Breaking News
Abhishek: দুবাই যাওয়ার পথে বাধা অভিষেক পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে, কারণ!      Railway: অসংক্ষরিত টিকিটের ক্ষেত্রে পরিচয় পত্রের ব্যবস্থা থাকলে মৃতের পরিবার হয়ত টাকাটা পেত!      Railway: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরিবারের কেউ নিখোঁজ! সনাক্ত করতে বিশেষ ব্যবস্থা রেলের      Train Accident: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত অন্তত ১০০      ED: মানিকের ফোন থেকেই কালীঘাটের কাকুর খোঁজ, ইডির কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য      DA: অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়      Bayron: দলবদলু বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে এবার উল্টো সুর মমতার গলায়      Congress: 'আমি তৃণমূলেরই লোক' দল পরিবর্তন করে দাবি সাগরদীঘির বিধায়ক বায়রনের      IPL: আইপিএল ফাইনালে চেন্নাই বনাম গুজরাত, বৃষ্টি হলে কে জিতবে!      Prerona: সোশ্যাল মিডিয়ায় প্রেরণার উদ্দেশে ভাষা সন্ত্রাস 'অনুপ্রেরণার'     

Noida

WhatsApp: বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে প্রতারণা, উধাও লক্ষাধিক টাকা

ফের হোয়াটসঅ্যাপে (WhatsApp) প্রতারণার খবর শিরোনামে। পরিশ্রম না করেই উপার্জন, এই লোভ দেখিয়েই ফাঁদ তৈরি করা হয়। আর সেই ফাঁদেই পা দিতেই খোয়াতে হল লক্ষাধিক টাকা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) এক মহিলার সঙ্গে। জানা গিয়েছে, তাঁকে বলা হয়েছিল ইউটিউব ভিডিওতে (Youtube Videos) লাইক করলেই মোটা টাকা উপার্জন হবে। কিন্তু সেই কাজ করেই একনিমেষের মধ্যে উধাও হয়ে গেল ৪.৩৮ লক্ষ টাকা। এরপরই বুঝতে পারেন যে, প্রতারিত হয়েছেন তিনি। তড়িঘড়ি স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

সূত্রের খবর, নয়ডার সেক্টর ৬১-এর বাসিন্দা সেই মহিলা। তিনি হোয়াটসঅ্যাপে পার্ট-টাইম চাকরির জন্য এক মেসেজ পান। প্রতারকরা তাঁকে জানান, বিনা পরিশ্রমেই অর্থ উপার্জন করতে তাঁকে শুধুমাত্র কিছু ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করতে হবে। এরপর তাঁকে টেলিগ্রামের একটি গ্রুপেও যোগ করা হয়। এরপর তাঁকে কিছু কাজ দেওয়া হয়। আবার তাঁকে বিশ্বাস করানোর জন্য তাঁর অ্যাকাউন্টে কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু ফের তাঁকে কিছু কাজ দেওয়া হলে সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪.৩৮ লক্ষ টাকা। এরপর নয়ডা পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। কারা এই ঘটনার পিছনে তার তদন্ত করছে নয়ডা পুলিস।

2 weeks ago
Blast: নয়ডায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু ১২ দিনের শিশুর, নিহত আরও ১ শিশু

নয়ডায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Blast) মৃত্যু (Death) দুই শিশুর। যার মধ্যে একজনের বয়স মাত্র ১২ দিন। গুরুতর আহত পরিবারের আরও চার সদস্য। শনিবার মধ্যরাতে নয়ডার (Noida) সেক্টর ৮-এ একটি বস্তি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই বস্তির একটি পাকা বাড়িতে আগুন লাগে। এরপর একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। রাত ২টো ৫২ মিনিট নাগাদ খবর দেওয়া হয় দমকলে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় হাসপাতালে সদ্যজাতের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে আহত অপর চারজনকে দিল্লির সাফদারগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিছুটা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই এই ভয়াবহ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ জানার জন্য আরও তদন্ত করা হবে, এমনটাই জানানো হয়েছে পুলিসের তরফে।

4 months ago
Noida: গত জুলাইয়ের গণধর্ষণে অভিযুক্ত, পলাতক এক অভিযুক্তকে চায়ের দোকান থেকে গ্রেফতার পুলিসের

