Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Neymar

Neymar: কোয়ালিফাইং ম্যাচে চোট, পায়ের অস্ত্রোপচার ব্রাজিলীয় তারকা নেইমারের

বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে হারতে হয় ব্রাজিলকে। গত ১৭ অক্টোবর সেই ম্যাচেই চোট পান নেইমার। এবার সেই চোটের জন্য হাঁটুতে অস্ত্রোপচার করলেন ব্রাজিলিয়ান তারকা। বাঁ দিকের হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হয় নেইমারের।

ব্রাজিলের টিম ডাক্তার রড্রিগো লাসমার নিজেই অস্ত্রোপচার করেছেন। জানিয়েছেন, "অস্ত্রোপচার সফল হয়েছে। এসিএল ইনজুরি ছিল তাঁর।" এই চোটের জন্য বেশ কয়েকমাস বাইরে থাকতে হবে নেইমারকে। বিশ্বকাপের কোয়ালিফায়ার্স ম্যাচে আর্জেন্টিনা ও কলোম্বিয়া ম্যাচে ব্রাজিলের হয়ে নামতে পারবেন না। ভারতের আসার কথা ছিল নেইমারের। আল হিলালের হয়ে সেই ম্যাচেও নামতে পারবেন না নেইমার। 

6 months ago
Neymar: বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল, বিশ্বকাপের নিরিখে পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার

বিশ্বকাপের নিরিখে পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার। বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপের কোনও খেলায় ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন ওয়ান্ডার কিড। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল ব্রাজিল।

ম্যাচের ৬১ ও ৯৩ মিনিটে গোল করেন নেইমার। যদিও ১৭ মিনিটে পেনাল্টি নষ্ঠ করেছিলেন তিনি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের কোনও খেলায় ৭৭টি গোল ছিল ফুটবল সম্রাটের। বলিভিয়ার বিরুদ্ধে ৬১ মিনিটে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন নেইমার।

এদিনের ম্যাচে শুরু থেকে এগিয়ে ছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৪ মিনিটে রডরিগোর গোলে লিড পেয়েছিল ব্রাজিল। ৪৭ মিনিটে ২-০ করেন রাফিনহা। ৫৩ মিনিটে ফের গোল রডরিগোর। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ফিরতি লেগে খেলবে দুই দেশ।

8 months ago
Neymar: বাবা হতে চলেছেন নেইমার, সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা

খুশির খবর ফুটবলার নেইমারের জীবনে। বাবা হবেন তিনি। প্রেমিকা ব্রুনা ব্রিয়ানকার্ডির সঙ্গে জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছেন ফুটবলার। বুধবার নেইমার এবং তাঁর প্রেমিকা এই খবর জানিয়েছেন সামাজিক মাধ্যমে। বেশ কয়েকটি ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। যুগলকে পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে। দু'জনকেই দেখা গিয়েছে নীল-সাদা পোশাকে। নেইমার পরেছিলেন নীল ডেনিম প্যান্ট এবং সাদা টিশার্ট। অন্যদিকে ব্রুনা পরেছিলেন ডেনিম প্যান্টের সঙ্গে সাদা ক্রপ টপ এবং জ্যাকেট।    

ছবিতে একাধিক পোজ দিয়েছেন নেইমার এবং তাঁর প্রেমিকা ব্রুনা। একটি ছবিতে চুম্বন দিয়েছেন একে অপরকে। একটি ছবিতে হেসে গড়িয়ে পড়েছেন দু'জনে। নেইমার চুম্বন করেছেন তাঁর প্রেমিকার গর্ভে।  আবার একটি ছবিতে নেইমার যেন প্রেমিকার গর্ভে কান পেতে যেন শুনতে চাইছিলেন নতুন সদস্যের আগমনের ধ্বনি। তাঁদের ছবি দেখে বিগলিত নেটিজেনরা।   

