Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mp

Ram Mandir: রাম মন্দির দেখতে ভক্তের ঢল! বদলে গেল রামলালা দর্শনের সময়

২২ জানুয়ারি ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত! সেদিন উদ্বোধন করা হয় নবনির্মিত রাম মন্দির ও এর পাশাপাশি গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালা। আর সাধারণের জন্য রাম মন্দিরের দ্বার খোলার পর থেকেই মন্দিরের সামনে জনজোয়ার। ফলে বিপুল সংখ্যক ভক্তদের কথা ভেবেই রাম মন্দিরের দর্শনের সময় পরিবর্তন করা হল। রামলালা দর্শন এখন থেকে ভক্তরা করতে পারবেন ভোর ছ'টা থেকে রাত দশটা পর্যন্ত।

কোটি কোটি মানুষের জনসমাগমে অযোধ্যা ঘিরে প্রবল উৎসাহ সাধারণ মানুষের মনে। প্রথম দিনেই তিন কোটির বেশি অনুদান জমা পড়েছে। এদিকে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে উত্তরপ্রদেশ পুলিস। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ তাঁদের পূর্ব নির্ধারিত অযোধ্যা ভ্রমণসূচি স্থগিত রেখেছে। অযোধ্যায় ঢোকার সমস্ত বাস রুটও বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। তা সত্ত্বেও ১৫ থেকে ২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে হাজারে হাজারে মানুষ প্রতিদিন আসছেন রামলালার দর্শনে। আর এরই মাঝে সাধারণ মানুষের কথা ভেবেই রামলালা দর্শনের সময় পরিবর্তন করা হল। এখন থেকে ভক্তরা রামলালা দর্শন করতে পারবেন ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত। এই সময় টানা খোলা থাকবে রাম মন্দিরের দরজা।

প্রথমে প্রতিদিন রাম মন্দিরের দর্শনের সময় নির্ধারিত হয়েছিল সকাল ৭টা থেকে সাড়ে ১১টা। এরপর আবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছিল মন্দিরের দরজা। ফের ২টো থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনের অনুমতি মিলছিল। কিন্তু, কাতারে কাতারে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এবার থেকে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রামলালার দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা।

3 months ago
Sheikh Shahjahan: ৫ দিনের মধ্যেই দিতে হবে হাজিরা! শেখ শাহজাহানের বাড়িতে নোটিশ আটকে দিল ইডি

সন্দেশখালির ঘটনার ১৯ দিন পার। কিন্তু এখনও অধরা সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। এবারে তাকে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ২৯ জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

দীর্ঘদিন হয়ে গিয়েছে। খোঁজ মিলছে না সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের। আজ বুধবার সকালে হঠাৎ করেই তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। এরপরই 'বেতাজ বাদশা' শাহজাহান শেখকে হাজিরার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়িতে কেউ না থাকায় আজ সমনের নোটিশ বাড়ির দেওয়ালে আটকে দিয়েছে ইডি। ২৯শে জানুয়ারি, সকাল ১১টার মধ্যে সিজিওতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শেখ শাহজাহানের বাড়িও ইতিমধ্যেই সিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'নিখোঁজ' শেখ শাহজাহান ২৯ জানুয়ারি ইডির সামনে হাজিরা দেয় কিনা, সেদিকে তাকিয়েই সারা বাংলা।

3 months ago
JU: 'বাম বাধা'য় রাম কর্মসূচি, বিশৃঙ্খল পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে বাম বাধায় আটকে গেল রাম কর্মসূচি। অশান্তির গুঞ্জন ছিলই। সে কথা মাথায় রেখে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও জারি করেছিল। কিন্তু রামমন্দির উদ্বোধনের দিন অশান্তি আটকানো গেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন শুরুর খানিকটা আগেই তপ্ত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস।

রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং করার জন্য প্রোজেক্টর-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকেরা। অভিযোগ, সেই সময় অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা তাদের বাধা দেয়। স্লোগান, পাল্টা স্লোগানে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'পক্ষের সমর্থকেরা। চলে উত্তপ্ত বাক্য বিনিময়ও। ABVP শিবিরের দাবি, বামেরা তাদের উপর হামলাও চালিয়েছে।

যাদবপুরের ঘটনায় ইতিমধ্যেই আহত হয়েছেন বিশ্ব বিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত। সূত্রের খবর, মারমুখী ছাত্রদের মধ্যে পড়ে আহত হন তিনি।  এছাড়াও ABVP সূত্রে খবর, তাঁদের ৮ জন সদস্য আহত হয়েছেন। অন্যদিকে DSF, SFI সহ অন্যান্য বাম সংগঠনের ৪ জন সদস্য আহত। খবর পেয়ে অধ্যাপকদের অনেকে পৌঁছে যান ৩ নম্বর গেটের সামনে। পরিস্থিতি সামাল দিতে গেট বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরেও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে।

3 months ago


College: কলকাতা মেডিক্যাল কলেজে র‍্যাগিং! সহপাঠীর বিরুদ্ধে ২ পড়ুয়ার অভিযোগ

নতুন বছরের শুরুতে কলকাতা মেডিক্যাল কলেজে উঠে এসেছিল র‍্যাগিংয়ের অভিযোগ। অর্থপেডিক স্নাতকোত্তর বিভাগের ২ ডাক্তারি পড়ুয়া, একই বিভাগের ২ পড়ুয়ার বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ এনেছিলেন। যার মধ্যে ছিল অশালীন আচরণ, শারীরিক নিগ্রহ, দুর্ব্যবহার এমনকি অস্ত্রোপচার কেন্দ্রের ভিতরে মারধর, ইলেকট্রিক কেটলি, জলের বোতল দিয়ে মারধর করা ছাড়াও অস্ত্রোপচার কেন্দ্রের সরঞ্জাম দিয়ে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ। এরপরেই ঘটনাটি লিখিত আকারে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে জানান র‍্যাগিংয়ের শিকার ওই ছাত্ররা। পাশাপাশি এই ঘটনায় ছাত্র সংসদ-এর তরফ থেকেও অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে অভিযোগ জানানো হয়। এরপরেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্য পাঠানো হয়েছিল অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে।

এরপরেই শুক্রবার, কলকাতা মেডিক্যাল কলেজের র‍্যাগিং সংক্রান্ত এনকোয়ারি কমিটির পক্ষ থেকে  অধ্যক্ষের অফিসে জমা দেওয়া হলো রিপোর্ট।  শনিবার এই রিপোর্ট নিয়েই বৈঠক রয়েছে কলেজ কাউন্সিলের। এছাড়াও, র‍্যাগিংয়ের ঘটনায় যে অভিযোগ উঠেছিল সে সম্পর্কে সত্যতা জানতে পেরেছে এনকোয়ারি কমিটি, এমনটাই সূত্রের খবর।

3 months ago
Blood Donation: খেটে খাওয়াদের জন্য় রক্তদান অ্যাপ বাইক সংস্থার, স্বেচ্ছায় রক্তদান ৫২ জন বাইক চালকের

খেটে খাওয়াদের জন্য় রক্তদান। বাইক চালিয়েও মহৎ কাজ রাইডারদের। বাঁচবে মানুষ, ফিরবে সুখ! রক্তদানে খেটে খাওয়ারাই মুখ! এবার এই স্লোগানেই অভিনব রক্তদানের আয়োজন করল অ্যাপ বাইক সংস্থা। বুধবার ওই অ্যাপ বাইক সংস্থাটি বিধাননগরের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় ৫২ জন বাইক চালক। যাঁরা প্রত্যেকেই অ্যাপ বাইক চালক।

