশকের হলিউড অভিনেত্রীদের মতো সেজে অস্কার মঞ্চ কাঁপালেন বলিউডের পিকু। ভারতীয়দের কাছে গর্বের মুহূর্ত। এবার দীপিকার প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীপিকাকে নিয়ে কঙ্গনা সমাজমাধ্যমে লেখেন,'এমন এক মর্যাদাপূর্ণ দায়িত্ব হাসিমুখে সামলানো সহজ কথা নয়। ওর ওই সুন্দর দু’কাঁধে দেশের গৌরব ছড়িয়ে পড়েছে। কী সুন্দর ওর অভিব্যক্তি! অসাধারণ কথা বলার ভঙ্গি আর আত্মবিশ্বাস। আমি মুগ্ধ।'
কালো পোশাকে দীপিকা মঞ্চে উঠতেই করতালিতে ভরে যায় ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ। নাটু নাটু গানের পারফরম্যান্সের আগেই শিল্পীদের মঞ্চে ডেকে নেন বলিউডের মস্তানি। অস্কারের মঞ্চে দিপীকা প্রমাণ করে ছাড়লেন ভারতীয় নারীরাই সেরা।
ঘোষণা আগেই হয়েছিল, সেই মোতাবেক কালো গাউনে অস্কার মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের পিকু (Deepika Padukone)। ৯৫তম অস্কার পুরস্কারের অনুষ্ঠানে অন্যতম উপস্থাপক ছিলেন দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসবে জ্যুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন দীপিকা। এমনকি কাতার বিশ্বাকাপের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। এভাবে ক্রমেই আন্তর্জাতিক মঞ্চে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়লেও আন্তর্জাতিক সংবাদ সংস্থা চিনতেই পারলেন না বলিউডের মস্তানিকে। দীপিকার সব ছবিতে দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের নাম বসিয়েছে।
তাতেই যত গোলমাল। সংবাদ সংস্থার ছবির ক্যাপশনের সূত্র ধরে নামী-দামি সব আন্তর্জাতিক ম্যাগাজিন একই ভুল করেছে। ছাপিয়েও দিয়েছে সেই ব্রাজিলিয়ান মডেলের নাম। যদিও এদিন জমকালো অনুষ্ঠানে দীপিকার পরনে লুই ভিতোঁর কালো কাঁধখোলা বল গাউন, হাতে কালো গ্লাভস নজর কেড়েছে। গলায় হিরের নেকলেসে ঝুলছে পোখরাজের লকেট। হাতে হিরের ব্রেসলেট ও আংটি।
মোদ্দা কথা আশির দশকের হলিউড অভিনেত্রীদের লুকে দেখা গেল তাঁকে। কিন্তু সংবাদ সংস্থারা তাঁকে হলিউড অভিনেতা ম্যথু ম্যাককোনাহের স্ত্রী ক্যামিলা ভেবে বসল!
১৪ বছর পর রেড কার্পেটে জয় হিন্দ ধ্বনি। ভারতের ঝুলিতে জোড়া অস্কার (Oscar2023)। সেরা গানে অস্কার জয় নাটু-নাটুর (Natu Natu Song) আর ছোট তথ্যচিত্র বিভাগে অস্কার জয় 'দা এলিফ্যান্ট হুইস্পার্সের'। এদিকে অস্কার মঞ্চে ভারতের এই বিশ্বজয়কে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অস্কারজয়ীদের টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ‘নাটু নাটু’র জয় প্রসঙ্গে তিনি লেখেন, 'ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাটু নাটুর। এটা এমন একটা গান, যেটা আগামী বহু বছর ধরে শ্রোতার মনে থেকে যাবে। এমএম কীরাবনী এবং চন্দ্র বোস-সহ পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।'
Exceptional!
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to @mmkeeravaani, @boselyricist and the entire team for this prestigious honour.
