Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Olympic

Olympic: অলিম্পিকে ফের সংযুক্ত হতে চলেছে ক্রিকেট, সাংবাদিক বৈঠকে দাবি কমিটির

২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ফের সংযুক্ত হতে চলেছে ক্রিকেট। দ্যা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মুম্বইয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে আরও চারটি খেলাকে অলিম্পিকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুম্বইয়ের ওই বৈঠক শেষে কমিটির তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে জানানো হয়, T20 ক্রিকেট, বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস এবং স্কোয়াস লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হবে। অলিম্পিক কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সাংবাদিক বৈঠকেই জানানো হয়েছে ভোট দাতাদের মধ্যে ২ জন এই প্রস্তাবের বিরোধিতা করেন। এবং একজন ভোট দান থেকে বিরত ছিলেন।

7 months ago
olympic: অলিম্পিকেও ক্রিকেট যুক্ত হোক, ইডেনে এসে দাবি ক্রীড়াবিদদের

অলিম্পিকেও যুক্ত করা হোক ক্রিকেট। বিশ্বকাপ ট্রফির উন্মোচনে এসে কলকাতার ইডেন গার্ডেনে এমনই প্রস্তাব দিলেন ক্রীড়া তারকারা। শুক্রবার সন্ধেয় ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঝুলন গোস্বামী, লিয়েন্ডার পেজ, অশোক দিন্দা সহ অনেকেই।

আগামী মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে তার জন্য উত্তেজনা চড়ছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে। সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেনে।  শুক্রবার রাতের ওই অনুষ্ঠানে তারকারা জানিয়েছেন, অলিম্পিকের মতো জনপ্রিয়  খেলায় ক্রিকেটের সংযুক্তিকরণ হলে পরিচিতি ও বিস্তার আরও বাড়বে।

8 months ago
Neeraj: অনুশীলনে চোট পেলেন নীরজ, নাম তুললেন প্রতিযোগিতা থেকে

অনুশীলনে চোট পেলেন অলিম্পিকের (Olympic) সোনাজয়ী অ্যাথলেট নীরজ চোপড়া (Neeraj Chopra)। আসন্ন নেদারল্যান্ডসের প্রতিযোগিতায় খেলতে পারবেন না তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন নীরজ। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।

সোমবার চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন নীরজ। জ্যাভলিন তারকা লেখেন, "চোট খেলার অঙ্গ। সম্প্রতি অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছি। চিকিৎসকদেরও পরামর্শ নিয়েছি। চোট যাতে আর না বাড়ে, তার জন্য কোনও ঝুঁকি নিতে চাইছি না।"

আগামী ৪ জুন থেকে নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নীরজ। কয়েকদিন আগেই জ্যাভলিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছেন নীরজ।

11 months ago


Usain: অলিম্পিক সোনাজয়ী উসেইন বোল্টের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি গায়েব! তাজ্জব পুলিসও

অলিম্পিক গোল্ড (Olympic Gold) মেডেলিস্ট এবং দৌড়বিদ উসেইন বোল্টের (Usain Bolt) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। লক্ষ-কোটি নয়, জামাইকান এই ক্রীড়াবিদের অ্যাকাউন্ট থেকে উধাও (Bank Fraud) হয়েছে ১০ কোটি টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জামাইকান পুলিস। যদিও উধাও টাকা উদ্ধার করতে পারেনি তারা। এই অর্থ গায়েব প্রসঙ্গে জামাইকান ক্রীড়াবিদের ম্যানেজার জানান, স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নামের একটি সংস্থায় বিনিয়োগ করেছিলেন বোল্ট। সেখানেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জামাইকার দুটি সংস্থা। পাশাপাশি প্রশাসনিকস্তরে জামাইকার পুলিসও ঘটনার তদন্ত করছে। কিন্তু এখনও পর্যন্ত টাকার কোনও খোঁজ পাওয়া যায়নি।

অলিম্পিক গোল্ড মেডেলিস্টের ম্যানেজার জানান, বোল্টের অ্যাকাউন্ট থেকে যে টাকা উধাও হয়েছে, সেটা তিনি চলতি সপ্তাহের প্রথমে বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিসকে জানানো, সংশ্লিষ্ট সংস্থাকে জানানো ইত্যাদি ইত্যাদি। এমনকি জামাইকান সরকারের কাছেও আবেদন করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখার।