গত বছরের ২১ জুলাই নয়ডা (Noida Rape) ফেজ-২-তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত হিসেবে নাম উঠেছে যশবন্ত কুমার নামে এক ব্যক্তি এবং তাঁর শ্যালক অভয় প্রতাপের। গণধর্ষণের পর মহিলার ফোন ও টাকার ব্যাগ কেড়ে নিয়ে, ফোন বন্ধ করে রেখেছিলেন অভিযুক্তরা। সেই ঘটনার পর থেকেই যশবন্ত এবং শ্যালক অভয় প্রতাপ পলাতক ছিলেন। অবশেষে নতুন বছরে মহিলার সেই ফোনই ধরিয়ে দিল অভিযুক্ত ওই যশবন্তকে। তবে এখনও পলাতক শ্যালক অভয় প্রতাপ।

পুলিস সূত্রে খবর, গণধর্ষণের পরে মহিলার ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয় অভিযুক্তরা। গত ৬ মাস ধরে দুই অভিযুক্তের খোঁজে করে তল্লাশি চালাচ্ছিল পুলিস, কিন্তু কিছুতেই নাগালে আসছিল না। তদন্তে নেমে পুলিস ফেজ-২ এবং তার আশপাশের এলাকার ৩০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এলাকার ১৫০টি কারখানার প্রায় ১ হাজার কর্মীকে জিজ্ঞাসাবাদ করেও কোনও সমাধান হয়নি। এমনকি পুলিসি নজরদারি এড়াতে অভিযুক্তরা ফোন ব্যবহার করাও বন্ধ করে দিয়েছিল।

পুলিস আরও জানায়, টানা ৬ মাস পর মহিলার ফোনটি চালু করেন অভিযুক্তরা। যার জেরেই নয়ডার সেক্টর ৮৮-র ফুলমান্ডি এলাকায় ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে সেখানে অভিযান চালায় পুলিস। অভিযুক্তরা ওই এলাকায় একটি চায়ের দোকান চালাচ্ছিলেন। আর সেই সময়ই মহিলার ফোনের সূত্র ধরে দোকানে হানা দিয়ে যশবন্ত নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস, অন্যজন পলাতক।

5 months ago


Noida: দিল্লির হিট-রানের ছায়া নয়ডায়! ডেলিভারি বয়ের দেহ ২০০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি

দিল্লির (Delhi) তরুণীর মৃত্যুর ঘটনার ভয়াবহতা এখনও কাটেনি। তার মধ্যেই ফের সামনে এল এমনই এক হিট-এন্ড-রান কেস। বর্ষবরণের রাতে সকলে যখন আনন্দে মেতে উঠেছিলেন, তখন নিজের কাজ নীরবে করছিলেন ডেলিভারি বয়রা। তেমনই এক ডেলিভারি বয় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে বেরিয়েছিলেন সেদিন। রাস্তায় তাঁর বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পড়ে যান তিনি। কোনওভাবে ওই ডেলিভারি বয়ের দেহ গাড়ির তলায় আটকে যায়। সেই অবস্থায় তাঁর দেহ প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি।

পুলিস সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই ডেলিভারি বয়ের নাম কৌশল যাদব। রবিবার রাত ১টা নাগাদ নয়ডার সেক্টর-১৪ এলাকার কাছে একটি উড়ালপুলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

রাস্তায় এক প্রত্যক্ষদর্শীর নজরে পড়লে সঙ্গে সঙ্গে গাড়িটি থামান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি মন্দিরের কাছে গিয়ে চালক গাড়ি থামায়। কৌশলের মৃতদেহ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। রবিবার বেলা ১টায় কৌশলের ভাই অমিত তাঁকে ফোন করলে এক পথচারী ফোন ধরেন। এরপর তাঁর ভাইকে দুর্ঘটনার কথা জানান।

অমিত থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, তাদের তরফে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।

5 months ago
Accident: গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের, মৃত্যু তিনজনের

রবিবার সকালে পথ দুর্ঘটনা (Road Accident)। নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে (Greater Noida Expressway) দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে তিনজন মারা (Death) গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গ্রেটার নয়ডা পুলিস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে,"নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিনজন মারা গিয়েছে। পুলিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।" প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  একটি বাস আনন্দ বিহার থেকে প্রতাপগড় যাচ্ছিল এবং অন্য বাস দিল্লি থেকে শিবপুরির দিকে যাচ্ছিল।