India is elated and proud. #Oscars https://t.co/cANG5wHROt
অপরদিকে গুনীত মোঙ্গা প্রযোজিত ‘দা এলিফ্যান্ট হুইস্পার্স’ ছোট তথ্যচিত্রে অস্কার জিতেছে। দক্ষিণ ভারতের এক আদিবাসী দম্পতি বোমান এবং বেলির কাছে রঘু নামে এক হাতি শাবকের বেড়ে ওঠার কাহিনী তুলে ধরেছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রকে কুর্নিস জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'এই সম্মানের জন্য কার্তিকী এবং গুনীত-সহ পুরো টিমকে শুভেচ্ছা। আপনাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।'
১৪ বছরের খরা কাটিয়ে অস্কার জয় (Won Oscar) ভারতের। প্রথম থেকেই সম্ভাবনা ছিল। এবার অপেক্ষার অবসান। 'RRR'-ছবির 'নাটু নাটু' গানের মুকুটে নয়া পালক। ফের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর 'RRR' ছবির 'নাটু নাটু' গানটি। এক কথায়, এবার রেকর্ড গড়েছে 'RRR'। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। উচ্ছ্বসিত গোটা দেশ।
অন্যদিকে, সোমবার লস অ্যঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে সম্মানিত হল 'The Elephant Whisperers'। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। মানুষ আর পশুর মধ্য সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। হাতিদের রক্ষা করার বিশেষ বার্তাই দিয়েছে এই তথ্যচিত্রটি। ওদিকে অস্কার পেয়ে আপ্লুত প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।”
রবিবার রাত থেকেই শ্বাসরোধ ছিল গোটা ভারতবাসীর। মোট তিন মনোনয়ন, সোমবার ভোর হতেই শুরু হয়ে যায় কাউন্টডাউন। মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানান হয়েছিল, ‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত। আন্তর্জাতিক এই পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সুরকার কিরাবাণী।' গান গেয়েই তিনি ধন্যবাদ জানান পরিচালক এস এস রাজামৌলি ও ‘RRR’ সিনেমার গোটা টিমকে।
অস্কারের (Oscar) আগেই বড়সড় এক পার্টির আয়োজন করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তারপরেই ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। সোমবার দেখা যাবে কার হাতে উঠল এবছরের অস্কার।
প্রিয়াঙ্কা চোপড়ার আয়োজিত করা পার্টিতে আমন্ত্রণ ছিল,অস্কারে নাম নথিভুক্ত বেশ চর্চিত যুগল রামচরণ ও তাঁর স্ত্রীর। এছাড়াও দক্ষিণবঙ্গের তারকা শিল্পীরাও এই পার্টিতে উপস্থিত ছিলেন। আরও ছিলেন আরআরআর সিনেমার তারকা, নাটু নাটু গানের গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। পার্টির কিছু মুহূর্ত দেখা গেলো সমাজমাধ্যমে।
এরপরেই পার্টিতে এসে উপস্থিত হয় প্রিয়াঙ্কার স্বামী নিক জোনস-সহ পরিবারের বেশ কিছু সদস্য। অভিনয় জগতে থাকলেও পরিবার নিয়ে যথেষ্ট মনোযোগী প্রিয়াঙ্কা। এইকারণেই হয়তো স্বামী নিক প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত। পার্টিতে একটি সাদা পালকের পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। পার্টিতে বেশ তাক লাগিয়েছিল প্রিয়াঙ্কার লুক। পার্টির একটি ছবি শেয়ার করলেন প্রশংসা করলেন স্বামী নিক জোনস।
উল্লেখ্য, ৯৫তম অস্কার অ্যাকাডেমির পুরষ্কার এবছর কে পেতে চলেছে তা নিয়ে আগ্রহী হয়ে আছেন অনেক অনুরাগীরা। অস্কার না পেলেও, অস্কারে নাম নথিভুক্ত সকল তারকাদের জন্য থাকবে একটি উপহারের ব্যাগ। সেই উপহারের ব্যাগের মধ্যে থাকবে কোটি কোটি টাকার উপহার। জানা গিয়েছে, এবারের উপহারের ব্যাগে থাকবে ৬০ টিরও বেশি দামী উপহার। অ্যাকাডেমিক পুরষ্কার না পাওয়ার কারণেই এই সান্ত্বনা পুরষ্কার ব্যাগের আয়োজন। অস্কার না পেলেও মন খারাপের কোনো জায়গা থাকবে না। কারণ এবারের পুরষ্কারে থাকবে অনেক কিছু, যেমন-বিদেশ ভ্রমণের টিকিট,বিলাসবহুল রেস্তোরাতে খাবার কুপন, বিনামূল্যে প্লাস্টিক সার্জারি করার কুপন, হেয়ার স্পা করার কুপন। এছাড়াও থাকবে নানা স্বাদের বিদেশি চকলেট, ড্রাইফ্রুটস,আরও থাকবে বেশ মোটা টাকার একটি চেক ভাউচার। এখনও পর্যন্ত জানা গিয়েছে, প্রায় ১২ কোটির উপহার থাকবে ব্যাগে। সকলে তাঁর প্রিয় তারকার হাতে অস্কার দেখার অপেক্ষায় রয়েছে।
