
২০২০ সালের অক্টোবর মাসে জাঁকজমকভাবে গায়ক রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে বিয়ে করেছিলেন গায়িকা নেহা কক্কড় (Neha Kakkar)। ভালোই চলছিল তাঁদের সংসার যাপন। মাঝে নেহার অন্তঃসত্বা হওয়ার খবর ছড়িয়েছিল একটি ভিডিও থেকে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল নেহার স্ফীতোদর। যদিও পরে জানা গিয়েছিল, সেই ভিডিও আসলে একটি মিউজিক ভিডিওর ঝলক। এরপরও নেহা এবং তাঁর স্বামীকে যৌথযাপনে দেখা গিয়েছিল। তবে মাঝে নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরী হয়েছিল।
৬ জুন নেহার জন্মদিন গিয়েছে। জন্মদিনের পার্টির নানা ছবি নেহা সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। তবে সেই ছবিতে দেখা যায়নি তাঁর স্বামী রোহনপ্রীতকে। সাধারণত তারকারা নিজেদের কাছের মানুষের বিশেষ দিনে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়ে থাকেন। তবে নেহার জন্মদিনে রোহনপ্রীত সামাজিক মাধ্যমে কোনও পোস্ট দেননি। এই থেকে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল।
তবে সম্প্রতি নেহা সেই জল্পনায় জল ঢেলেছেন। সামাজিক মাধ্যমে স্বামী রোহনপ্রীতের সঙ্গে বেশ কিছু ছবি আপলোড করেছেন নেহা। সেই ছবিতে দেখা গিয়েছে স্বামীর সঙ্গে একান্ত যাপন করছেন গায়িকা। একে অপরকে চুমুতে-ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা। ছবিগুলি আপলোড করে নেহা ক্যাপশনে লিখেছেন, 'শহরে ফিরলাম স্বামীর সঙ্গে সবচেয়ে ভালো ছুটির দিন কাটিয়ে।' অর্থাৎ নেহা ও রোহনপ্রীতের সম্পর্ক যে ভালোই রয়েছে, তা স্পষ্ট হয়েছে এই ছবি থেকে।
ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। কোঁকড়ানো চুলের, মিষ্টি মুখের নেহাকে পছন্দ করেন নেটিজেনরা। তাঁর গানও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নেটিজেনরা। ব্যক্তিগত জীবনেও বেশ হাসিখুশি গায়িকা। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। কিন্তু সেই জন্মদিনের ছবি দেখেই, নেটিজেনরা অন্য জল্পনা বুনছেন। নেহার জন্মদিনের ছবিতে পরিবার থাকলেও সেখানে উপস্থিত নেই নেহার স্বামী রোহনপ্রীত (Rohanpreet Singh)। সেই থেকেই নেটিজেনদের মন বলছে, তাহলে নেহার সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো নেই?
২০২০ সালের অক্টোবর মাসে গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন নেহা। বেশ হাসিখুশি দম্পতি ছিলেন তাঁরা। একে অপরের আনন্দের দিনে থেকেছেন একসঙ্গে। অথচ স্ত্রীয়ের জন্মদিনে নেই রোহনপ্রীত! এই অঙ্ক মেলাতে পারছেন না নেটিজেনরা। আরও বেশি নজর করার মতো বিষয়, নেহার জন্মদিনে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে একটিও বার্তা লেখেননি রোহনপ্রীত। এমনকি নেহার আপলোড করা ছবিতেও কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।