Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MukulRoy

Mukul: ১২ দিন পর কলকাতায় ফিরলেন মুকুল রায়, কতটা রাজনৈতিক লাভবান হলেন?

১২ দিন দিল্লি থাকার পর, এবার কলকাতায় ফিরছেন মুকুল রায় (Mukul Roy)। কেন তিনি দিল্লি (Delhi) গিয়েছিলেন, সেই নিয়ে বাংলার রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা হয়েছে। তবে দিল্লিতে গিয়ে মুকুলের কি কোনও লাভ হল? গত ১৭ এপ্রিল রাতে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যান মুকুল। ছেলে শুভ্রাংশু রায় অভিযোগ করেন, দু’জন যুবক তাঁর বাবাকে ‘অপহরণ’ করেছে। এই মর্মে থানায় অভিযোগও দায়ের করেন শুভ্রাংশু। পরে জানা যায়, মুকুল দিল্লির বিমানে উঠেছেন।

সেই থেকেই জল্পনা শুরু হয়, বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতেই কি রাজধানী গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক? নিজেই সেই জল্পনার অবসান ঘটান তিনি, শুধু তাই নয় ছেলের অভিযোগও নস্যাৎ করে দেন মুকুল। বলেন যে, তাঁকে কেউ জোর করে আনেনি। নিজের ইচ্ছায় দিল্লি এসেছেন। কিন্তু কেন হঠাৎ দিল্লি এলেন? সেই প্রশ্নে মুকুল বলেছিলেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ। বিজেপির হয়ে প্রচুর কাজ। তাই পার্লামেন্ট সেশনে যোগ দিতে এসেছি।’ রাজনৈতিক মহলে এখনও মুকুলের অবস্থান নিয়ে জল্পনা রয়েছে। মুকুল বিজেপিতেই আছেন নাকি তৃণমূলে, তা নিয়েও চর্চা চলে। খাতায় কলমে মুকুল এখনও বিজেপি বিধায়ক। কিন্তু তৃণমূল দফতরেও তাঁকে দেখা গিয়েছিল। তবে বেশ কয়েক মাস মুকুলকে সেভাবে রাজনৈতিক আঙিনায় সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। মাঝে জানা গিয়েছিল, অসুস্থ রয়েছেন তিনি। এমনকী মাথায় অস্ত্রোপচার করে নাকি চিপও বসাতে হয়েছে। মুকুলের অসংলগ্ন কথাবার্তা সেটারই প্রমাণ দিত। এমন অন্তরালে চলে যাওয়া মুকুলের আচমকাই দিল্লি সফর নিয়ে যে বাংলা রাজনীতিতে প্রশ্ন উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

দিল্লি সফর সেরে কলকাতায় ফিরছেন মুকুল। সূত্রের খবর, দিল্লি গিয়েও রাজনৈতিক ময়দানে বিশেষ লাভ হয়নি মুকুলের। দিল্লি গিয়ে মুকুল দাবি করেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় ও অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করতে চান মুকুল। কিন্তু মুকুলের সেই ইচ্ছাপূরণ হয়নি। অবশেষে এক প্রকার খালি হাতেই বাংলায় ফিরছেন বিজেপি বিধায়ক।

12 months ago
Dilip: মুকুল রায় 'বেওয়ারিশ নেতা', মমতার থ্রেট তত্ত্ব উড়িয়ে সিএন ডিজিটালকে জানালেন দিলীপ ঘোষ

মণি ভট্টাচার্যঃ মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) করা মুকুল রায়কে (Mukul Roy) থ্রেট তত্ত্ব উড়িয়ে, মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মুকুল রায় বিজেপির বিধায়ক। মুকুল রায় প্রসঙ্গে তিনি একটি উল্লেখযোগ্য মন্তব্যও করেন, তিনি বলেন, 'ওকে হয়ত কেউ থ্রেট করেছে।' এরপরে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সিএন ডিজিটালকে জানালেন, 'মুকুল রায় কোন বাচ্চা ছেলে নয়, উনি বঙ্গ রাজধানীতে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। কাউকে থ্রেট করে নিয়ে যাওয়া হবে এতটা বাচ্চা মুকুল রায় নন।' তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী হয়তো থ্রেট করে তাঁকে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন, এছাড়া বঙ্গ রাজনীতিতে ওনার গ্রহণযোগ্যতা কী আছে?'