ছবি ক্যাপশনে পর্তুগিজ ভাষায় বেশ কিছু কথা লিখেছেন, যার বাংলা তর্জমা এই যে, 'আমরা তোমার জীবনের স্বপ্ন দেখেছি। আমরা তোমার আগমনের পরিকল্পনা করেছি, এবং জানি তুমি এখানে আছ আমাদের ভালোবাসা পরিপূর্ণ করার জন্য। আনন্দের দিন দিয়েছ আমাদের। একজন দাদার সঙ্গে, ঠাম্মা-দাদুর সঙ্গে, কাকু-কাকিমার সঙ্গে তুমি একটা সুন্দর পরিবারে যোগ দিতে চলেছ, যারা তোমাকে এখনই খুব ভালোবাসে।' তাঁরা আরও লিখেছেন, 'তাড়াতাড়ি এসো বাচ্চা। আমরা তোমার জন্য অপেক্ষা করছি।'

প্রসঙ্গত, আসন্ন অতিথি নেইমারের দ্বিতীয় সন্তান হতে চলেছে। প্রাক্তন প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের সঙ্গে নেইমারের একটি সন্তান রয়েছে। ফুটবলারের প্রথম সন্তান  ডেভি লুকার বয়স বর্তমানে ১২। ২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে প্রেম করছেন নেইমার। ২০২২ এর আগস্ট মাসে তাঁদের বিচ্ছেদ হয়ে গেলেও, খুব তাড়াতাড়ি আবারও এক হন তাঁরা। ভালোবাসার চিহ্নস্বরূপ পৃথিবীতে আসতে চলেছে তাঁদের সন্তান। 

one year ago


Football: দেশপ্রেমের বিশ্বকাপ শেষ, এবারে প্রাণের দেশে

প্রসূন গুপ্ত: ভারতীয় বিখ্যাতরা কিন্তু চিরকাল দেশপ্রেমী। এই একটা বিষয়ে ভারত অন্য দেশ থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবল (Qatar World Cup 2022) খেলার যোগ্য হয়ে ওঠেনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ফুটবল (Indian Football) নিয়ে আলোচনা অবান্তর। এবারের বিশ্বকাপে (Fifa World Cup) একটি বিষয় লক্ষণীয় যে, যে কোনও রাউন্ডের খেলার আগে প্রতিটি দেশের খেলোয়াড়রা রাষ্ট্রীয় সংগীতে গলা মিলিয়েছেন এবং দেশকে জেতানোর জন্য জান লড়িয়েছেন।

কিন্তু একসময় প্রাক্তন ফুটবলার তথা কোচ বেকেনবাওয়ার বলেছিলেন, দেশপ্রেম রাখতেই হবে কিন্তু অনেক সময়ে খেলতে নেমে দামি খেলোয়াড়রা তা ভুলে ক্লাব ফুটবল খেলতে হবে পা বাঁচিয়ে খেলেন। কারণ ক্লাবগুলি তাঁদের বিশ্বের ধনীদের তালিকাভুক্ত করে। কাজেই তাঁরা যতটা দেশের, তার থেকে অনেকটাই বেশি ক্লাবের। যদিও বেকেনবাওয়ার নিজের দেশের খেলোয়াড়দের প্রশংসা করতে ভোলেননি।

এটা বাস্তব বিশ্বে জার্মানিদের মতো দেশপ্রেমী খুব কমই হয়। যুক্তি, হিটলারের ডাকে সমস্ত জার্মানিরা একাট্টা হয়ে গিয়েছিলো, যদিও তাঁরা জানতো যে হিটলার কাজটা ভুল করছে। লাতিন আমেরিকার দেশগুলি ভয়ঙ্কর দরিদ্র। এদের দেশ থেকে খুব উঁচু পরিবার থেকে কিশোর খেলোয়াড়রা ফুটবল নিয়ে ভাবে না।নিম্নবিত্ত পরিবার থেকেই ব্রাজিল উরুগুয়ে বা চিলি, আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় মাঠে নেমে নাম করেছেন। দারিদ্রই তাঁদের বাধ্য করেছে ইউরোপের ক্লাবগুলির কাছে নিজেদের বিক্রি করতে।

আজকে সেরা গোলরক্ষক মার্টিনেজ ,আর্জেন্টিনার একটি ক্লাবে খেলে নজর কাড়েন। পরবর্তীতে ভেবেছিলেন ফ্রান্সের কোনও দলে খেলবেন কিন্তু ফরাসি দলগুলি মার্টিনেজকে পাত্তা দেয়নি। অন্যদিকে নিজের দেশও এর আগের বড় টুর্নামেন্টগুলোতে মার্টিনেজকে সে ভাবে খেলায়নি। এবারই তাঁর প্রথম বিশ্বকাপে বাজিমাত। আর্জেন্টিনার দেশজ শত্রু ব্রিটেন। কিন্তু ইংলিশ লিগে মার্টিনেজকে আদর করে নিয়ে যাওয়া হয়। প্রথমে চেলসি পরে লিয়েনে কয়েকটি ব্রিটিশ দলে খেলার পর এখন আস্টন ভিলার প্রধান গোলরক্ষক।

