Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

OnewebIndiaMission

ISRO: ফের সফল উৎক্ষেপণ ইসরোর, ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি

ফের ইতিহাল সৃষ্টি ইসরোর (ISRO)। ওয়ান ইন্ডিয়া মিশন-২-এর (One India Mission-2) সবচেয়ে বড় রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে ভারতের সবচেয়ে বড় রকেট LVM3 মহাকাশে উৎক্ষেপণ করা হল। রবিবার সকাল ৯ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট পৃথিবীর লোয়ার অরবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ওয়ানওয়েব মিশনের দ্বিতীয় রকেট এটি ও এই নিয়ে দু'বার বাণিজ্যিক উৎক্ষেপণ করা হয়েছে এলভিএম-থ্রি রকেটের। এর আগে ২০২২ সালে অক্টোবর মাসে ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। এবার ফের সফল উৎক্ষেপণ। ৪৩.৫ মিটার লম্বা ও ৬৪৩ টন ওজনবিশিষ্ট রকেটটি ৫হাজার ৮০৫ কেজি ওজনের উপগ্রহ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে পাড়ি দিয়েছে।


উল্লেখ্য, ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে। ইংল্যান্ডের এই কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করতে চলেছে। তাই ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়। তাতে মোট ৭২টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার বরাত পায় নিউ স্পেস। সেই চুক্তি অনুযায়ীই রবিবারের উৎক্ষেপণ। ২০২২-এর ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। ফলে এই মিশনের নাম দেওয়া হয়েছে ওয়ানওয়েব ইন্ডিয়া মিশন ২।

6 months ago