Breaking News
Election: বড় চমক! বরানগর উপনির্বাচনে এবার সজল বনাম অভিমানী সায়ন্তিকা, ভগবানগোলায় কে ?      Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ     

Noida

UP: আইনজীবী স্ত্রীকে খুন করে স্টোররুমে প্রায় দু'দিন ধরে লুকিয়ে ছিলেন স্বামী!

বাংলোর শৌচালয় থেকে উদ্ধার সুপ্রিম কোর্টের (Supreme Court) মহিলা আইনজীবীর (Lawyer) মৃতদেহ। মৃতার ভাই একাধিকবার ফোন করার পরও কোনও উত্তর পাননি তিনি। এর পর পুলিসে খবর দিতেই বাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। বোনের বরের বিরুদ্ধে খুন করার অভিযোগ এনেছেন তিনি। এর পর তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার তাঁর বোনের স্বামীকে গ্রেফতার করে পুলিস। ঘটনাটি উত্তরপ্রদেশের (UttraPradesh) নয়ডার।

সূত্রের খবর, অভিযুক্ত ৬২ বছর বয়সী বৃদ্ধ অজয় নাথ এক প্রাক্তন ইন্ডিয়ান রেভেনিউ অফিসার। আর আইনজীবীর নাম রেণু সিনহা, বয়স ৬১ বছর। তাঁরা উত্তরপ্রদেশের নয়ডার এক বাংলোয় দু'জনেই থাকতেন। আর তাঁদের ছেলে বিদেশে থাকেন। পুলিস জানিয়েছে, শনিবার ফোন করে মৃতার ভাই জানান যে, তাঁর দিদি ফোন তুলছেন না। এর পর তাঁদের বাড়িতে হানা দিতেই শৌচালয় থেকে উদ্ধার করা হয় রেণু সিনহার মৃতদেহ। কিন্তু সেই বাংলোয় প্রথমে খুঁজে পাওয়া যায়নি তাঁর স্বামী অজয় নাথকে। এর পর অনেক তদন্ত চালানোর পর এক স্টোররুম থেকে তাকে বের করে আনা হয়। পুলি জানিয়েছে, প্রায় দু'দিন ধরে সেখানেই লুকিয়ে ছিলেন তিনি।

মৃতার ভাই অভিযোগ করেছেন, তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। ফলে তাঁর দিদিকে খুন করেছে অজয় নাথ। এমনটাই দাবি করেন রেণু সিনহার ভাই। এর পর অভিযুক্তকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেই স্বীকার করেন, তাঁদের বাড়ি বিক্রি করার জন্য প্রায়ই ঝগড়া লেগে থাকত। তিনি চেয়েছিলেন, এই বাংলো বিক্রি করতে কিন্তু এতে আপত্তি ছিল রেণুর। তবে তিনিই যে তাঁকে খুন করেছেন এ বিষয়ে কিছু জানাননি। তবে বাড়ি বিক্রির বচসার জেরেই খুন করা হয়েছে রেণু সিনহাকে, এমনটাই অনুমান পুলিসের। তবে কীভাবে তাঁকে খুন করা হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। ঘটনার তদন্ত করছে পুলিস।

7 months ago
Karachi To Noida: সীমার জীবনের উপর ভিত্তি করে ছবি 'করাচি টু নয়ডা', মুক্তি পেল প্রথম গান

পাকিস্তানে (Pakistan) থেকে ভারতে চলে আসেন পাকিস্তানি 'গৃহবধূ' সীমা হায়দার (Seema Haider)। তিনি দাবি করেছেন, তিনি তাঁর প্রেমিক সচিন মীনার ভালোবাসার টানেই চার ছেলে-মেয়েকে নিয়ে এদেশে এসেছেন। আর তাঁর এই জীবনকাহিনী নিয়েই ছবি তৈরি করতে চলেছেন প্রযোজক অমিত জানি (Amit Jani)। ইতিমধ্যেই জানা গিয়েছে, তাঁর প্রযোজিত ছবি 'করাচি টু নয়ডা'-র (Karachi To Noida) গান মুক্তি পেয়েছে। জানা গিয়েছে, ২০ অগাস্ট এই ছবির গান মুক্তি পেয়েছে।

