Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

NorthBengalUniversity

Vice Chancellor: রাজ্য-রাজ্যপাল বিতর্কের মধ্যেই ফের উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য বদল রাজ্যপালের

রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছেই, যে বিতর্ক গড়িয়েছে আদালত অবধি। যদিও সেক্ষেত্রে আদালত রাজ্যপালের নিয়োগের পক্ষেই রায় দিয়েছিল। এরই মধ্যে ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন রথীন বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, মাস দেড়েক আগেই ওই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন সঞ্চারী মুখোপাধ্যায়। কিন্তু, তাঁকে সরিয়ে সোমবার দুপুরে জরুরি তলবে উপাচার্য পদে রথীনকে নিযুক্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। তারই মাঝে নয়া উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়েছে।

উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর রথীন জানিয়েছেন, অতীতের বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। যে দায়িত্বভার তাঁকে দেওয়া হয়েছে,তা সুষ্ঠু ভাবে পালনের চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টাই করে যাবেন বলে জানিয়েছেন তিনি।

10 months ago
Enquiry: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য (Vice Chancellor) ওমপ্রকাশ মিশ্রর (OM Prakash Mishra)বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।  শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র।তাঁরপর থেকেই বেশ কিছু অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ওই অভিযোগ রাজ্যপালের কাছে পৌঁছেছে।

সূত্রের খবর, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে। সম্প্রীতি রাজ্যপাল শিক্ষায় নিয়োগ দুর্নীতি বিষয়ে কঠোর হতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলের মত। সেজন্যই তিনি নির্দেশিকা জারি করে গোটা রাজ্যের ১২ টি বিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেন। এমনকি উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত  সাপ্তাহিক বা মাসিক আয় ও ব্যায়ের রিপোর্ট আচার্য অর্থাৎ রাজ্যপালকে দিতে হবে বলে নির্দেশিকা জারি করেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখান থেকেই ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্ত করবেন বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। কয়েকদিন আগেই বর্তমান উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। 

11 months ago
Governor: দার্জিলিং যাওয়ার পথে হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, কেন!

দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। উপাচার্যের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। এরপর সেখান থেকে বেরোনোর সময় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে কালো পতাকা দেখানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপর সেখান থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গিয়েছে, ২৮ জুন ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যপাল। সেই বৈঠকই বানচাল করার চেষ্টার অভিযোগ উঠছে। বৈঠকে আসতে বাধার দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এমনকী, উপাচার্যদের উপর চাপ সৃষ্টি করারও অভিযোগ উঠছিল রাজ্যপালের বিরুদ্ধে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, নিজেই সেসব খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল।

11 months ago


Om Prakash Mishra: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত সুবীরেশ, নতুন উপাচার্য ওমপ্রকাশ

বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্যের পদ থেকে অবশেষে অপসারিত করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার (arrest) হওয়ার ৯ দিন পর তাঁকে তাঁর পদ থেকে অপসারিত করে রাজ্য সরকার (State Govt)। জানা গিয়েছে, তাঁর জায়গায় নতুন উপাচার্য হন ওমপ্রকাশ মিশ্র (Om Prakash Mishra)। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র তৃণমূল ঘনিষ্ঠ।

অন্যদিকে সুবীরেশ ভট্টাচার্য এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য একটি বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলার পর সেখান থেকেও তাঁকে অপসারিত করা হয়েছে। সেই জায়গাতেও নিয়ে আসা হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। আপাতত তিন মাসের জন্যই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এবং হিল বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্বে রয়েছেন।  তাঁকে এই দুই বিশ্ববিদ্যালয়ে নিয়োগে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল লা গণেশন। বুধবার সন্ধ্যাতেই রাজ্য সরকারের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে এই বিষয়ে। 

2 years ago