এছাড়া মুকুল রায়ের অন্তর্ধান প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন স্পষ্ট বলেন, 'মুকুল রায়ের রাজনৈতিক কোন দাম এই মুহূর্তে বাংলায় নেই, তিনি এখন বেওয়ারিশ নেতা।' যদিও দিলীপ ঘোষ আরও বলেন, 'কখনও ওনার ছেলে বলছেন বাবা কিডন্যাপ হয়েছেন, কখনও উনি বলছেন আমি ঠিক আছি, আবার ওনার ছেলে বলছেন উনি নাকি অসুস্থ। পাল্টা মুকুল রায় বলছেন আমি সুস্থ, আমি বিজেপি করি। উনি একজন বিধায়ক উনি উনার ইচ্ছে মত দল করতে পারেন।'

রাজনৈতিক ঘটনাচক্রে ২০২১ সালে জুন মাসে, বিজেপিতে কেউ থাকতে পারবে না বলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। বর্তমানে মুকুল ফের দাবি করছেন, তিনি বিজেপির বিধায়ক, দলবদল প্রসঙ্গে সিএন-ডিজিটালকে বৃহস্পতিবার দিলীপ ঘোষ আরও বলেন যে, 'মুকুল রায় দীর্ঘ এক-দেড় বছর রাজনীতির বাইরে ছিলেন, কোনও ভাবেই সক্রিয় রাজনীতির মধ্যে ছিলেন না তিনি। তখন কে তাঁর খোঁজ নিয়েছে, তখন তাঁর খোঁজ নেননি কেউই।' দলবদল প্রসঙ্গে দিলীপ ঘোষ বৃহস্পতিবার সিএন-ডিজিটালকে আরও বলেন, 'মুকুল রায় যখন বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। সেই সময় আমাদের বিজেপির মনবল নষ্ট করেছেন এবং বিজেপির অনেক অসম্মান করেছেন। এখন তাঁকে বিজেপিতে নেওয়া হবে কিনা! সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। সে বিষয়ে বিজেপির উচ্চ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।'

12 months ago
ROY: বিজেপির দিকে ১০০ ভাগ ঝুকে, দিল্লিতে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব মুকুল

তৃণমূল (TMC) ভালো জায়গায় নেই, বিজেপি (BJP) তুলনামূলক ভালো ফল করেছে, দিল্লিতে (Delhi) সাংবাদিক বৈঠক করে একপ্রকার বিজেপির দিকে ঝুঁকলেন তিনি। সোমবার মুকুলের দিল্লি যাওয়ার পর মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শুরু হয়েছিল বিজেপিতে যোগদানের গুঞ্জনও। যদিও সেসব গুঞ্জনকে সত্যি করে মঙ্গলবার মুকুল রায় স্পষ্ট করে দিয়েছিলেন তাঁর রাজনৈতিক অবস্থান। তিনি সিএন-কে জানিয়েছিলেন, তিনি বিজেপিতে আছেন। এবং তিনি বিজেপিরই বিধায়ক। 

যদিও মুকুল রায়ের এই প্রত্যাবর্তন বা প্রত্যাবর্তনের চেষ্টা বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল বিজেপিরই একাংশ, এছাড়া বিজেপির একাংশ মুকুল রায়ের এই দলবদলের কথা নাপসন্দ বলে জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি মঙ্গলবার পুলিসের মাধ্যমে বাবা মুকুলের সঙ্গে কথা বলেন তার ছেলে শুভ্রাংশু রায়। এরপরে শুভ্রাংশু রায় জানান, 'জানি না বাবা কি বলছে, শুধু ছেলে হিসেবে চাই বাবা সুস্থ থাকুক।' বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুকুল রায় সরব হন তৃণমূলের দুর্নীতি নিয়ে।

বুধবার দুর্নীতি নিয়ে সরব হয়ে মুকুল রায় সাংবাদিকদের জানান, তৃণমূলের এই অবস্থার জন্য তৃণমূলের নেতারা দায়ী। সব দুর্নীতিগ্রস্থ, যারা অপরাধ করেছে তাদের সাজা পাওয়া উচিত। এবং তিনি আরও বলেন, 'বিজেপি যদি আমাকে দায়িত্ব দেয়, আমি বিজেপির হয়ে পঞ্চায়েতে মাঠে নামতে রাজি, সক্রিয় রাজনীতি করতে রাজি।' তিনি বলেন, 'আমি বিজেপিতে অনেক ভালো ফল করেছি।' পাশাপাশি তৃণমূলে যাওয়া নিয়ে মুকুল রায় দিল্লিতে সাংবাদিকদের জানান, 'সেসমুয় একটু মানসিক চাপ ছিল, ঘটনাচক্রে ঘটে গেছে।' প্রসঙ্গত বুধবার মুকুল রায় ১০০ শতাংশ বিজেপির দিকে ঝুকলেও তাকে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করতে দেখা যায়নি।

12 months ago


Mukul: মুকুল রায়ের দাবি তিনি বিজেপিতেই আছেন, ছেলের প্রশ্ন বাবার মানসিক সুস্থতা নিয়ে