মার্টিনেজ স্বপরিবারে ইংল্যান্ডেই বাড়ি করে বসবাস করেন এবং চিরকাল এখানেই থাকবেন বলেই ইচ্ছা প্রকাশ করেছেন। হুগো লরিসও তাই। মেসির প্রিয় দেশ স্পেন। এখানে তাঁর নিজের বাড়ি রয়েছে।  স্পেনকে ভালোবাসার অন্যতম কারণ তিনি জন্মসূত্রে স্প্যানিশ কিন্তু তাঁর আদি পুরুষেরা আর্জেন্টিনাতে চলে এসেছিলেন। নেইমার তো ব্রাজিলে ফিরতেই চান না। ফ্রান্সে নিজের এপার্টমেন্ট আছে। এ রকম বহু উদাহরণ।  ব্যতিক্রম জার্মানি হতে পারে না সবাই কারণ পেটের খিদে এবং পকেটে অর্থ কেই বা ছাড়তে চায় !

one year ago
Brazil: স্বপ্নভঙ্গ হতেই ইস্তফা 'এক কথার মানুষ' তিতের, নেইমারেরও অবসর নিয়ে ইঙ্গিত

পরপর দু'বার, কোয়ার্টার ফাইনাল (Quarter Final) থেকেই বিদায় ব্রাজিলের। ২০১৮-র পর কাতার বিশ্বকাপেও শেষ ৮-র গণ্ডি পেরোতে ব্যর্থ সেলেকাওরা (Brazil)। যদিও এবার প্রথম থেকেই হেক্সা অর্থাৎ ষষ্ঠবার বিশ্বকাপ জিততে মাঠে নেমছিল তিতের দল। গ্রুপ লিগ থেকে কোয়ার্টার ফাইনাল অবধি সাম্বা দৌড় মসৃণ হলেও, ব্রাজিলকে থমকে যেতে হয় শেষ আটে। শুক্রবার অতিরিক্ত সময়ে গোল করেও, সেই গোল ধরে না রাখতে পারার ব্যর্থতায় টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার (Croatia) কাছে হেরে কাতারকে বিদায় জানায় হলুদ-সবুজ জার্সি। আর বিশ্বকাপের এই ব্যর্থতার পরেই অবসর নিয়ে বড়সড় সম্ভাবনার কথা জানিয়ে দিলেন নেইমার (Neymar)।

শুক্রবার রাতের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে ২-৪ গোলে পেনাল্টিতে হেরে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল ফুটবলের পোস্টার বয়। টিভি ক্যামেরা বারবার ধরছিল সেই দৃশ্য, সতীর্থ থিয়েগো সিলভা এসে তাঁকে থামানোর চেষ্টা করেন। পুরো হলুদ-সবুজ জার্সি বিশ্বাসই করতে পারছিল না যে, ব্রাজিল হেরে গিয়েছে। বিশ্বাসই অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে চার বছরের লড়াই শেষ।

এদিকে, কাতার বিশ্বকাপ নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এখনও পর্যন্ত ঠোটের সঙ্গে তাঁর কাপের দূরত্ব ঘোচেনি। এখনও ট্রফি অধরা থাকায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবস্রের ইঙ্গিত নেইমারের গলায়। এরপর তিনি আবার কবে ব্রাজিলের জার্সি পরবেন তা স্পষ্ট নয়।

