Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

NationalSpaceDay

National Space Day: ২৩ অগাস্ট দিনটিকে 'জাতীয় মহাকাশ দিবস' হিসাবে ঘোষণা প্রধানমন্ত্রীর

চন্দ্রযান ৩ (Chandrayaan 3) সফল হওয়ার পর ভারতের এই ইতিহাস তৈরির সাক্ষী থেকেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বিদেশ থেকে। তাই তিনি জানিয়েছিলেন, দেশে ফিরেই তিনি ইসরোর বিজ্ঞানীদের (ISRO Scientist) সঙ্গে দেখা করতে যাবেন। আর সেই প্রতিশ্রুতিই রাখলেন তিনি। শনিবার সকালেই বেঙ্গালুরু পৌঁছে সাক্ষাৎ করলেন তাঁদের সঙ্গে। আর সেখান থেকেই এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অগাস্ট, এই ঐতিহাসিক দিনটিকে 'ন্যাশনাল স্পেস ডে' বা 'জাতীয় মহাকাশ দিবস'  (National Space Day) হিসাবে ঘোষণা করলেন তিনি। এছাড়াও আজ তাঁকে স্লোগান তুলতে দেখা যায় 'জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান।

দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে তিনি এসে পৌঁছন বেঙ্গালুরুতে। সেখানে ইসরোর সদর দফতরে এসে বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে নেমে সেখানে আগত মানুষদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ রেখেছিলেন মোদী। সেখানেই ভাষণের মাঝে মোদীকে 'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' বলে স্লোগান তুলতে দেখা যায়।

এরপর তিনি গাড়িতে চেপে ইসট্র্যাক-এ যান। সেখানে গাড়ি থেকে নামতেই ইসরো প্রধান এস সোমনাথ এগিয়ে যান তাঁর দিকে। তখন মোদী প্রথমে করমর্দন করেন, তারপর পিঠ চাপড়ে দেন সোমনাথের। এরপরই বিজ্ঞানীকে জড়িয়ে ধরেন তিনি। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এরপর মিশন কমপ্লেক্সে ঢুকে সব বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান মোদী। এরপর তিনি ২৩ অগাস্ট দিনটিকে বিশেষ দিন অর্থাৎ 'জাতীয় মহাকাশ দিবস' হিসাবে ঘোষণা করেন।

9 months ago