পাকিস্তানে থেকে ভারতে আসায় স্বাভাবিকভাবেই সীমার উপর সন্দেহ রয়েছে। তিনি কোনও গুপ্তচর কিনা, তা নিয়ে সমালোচনা তুঙ্গে। ফলে সীমা সহ তাঁর স্বামী সচিন ও পরিবারের সদস্যদের দফায় দফায় জিজ্ঞাসাবাদও করছে উত্তরপ্রদেশ এটিএস। কিন্তু এর মধ্যেই এক প্রযোজক অমিত জানি সীমা জীবনের উপর ভিত্তি করেই বানাতে চলেছেন ছবি। সিনেমার নাম 'করাচি টু নয়ডা'।

জানা গিয়েছে, এই ছবিতে সীমার চরিত্রে অভিনয় করবেন ফারহীন ফালাক। আর এবারে খবরে এসেছে এই ছবির থিম সং 'চল পড়ে হে হাম' মুক্তি পেয়েছে। এই গান গেয়েছেন প্রীতি সরোজ। আর এই গানটি লিখেছেন খোদ প্রযোজক অমিত জানি। সূত্রে খবর, এই গানটি ৫০০ টি মিউজিক প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে। এছাড়াও দিল্লির সংস্কার ভারতীয় অডিটোরিয়ামে গানটিকে লঞ্চ করা হয়েছে। এই লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছবির পরিচালক, প্রযোজক, অভিনেত্রী সহ পুরো টিম। জানা গিয়েছে, গান মুক্তির পর দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন ও গানের মাঝেই স্লোগান উঠতে থাকে 'হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ।' ছবির পোস্টারও মুক্তি পাবে ২৭ অগাস্ট।

7 months ago
Seema Haider: পাকিস্তান থেকে আসা গৃহবধূ সীমা ও তাঁর প্রেমিক সচিন ফের নিখোঁজ! দাবি স্থানীয়দের

প্রেমিকের ভালোবাসার টানে পাকিস্তান (Pakistan) থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশ করেন সীমা হায়দার (Seema Haider)। তিনি শুধু একা নন, সঙ্গে নিয়ে এসেছেন তাঁর চার সন্তানও। এরপরেই উত্তরপ্রদেশের নয়ডায় প্রেমিকের বাড়িতে ওঠেন সীমা। খবরে আসে যে, সীমা ও তাঁর প্রেমিক সচিন এক সঙ্গেই সেই বাড়িতে থাকেন। কিন্তু এখন জানা গিয়েছে, বর্তমানে তাঁদের সেই বাড়িতে দেখাই যাচ্ছে না। অর্থাৎ তাঁরা নাকি 'নিখোঁজ' (Missing)।

পাবজি খেলতে গিয়ে নয়ডার সচিনের প্রেমে পড়েন পাকিস্তানের গৃহবধূ সীমা। এরপর তাঁর ভালোবাসার টানে নেপালের সীমান্ত হয়ে ভারতে বেআইনিভাবে প্রবেশ করেন সীমা। এরপরেই একে একে এসেছে হুমকি। সীমাকে ফিরিয়ে না দিলে ফের ২৬/১১-এর পুনরাবৃত্তি ঘটবে, এমনও হুমকি ভরা ফোনও এসেছিল পুলিসের কাছে। কিন্তু সীমাও জানিয়ে দিয়েছেন, তাঁর মৃত্যু হলেও তিনি ভারত ও সচিনকে ছেড়ে যাবেন না।

এরপরই স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, সীমা ও সচিনকে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে সেই বাড়িতে দেখতে পাচ্ছেন না। ফলে তাঁরা নিখোঁজ বলে দাবি করেছেন স্থানীয়রা। তাঁদের শেষবার ১৩ জুলাই দেখেছিলেন বলে জানান স্থানীয়রা।

9 months ago


PUBG: পাবজি-র মাধ্যমে ভালোবাসা, পাকিস্তান থেকে বেআইনিভাবেই ভারতে পাড়ি এক মহিলার!