জানা গিয়েছে, বুধবার অনুষ্ঠিত হওয়া ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার কোঠারি মেডিকেলের চিকিৎসকরাও। আয়োজক সংস্থার পক্ষে শামিম হোসেন জানান, "আমরা শুধু কাজ নয়, মানুষের হয়ে, মানুষের জন্য কাজ করতে চাই। প্রচুর রাইডার আছেন, যাঁদের রাস্তায় দুর্ঘটনা হলেও রক্তের প্রয়োজন। ঠিক এই কারণ এবং আনুষঙ্গিক সবটা ভেবে এই ব্যবস্থা।'' 

বিভিন্ন এলাকা থেকে রক্ত দিতে এসেছিলেন তন্ময় দাস, অভিরূপ চক্রবর্তী, গৌতম মণ্ডল, শিংকু বাল্মীকির মতো বাইক চালকরা। যাঁদের আয়ের উৎসই অ্যাপ নির্ভর বাইক। তাঁদের কথায়, "সারাবছর কাজ করি, সংসার চালায়। কিন্তু একটু যদি মানুষের পাশে থাকা যায় তাতে ক্ষতি কী!'' তাই সাধারণ মানুষের কথা ভেবেই আয়োজিত করা হয়েছিল এই রক্তদানের অনুষ্ঠানটি। তবে মানুষের পাশে থাকার জন্য় এবং যথা সম্ভব সাহায্য় করার কারণেই আগ্রহ আজ বহু মানুষ। 

3 months ago


Suvendu Adhikari: রামমন্দির উদ্বোধনের দিন 'সংহতি মিছিল' মমতার! পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে হাইকোর্টে শুভেন্দু

আর মাত্র ৫টা দিন। তারপরই ঐতিহাসিক মুহূর্ত! ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই নিয়েই সাজ সাজ রব অযোধ্যায়। শেষ পর্যায়ের প্রস্তুতিও তুঙ্গে। আর এরই মাঝে ওই দিনই কলকাতায় 'সংহতি মিছিলে'র ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানিয়েছেন, হাজরা থেকে এই মিছিল হবে পার্ক সার্কাস পর্যন্ত। এরপরই বুধবার এই মিছিল বন্ধের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতিও দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিনই বাংলায় 'সংহতি মিছিলে'র ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি এই  মিছিলের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। শুধু তাই নয়, রামপুজোর দিন রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক রাখতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি জানালেন শুভেন্দু। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

3 months ago
Nusrat Jahan: ফ্ল্যাট ‘প্রতারণা’ মামলায় বিপাকে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ধাক্কা অভিনেত্রী নুসরত জাহানের। নিম্ন আদালতে তৃণমূলের সাংসদ নুসরত জাহানকে হাজিরা দিতেই হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। ইতিপূর্বে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে, আলিপুরের জজ কোর্টে আবেদন জানিয়েছিলেন নুসরত জাহান। নিম্ন আদালতের নির্দেশ মতো, মামলার শুরুর দিকে অন্তত একবার করে আদালতে এসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই নির্দেশকেই কার্যকর করল আলিপুর জজ কোর্ট। মামলাটি ছিল ৬ জানুয়ারি। এক্ষেত্রে আলিপুর জাজেস কোর্টের পাবলিক প্রসিকিউটর জানান নিম্ন আদালতের নির্দেশ একেবারেই সঠিক। সেই অর্ডারটি মঙ্গলবার আলিপুর ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেওয়া হবে।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠেছিল। একটি রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টর ছিলেন অভিনেত্রী। সেই সংস্থা ক্রেতাদের ফ্ল্যাট কেনানোর টাকা নিয়ে ঠকিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে ইডি। এই প্রতারণা সংক্রান্ত মামলাটি বিচারাধীন ছিল আলিপুর আদালতে। সেই মামলায় এর আগে আলিপুর আদালতে যতবার শুনানি হয়েছে, ততবারই নানান কারণ দেখিয়ে নুসরত জাহান আদালতে হাজিরা দেননি। পরে আলিপুর আদালত এই মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নুসরত জাহান। শেষপর্যন্ত আলিপুর আদালতের নির্দেশ বহাল রাখল জজ কোর্ট। বিচারক জানান, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই। ফলে ফ্ল্যাট প্রতারণার মামলায় হাজিরা দিতেই হবে নুসরতকে।

3 months ago
Amitabh Bachchan: রাম মন্দির উদ্বোধনের আগেই রাম রাজ্য অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন!