অপরদিকে, ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বিশ্বকাপ থেকে বিদায় নিতেই ব্রাজিল কোচের পদ ছাড়লেন তিতে। শুক্রবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানান ব্রাজিলের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এই কোচ। তাঁর কোচিংয়ে ২০১৮ এবং ২০২২— দু’বারই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে তিতে বলেন, 'এই হার মেনে নেওয়া যন্ত্রণার। আমি এবার একটু শান্তিতে থাকতে চাই। আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। দেড় বছর আগেই বলেছিলাম বিশ্বকাপের ফল যা-ই হোক, আমি আর দায়িত্বে থাকব না। দু’রকম কথা আমি বলি না। কোনওরকম নাটক করে পদে থাকার ইচ্ছেও আমার নেই। যাঁরা আমাকে চেনে, তাঁরা জানে আমি এক কথার মানুষ।'


one year ago


Brazil: প্রি কোয়ার্টার ফাইনালের আগে কতটা সুস্থ নেইমার? সংবাদ মাধ্যমে মন খারাপ করা খবর

সার্বিয়া (Brazil versus Serbia) ম্যাচের শেষভাগ থেকেই মাঠের বাইরে ব্রাজিল স্ট্রাইকার নেইমার (Neymar)। লিগামেন্টের চোটের কারণে কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের কোনও ম্যাচ খেলতে পারবেন না তিনি। স্পষ্ট করে দিয়েছিল হলুদ-সবুজ শিবির। ইতিমধ্যে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে সেলেকাওরা। শুক্রবার মধ্যরাতে নিয়মরক্ষার ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে তারা। কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালের (Pre Quarter Final) জন্য কতটা ফিট নেইমার? কারণ ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, নেইমারের সম্ভবত এই বিশ্বকাপে আর কোনও ম্যাচেই খেলা হবে না।

যদিও নকআউট পর্ব থেকে মাঠে দেখা যাবে নেইমারকে। এমন একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্নেতু সেই সম্মাভাবনাও ক্ষীণ বলে মনে করছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। যদিও নেইমারের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে কোনও সরকারি ঘোষণা নেই। তবে এখনও তাঁর গোড়ালি ভাল রকম ফুলে রয়েছে এবং আরোগ্যের হার খুব ধীর গতির।

এদিকে, ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ বলেছেন, “নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। ওর ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।”

one year ago
Brazil: মরুশহরে সাম্বা শিল্প, সার্বিয়াকে ২-০ গোলে হারালো ব্রাজিল

হীরক বোস: কাতার থেকে কোপাকাবানা হয়ে কলকাতা মহাবিশ্বের আস্ত একটা গ্রহ তখন রাত জাগছে। তখনই ফুটবলের সবুজ ঘাসের ক্যানভাসে দ্য ভিঞ্চির তুলির আঁচড় দিচ্ছে সাম্বার দেশ। যার শুরুটা ছিল একটু আশ্চর্যের।

ব্রাজিলের ৯ নম্বর জার্সি একটা ঐতিহ্য বহন করে চলেছে। তা সে রোমারিও হোক বা রোনাল্ডো। গত বিশ্বকাপেও এই ৯ নম্বর জার্সিটা পরে মাঠে নেমেছিলেন গ্যাব্রিয়াল জেসাস। কিন্তু এই বিশ্বকাপে তার জার্সি নাম্বার বদলে গিয়ে ১৮। আর তিতের দলে তার জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। কিন্তু কেন? 'ব্রাজিলিয়ান নাইন' তাহলে কে? লাইনআপে চুলে সাদা কালার করা ছেলেটাকে দেখে কেউ কি বুঝতে পেরেছিল নতুন এক তারকা জন্ম নিতে চলেছে?

রিচার্লিসনের সঙ্গে রিপিনহাকে সামনে রেখে অ্যটাকিং মিডে নেইমারকে রেখে দল সাজিয়েছিল তিতে। যাদের বল সাপ্লাই দেওয়ার দায়িত্ব পিছনে থাকা ক্যাসেমেরোর। নিজের গতি দিয়ে বাঁ দিকের উইংটাকে সচল রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়ার। তবে বিক্ষিপ্ত কিছু সুযোগ ছাড়া প্রথমার্ধে সেভাবে খোলস ছেড়ে বেরতে দেখা গেলো না সেলেকাওদের। নেইমারও ঠিক নেইমারসুলভ খেলা উপহার দিতে পারেননি। এদিকে, থিয়াগো সিলভা, ডিলানোদের ডিফন্সকে সেভাবে কোন পরীক্ষার মুখে ফলতে পারেনি সার্বিয়া।