ভালোবাসার টানে বেআইনি ভাবে পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) পাড়ি দিলেন এক বিবাহিত মহিলা। জানা গিয়েছে, সেই মহিলা অনলাইন গেমিং অ্যাপ পাবজি-এর (PUBG) মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে প্রেমে পড়েন। শুধু তাই নয়, তিনি তাঁর আগের পক্ষের চার সন্তানদের নিয়েই এই দেশে চলে এসেছেন। এমনকি সেই ব্যক্তির সঙ্গে গ্রেটার নয়ডাতেই থাকতেন বলে সূত্রের খবর। বেআইনি ভাবে এই দেশে প্রবেশের অভিযোগে সেই মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানি সেই মহিলার নাম সীমা গুলাম হায়দার। তিনি বেআইনিভাবে এই দেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তিনি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন। সচীন নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় পাবজি-তে। এরপর সীমা চলে আসেন এই দেশে। এরপর সচীনের সঙ্গে দেখা করে ও তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন গ্রেটার নয়ডার এক ভাড়া বাড়িতে। এরপর কোনওমতে এই খবর পুলিসের কাছে পৌঁছলে তাঁদের খুঁজতে শুরু করে পুলিস। কিন্তু তাঁরা সেখান থেকে পালিয়ে যান। তবে অবশেষে তাঁদের গ্রেফতার করেছে পুলিস।

9 months ago
Noida: বিয়ের দিন পেটে ব্য়থা নববধূর, পরের দিনই জন্ম কন্যাসন্তানের! তারপর যা হল

বর-কনে ((Groom-Bride) বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে, বিভিন্ন রীতি-নীতি মেনে সম্পূর্ণও হয়েছে বিয়ে (Wedding)। কিন্তু এরপরই অস্বাভাবিক ব্যথা নববধূর পেটে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেই চিকিৎসকদের কথা শুনে হতবাক বরের বাড়ির লোকজন। চিকিৎসকরা জানান, নববধূ সাত মাসের অন্তঃসত্ত্বা (Pregnant)। এই শুনে মাথায় হাত ছেলের বাড়ির লোকেদের। এমনকি পরের দিন কন্যা সন্তানের জন্মও দেন সেই কনে। ঘটনাটি গ্রেটার নয়ডার (Greater Noida)। ২৬ জুন তাঁদের বিয়ে হয়েছিল বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, গত ২৬ জুন গ্রেটার নয়ডার এক গ্রামের যুবকের সঙ্গে তেলেঙ্গনার সেকন্দ্রাবাদের এক তরুণীর বিয়ে হয়। এরপরই ঘটে বিপত্তি। বিয়ের রাতেই হঠাৎ কনের পেটে ব্যথা। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই জানানো হয়, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরেই দিন জন্মওদেন কন্যা সন্তানের।

এরপরের ঘটনাটি আরও অবাক করে ছেলের বাড়ির লোকেদের। তাঁরা জানতে পারেন যে, মেয়ের বাড়ির সবাই এই বিষয়ে জানতেন। তবে তাঁরা বলেননি। ছেলের বাড়ির তরুণীর স্ফীতোদর দেখে সন্দেহ হলে মেয়ের বাড়ি থেকে বলা হয়েছিল যে, কিছুদিন আগে তাঁর অপারেশন হওয়ায় পেট ফুলে রয়েছে। তবে আসল কথা জানার পর ছেলে ও তাঁর বাড়ির লোকজন এই বিয়ে মেনে নেননি। ফলে তরুণী ও তাঁর সন্তানকে নিয়ে তাঁর বাড়ির লোকজন সেকেন্দ্রাবাদে ফিরে আসেন। দানকউর পুলিস স্টেশনের ইন-চার্জ সঞ্জয় সিং জানিয়েছেন, তাঁদের কাছে এই বিষয়ে খবর এসেছে। তবে এই নিয়ে পুলিসে কোনও অভিযোগ দায়ের করেননি ছেলের বাড়ির লোকজন। 