এ প্রসঙ্গে উল্লেখ্য, অলিম্পিক ইতিহাসে অন্যতম সেরা ক্রীড়াবিদ বোল্ট। তাঁর ঝুলিতে মোট ৮টি সোনার পদক। ১০০ মিটার, ২০০ মিটার, ৪X১০০ মিটার রিলে রেসেও নজির রয়েছে বোল্টের। বিশ্বখ্যাত দৌড়বিদ সেই উসেইন বোল্টই এবার আর্থিক প্রতারণার জালে।

one year ago
Haryana: মহিলা কোচকে যৌন হেনস্থার অভিযোগ, প্রাক্তন অলিম্পিয়ান মন্ত্রিত্ব খোয়ালেন

মহিলা কোচকে যৌন হেনস্থার অভিযোগ! বিতর্কের মুখে হরিয়ানার ক্রীড়া দফতরের মন্ত্রিত্ব ছাড়লেন মন্ত্রী সন্দীপ সিং (Haryana Sports Minister Sandeep Singh)। সন্দীপের বিরুদ্ধে অফিসে ডেকে শ্লীলতাহানি-যৌন নিগ্রহের অভিযোগ তোলেন জুনিয়র অ্যাথলেটিক্সের এক কোচ। শনিবার রাতে চণ্ডীগড়ের সেক্টর ২৬ থানায় সন্দীপ সিং তথা প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়কের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়েছে। এরপরেই রবিবার আপাতত তাঁর হাতে থাকা ক্রীড়া দফতরের দায়িত্ব হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Haryana Chief Minister Manohar Lal Khattar) সামলাবেন বলে জানা গিয়েছে। যদিও ওই মহিলা কোচের আনা সব অভিযোগই প্রত্যাখ্যান করেছেন সন্দীপ। এ প্রসঙ্গে উল্লেখ্য, অলিম্পিকে ভারতীয় হকি দলের সদস্য ছিলেন সন্দীপ সিং।

অভিযোগ দায়েরের পরে, মহিলা কোচ বলেছিলেন, “আমাকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। আমি আমার নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে নানা হুমকিমূলক বার্তা এসেছে। ভয়ে আমি ফোন করা বন্ধ করে দিয়েছি। মন্ত্রী ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে তাঁর অফিস ও অন্যান্য জায়গায় আমাকে হয়রানি করেন। একবার, তিনি আমাকে সেক্টর ৭-এ তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন। তিনি বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন। চণ্ডীগড়ের বাড়িতে তিনি আমাকে অনুচিতভাবে স্পর্শ করেছিলেন। আমি চণ্ডীগড় পুলিসকে ঘটনার কথা জানাই।”

উল্লেখ্য, এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাও। নৈতিক দিকের কথা মাথায় রেখে ক্রীড়া দফতরের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন সন্দীপ সিং।

one year ago


Sushil: জুনিয়র কুস্তিগীর খুনে অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের বিরুদ্ধে চার্জ গঠন

কুস্তিগির সাগর ধনখড় খুনে অলিম্পিক (Olympic Medalist) পদকজয়ী সুশীল কুমারের (Sushil Kumar) বিরুদ্ধে চার্জ গঠন। দিল্লির (Delhi Court) এক আদালতে এই কুস্তিগীরের বিরুদ্ধে চার্জ (Murder Charge) গঠন হয়েছে। সুশীল ছাড়া আরও ১৭ জনের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়ে। চার্জে নাম দুই পলাতক অভিযুক্তর। সুশীলদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। উল্লেখ্য,সম্পত্তিগত বিবাদের জেরে ২০২১-র ৪ মে সুশীল এবং কয়েক জন সঙ্গী প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর এবং তাঁর বন্ধুদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে।

গুরুতর জখম সাগরের পরে মৃত্যু হয়। ময়নাতদন্তে উল্লেখ, ভোঁতা কিছু দিয়ে আঘাতের ফলে রক্তক্ষরণে ওই জুনিয়র কুস্তিগীরের মৃত্যু হয়েছে। দিল্লি পুলিস সুশীল-সহ ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে। এই অভিযোগে

খুনের অভিযোগ ২০২১-র ২৩ মে গ্রেফতার করা হয় অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীরকে। অগাস্টে পুলিসের দায়ের প্রথম চার্জশিটে উল্লেখ, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালিয়েছে। তাঁর উদ্দেশ্য ছিল তরুণ কুস্তিগীরদের মধ্যে নিজের ক্ষমতা জাহির করা। 

এদিকে, ২০২১-র ২ জুন থেকে জেলবন্দি সুশীল। গত বছর ট্রায়াল কোর্টে সুশীলের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালতের তরফে বলা হয়েছিল, প্রাথমিক ভাবে এই হামলার ঘটনার ভিডিয়ো ফুটেজে সুশীলকে দেখা যাচ্ছে। যদিও সুশীলের আইনজীবীর দাবি ছিল, পুলিস তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে।


2 years ago