দ্বিতীয়ার্ধে শুরু হয়ে গেলো সাম্বার আক্রমনাত্মক ঝাঁজ। দীর্ঘ একঘন্টার অপেক্ষার পর অবশেষে এলো গোল। নেইমারের বল থেকে ভিনিসিয়াসের শট সার্বিয়ার গোলরক্ষক সেভ দিতেই ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা রিচার্লিসন খুব সহজেই জালে জড়িয়ে দেন। ঠিক তার ১০ মিনিট পরেই আসলো বিশ্বকাপের অন্যতম সেরা গোলটা, সেই রিচার্লিসনের পা থেকেই। ভিনিসিয়াসের থ্রু ধরে দুরন্ত সাইডভলিতে গোল ব্রাজিলের নতুন নাম্বার নাইনের। দুটো গোলই নয় সেলেকাওদের দুটো শট পোষ্টে লেগেও ফিরে আসে। ম্যাচের বয়স যখন ৮০ মিনিট নেইমার, রিচার্লিসনদের তুলে নিয়ে গ্যাব্রিয়াল জেসাসকে নামিয়ে দেন তিতে। ভিনিসিয়াসের গতিময় ফুটবল তখন রীতিমতো ছেলেখেলা করছে সার্বিয়ার ডিফেন্সকে নিয়ে। তবে গোলরক্ষকের প্রচেষ্টার জন্য আর গোলসংখ্যা বাড়াতে পারেনি ব্রাজিল।

ব্যক্তিকেন্দ্রিক ফুটবল নয়, দলগত প্রচেষ্টায় সাম্বার শিল্প ধরা দিলো মরুশহরে। যা দেখে চোখ জুরিয়ে গেলো ফুটবল ভক্তদের।

one year ago
Food: একমাসের বিশ্বযুদ্ধে মেসিদের ব্যাগপ্যাকে গো-মাংস, নেইমারদের সঙ্গী ব্ল্যাক কফি, খাদ্যতালিকায় আর কী

গ্ল্যামার, প্যাশন, বৈভব। কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) নানা রঙে রঙিন। ৩২ দেশ কাপ জয়ের লক্ষে। বিশ্বের প্রায় ১২ লক্ষ ফুটবলপ্রেমী ডেরা বেঁধেছেন মরু শহরে। মেসি (Lionel Messi), রোনাল্ডো (Cristiano Ronaldo), নেইমারদের দেখার তর সইছে না। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। তার আগে চমকপ্রদ তথ্য ঘুরে বেড়াচ্ছে কাতারে। কী সেই অজানা তথ্য? জানতে উৎসুক সকলে।

নীল সাদার খাদ্যতালিকায় রয়েছে আসাদো। গো-মাংস থেকে তৈরি এই ডিশ। মেসিদের দলে কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ, কর্তা মিলিয়ে মোট সদস্য ৭২ জন। প্রায় এক মাস চলবে কাতারের কাপ যুদ্ধ। ৯০০ কেজি মাংস প্যাকেজিং করে নিয়ে গিয়েছে আর্জেন্টিনা। নিজেদের রাঁধুনি রয়েছে দলের সঙ্গে। এককথায় এলাহি ব্যাপার। ব্রাজিল আবার জোর দিয়েছে কফির উপরে। প্রচুর ব্ল্যাক কফি নিয়ে গিয়েছেন নেইমাররা। নার্ভ চাঙ্গা করতে এই ব্ল্যাক কফির জুড়ি মেলা ভার। এছাড়া ৩৬ কেজি কাসাভো ময়দা নিয়ে যাওয়া হয়েছে। যা ফুটবলারদের রসনা তৃপ্তিতে ব্যবহৃত হবে।

শুধু কি তাই? লাতিন আমেরিকার আর এক দেশ উরুগুয়ে। গো-মাংস উৎপাদনে ওঁরাও প্রথম সারিতে রয়েছেন। প্রচুর মাংস নিয়ে নিয়ে কাতার পাড়ি দিয়েছেন তাঁরাও। সঙ্গে তাজা ফলের যোগান তো রয়েছেই। বিশ্বকাপ শুরু হয়েছে সদ্য। এমন সব রংদার তথ্য রোমাঞ্চ তৈরি করেছে সমর্থকদের মনে।

one year ago


Referee: কাতার বিশ্বকাপে ইতিহাস, মেসি-রোনাল্ডোদের সামলাতে বাঁশি মুখে দেখা যাবে মহিলা রেফারিদের