9 months ago


Child: গভীর ঘুমে মা-বাবা, খেলতে খেলতে নয় তলা থেকে পড়ে মৃত্যু শিশুর

নয় তলার ব্যালকনি থেকে নীচে পড়ে মৃত্যু (Death) হল এক পাঁচ বছরের শিশুর (Child)। শুক্রবার ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) হাইড পার্ক সোসাইটি নামের আবাসনে। জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটে সেইসময় শিশুটির মা-বাবা দুজনই ঘরে ঘুমোচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস।

জানা গিয়েছে, শুক্রবার সকালে পৌনে ছটা নাগাদ শিশুটির মা-বাবা ঘুমোচ্ছিলেন। কিন্তু সেইসময় ওই পাঁচ বছরের ছেলেটির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে ঘরের মধ্যে খেলা করতে শুরু করে। সেই সময় শিশুটির নজর গিয়ে পড়ে বাইরে ব্যালকনির দিকে। আর ব্যালকনিতে গ্রিলের উপর সাজানো ছিল বাহারি সব গাছের টব। শিশুসুলভ মন নিয়ে এগিয়ে যায় বারান্দার ওই গাছগুলির দিকে। সেখানে গিয়েই গ্রিলের ফাঁক দিয়ে নীচে পড়ে যায় শিশুটি। তখনও তার মা-বাবা ঘরে গভীরভাবে ঘুমেচ্ছিলেন। এরপর চিৎকার-চেঁচামেচি শুনে ঘুম ভাঙতেই তাঁরা দ্রুত শিশুটিকে নিয়ে সেক্টর ৭১-এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। যদিও শিশুটিকে বাঁচানো সম্ভব হয় নি।।

পুলিসের এক মুখপাত্র বলেন, ‘শিশুটির পরিবারের সদস্যেরা জানিয়েছেন, অনেক সময় শিশুটির আগে ঘুম ভেঙে যেত। আর তখন সে ঘরের মধ্য়েই ঘুরে বেড়াত। এদিনও ঠিক তেমনই ঘটনা ঘটেছিল। বাইরে ব্যালকনিতে গাছ দেখতে গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে নীচে পড়ে যায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

10 months ago
WhatsApp: বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে প্রতারণা, উধাও লক্ষাধিক টাকা

ফের হোয়াটসঅ্যাপে (WhatsApp) প্রতারণার খবর শিরোনামে। পরিশ্রম না করেই উপার্জন, এই লোভ দেখিয়েই ফাঁদ তৈরি করা হয়। আর সেই ফাঁদেই পা দিতেই খোয়াতে হল লক্ষাধিক টাকা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) এক মহিলার সঙ্গে। জানা গিয়েছে, তাঁকে বলা হয়েছিল ইউটিউব ভিডিওতে (Youtube Videos) লাইক করলেই মোটা টাকা উপার্জন হবে। কিন্তু সেই কাজ করেই একনিমেষের মধ্যে উধাও হয়ে গেল ৪.৩৮ লক্ষ টাকা। এরপরই বুঝতে পারেন যে, প্রতারিত হয়েছেন তিনি। তড়িঘড়ি স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

সূত্রের খবর, নয়ডার সেক্টর ৬১-এর বাসিন্দা সেই মহিলা। তিনি হোয়াটসঅ্যাপে পার্ট-টাইম চাকরির জন্য এক মেসেজ পান। প্রতারকরা তাঁকে জানান, বিনা পরিশ্রমেই অর্থ উপার্জন করতে তাঁকে শুধুমাত্র কিছু ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করতে হবে। এরপর তাঁকে টেলিগ্রামের একটি গ্রুপেও যোগ করা হয়। এরপর তাঁকে কিছু কাজ দেওয়া হয়। আবার তাঁকে বিশ্বাস করানোর জন্য তাঁর অ্যাকাউন্টে কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু ফের তাঁকে কিছু কাজ দেওয়া হলে সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪.৩৮ লক্ষ টাকা। এরপর নয়ডা পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। কারা এই ঘটনার পিছনে তার তদন্ত করছে নয়ডা পুলিস।