তিনজন আহত গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দশজনকে দুর্ঘটনার পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচল আবার শুরু হয়েছে, পুলিস দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ চালায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিস।

6 months ago


Pet Attack: পোষ্য কুকুরের আক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নয়ডায়, ১০ হাজার টাকা জরিমানার খাড়া মালিকের উপর

গত কয়েক মাস ধরে শহর এবং আশেপাশের অঞ্চলে কুকুরের (Dog Attack) আক্রমণের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, কড়া পদক্ষেপ নিল নয়ডার (Noida) স্থানীয় প্রশাসন। এবার কারও পোষ্য আক্রমণ করলে, আক্রান্তকে ১০ হাজার টাকা দিতে হবে পোষ্যের মালিককে। ২০২৩ সালের ১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম। এমনকি আহতের যাবতীয় চিকিৎসার খরচও দিতে হবে কুকুরের মালিককে, এমনটাই সিদ্ধান্ত নয়ডা কর্তৃপক্ষের।

নয়ডা কর্তৃপক্ষ শনিবার কুকুর এবং পোষ্য প্রাণীদের আক্রমণের বিষয়টি নিয়ে একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করেছিল। বৈঠকের পরে, নয়ডা কর্তৃপক্ষ একটি আদেশ জারি করে যে, ১লা মার্চ, ২০২৩ থেকে পোষা কুকুর বা বিড়াল যদি কাউকে আক্রমণ করে, সেক্ষেত্রে মালিকের উপর ১০ হাজার টাকাআর্থিক জরিমানা আরোপ করা হবে। এরপর পাশাপাশি চিকিৎসার খরচও বহন করতে হবে পোষ্যের মালিককে।

অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের নিয়মের অধীনে নয়ডা কর্তৃপক্ষ নীতি নির্ধারণের জন্য বৈঠকে বিশদ নির্দেশিকাও জারি করেছে। নয়ডা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার একটি আদেশ জারি করেছেন যার অধীনে নয়ডা কর্তৃপক্ষ পোষা প্রাণী নিবন্ধন অ্যাপের মাধ্যমে ২০২৩ সালের মার্চের মধ্যে পোষা কুকুর এবং বিড়ালদের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করার ক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে।

পোষা কুকুরের জীবাণুমুক্তকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এবং লঙ্ঘনের ক্ষেত্রে ১লা মার্চ থেকে  প্রতি মাসে ২,০০০  টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া পোষ্যরা রাস্তায় বেরিয়ে শৌচকর্ম করলে সেক্ষেত্রে সাফ করার দায়িত্ব মালিকের।

7 months ago
Cash: ফের গাড়িতে টাকার পাহাড়! এবার পুলিসের হাতে ২ কোটি নগদ-সহ গ্রেফতার ৮

ফের উদ্ধার 'টাকার পাহাড়।' তবে এবার বাংলা নয়, উদ্ধার করা হয়েছে নয়ডা (Noida) থেকে। নয়ডা পুলিস বৃহস্পতিবার সন্ধ্যায় সেক্টর ৫৮ এলাকায় একটি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটজনকে গ্রেফতার (Arrest) করেছে এবং তল্লাশি অভিযান চালিয়ে গাড়িতে ২ কোটি টাকা উদ্ধার করেছে। কয়েক মাস আগে ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকেও নগদ টাকা উদ্ধার করে হাওড়া পুলিস। নয়ডার ঘটনা সেই স্মৃতিকেই উসকে দিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিস এই অভিযানে নামে। সেক্টর ৫৮ থানার পুলিস খবর পেয়েছিল, বিলাসবহুল গাড়িতে করে কয়েকজন ব্যক্তি হাওয়ালা ব্যবসায় লেনদেন চালানোর জন্য সেক্টর-৫৫ তে আসছেন। সেই মতো সাবধান করা হয় সেক্টর-৫৫ থানার পুলিসকে। অভিযান চালিয়ে আট জনকে পাকড়াও করা হয়েছে। তাঁদের গাড়ি থেকে নগদ ২ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের স্ট্যাম্পও পাওয়া গিয়েছে।