আর মাত্র কয়েকটা দিন! আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে ঐতিহাসিক রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। রাম রাজ্য অযোধ্যায় সাজ সাজ রব। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোরকদমে। আর এর মাঝেই রাম রাজ্যে জমি কিনলেন বিগ বি অমিতাভ বচ্চন। অযোধ্যায় সেভেন স্টার এনক্লেভে একটি জায়গায় এই জমি তিনি কিনেছেন বলে জানা গিয়েছে। এই জমির দাম স্পষ্ট জানা না গেলেও এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই জমির দাম ১৪.৫ কোটি।

জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দির থেকে ১৫ মিনিটের দূরত্বে সরযূ নদীর পারে জমি কিনেছেন অমিতাভ বচ্চন। মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল 'দ্য সরযূ' প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ। ৫১ একরের জমিটিতে নিজের বাড়ি তৈরি করবেন ও সেই বাড়ি প্রায় ১০,০০০ বর্গফুট হতে পারে বলে জানা গিয়েছে। অযোধ্যায় জমি কেনা প্রসঙ্গে বিগ বি বলেছেন, 'এই শহরের সঙ্গে আমার আবেগ ও আধ্যাত্মাতিক সংযোগ রয়েছে। এই শহরে ঐতিহ্য ও আধুনিকতা নির্বিঘ্নে সহাবস্থান করে। আমি এই আধ্যাত্মিক রাজধানীতে আমার বাড়ি নির্মাণের অপেক্ষায় রয়েছি।'

3 months ago


Congress: 'আরএসএস-বিজেপির অনুষ্ঠান', রামমন্দিরের উদ্বোধনে থাকবে না কংগ্রেস!

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আরএসএস-বিজেপির অনুষ্ঠান, তাই থাকবে না জাতীয় কংগ্রেস। মঙ্গলবার অবস্থান স্পষ্ট করে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। দলের তরফে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর চৌধুরীকে ২২ জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছে রাম মন্দির ট্রাস্ট। কিন্তু নির্মীয়মান রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী এবং মল্লিকার্জুন খাড়গে।

প্রেস বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমকে জানালেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমশে। কেন শতাব্দী প্রাচীন এই দলের এই সিদ্ধান্ত। সেই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন জয়রাম রমেশ। প্রেস বিবৃতিতে জয়রাম রমেশ লেখেন, ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পেয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার দলনেতা অধীর চৌধুরী এবং রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে। দেশে লক্ষ-কোটি মানুষ ভগবান রামের পুজো করেন। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আরএসএস-বিজেপি অযোধ্যার রামমন্দিরকে দীর্ঘদিনের রাজনৈতিক ইস্যু বানিয়েছে। নির্মীয়মান রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ভোটকে মাথায় রেখে এগিয়ে এনেছে বিজেপি-আরএসএস। ২০১৯ সালের সু্প্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে দেশের লক্ষ-কোটি মানুষের আবেগকে সম্মান জানিয়ে আরএসএস-বিজেপির এই অনুষ্ঠানের আমন্ত্রণ সসম্মানে ফিরিয়েছেন সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী এবং মল্লিকার্জুন খাড়গে।

উল্লেখ্য, ২২ জানুয়ারির এই অনুষ্ঠানের অপেক্ষায় আসমুদ্র হিমাচল। এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁরা কী করবেন, স্পষ্ট নয় অবস্থান। ইতিমধ্যে মন্দির নগরী নবরূপে নির্মিত রেলস্টেশন এবং আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে। ১৪-২২ জানুয়ারি অযোধ্যায় চলবে অমৃত মহোত্সব। এদিকে ৩০ ডিসেম্বর অযোধ্যায় গিয়ে কার্যত মূল উৎসবের সূচনা করেন নরেন্দ্র মোদী। এখন সব চোখে ২২ জানুয়ারির সেই পুণ্যক্ষণের দিকে।

