Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

Nosejob

Raghav: পরিণীতির সঙ্গে বাগদানের আগে নাকের সার্জারি করিয়েছিলেন রাঘব! নতুন বিতর্ক

১৩ মে বাগদান সেরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল বাগদানের আগে থেকে। বাগদানের পরেও এই দুই তারকাকে নিয়ে চর্চা থামেনি। তাঁদের বাগদানের অনেক না দেখা মুহূর্ত ধরা পড়ছে নেট মাধ্যমে। এইবার নতুন একটি ভিডিও দেখা গিয়েছে নেট মাধ্যমে। যেখানে রাঘবকে বলতে শোনা গিয়েছে তাঁর নাকের সার্জারির (Nosejob) কথা।

সম্প্রতি নেট মাধ্যমে রাঘব-পরিণীতির বাগদানের অন্দরের একটি ভিডিও দেখা গিয়েছে। সেখানে উপস্থিত এক আত্মীয় রাঘবকে চেহারার বাহ্যিক বদল নিয়ে প্রশ্ন করেন। উত্তরে রাঘবকে বলতে শোনা গিয়েছে, 'নাকের সামান্য বদল এনেছি কাকিমা। কারণ নাকটা মায়ের মতো ছিল। তাই অপারেশন করিয়ে বাবার মতো করেছি।' যদিও রাঘব মজার ছলেই এই কথা বলেছিলেন। কিন্তু ভিডিও নিয়ে চারদিকে শোরগোল পড়তেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়।

রাঘব আম আদমি পার্টির, পাঞ্জাবের সাংসদ। তাঁকে বেশ পছন্দ করেন নেটিজেনরা। অন্যদিকে বলিউডের তারকা অভিনেত্রী পরিনীতিকেও বেশ পছন্দ করেন সকলেই। দুজনের বাগদান নেটিজেনদের কাছে স্বপ্নের মতো। সকলের অগোচরেই বাগদান সেরেছেন তাঁরা। চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।

6 months ago