10 months ago
Blast: নয়ডায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু ১২ দিনের শিশুর, নিহত আরও ১ শিশু

নয়ডায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Blast) মৃত্যু (Death) দুই শিশুর। যার মধ্যে একজনের বয়স মাত্র ১২ দিন। গুরুতর আহত পরিবারের আরও চার সদস্য। শনিবার মধ্যরাতে নয়ডার (Noida) সেক্টর ৮-এ একটি বস্তি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই বস্তির একটি পাকা বাড়িতে আগুন লাগে। এরপর একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। রাত ২টো ৫২ মিনিট নাগাদ খবর দেওয়া হয় দমকলে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় হাসপাতালে সদ্যজাতের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে আহত অপর চারজনকে দিল্লির সাফদারগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিছুটা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই এই ভয়াবহ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ জানার জন্য আরও তদন্ত করা হবে, এমনটাই জানানো হয়েছে পুলিসের তরফে।

one year ago


Noida: গত জুলাইয়ের গণধর্ষণে অভিযুক্ত, পলাতক এক অভিযুক্তকে চায়ের দোকান থেকে গ্রেফতার পুলিসের

গত বছরের ২১ জুলাই নয়ডা (Noida Rape) ফেজ-২-তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত হিসেবে নাম উঠেছে যশবন্ত কুমার নামে এক ব্যক্তি এবং তাঁর শ্যালক অভয় প্রতাপের। গণধর্ষণের পর মহিলার ফোন ও টাকার ব্যাগ কেড়ে নিয়ে, ফোন বন্ধ করে রেখেছিলেন অভিযুক্তরা। সেই ঘটনার পর থেকেই যশবন্ত এবং শ্যালক অভয় প্রতাপ পলাতক ছিলেন। অবশেষে নতুন বছরে মহিলার সেই ফোনই ধরিয়ে দিল অভিযুক্ত ওই যশবন্তকে। তবে এখনও পলাতক শ্যালক অভয় প্রতাপ।

পুলিস সূত্রে খবর, গণধর্ষণের পরে মহিলার ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয় অভিযুক্তরা। গত ৬ মাস ধরে দুই অভিযুক্তের খোঁজে করে তল্লাশি চালাচ্ছিল পুলিস, কিন্তু কিছুতেই নাগালে আসছিল না। তদন্তে নেমে পুলিস ফেজ-২ এবং তার আশপাশের এলাকার ৩০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এলাকার ১৫০টি কারখানার প্রায় ১ হাজার কর্মীকে জিজ্ঞাসাবাদ করেও কোনও সমাধান হয়নি। এমনকি পুলিসি নজরদারি এড়াতে অভিযুক্তরা ফোন ব্যবহার করাও বন্ধ করে দিয়েছিল।

পুলিস আরও জানায়, টানা ৬ মাস পর মহিলার ফোনটি চালু করেন অভিযুক্তরা। যার জেরেই নয়ডার সেক্টর ৮৮-র ফুলমান্ডি এলাকায় ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে সেখানে অভিযান চালায় পুলিস। অভিযুক্তরা ওই এলাকায় একটি চায়ের দোকান চালাচ্ছিলেন। আর সেই সময়ই মহিলার ফোনের সূত্র ধরে দোকানে হানা দিয়ে যশবন্ত নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস, অন্যজন পলাতক।

one year ago
Noida: দিল্লির হিট-রানের ছায়া নয়ডায়! ডেলিভারি বয়ের দেহ ২০০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি

দিল্লির (Delhi) তরুণীর মৃত্যুর ঘটনার ভয়াবহতা এখনও কাটেনি। তার মধ্যেই ফের সামনে এল এমনই এক হিট-এন্ড-রান কেস। বর্ষবরণের রাতে সকলে যখন আনন্দে মেতে উঠেছিলেন, তখন নিজের কাজ নীরবে করছিলেন ডেলিভারি বয়রা। তেমনই এক ডেলিভারি বয় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে বেরিয়েছিলেন সেদিন। রাস্তায় তাঁর বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পড়ে যান তিনি। কোনওভাবে ওই ডেলিভারি বয়ের দেহ গাড়ির তলায় আটকে যায়। সেই অবস্থায় তাঁর দেহ প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি।