4 months ago
Ram Puja: রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামপুজোয় 'না' পুলিসের, হাইকোর্টে মামলা দায়ের

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামপুজোর আয়োজনে 'না' পুলিসের। সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সোমবার মামলার শুনানি হবে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু জোর তরজা।

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। 'রামলালা' অর্থাৎ ভগবান রামের মূর্তির প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সাজ সাজ রব সেখানে। আর সেই আবহেই কলকাতার কালীঘাটে রামপুজো করা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, একমাস আগেই পুলিসের কাছে আবেদন করা হয় যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন কালীঘাটে রাম পুজো করার। কিন্তু তাতেও অনুমতি না দেওয়ায় পুলিসের বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে।

কালীঘাট বহুমুখী সেবা সমিতির উদ্যোগেই এই পুজো। জানা গিয়েছে, বাদামতলা ৬৬ পল্লীতে অযোধ্যার রাম পুজোর টিভিতে দর্শন সহ এখানে পুজো ও ভোগ বিতরণের অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না পুলিস। কালীঘাট বহুমুখী সেবা সমিতির পক্ষ থেকে এই আবেদন করা হয়। আর আজ অর্থাৎ বুধবার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট বহুমুখী সেবা সমিতির সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

4 months ago


High Court: নিয়োগ দুর্নীতির জালের বিস্তার বহুদূর! অযোগ্য কোম্পনিকে কেন টেন্ডার?

নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষিতে দুটি মামলায় মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মঙ্গলবার ইডি ও সিবিআই রিপোর্ট জমা দেয়। এই রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি ভরা এজলাসে ইডি ও সিবিআই বেশকিছু বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসে। ইডি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত যে তথ্য ইডির হাতে তুলে দিয়েছে। তারা তদন্ত করে দেখেছে যে লিপস অ্যান্ড বাউন্ডস-এর মালিকানায় ৮ টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। যে সম্পত্তিগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তারা শুরু করেছে।

ইডি বিচারপতিকে জানায় তারা নিশ্চিত এই সম্পত্তিগুলি সোজা পথে আসেনি। আর সেই কারণেই এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকরণ করার পাশাপাশি এই সংস্থার যাঁরা কর্ণধার রয়েছেন, এই সম্পত্তির গুলির সঙ্গে যাঁদের নাম জড়িয়ে রয়েছে তাঁদের সমন পাঠানোর কাজ ইডি শুরু করে দিয়েেছে।

বিচারপতি সিনহাকে ইডি জানিয়েছে, ওই সম্পত্তির মূল্য সাড়ে ৭ কোটি টাকা।লিপস অ্যাণ্ড বাউন্ডসের সিইও পদে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তা স্বীকারও করেছিলেন। কিন্তু পাশাপাশি তিনি এও বলেছিলেন, এই কোম্পানি কোনও অনৈতিক কাজ করেনি। ইডি ১০ পয়সার অনিয়ম হয়েছে দেখাতে পারবে না।

এখানেই প্রশ্ন উঠেছে তাহলে কি অভিষেকের অলক্ষ্যে এই বিপুল শ্রীবৃদ্ধি হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের। ইডির দাবি অনুযায়ী যা সবটাই হয়েছে ঘুরপথে। 

এদিকে ইতিমধ্যে এই সংস্থার সঙ্গে জড়িত সুজয়কৃষ্ণ ভদ্রকে ওরফে ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছে ইডি। তিনি গ্রেফতার হওয়ার আগে সিএন-এ একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এই কোম্পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যা হয়েছে তিনি সবটাই জানেন। কিন্তু তিনি এও বলেছিলেন এই সংস্থার যারা মাথারা রয়েছেন তাদের অনুমতিতেই তিনি সমস্ত কাজ করতেন।