ফুটবল বিশ্বকাপের পর এবার দীপিকার (Deepika Padukone) 'মস্তানি' অস্কার মঞ্চে। ২০২৩-র অস্কার (Academy Award 2023) বিতরণকারীদের তালিকায় অন্য সব তাবড় ব্যক্তিদের সঙ্গে নাম রয়েছে বলিউডের পিকুর। তাঁর অভিনীত শেষ ছবি বিশ্বজুড়ে বিপুল ব্যবসা করেছে। পাঠানের (Pathaan Movie) বক্স অফিস সাফল্য চেটেপুটে খাওয়ার আগেই বড় সম্মান দীপিকাকে।
হলিউড ছবিতে তাঁকে একবার দেখা গিয়েছে। প্রথম ভারতীয় হিসেবে পুরস্কার বিতরণকারীর তালিকায় এবার নাম দীপিকার। প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এবার উড়ে যাবেন লস অ্যাঞ্জেলসে অস্কার গৌরব গায়ে মাখতে।
৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হবে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেলে। মনোনীত সিনেমা এবং কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়েন জনসন, মাইকেল জর্ডনের মতো তাবড় ব্যক্তিত্ব। সেখানেই উজ্জ্বল দীপিকা। সমাজমাধ্যমে সেই তালিকা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
অস্কারের (Oscar Award 2023) জন্য বাছাই ৩০১টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে বহুচর্চিত 'দা কাশ্মীর ফাইলস।' অস্কার কমিটি প্রাথমিক বাছাই পর্বের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ভারতীয় ছবি 'দা কাশ্মীর ফাইলস (The Kashmir Files)।' এই সুখবর দিয়েছেন খোদ বিবেক (Vivek Agnihotri)। পাশাপাশি এই ছবির কলাকুশলীকে টুইটে জানান বিজেপি সাংসদ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. 🙏🙏🙏
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
এ প্রসঙ্গে চলতি বছরের ২৩ মার্চ অনুষ্ঠিত হবে অকাডেমি অ্যাওয়ার্ড। ২৪ জানুয়ারি মুক্তি পাবে চূড়ান্ত পুরস্কার মনোনয়নের তালিকা। তার আগে যে যে ছবি চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার যোগ্য, তাদের একটি তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি কমিটি। ৩০১টি ছবির এই তালিকায় ‘দা কাশ্মীর ফাইল্স’ ছাড়াও নাম রয়েছে দক্ষিণের সুপারহিট ছবি এসএস রাজামৌলির ‘আরআরআর’, আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, সদ্য মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবি ‘কান্তারা’ এবং প্যান নলিনের ছবি ‘চেলো শো’। এদের মধ্যে প্যান নলিনের ‘চেলো শো’ ভারতের তরফে অস্কারের সরকারি এন্ট্রি। রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি মনোনীত হয়েছে অস্কারের সেরা গানের বিভাগে।
অস্কার মঞ্চে (Oscar Award 2022) চড়-কাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে এলেন উইল স্মিথ। তাও আবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল অস্কারজয়ী এই হলিউড অভিনেতাকে (Will Smith)। সূত্রের খবর, বেশ কয়েকদিন জুহু মারিয়ট হোটেলে ছিলেন তিনি। তবে ঠিক কী কাজে স্মিথের এই মুম্বই সফর (Mumbai Visit), তা এখনও রহস্য।
একটি সূত্র বলছে, সদগুরু ভক্ত উইল স্মিথ ও তাঁর পরিবার। বহুবার আধ্যাত্মিক শান্তির খোঁজে সদগুরুর শরণাপন্ন হয়েছেন উইল। দু'বছর আগে স্মিথের বাড়ি ঘুরে এসেছিলেন সদগুরু। তাহলে কি এবার চড়-কাণ্ডের পর মানসিক পাপস্খলন করতে স্মিথের মুম্বই এসে সদগুরু শরণ? তিনি কি সদগুরুর সঙ্গে দেখা করে আদৌ নিয়েছেন আধ্যাত্মিক শান্তির খোঁজ? তবে বলিউডের একটি সূত্র বলেছে, বিমানবন্দরে তাঁকে দেখা মাত্রই ঘিরে ধরে পাপরাজ্জি এবং অনুরাগীরা। প্রত্যেকের প্রতি মিষ্টি ব্যবহার ফিরিয়ে দিয়েছেন হলিউডের এই 'ব্যাড বয়'।
এর আগে ২০১৯ সালে 'দ্য বাকেট লিস্ট' ছবির শ্যুটিং চলাকালীন বলিউডের কয়েক জন তারকার সঙ্গে দেখা করতে আসেন এই মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-র একটা দৃশ্যেও শ্যুট করে গিয়েছেন উইল। সেই সময় হরিদ্বার ঘুরে দেশে ফিরেছিলেন।
এদিকে, চড়-কাণ্ডের জেরে ইতিমধ্যে ১০ বছরের জন্য অস্কার মঞ্চে নির্বাসিত স্মিথ। কোনওভাবেই অকাডেমি মোশন পিকচার্স আয়োজিত এই অভিজাত অনুষ্ঠানে অংশ নিতে পারবে না তিনি। মূল ঘটনার সুত্রপাত চলতি বছর অস্কার মঞ্চে।
যখন স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুখ নিয়ে রসিকতা করে অভিনেতার হাতে চড় খান কৌতুক শিল্পী তথা সঞ্চালক ক্রিস রক। এরপরেই এই ঘটনা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। লিখিতভাবে ক্ষমাও চান উইল স্মিথ। কিন্তু তাঁর এই 'অভব্যতা'কে রেয়াত করেনি অস্কার আয়োজকরা। তাঁর উপর ১০ বছরের নির্বাসন খাড়া ঝুলাতেই কে মুম্বই বিমানবন্দরে দেখা গেল উইল স্মিথকে?