পুলিস সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই ডেলিভারি বয়ের নাম কৌশল যাদব। রবিবার রাত ১টা নাগাদ নয়ডার সেক্টর-১৪ এলাকার কাছে একটি উড়ালপুলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

রাস্তায় এক প্রত্যক্ষদর্শীর নজরে পড়লে সঙ্গে সঙ্গে গাড়িটি থামান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি মন্দিরের কাছে গিয়ে চালক গাড়ি থামায়। কৌশলের মৃতদেহ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। রবিবার বেলা ১টায় কৌশলের ভাই অমিত তাঁকে ফোন করলে এক পথচারী ফোন ধরেন। এরপর তাঁর ভাইকে দুর্ঘটনার কথা জানান।

অমিত থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, তাদের তরফে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।

one year ago


Accident: গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের, মৃত্যু তিনজনের

রবিবার সকালে পথ দুর্ঘটনা (Road Accident)। নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে (Greater Noida Expressway) দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে তিনজন মারা (Death) গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গ্রেটার নয়ডা পুলিস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে,"নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিনজন মারা গিয়েছে। পুলিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।" প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  একটি বাস আনন্দ বিহার থেকে প্রতাপগড় যাচ্ছিল এবং অন্য বাস দিল্লি থেকে শিবপুরির দিকে যাচ্ছিল।

তিনজন আহত গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দশজনকে দুর্ঘটনার পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচল আবার শুরু হয়েছে, পুলিস দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ চালায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিস।

one year ago
Pet Attack: পোষ্য কুকুরের আক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নয়ডায়, ১০ হাজার টাকা জরিমানার খাড়া মালিকের উপর

গত কয়েক মাস ধরে শহর এবং আশেপাশের অঞ্চলে কুকুরের (Dog Attack) আক্রমণের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, কড়া পদক্ষেপ নিল নয়ডার (Noida) স্থানীয় প্রশাসন। এবার কারও পোষ্য আক্রমণ করলে, আক্রান্তকে ১০ হাজার টাকা দিতে হবে পোষ্যের মালিককে। ২০২৩ সালের ১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম। এমনকি আহতের যাবতীয় চিকিৎসার খরচও দিতে হবে কুকুরের মালিককে, এমনটাই সিদ্ধান্ত নয়ডা কর্তৃপক্ষের।

নয়ডা কর্তৃপক্ষ শনিবার কুকুর এবং পোষ্য প্রাণীদের আক্রমণের বিষয়টি নিয়ে একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করেছিল। বৈঠকের পরে, নয়ডা কর্তৃপক্ষ একটি আদেশ জারি করে যে, ১লা মার্চ, ২০২৩ থেকে পোষা কুকুর বা বিড়াল যদি কাউকে আক্রমণ করে, সেক্ষেত্রে মালিকের উপর ১০ হাজার টাকাআর্থিক জরিমানা আরোপ করা হবে। এরপর পাশাপাশি চিকিৎসার খরচও বহন করতে হবে পোষ্যের মালিককে।

অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের নিয়মের অধীনে নয়ডা কর্তৃপক্ষ নীতি নির্ধারণের জন্য বৈঠকে বিশদ নির্দেশিকাও জারি করেছে। নয়ডা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার একটি আদেশ জারি করেছেন যার অধীনে নয়ডা কর্তৃপক্ষ পোষা প্রাণী নিবন্ধন অ্যাপের মাধ্যমে ২০২৩ সালের মার্চের মধ্যে পোষা কুকুর এবং বিড়ালদের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করার ক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে।

পোষা কুকুরের জীবাণুমুক্তকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এবং লঙ্ঘনের ক্ষেত্রে ১লা মার্চ থেকে  প্রতি মাসে ২,০০০  টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া পোষ্যরা রাস্তায় বেরিয়ে শৌচকর্ম করলে সেক্ষেত্রে সাফ করার দায়িত্ব মালিকের।

one year ago
Cash: ফের গাড়িতে টাকার পাহাড়! এবার পুলিসের হাতে ২ কোটি নগদ-সহ গ্রেফতার ৮