টাকা উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছেছে আয়কর দফতর। নয়ডা পুলিস জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে আইটি বিভাগ। এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। উল্লেখ্য পুলিসের দাবি, হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত ধৃতরা। হাওয়ালা ব্যবসার জন্যই ওই নগদ টাকা ধৃতরা নিয়ে যাচ্ছিলেন।

7 months ago
Pollution: দীপাবলির পর বেড়েছে দিল্লির দূষণ, নয়ডার বাতাসের মানও ‘খুব খারাপ’

দূষণ (pollution) বাড়ছে দিল্লিতে। দীপাবলির পর দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। দিওয়ালির (Diwali) পর এয়ার কোয়লিটি ইনডেক্স (AQI) ৩০০-র মাত্রা অতিক্রিম করতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল। আর সেই অনুমানই মিলে গেল। দীপাবলির রাতে খড় পোড়ানো এবং বাজি (crackers ) ফাটানোর কারণে  দিল্লির (Delhi) বাতাসের গুণমান মঙ্গলবার সকালে 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছয়। নয়ডা, যা দিল্লি এবং গুরুগ্রামের সঙ্গে জাতীয় রাজধানী অঞ্চলের অংশ, তা রেকর্ড করেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স  ৩৪২- এ পৌঁছে গিয়েছে।

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর) এর আগে পূর্বাভাস দিয়েছিল যে, দীপাবলিতে বায়ুর গুণমান 'গুরুতর' স্তরে নেমে যেতে পারে। এবং আরও একদিনের জন্য রেড জোনে থাকবে।

নয়ডা মঙ্গলবার সকালে ৩৪২ এয়ার কোয়ালিটি ইনডেক্স রেজিস্টার করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩২৩ নিয়ে দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে। ৩০১-৪০০ রেঞ্জে বায়ুর গুণমান " শ্বাসকষ্টের মতো অসুস্থতা" সৃষ্টি করতে পারে। নয়ডা এবং দিল্লিতে বায়ুর গুণমান 'গুরুতর' (৪০১-৫০০) হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে।

ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স- এর সরকারি ওয়েবসাইটে তালিকাভুক্ত ৪০টি মনিটরিং স্টেশনের তথ্য অনুসারে, লোধি রোডের AQI ২৭৩ রেজিস্টার করা হয়েছে। গুরুগ্রামের AQI ছিল ২৪৫ এবং মধুরাতে মঙ্গলবার সকাল ৬:৩০ টায় ৩২২ রেকর্ড করা হয়েছে।

তবে অনুকূল আবহাওয়ার কারণে সোমবার রাতের তুলনায় বাতাসের মান উন্নত হয়েছে। দীপাবলির রাতে উচ্চ-ডেসিবেল আতশবাজির কারণে দূষণের মাত্রা প্রায় মধ্যরাতে শীর্ষে পৌঁছেছিল।  কিন্তু সকাল থেকে সে তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।

তথ্যে দেখা গিয়েছে, রাজধানীর প্রায় সব স্টেশনেই রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত পটকা ফাটার কারণে দূষণের পরিমাণ বেড়েছে। সবচেয়ে দূষিত এলাকা ছিল দক্ষিণ দিল্লিতে। সবচেয়ে দূষিত স্টেশনগুলি হল, আর কে পুরম, ওখলা, কর্নি সিং শুটিং রেঞ্জ, জওহরলাল নেহরু স্টেডিয়াম।'

সোমবারও গাজিয়াবাদ (৩০১), নয়ডা (৩০৩), গ্রেটার নয়ডা (২৭০), গুরুগ্রাম (৩২৫) এবং ফরিদাবাদে (২৫৬) বাতাসের গুণমান 'খারাপ থেকে খারাপতর' স্তরে গিয়েছিল। IQAir অনুসারে, দিওয়ালিতে দিল্লি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর। তারপরে পাকিস্তানের লাহোর। যাইহোক, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) মতে, চার বছরের মধ্যে এবারে দীপাবলির দিন ও তার পড়ে শহরের দূষণের মাত্রা কম ছিল।

