Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MissionGaganyaan

Gaganyaan: সপ্তমীতেই উড়ান! 'মিশন গগনযান' নিয়ে বড় খবর দিল ইসরো

চন্দ্রযান ৩-এর সাফল্যের পর এবারে মহাকাশে মানুষ পাঠাতে প্রস্তুতি নিচ্ছে ইসরো (ISRO)। মানুষ পাঠাতেও যাতে ভারতীয় মহাকাশ সংস্থা সফল হয়, অর্থাৎ মিশন গগনযান (Mission Gaganyaan) সফলের জন্য ইসরো চলতি মাসেই শুরু করতে চলেছে পরীক্ষামূলক মহাকাশযানের উৎক্ষেপণ। গগনযান মিশনের আগে পরীক্ষামূলক উৎক্ষেপণ ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিনই করা হবে বলে জানাল ইসরো। ১৬ অক্টোবর, সোমবার ইসরো জানিয়েছে, ২১ অক্টোবর TV-D1 পরীক্ষামূলক মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

সোমবার ইসরোর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, গগনযানে পরীক্ষামূলক ফ্লাইটটি ২১ অক্টোবর উড়বে। TV-D1 পরীক্ষামূলক মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে ওই দিন। সকাল ৭টা থেকে ৯টার মধ্যে পরীক্ষামূলক মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে হবে এই উৎক্ষেপণ। সপ্তমীর দিন যে পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে চলেছে, তাতে মডিউলটিকে নিয়ে মহাশূন্য়ের পথে রওনা হবে যানটি। পরে তা ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। পৃথিবীর বুকে বঙ্গোপসাগরে নামার কথা এই মহাকাশযানের। তারপর সাগরের জল থেকে যাতে মডিউলকে উদ্ধার করা হয় তার জন্য নৌসেনার প্রস্তুতিও তুঙ্গে। একই পদ্ধতি ব্যবহার করা হবে চূড়ান্ত মিশনের সময়ও।

প্রসঙ্গত, মহাকাশে মানুষ পাঠানোর আগে গগনযানকে দুটি ট্রায়াল মিশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই ট্রায়াল মিশনের অঙ্গ হল TV-D1 টেস্ট ফ্লাইটের সফল উৎক্ষেপণ। মিশনের প্রথম পর্বের পরীক্ষায় এই টেস্ট ফ্লাইটটিকে পাঠানো হবে। তারপরেই গগনযানের দ্বিতীয় পর্বের পরীক্ষা। সেই পর্যায়ে মহিলা মহাকাশযাত্রী হিসেবে 'ব্যোমমিত্র' নামে একটি হিউম্যানয়েড রোবটকে লঞ্চ করা হবে।

7 months ago