লিপস এণ্ড বাউন্ডসের পাশাপাশি মঙ্গলবার নিয়োগ দুর্নীতির সঙ্গে আর একটি সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি নিয়েও আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের কথায় পরিষ্কার এই কোম্পানিকে সামনে রেখে নিয়োগ দুর্নীতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিন্তু যেখানে সব থেকে খটকা লাগছে সকলের সেটা হল, এই এস বসু রায় অ্যান্ড কোম্পানির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের যোগাযোগের প্রসঙ্গ। মঙ্গলবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতিকে জানিয়েছিলেন, এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি ২০১২ সালে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি ছিল। আর এখানেই আবারও খটকা। জানা যাচ্ছে এই কোম্পানি লিপস এণ্ড বাউন্ডসেরই আর্থিক সহযোগী হিসেবে কাজ করতো।

এখান থেকই প্রশ্ন উঠছে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, সে কীভাবে নিয়োগের ওএমআর শিট তৈরির বরাত পেল সেই সময় একাধিক যোগ্য কোম্পানি থাকা সত্ত্বেও অনভিজ্ঞ এস বসু রায় অ্যান্ড কোম্পানি কেন টেন্ডার পেল? তদন্তকারী সংস্থার মতে এই কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়ার জন্য কোনও টেন্ডারই ডাকা হয়নি।

তবে কি এক্ষেত্রে লিপস এণ্ড বাউন্ডসের প্রভাবশালী কর্ণধারদের মদতেই এস বসু রায় অ্যান্ড কোম্পানি এই সুযোগ পেয়েছিল ? আর বোর্ড কিভাবে এই অনভিজ্ঞ কোম্পানির হাতে নিয়োগের মত এত গুরুত্বপূর্ণ কাজ টেন্ডার ছাড়াই তুলে দিয়েছিল। কার কথায় এতবড় সীদ্ধান্ত নিয়েছিল বোর্ড ? যেখানে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যত জড়িত।  তবে কি এই দুটি  কোম্পানি অর্থাত্ এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে বোর্ডের কোনও সমঝোতা হয়েছিল? এই সমস্ত প্রশ্নগুলিকে জোড়া লাগিয়ে তদন্তের এগিয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

4 months ago
Fraud: সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক লক্ষ টাকার প্রতারণার শিকার তৃণমূলের যুব নেতা

স্বাস্থ্য দফতরে ভুয়ো নিয়োগপত্র দিয়ে এক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণার শিকার খোদ তৃণমূলের যুব নেতা। অভিযোগ, ভুয়ো তৃণমূল কর্মীর পরিচয়ে প্রতারণা করা হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই ভুয়ো তৃণমূল কর্মী। অভিযুক্তের সঙ্গে বিধায়ক এবং মন্ত্রীর ছবি ঘিরে শুরু বিতর্ক। প্রতারিত যুব নেতা প্রতারক তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার পাকুড়তলার বাসিন্দা পৃথ্বীরাজ তাঁতি প্রতারণার শিকার হন। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন তিনি। বর্তমানে কৌতলা অঞ্চল যুব তৃণমূলের সভাপতি। গত সেপ্টেম্বর মাসে দলের কর্মসূচিতে গিয়ে আলাপ হয় পাথরপ্রতিমা বিধানসভার লক্ষ্মীজনার্দনপুর পঞ্চায়েতের মহেশপুরের বাসিন্দা প্রীতম কলার সঙ্গে। 

অভিযোগকারী যুব তৃণমূল নেতার দাবি, প্রীতম তৃণমূলের অঞ্চল সম্পাদকের পদে ছিলেন। এরপর তাঁকে স্বাস্থ্য দফতরে চাকরির টোপ দেন প্রীতম। এমনকি চার লক্ষ টাকায় গ্রুপ-‌ডি পদে চাকরি দেওয়ার জন্য স্ট্যাম্প পেপারে চুক্তি হয়। অগ্রিম ১ লক্ষ টাকা নেয় প্রীতম। এরপর কলকাতার নীলরতন সরকার হাসপাতালে গ্রুপ-‌ডি পদে চাকরির একটি নিয়োগপত্র হাতে পান পৃথ্বীরাজ। সেই নিয়োগপত্র নিয়ে নীলরতন সরকার হাসপাতালে কাজে যোগ দিতে গেলে সুপার জানিয়ে দেন এটি ভুয়ো নিয়োগপত্র। তারপরেই ফাঁস হয়ে যায় প্রতারণার জাল। 