রাজা সাহা: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) বোধহয় 'ইতিহাস' তৈরির 'ইতিহাস' করবে। বাঁশি মুখে এবার প্রথমবার মেসি, নেইমারদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা রেফারিদের। ম্যাচ পরিচালনায় এবার থাকছেন ৬ জন মহিলা রেফারি (Woman Referee)। যাদের ৩ জন রেফারি, ৩ জন সহকারী রেফারি। ইতিমধ্যেই ফিফা (FIFA) ২০২২ কাতার বিশ্বকাপের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে। আসন্ন বিশ্বকাপে ৩৬ জন রেফারি থাকছেন। সহকারী রেফারি থাকছেন ৬২ জন।২৪ জন ভিডিও  অ্যাসিস্টেন্ট রেফারি থাকছেন।

মহিলা রেফারিরা, যারা এবার ম্যাচ পরিচালনা করবেন তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট, রোয়ান্ডার সালিমা মুকানসঙ্গা, জাপানের ইয়শিমি ইয়ামাশিতা। ৩ মহিলা সহকারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনায় দেখা যাবে ব্রাজিলের নিউজা বাক, মেক্সিকোর কারেন ডিয়াজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেজবিটকে। একাধিক গুরুত্বপূর্ন টুর্নামেন্টে সাফল্যের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন এই মহিলা রেফারিরা। ফলে এক নতুন ইতিহাসের সামনে দাড়িয়ে ফুটবল বিশ্ব।

মেসি,নেইমার, রোনাল্ডো বিশ্ব ফুটবলের এই তাবড় নামদের কাতারের সবুজ গালিচায় সামলাবেন মহিলারা। নব্বই মিনিট সুষ্ঠু খেলা পরিচালনার প্রয়োজনে এঁরা কড়া হবেন, আবার  প্রয়োজনে হবেন নরম। এঁদের দেখানো লালকার্ড, হলুদ কার্ড অনেক খেলার ভাগ্য নির্ধারণ করবে। অতএব রেফারিংকে পেশা হিসেবে নিতে চাওয়া অনেকের কাছেই এই বিশ্বকাপ হয়ে থাকবে অনুপ্রেরণা।

2 years ago
Brazil: কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে নেই কুটিনহো, পাশে থাকার বার্তা নেইমারের

বিশ্বকাপে (Qatar World Cup 2022) ব্রাজিল দল থেকে বাদ পড়লেন তারকা ফুটবলার কুটিনহো (Coutinho)। যদিও তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন অধিনায়ক নেইমার (Neymar)। কাতার বিশ্বকাপের জন্য সাম্বার দেশের (Brazil) দল ঘোষণা হয়ে গিয়েছে। অধিনায়ক নেইমারের সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন সব নামজাদা তারকা ফুটবলাররা। তিতের ব্রাজিল দলে থিয়াগো সিলভা, দানি আলভেসের মতো অভিজ্ঞদের সঙ্গে গ্যাব্রিয়াল জেসাস, ভিনিসিয়াস জুনিয়ারের মতো তারুণ্যের সংমিশ্রণ ঘটানো হয়েছে। তবে দল থেকে বাদ পড়েছেন সুপারস্টার কুটিনহো।

সাম্প্রতিক ফর্ম আর চোটের কারণেই ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এরপরেই সতীর্থর উদ্দেশ্যে আবেগঘন নেইমার। মন খারাপ হলেও সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে, বাকি সবার মতো টিভির সামনে বসে দেশের হয়ে গলা ফাটানোর কথা জানাতেই... এই রিপ্লাই করেছেন ব্রাজিল অধিনায়ক। কুটিনহোর জন্য ভালোবাসার বার্তা এভাবেই দিলেন ব্রাজিল অধিনায়ক। এদিকে, কাতার বিশ্বকাপে গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল। নেইমারদের গ্রুপে অন্য দলগুলো--- ক্যামেরুন, সার্বিয়া, সুইৎজারল্যান্ড। ২৫,২৮ নভেম্বর এবং ৩ ডিসেম্বর গ্রুপ লিগের ম্যাচগুলো খেলবে ব্রাজিল। 

2 years ago