Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Nursemheckle

Nadia: কল্যাণী জেএনইউ হাসপাতালের কর্তব্যরত নার্সকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় জুনিয়র চিকিৎসক

এবার এক কর্তব্যরত নার্সকে (nurse) হেনস্থা করার অভিযোগে উত্তাল নদিয়া (Nadia)। জানা যায়, কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের (hospital) প্রসূতি বিভাগে লেবার রুমে কর্তব্যরত ছিলেন ওই নার্স। অভিযোগ উঠেছে ওই হাসপাতালেরই এক জুনিয়র চিকিৎসকের (doctor) বিরুদ্ধে। অন্যদিকে ঘটনার পর বিক্ষোভে সরব জুনিয়ার চিকিৎসকেরাও। অন্যদিকে এই অভিযোগের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরাও একত্রিত হন কল্যাণী মেডিক্যাল কলেজের মূল ভবনের সামনে। অভিযুক্ত সলমন হালদারও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী নার্সের বিরুদ্ধে।

জানা যায়, মঙ্গলবার এই অভিযোগে হাসপাতালে সকল নার্সরা একত্রিত হয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ সাতদিনের সময় চেয়েছিল। তবে সমস্ত নার্সরা একত্রিত হয়ে তাঁরা জানিয়েছেন, এই অভিযোগের সঠিক বিচার না হলে তাঁরা ওই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করবেন। একই সঙ্গে কর্মবিরতিতেও যাবেন। যদিও অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসক সলমন হালদার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। পাশাপাশি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেয়নি। 

2 years ago