ফের উদ্ধার 'টাকার পাহাড়।' তবে এবার বাংলা নয়, উদ্ধার করা হয়েছে নয়ডা (Noida) থেকে। নয়ডা পুলিস বৃহস্পতিবার সন্ধ্যায় সেক্টর ৫৮ এলাকায় একটি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটজনকে গ্রেফতার (Arrest) করেছে এবং তল্লাশি অভিযান চালিয়ে গাড়িতে ২ কোটি টাকা উদ্ধার করেছে। কয়েক মাস আগে ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকেও নগদ টাকা উদ্ধার করে হাওড়া পুলিস। নয়ডার ঘটনা সেই স্মৃতিকেই উসকে দিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিস এই অভিযানে নামে। সেক্টর ৫৮ থানার পুলিস খবর পেয়েছিল, বিলাসবহুল গাড়িতে করে কয়েকজন ব্যক্তি হাওয়ালা ব্যবসায় লেনদেন চালানোর জন্য সেক্টর-৫৫ তে আসছেন। সেই মতো সাবধান করা হয় সেক্টর-৫৫ থানার পুলিসকে। অভিযান চালিয়ে আট জনকে পাকড়াও করা হয়েছে। তাঁদের গাড়ি থেকে নগদ ২ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের স্ট্যাম্পও পাওয়া গিয়েছে।

টাকা উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছেছে আয়কর দফতর। নয়ডা পুলিস জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে আইটি বিভাগ। এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। উল্লেখ্য পুলিসের দাবি, হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত ধৃতরা। হাওয়ালা ব্যবসার জন্যই ওই নগদ টাকা ধৃতরা নিয়ে যাচ্ছিলেন।

one year ago


Pollution: দীপাবলির পর বেড়েছে দিল্লির দূষণ, নয়ডার বাতাসের মানও ‘খুব খারাপ’

দূষণ (pollution) বাড়ছে দিল্লিতে। দীপাবলির পর দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। দিওয়ালির (Diwali) পর এয়ার কোয়লিটি ইনডেক্স (AQI) ৩০০-র মাত্রা অতিক্রিম করতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল। আর সেই অনুমানই মিলে গেল। দীপাবলির রাতে খড় পোড়ানো এবং বাজি (crackers ) ফাটানোর কারণে  দিল্লির (Delhi) বাতাসের গুণমান মঙ্গলবার সকালে 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছয়। নয়ডা, যা দিল্লি এবং গুরুগ্রামের সঙ্গে জাতীয় রাজধানী অঞ্চলের অংশ, তা রেকর্ড করেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স  ৩৪২- এ পৌঁছে গিয়েছে।

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর) এর আগে পূর্বাভাস দিয়েছিল যে, দীপাবলিতে বায়ুর গুণমান 'গুরুতর' স্তরে নেমে যেতে পারে। এবং আরও একদিনের জন্য রেড জোনে থাকবে।

নয়ডা মঙ্গলবার সকালে ৩৪২ এয়ার কোয়ালিটি ইনডেক্স রেজিস্টার করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩২৩ নিয়ে দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে। ৩০১-৪০০ রেঞ্জে বায়ুর গুণমান " শ্বাসকষ্টের মতো অসুস্থতা" সৃষ্টি করতে পারে। নয়ডা এবং দিল্লিতে বায়ুর গুণমান 'গুরুতর' (৪০১-৫০০) হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে।

ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স- এর সরকারি ওয়েবসাইটে তালিকাভুক্ত ৪০টি মনিটরিং স্টেশনের তথ্য অনুসারে, লোধি রোডের AQI ২৭৩ রেজিস্টার করা হয়েছে। গুরুগ্রামের AQI ছিল ২৪৫ এবং মধুরাতে মঙ্গলবার সকাল ৬:৩০ টায় ৩২২ রেকর্ড করা হয়েছে।

