Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

OnewebIndiaMission

ISRO: ফের সফল উৎক্ষেপণ ইসরোর, ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি

ফের ইতিহাল সৃষ্টি ইসরোর (ISRO)। ওয়ান ইন্ডিয়া মিশন-২-এর (One India Mission-2) সবচেয়ে বড় রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে ভারতের সবচেয়ে বড় রকেট LVM3 মহাকাশে উৎক্ষেপণ করা হল। রবিবার সকাল ৯ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট পৃথিবীর লোয়ার অরবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ওয়ানওয়েব মিশনের দ্বিতীয় রকেট এটি ও এই নিয়ে দু'বার বাণিজ্যিক উৎক্ষেপণ করা হয়েছে এলভিএম-থ্রি রকেটের। এর আগে ২০২২ সালে অক্টোবর মাসে ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। এবার ফের সফল উৎক্ষেপণ। ৪৩.৫ মিটার লম্বা ও ৬৪৩ টন ওজনবিশিষ্ট রকেটটি ৫হাজার ৮০৫ কেজি ওজনের উপগ্রহ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে পাড়ি দিয়েছে।


উল্লেখ্য, ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে। ইংল্যান্ডের এই কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করতে চলেছে। তাই ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়। তাতে মোট ৭২টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার বরাত পায় নিউ স্পেস। সেই চুক্তি অনুযায়ীই রবিবারের উৎক্ষেপণ। ২০২২-এর ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। ফলে এই মিশনের নাম দেওয়া হয়েছে ওয়ানওয়েব ইন্ডিয়া মিশন ২।

12 months ago