Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

NewTrailer

Adipurush: মুক্তির আগেই 'আদিপুরুষ'-এর আয় ৪৩২ কোটি! প্রকাশ্যে আসবে আরও একটি ট্রেলার

আর কিছুদিনের অপেক্ষা। চলতি মাসের ১৬ তারিখই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) ছবিটি। ছবি মুক্তির আগেই একের পর এক চমক নিয়ে এসেছে ছবিটি। একে একে টিজার, ট্রেলার, গান মুক্তি পেয়েছে। এরপর রাম, সীতা ও হনুমানের পোস্টারও প্রকাশ্যে এসেছে। টিজার দেখে দর্শকদের একাধিক সমালোচনা ও কটূক্তির সম্মুখীন হতে হলেও ট্রেলার মানুষের মন ছুঁয়েছে। আর এবারে খবর এসেছে যে, আরও একটি ট্রেলার (Trailer) মুক্তি পেতে চলেছে। অন্যদিকে খবর এসেছে যে, এই ছবি মুক্তির আগেই লক্ষ্মীলাভ করতে শুরু করেছে।

জানা গিয়েছে, ৬ জুন 'আদিপুরুষ'-এর আরেকটি ট্রেলার মুক্তি পাবে। আর এই ট্রেলারটি অ্যাকশন প্যাকড হতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে, এই ট্রেলারে রাম ও রাবণের যুদ্ধের ঝলক দেখানো হবে। ফলে দর্শকরা এই ছবির পাশাপাশি ট্রেলারটি দেখতে বেশ উৎসুক। অন্যদিকে খবর এসেছে যে, ছবির বাজেটের ৮৫ শতাংশ টাকা ইতিমধ্যে তুলতে সক্ষম হয়েছে নির্মাতারা। বাকি টাকা খুব শীঘ্রই নিজেদের ঘরে ঢুকে যাবে বলেও আশাবাদী তাঁরা।

তবে প্রশ্ন উঠছে, মুক্তির আগেই কীভাবে ছবি নির্মাণের ৮৫ শতাংশ টাকা তুলতে সক্ষম হলেন নির্মাতারা? ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। হিসেব অনুযায়ী, ইতিমধ্যে ৪৩২ কোটি টাকা উঠে এসেছে। তার মধ্যে রয়েছে স্যাটেলাইট, ডিজিট্যাল এবং সংগীত স্বত্ব। আর বাকি টাকা মুক্তির শুরুতেই উঠে আসবে। ফলে নির্মাতাদের বক্তব্য, এই ছবি লোকসানের মুখে পড়ার কোনও সম্ভাবনাই নেই।

11 months ago