Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MohammedShami

Mohammed Shami: স্বপ্ন হল সত্যি! রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন মহম্মদ শামি

মহম্মদ শামি, এই নামটিই ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপে ঝড় তুলেছিল। এর পাশাপাশি সারা বছর ধরে ইন্ডিয়ার হয়ে অনবদ্য বোলিং করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য অর্জুন পুরস্কার পেলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। ২২ গজে সারা বছর ধরে লাগাতার অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন তিনি। ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপে বল হাতে দুরন্ত ভেলকি দেখিয়েছেন। এবারে তাই ভারতীয় বোলার মহম্মদ শামির প্রতিভাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হল। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিলেন এই অর্জুন পুরস্কার।

ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির বোলিংয়ের জন্য় তাঁর নাম অর্জুন পুরস্কারের জন্য় মনোনিত করেছিল বিসিসিআই। এবার সেই মনোনয়নের জন্য় শামি অর্জুন পুরস্কার পেলেন। এবার বিশ্বকাপে মাত্র সাতটা ম্যাচ খেলে মোট ২৪টা উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে তিনবার পাঁচ উইকেট। বিশ্বকাপের প্রথমদিকে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। তারপর মাঠে নামার সুযোগ পেয়ে মাত্র ৭টি ম্যাচে ২৪টি উইকেট নিজের ঝুলিতে নেয় ভারতীয় এই তারকা পেসার।

অর্জুন পুরস্কার পেয়ে সংবাদমাধ্য়মে মহম্মদ শামি বলেন, 'এই পুরস্কারটি আমার কাছে একটি স্বপ্ন। এটার জন্য সকলের জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার জন্য, এই পুরস্কার পাওয়াটা একটি বড় সম্মান।'

4 months ago
Modi-Shami: হারের পরই ড্রেসিংরুমে পৌঁছলেন মোদী, শামিকে বুকে টেনে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

প্রায় দু'দশক পর বিশ্বকাপ ফাইনালে (World Cup Final 2023) মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া-অস্ট্রেলিয়া (IndvsAus)। কিন্তু এবারও বিশ্বকাপের ট্রফি জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতেই মাঠে কান্নায় ভেঙে পড়েন একাধিক ক্রিকেটার। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়াতে, সাহস জোগাতে তাঁদের সঙ্গে দেখা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা শেষে ড্রেসিংরুমে গিয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা করেন তিনি। এমনকী মহম্মদ শামিকে নিজের বুকে টেনে নেন মোদী।

রবিবার বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য প্রথম থেকেই ছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতের পরাজয়ের পর তাই তিনি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে দেখা করেন। নমোর ড্রেসিংরুমে আসার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রবীন্দ্র জাডেজা। ভারতীয় অলরাউন্ডারের কথায়, সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। শুধু তাই নয়, ড্রেসিংরুমে প্রত্যেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী।

এর পর শামিকে বুকে টেনে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন শামি, জাদেজা-রা। শামি এক্স পোস্টে লেখেন, "গতকাল দিনটা আমাদের ছিল না। আমি সব ভারতীয়কে ধন্যবাদ দেব পুরো বিশ্বকাপ জুড়ে আমার ও আমাদের দলের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ড্রেসিংরুমে এসে আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ালেন তার জন্য তাঁকে ধন্যবাদ।"

6 months ago
BCCI: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দল ঘোষণা, বাদ শামি ও যাদব

ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণা বিসিসিআইয়ের (BCCI)। ওয়ান ডে  ও টেস্ট সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board) । ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে। দলে নেই উমেশ যাদব ও মহম্মদ শামি (Mohammed Shami)। দুই দলেই টিমে সুযোগ পেলেন বাংলার মুকেশ কুমার।

ওয়ানডে টিমে অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল, রুতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, প্রত্যেকেই জায়গা পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা। বোলিং আক্রমণে থাকছেন যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দীপ উনাদকড়, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

টেস্ট টিমেও অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাহানি, অক্ষর প্যাটেল।

11 months ago