Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

MoonmoonSen

Moonmoon-Imran: ইমরান-মুনমুন সম্পর্ক চর্চায়, রাইমার শেয়ার করা ছবি নিয়ে জল্পনা

ভারত পাকিস্তানে একসময় প্রবল জল্পনা চলেছে মুনমুন সেন (Moon Moon Sen) এবং ইমরান খানের (Imran Khan) সম্পর্ক নিয়ে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন এবং পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের সম্পর্কের জল নাকি অনেকদূর গড়িয়েছিল। যদিও দু'জনেই বিয়ে করেছেন, সংসার করেছেন ভিন্নভাবে। তবু তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলেছে অনেক। সম্প্রতি মুনমুন কন্যা রাইমা সেনের (Raima Sen) শেয়ার করা ছবি আবারও জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

অভিনেত্রী রাইমা সেন সম্প্রতি নিজের ট্যুইটার একাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে, রাইমার ছোটবেলার মুহূর্ত। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে, বোন রিয়াকে। তবে নজর যায় রিয়া রাইমার পাশে বসে থাকা মুনমুন সেন এবং তৎকালীন পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের দিকে। দুই তারকার ঘনিষ্ঠতা প্রমাণ করে ছবিটি। তবে ছোটবেলার রিয়া এবং রাইমাকেও দেখার মতো।


রাইমার সামাজিক মাধ্যম দেখলেই বোঝা যায়, তিনি মাঝেমধ্যে ছোটবেলার স্মৃতি হাতড়ে দেখতে ভালোবাসেন। অভিনেত্রী এর আগে আরও কয়েকটি ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। একটি ছবিতে দেখা গিয়েছে মা ও বোনের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। রাইমা তখন একদিকে সুচিত্রা কন্যা, রাজ পরিবারের পুত্রবধূ, অন্যদিকে আবার অভিনেত্রী। রাইমার সঙ্গে দেখা গিয়েছে তাঁর ১৪ মাসের ছোট বোন রিয়াকে। যারা পরবর্তীকালে নিজেদের অভিনয় জগতে প্রতিষ্ঠিত করেছেন।


6 months ago