
অভিনেতা নওয়াজুদ্দিনের (Nawazuddin) স্ত্রী আলিয়া সিদ্দিকী (Aaliya Siddiqui) বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন। নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলেছে। একাধিক অভিযোগে স্বামীকে বিদ্ধ করেছেন আলিয়া। এমনকি তাঁদের সম্পর্ক এগিয়েছে বিচ্ছেদের দিকে। ইতিমধ্যেই আদালতে বিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন তিনি। সেই সম্পর্কের বিচ্ছেদে আদালত মান্যতা দেওয়ার আগেই আলিয়ার জীবনে নতুন বন্ধুর আগমন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। ছবিতে থাকা ব্যক্তিকে নিয়ে যতটা চর্চা হচ্ছে, তার থেকেও বেশি চর্চা হচ্ছে ছবির সঙ্গে আলিয়ার লেখা ক্যাপশন নিয়ে। তিনি লিখেছেন, 'যে সম্পর্ককে যত্নে রেখেছিলাম, সেই সম্পর্ক থেকে বেরোতে ১৯ বছর সময় লেগে গিয়েছে। কিন্তু আমার জীবনে আমার সন্তানেরা গুরুত্ব এবং সবসময় থাকবে। যাইহোক এমন কিছু সম্পর্ক থাকে যা বন্ধুত্বের থেকেও বেশি হয় এবং এই সম্পর্কটি ঠিক তেমনই। আমি খুশি তাই আমার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আমি কি আনন্দে থাকতে পারি না?'
আলিয়া নিজের জীবনে যতই 'মুভ অন' করুন না কেন, অতীত সম্পর্কে তিনি এখনও আবদ্ধ। এখনও আলিয়ার নামের পাশে জ্বলজ্বল করছে নওয়াজুদ্দিন। দুজনে এখন তাঁদের সন্তানকে নিজেদের কাছে রাখার লড়াই লড়ছেন। শেষ পর্যন্ত মামলায় কি হয়, তাই-ই দেখার।