7 months ago


Noida: বকেয়া নিয়ে বচসা, রাগে মালিকের মার্সিডিজ পুড়িয়ে দিলেন রাজমিস্ত্রি

রাগ! আর তার ফলাফল যে কোটি টাকার মার্সিডিজে আগুন তা হয়ত ভাবতেও পারেননি গাড়ির মালিক। আগুন (Fire) লাগানোর অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল রণবীর নামে এক রাজমিস্ত্রিকে। ঘটনাটি ঘটেছে রবিবার, নয়ডার (Noida) সেক্টর ৪৫-এ। অভিযোগ, ওই এলাকায় এক বাংলোর বাইরে রাখা মার্সিডিজ গাড়িতে (mercedes car) আগুন ধরিয়ে দেন অভিযুক্ত রাজমিস্ত্রি। গোটা বিষয়টি ধরা পড়েছে বাংলোর বাইরে থাকা সিসি টিভিতে (CCTV)। জানা গিয়েছে পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটান রণবীর।

ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত রণবীর মাথায় হেলমেট পরে একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তিনি অপেক্ষা করতে থাকেন রাস্তাঘাটে লোক কমার। কিছুক্ষণ পর সুযোগ পেয়ে ওই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এর পরই বাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালান তিনি।

স্থানীয় মানুষরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির মালিককে খবর দেন। মালিক বাড়ির বাইরে আসতে আসতে গাড়িটির যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকা লোকসান হয় তাঁর। এরপর থানার দারস্থ হন মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করে অভিযুক্ত রণবীরকে।

পুলিস সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত রাজমিস্ত্রি জিজ্ঞাসাবাদে বলেন, ওই মার্সিডিজ গাড়ির মালিক ২০১৯-২০ সালে তাঁকে দিয়ে বাড়িতে টাইলস্‌-এর কাজ করিয়েছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর রণবীরকে বকেয়া ২ লক্ষ টাকা দিতে রাজি হয়নি। আর তাই তিনি রেগে গিয়ে ওই কাণ্ড ঘটান।

গাড়ির মালিক অবশ্য বকেয়া টাকা না মেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। গাড়ির মালিকের দাবি, তিনি গত ১০ বছর ধরে অভিযুক্তকে রণবীরকে দিয়েই বাড়ির কাজ করাতেন। গত দু’বছর ধরে অন্য রাজমিস্ত্রিকে দিয়ে কাজ করানোর জন্যই রণবীর রেগে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে তাঁর দাবি।

9 months ago
Twin Tower: দুপুর ২.৩১ মিনিট, চোখের পলকে ধ্যুলিস্যাৎ নয়ডার জোড়া বহুতল, ধুলোঝড়ে ভরল এলাকা

ধুলিসাৎ নয়ডার (Noida) ৪০ তলা উঁচু ‘টুইন টাওয়ার’ (Twin Tower)। দুপুর ২.৩১ মিনিটে কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলোয় মিশল টাওয়ার। তাসের ঘরের মতো ভেঙে পড়ল জোড়া টাওয়ার।  UNESCO’র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত এখন ইতিহাস। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল  ‘অপারেশন ডিনামাইট’।

দুটি টাওয়ারের মধ্যে একটি টাওয়ারের নাম ‘অ্যাপেক্স’ এবং অপরটির নাম ‘সিয়ান’। দুর্নীতির ভিতের ওপর দাঁড়িয়ে থাকা এই বিশাল জোড়া আবাসন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভেঙে ফেলা হল আকাশচুম্বী এই টাওয়ার।

উল্লেখ্য, বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী সোজাসুজি ভেঙে পড়েছে টুইন টাওয়ার। স্থানীয়দের যে বিপদের আশঙ্কা করছিল তা ঘটেনি।

9 months ago


Viral Video: বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে লাঠিপেটা করে ভাইরাল গ্রেটার নয়ডার দম্পতি, তারপর

স্কুটিতে বসা এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে লাঠিপেটা করে ভাইরাল (Viral video) এক দম্পতি। জানা গিয়েছে, গ্রেটার নয়ডার (Greater Noida) জেওয়ার এলাকায় সম্পত্তিগত বিবাদের জেরে এই মারধর। যিনি আক্রান্ত এবং যাঁরা অভিযুক্ত, তাঁরা আত্মীয়।   ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, স্কুটিতে বসা বিশেষভাবে সক্ষম গজেন্দ্রকে মোটা লাঠি দিয়ে পেটাচ্ছেন অভিযুক্ত যুগেন্দ্র এবং তাঁর স্ত্রী।