এরপর ওই প্রতারিত নেতা কলকাতা পুলিস ও সুন্দরবন পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রীতমের পরিবার তৃণমূল সমর্থক বলে জানান তাঁর মা রীণা কলা। তবে প্রতারণার সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত। 

4 months ago
Ayodhya: রাম মন্দির উদ্বোধনের আগেই একগুচ্ছ প্রকল্প নিয়ে অযোধ্যায় হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আর মাত্র কয়েকটা দিন। আগামী ২২ জানুয়ারি অবশেষে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। আর সেই উদ্বোধনের আগে আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর, শনিবার অযোধ্যায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রূপে বিমানবন্দর, রেলস্টেশন উদ্বোধনের পাশাপাশি অযোধ্যাবাসীকে প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উপহার দেবেন তিনি। তাই এদিন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে অযোধ্যা। বিমানবন্দরে গিয়ে অযোধ্যার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর নিয়ে সাজ সাজ রব। ফুলে ফুলে সেজেছে পথ। মোদীর উপর পুষ্পবৃষ্টি করতে রাস্তার পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। এখন ধর্মপথ হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি এগিয়ে চলেছে রেলস্টেশনের দিকে। জনতাকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন মোদী।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল সাড়ে ১০ টায় অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করেন ও সেখান থেকেই তাঁর ১৬ কিলোমিটার দীর্ঘ রোডশো শুরু হয়। এদিন পুনর্নির্মিত অযোধ্যা রেলওয়ে স্টেশন বা অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেন এবং নতুন অমৃত ভারত ট্রেন এবং বন্দে ভারত ট্রেনগুলিকে পতাকা দিয়ে উদ্ধোধন করবেন। মোদী আরও কয়েকটি রেল প্রকল্প দেশকে উৎসর্গ করবেন। দুপুর ১২ টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা বিমানবন্দর বা মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। দুপুর ১ টায়, মোদী একটি জনসভায় অংশ নেবেন যেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্যে ১৫ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে রয়েছে অযোধ্যা এবং এর আশেপাশের এলাকার উন্নয়নের জন্য প্রায়  ১১ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প এবং উত্তরপ্রদেশ জুড়ে অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প। এছাড়াও আজ ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে একটি অমৃত ভারত পাচ্ছে বাংলা।

4 months ago


DA: নতুন বছরের আগেই সুখবর! ডিএ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী, কতটা বাড়ল মহার্ঘ ভাতা

বড়দিনের আগেই বড় খবর রাজ্যবাসীর জন্য। অবশেষে ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছর শুরুর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। ৪ শতাংশ বৃদ্ধি করা হল মহার্ঘ ভাতা। ১ জানুয়ারি থেকেই এই বৃদ্ধি কার্যকর করা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অ্যালেন পার্কের 'ক্রিসমাস ফেস্টিভ্যালে'র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর সেই অনুষ্ঠান থেকেই মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

4 months ago
Parliament: বুধেও 'সাসপেনশন' অব্যাহত! লোকসভা থেকে সাসপেন্ড আরও দুই সাংসদ

বুধবারও লোকসভায় 'সাসপেনশন' অব্যাহত। এবারে সাসপেন্ড করা হল কেরলের দুই সাংসদকে। প্রথম জন, আলাপুঝার সিপিএম সাংসদ এএম আরিফ। দ্বিতীয় জন, আঞ্চলিক দল কেরল কংগ্রেস (মণি)-র নেতা তথা কোট্টয়মের সাংসদ সি থমাস। এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল। এর মধ্যে লোকসভার সাংসদ সংখ্যাই ৯৭ জন।

4 months ago