মুকুল রায়ের (Mukul Roy) দাবি তিনি বিজেপিতেই (BJP) আছেন এবং তিনি বিজেপির বিধায়ক। যদিও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুর অভিযোগ, তাঁর বাবার মানসিক সুস্থতা নিয়ে। সোমবার সন্ধ্যেবেলায় হঠাৎ মুকুল রায় নিখোঁজ বলে দাবি করেন, তাঁর ছেলে শুভ্রাংশু। খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর বাবা দিল্লিতে রয়েছেন। দিল্লি বিমানবন্দরে মুকুল রায়ের দিল্লি আগমন নিয়ে, সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, 'তিনি দিল্লি কাজে এসেছেন।'


যদিও তারপরেই জল্পনা শুরু হতে থাকে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান এবং মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু অবশ্যই তাঁর বাবাকে অপহরণের অভিযোগ করেন এবং বলেন, 'এটি বিজেপির চাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য বিজেপি নোংরা খেলা খেলছে।' এরপরই মুকুল রায়ের খোঁজ শুরু করে দিল্লি এবং বিধাননগর কমিশনারেটের পুলিস। ইতিমধ্যে ছেলে শুভ্রাংশুর সমস্ত দাবি খারিজ করে মঙ্গলবার রাতেই মুকুল রায় জানান, তিনি বিজেপির বিধায়ক এবং তিনি বিজেপিতেই ছিলেন। সিএনকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি সিনের সাংবাদিক যখন তাঁকে প্রশ্ন করেন, তিনি যে তৃণমূলের পতাকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, এ প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন সেই সময় তিনি অসুস্থ ছিলেন এবং ওটা একটা ঘটনাচক্রে ঘটে গিয়েছে। যদিও এসব কিছুর পরে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের দাবি বাবার মানসিক অবস্থা ঠিক নেই। তাঁর চিকিৎসা চলছে।

এছাড়া মঙ্গলবার, মুকুল রায় সংবাদমাধ্যমের মাধ্যমে তৃণমূল ছেড়ে শুভ্রাংশুকেও বিজেপি করার পরামর্শ দেন। এ বিষয়ে মুকুল পুত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

12 months ago
Mukul: মুকুলের অন্তর্ধান রহস্যভেদ করতে এবার দিল্লি যাচ্ছে বিধাননগর কমিশনারেটের পুলিস

মনি ভট্টাচার্য: মুকুল রায়কে (Mukul Roy) খুঁজতে এবার দিল্লি যাচ্ছে বিধাননগর (Bidhannagar commissonarate) কমিশনারেটের পুলিসের (Police) একটি দল। মঙ্গলবার দুপুরে সিএন-ডিজিটালকে জানালেন বিধাননগর পুলিসের ভারপ্রাপ্ত, এয়ারপোর্ট ডেপুটি কমিশনার। তিনি আরও জানান, মুকুল রায়ের অন্তর্ধান প্রসঙ্গে, তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে তার পুত্র শুভ্রাংশ রায় কেও। সূত্রের খবর কিছুক্ষণের মধ্যেই শুভ্রাংশ হাজির হবেন।

সূত্রের খবর, মুকুল রায়কে দিল্লি যেতে কিছু আর্থিক সাহায্য করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। এ প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু রায় পুলিসের কাছে অভিযোগ করেন, এক বিজেপি নেতা মুকুল রায়কে আর্থিক সাহায্য করেছেন। উদ্ধৃত ওই ব্যক্তিকেও তলব করেছে বিধাননগর কমিশনারেটের পুলিস।

সূত্রের খবর, সোমবার রাতেই হঠাৎ নিখোঁজ হয়ে যান মুকুল রায়। মুকুল পুত্র শুভ্রাংশু দাবি করেন স্থানীয় দুই ব্যক্তি তাঁর বাবাকে নিয়ে যান। শুভ্রাংশু আরও জানান যে, খবর পেয়ে কলকাতা এয়ারপোর্টে ছুটে যান তিনি এবং চিঠিও লেখেন সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষকে। যাতে মুকুল রায়কে বিমান থেকে নামিয়ে আনা হয়। যদিও তাঁর এই চিঠিতে সাহায্য করেন নি সিআইএসএফ আধিকারিকরা, এমনই অভিযোগ মুকুল পুত্র শুভ্রাংশুর।

মঙ্গলবার এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নামে এয়ারপোর্ট এনএস সিবিআই থানার পুলিস। তদন্ত নেমে খোঁজ পায় মুকুল রায় আপাতত দিল্লিতে রয়েছেন। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি বিধায়ক, আমি দিল্লি আসতেই পারি। এখানে একটা কাজে এসেছি।' এরপরেই মঙ্গলবার মুকুল রায়কে খুঁজছে দিল্লি যাচ্ছে বিধাননগর কমিশনারের একটি দল।