তবে অনুকূল আবহাওয়ার কারণে সোমবার রাতের তুলনায় বাতাসের মান উন্নত হয়েছে। দীপাবলির রাতে উচ্চ-ডেসিবেল আতশবাজির কারণে দূষণের মাত্রা প্রায় মধ্যরাতে শীর্ষে পৌঁছেছিল।  কিন্তু সকাল থেকে সে তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।

তথ্যে দেখা গিয়েছে, রাজধানীর প্রায় সব স্টেশনেই রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত পটকা ফাটার কারণে দূষণের পরিমাণ বেড়েছে। সবচেয়ে দূষিত এলাকা ছিল দক্ষিণ দিল্লিতে। সবচেয়ে দূষিত স্টেশনগুলি হল, আর কে পুরম, ওখলা, কর্নি সিং শুটিং রেঞ্জ, জওহরলাল নেহরু স্টেডিয়াম।'

সোমবারও গাজিয়াবাদ (৩০১), নয়ডা (৩০৩), গ্রেটার নয়ডা (২৭০), গুরুগ্রাম (৩২৫) এবং ফরিদাবাদে (২৫৬) বাতাসের গুণমান 'খারাপ থেকে খারাপতর' স্তরে গিয়েছিল। IQAir অনুসারে, দিওয়ালিতে দিল্লি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর। তারপরে পাকিস্তানের লাহোর। যাইহোক, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) মতে, চার বছরের মধ্যে এবারে দীপাবলির দিন ও তার পড়ে শহরের দূষণের মাত্রা কম ছিল।

one year ago
Noida: বকেয়া নিয়ে বচসা, রাগে মালিকের মার্সিডিজ পুড়িয়ে দিলেন রাজমিস্ত্রি

রাগ! আর তার ফলাফল যে কোটি টাকার মার্সিডিজে আগুন তা হয়ত ভাবতেও পারেননি গাড়ির মালিক। আগুন (Fire) লাগানোর অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল রণবীর নামে এক রাজমিস্ত্রিকে। ঘটনাটি ঘটেছে রবিবার, নয়ডার (Noida) সেক্টর ৪৫-এ। অভিযোগ, ওই এলাকায় এক বাংলোর বাইরে রাখা মার্সিডিজ গাড়িতে (mercedes car) আগুন ধরিয়ে দেন অভিযুক্ত রাজমিস্ত্রি। গোটা বিষয়টি ধরা পড়েছে বাংলোর বাইরে থাকা সিসি টিভিতে (CCTV)। জানা গিয়েছে পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটান রণবীর।

ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত রণবীর মাথায় হেলমেট পরে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তিনি অপেক্ষা করতে থাকেন রাস্তাঘাটে লোক কমার। কিছুক্ষণ পর সুযোগ পেয়ে ওই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এর পরই বাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালান তিনি।

স্থানীয় মানুষরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির মালিককে খবর দেন। মালিক বাড়ির বাইরে আসতে আসতে গাড়িটির যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকা লোকসান হয় তাঁর। এরপর থানার দারস্থ হন মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করে অভিযুক্ত রণবীরকে।

পুলিস সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত রাজমিস্ত্রি জিজ্ঞাসাবাদে বলেন, ওই মার্সিডিজ গাড়ির মালিক ২০১৯-২০ সালে তাঁকে দিয়ে বাড়িতে টাইলস্‌-এর কাজ করিয়েছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর রণবীরকে বকেয়া ২ লক্ষ টাকা দিতে রাজি হয়নি। আর তাই তিনি রেগে গিয়ে ওই কাণ্ড ঘটান।

গাড়ির মালিক অবশ্য বকেয়া টাকা না মেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। গাড়ির মালিকের দাবি, তিনি গত ১০ বছর ধরে অভিযুক্তকে রণবীরকে দিয়েই বাড়ির কাজ করাতেন। গত দু’বছর ধরে অন্য রাজমিস্ত্রিকে দিয়ে কাজ করানোর জন্যই রণবীর রেগে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে তাঁর দাবি।

2 years ago