জানা গিয়েছে, যুগেন্দ্রর থেকে জমি ভাড়া নিয়ে স্কুল চালাচ্ছিলেন গজেন্দ্র। কিন্তু করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছে সেই স্কুল। জমি ভাড়া বাবদ টাকা বাকি পড়ায় এই ঘটনা। পুলিস সূত্রে এমনটাই খবর।   রবিবার এই ঘটনায় অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। 

one year ago
Viral Pradeep: প্রতিদিন ১০ কিমি দৌড়ে কাজ থেকে বাড়ি! নয়ডার প্রদীপের কীর্তি জানলে অবাক হবেনই

পরিচালক বিনোদ কাপড়ির সৌজন্য সম্প্রতি ভাইরাল হয়েছেন উত্তরাখণ্ডের প্রদীপ মেহেরা (Pradeep Mehera)। আলমোড়ার বাসিন্দা প্রদীপ কর্মসূত্রে দাদার কাছে নয়ডায় থাকেন। কাজ করেন সেক্টর ১৬-র (Sector-16,Noida) ম্যাকডোনাল্ডসের বেকিং কারখানায়। এখন প্রশ্ন সাদামাটা এই তরুণ হঠাৎ কেন সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং (Viral Pradeep)? উত্তর লুকিয়ে তাঁর জীবন যাত্রায়।

প্রদীপ প্রতিদিন কাজের পর ১০ কিমি দৌড়ে বাড়ি ফেরেন। এটা তাঁর নিত্য রুটিন। কেন এই দৌড়? তাঁর পাশে পাশে গাড়ি চালিয়ে যাওয়া পরিচালক বিনোদ এই প্রশ্ন করেছিলেন। প্রদীপ বলেছে, 'সেনাবাহিনীর জন্য নিজেকে ফিট রাখতে।' এমতাবস্থায় তাঁকে বারবার লিফটের প্রস্তাব দেন পরিচালক। বিনোদ, তাকে বারবার প্রস্তাব দিয়েছে: কাল শুভা দৌড় লেনা বেটা অভি আজাও লিফ্ট লে লো। কিন্তু সেই প্রস্তাব প্রতিবার ফেরান ওই তরুণ। কেন? প্রদীপের জবাব, 'সকালে হয় না। কারণ রান্না করে বেরোতে হয়। বাড়িতে মা অসুস্থ, দাদা সব সামলে উঠতে পারে না।'

সেই শুনে বিনোদ তাঁকে প্রশ্ন করেন, কিছু খেয়েছো? চল আমরা ডিনার করি অন্তত। প্রদীপ বলেন, 'না বাড়ি গিয়ে খাব। আমি খেয়ে গেলে দাদা না খেয়ে থাকবে।' তাঁর জীবনযুদ্ধ এবং আত্মত্যাগের এই ভিডিও করতে করতেই বিনোদ কাপড়ি তাঁকে বলেছিলেন,  তুমি বেটা ভাইরাল হয়ে যাবে। ও হেসে বলেছিল, ভাইরাল কেন, খারাপ কিছু করছি না তো।

এভাবেই দৌড়তে দৌড়তে একসময় পরিচালকের গাড়িকে পিছনে ফেলে এগিয়ে যায় ওই তরুণ। আর পিছনে ক্যামেরাবন্দি হয়ে পড়ে থাকে তাঁর জীবনযাত্রা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে বিনোদ লেখেন, 'খাটি সোনা। নয়ডার রাস্তায় কাল মধ্যরাতে এই ছেলেকে আমি ব্যাগ কাঁধে দৌড়তে দেখি। আমি ভেবেছিলাম কোনও সমস্যায় পড়েছে, লিফট পেলে হয়তো সুবিধা হবে।'

তিনি লেখেন, কিন্তু প্রতিবার লিফটের প্রস্তাব দিলেও, ও না করে। কেন ও লিফট নেবেন না, কারণ শুনলে আপনি এই বাচ্চা ছেলের প্রেমে পড়বেনই। প্রদীপের পোস্ট করা সেই কাহিনী সোশাল মিডিয়ায় দেখে এখন ইনস্পিরেশন নিচ্ছেন আনন্দ মহিন্দ্রা, রকুল প্রীত সিং, মনোজ বাজপেয়ী, মনীশ শিষদিয়া, অর্জুন কাপুর, কিয়ারা আদবানিদের মতো পরিচিত ব্যক্তিত্ব। 

one year ago