
দুটো পা-ই হারিয়েছেন ১৩ বছর আগে, তবুও পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয়ের স্বপ্ন হারিয়ে যায়নি মন থেকে। ফলে কৃত্রিম পা ও নিজের অদম্য ইচ্ছাশক্তির উপরে ভর করেই নেপালের হরি বুধা মাগার (Hari Budha Magar) নামের এক ব্যক্তি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের (Mount Everest) চূড়া। জানা গিয়েছে, ৪৩ বছরের হরি বুধা মাগার ব্রিটিশ-গোর্খা বাহিনীর প্রাক্তন সেনা জওয়ান। তাঁর এই কীর্তির পর নেপাল (Nepal) সরকার জানিয়েছে, প্রতিবন্ধকতা নিয়েও শুক্রবার এভারেস্টের শৃঙ্গ জয় করে এক ইতিহাস সৃষ্টি করেছেন হরি বুধা মাগার। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এভারেস্টের চূড়া জয়ের মত বিরল ঘটনা এর আগে কখনও ঘটেনি।
সূত্রের খবর, ২০১০ সালে আফগানিস্তান যুদ্ধে এক বিস্ফোরণের সময় তিনি তাঁর দুটো পা-ই হারিয়েছেন। তবে তাতে থেমে থাকেননি তিনি। তাঁর মনের মধ্যে বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয় করার অদম্য ইচ্ছা ছিল। কৃত্রিম পায়ের উপর ভর করেই তাঁর স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এরপরেই বাধা হয়ে দাঁড়ায় নেপালের নিয়ম। সেদেশের নিয়ম ছিল, অন্ধ কিংবা দু'টিই কৃত্রিম পায়ের পর্বতারোহীরা এভারেস্ট অভিযান করতে পারবেন না। ফলে ২০১৮ সালে মাউন্ট এভারেস্ট অভিযানের পরিকল্পনা করেও পিছিয়ে আসতে হয় প্রাক্তন গোর্খা জওয়ানকে। কিন্তু সে বারও হাল ছাড়েনি তিনি। নেপাল সরকারের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন হরি। তাঁর পক্ষেই রায় দেয় নেপালের শীর্ষ আদালত। এরপরই তিনি তাঁর স্বপ্ন বাস্তবে পরিণত করে এক নজির গড়লেন।