12 months ago


Subhrangshu: 'মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় বাবা', মুকুল নিখোঁজ প্রসঙ্গে দাবি শুভ্রাংশুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কালিমালিপ্ত করতে বাবাকে নিয়ে নোংরা রাজনীতি (Politics) চলছে। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন মুকুল (Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায়। তাঁর দাবি, অভিষেককে বদনাম করতে একটি রাজনৈতিক দল খেলায় নেমেছে। কারণ এখন নিশানা অভিষেক। শুভ্রাংশু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বাবার সঙ্গে এখনও তাঁর যোগাযোগ হয়নি। রীতিমতো উদ্বেগে রয়েছেন তিনি। দিল্লিতে গিয়ে মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে শুভ্রাংশুর দাবি, তাঁর বাবা অসুস্থ। একটা সুস্থ মানুষ বিজেপিতে যোগ দেওয়া আর মানসিকভাবে সুস্থ নয় এমন মানুষের বিজেপিতে যোগ দেওয়ার মধ্যে ফারাক আছে।  সোমবার সন্ধ্যায় মুকুল রায়ের 'নিখোঁজ' হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। দু'টি থানায় অভিযোগ দায়ের করেন শুভ্রাংশু। যদিও পরে জানা যায়, দিল্লি গিয়েছেন 'মুকুল'।

রাজনৈতিক মহলের জল্পনা, ফের বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু মুকুলের দিল্লি যাওয়ার বিষয়ে কিছুই জানতেন না শুভ্রাংশু। না বলেই তাঁর বাবাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। মুকুল রায়কে কে দিল্লি নিয়ে গেল, বিমানে কীভাবে টিকিট কাটলেন মুকুল, এখন সেসব কথাই ভাবাচ্ছে তাঁকে। সেই সঙ্গে উঠে আসছে ৫০ হাজার টাকার প্রসঙ্গ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশু জানান, পুরো বিষয়ে টাকার খেলা রয়েছে। মুকুল পুত্রের দাবি, বাবার কাছে এখন বেশি টাকা নেই। মাসিক আয় ২১ হাজার টাকার মতো। এই পরিস্থিতিতে সোমবার একটি এজেন্সির তরফে এক অবাঙালি ব্যক্তিকে বলা হয়, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য।  বাবার শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তিনি। শুভ্রাংশুর দাবি, মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ নন তাঁর বাবা। ভাল করে হাঁটতে পারছেন না। দিনে ১৮টি ওষুধ খান। এখনও বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। 

ফের বিজেপিতে যোগ দিতে পারে মুকুল রায়। সেকারণেই দিল্লি গিয়েছেন বলে দাবি রাজনৈতিক মহলের। কিন্তু, দিল্লি বিমানবন্দরে মুকুলকে প্রশ্ন করতেই তাঁর উত্তর, এমনই দিল্লি এসেছেন। কিছু আছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। কাজ মিটলেই তিনি ফিরে যাবেন।

12 months ago
Mukul: সোমবার রাতে হঠাৎ দিল্লিতে মুকুল রায়, জল্পনা তুঙ্গে

মুকুল রায়ের (Mukul Roy) দিল্লিতে (Delhi) গমন নিয়ে জোর জল্পনা রাজ্য-রাজনৈতিক মহলে। তবে কি ফের বিজেপিতে মুকুল! রাজ্য রাজনীতির (Politics) এই সরগরম পরিস্থিতে মুকুলের দিল্লি যাওয়াকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি।

সোমবার রাতের নিখোঁজ বিতর্ক উড়িয়ে মুকুল রায় ছিলেন দিল্লিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার তিনি বলেন, 'আমি একজন বিধায়ক, আমি কি দিল্লি যেতে পারি না।' প্রসঙ্গত,  সোমবার রাতে হঠাৎ চাঞ্চল্য ছড়ায় মুকুল রায়ের গুম হয়ে যাওয়াকে নিয়ে। সূত্রের খবর, মুকুল পুত্র শুভ্রাংশ নাকি এয়ারপোর্ট থানা এবং বীজপুর থানায় মুকুল রায় সম্বন্ধে নিখোঁজ ডায়রি করেন। যদিও বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মুকুল পুত্র শুভ্রাংশু। তারপরেই বিতর্ক শুরু হয়।

মুকুল রায়ের এই অন্তর্ধান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। এ বিষয়ে সিপিআইএমের শতরূপ ঘোষ বলেন, 'চোর চুরি হয়ে গিয়েছে। কিংবা অভিষেকের হয়ে বিজেপির সঙ্গে সেটিং করতে গিয়েছে।' যদিও এ বিষয়ে মুকুল পুত্রের সঙ্গে সিএন ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেন নি।

12 months ago