Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MetroService

Metro: গুরু নানক জয়ন্তীতে উত্তর-দক্ষিণ করিডোরে চলবে কম মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু গুরু নানকের জন্মদিন সোমবার। গুরু নানক জয়ন্তী মানেই ছুটির দিন। সেকারণে এদিন কলকাতা মেট্রোর তরফে মেট্রো পরিষেবা কম থাকবে বলে ঘোষণা করেছে। সোমবার, সপ্তাহের শুরু দিন শহরের অন্যান্য দিনের থেকে মেট্রো পরিষেবা অনেকটাই কম থাকবে৷ বাড়ি থকে বেরনোর আগে দেখে নিন মেট্রোর সমসূচি৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল অর্থাৎ সোমবার উত্তর-দক্ষিণ করিডোরে (নীল লাইন) ২৮৮টি মেট্রোর পরিবর্তে ২৩৪টি মেট্রো চলবে। যার মধ্যে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা। এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

প্রথম পরিষেবা শুরু হবে:

০৬:৫০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

০৬:৫০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

০৬:৫৫ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

০৭.০০ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

শেষ পরিষেবা শুরু হবে:

৯:২৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

৯:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

৯:৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

৯:৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম। (পরিবর্তন নেই) 

গ্রীন লাইন এবং পার্পল লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে।

6 months ago
Metro: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! ইডেনে বিশ্বকাপের ম্যাচে শনিবার রাতে বিশেষ মেট্রো ঘোষণা

শনিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। এদিন বিশ্বকাপের ( মহারণে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রাখছে। ইডেনে বাইশ গজের মহারণ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে রাতে। ম্যাচ শেষে এসপ্ল্যানেড স্টেশনে দর্শকদের জন্য অপেক্ষায় থাকবে মেট্রো। ইডেনের ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো ছাড়বে।এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের (ব্লু লাইন) এসপ্ল্যানেড - দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড - কবি সুভাষ রুটের মধ্যে চালানো হবে৷

রাত পৌনে ১১টায় (১০:৪৫) এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে এই বিশেষ মেট্রো পরিষেবা। এটি যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি যাবে কবি সুভাষের দিকে। দু’টি মেট্রোই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে। যাত্রাপথে মধ্যবর্তী সব ক’টি স্টেশনে থামবে না এই স্পেশাল মেট্রোগুলি। ফলে খেলা দেখে রাতে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা থাকছে না আপনার। ইডেনের ম্যাচ শেষের পর খুব অল্প সময়ের মধ্যেই আপনি বাড়ি পৌঁছে যেতে পারবেন।

6 months ago
Metro: অপেক্ষার অবসান! বছরের দ্বিতীয় দিনে যাত্রী নিয়ে জোকা-তারাতলা ছুটলো মেট্রো

অপেক্ষার অবসান ঘটিয়ে বেহালাবাসীদের জন্য ছুটলো জোকা-তারাতলা (Joka to Taratala Metro) রুটের প্রথম মেট্রো। ৩০ ডিসেম্বর উদ্বোধনের পর ৪৮ ঘণ্টার অপেক্ষা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান। সকাল ১০টায় এই রুটের প্রথম মেট্রো সাধারণ যাত্রী নিয়ে ছোটে তারাতলার উদ্দেশে। জানা গিয়েছে, এই রুটের শেষ মেট্রো (Metro service) আজকের জন্য বিকেল সাড়ে ৫টায়।

এখন একটা লাইন ধরে একটি রেক চলছে। সেটাই আবার তারাতলা থেকে যাত্রী নিয়ে জোকা আসবে। সেই কারণে আধ ঘন্টার অন্তর মেট্রো চলবে। শনিবার এবং রবিবার এই রুটে কোনও মেট্রো চলবে না। বাকি ৫ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। এই রুটে মেট্রোর সর্বনিম্ন ভাড়া ৫টাকা আর সর্বোচ্চ ভাড়া ২০টা। সাড়ে ৬ কিমি দীর্ঘ এই রুটে ছটি স্টেশন। জোকা এবং তারাতলার মাঝে রয়েছে ঠাকুরপুকুর, সখেরবাজার, চৌরাস্তা এবং বেহালা বাজার।

one year ago


Metro: জোকা-তারাতলা মেট্রো রুটের সেফটি ছাড়পত্র, এই লাইনে কবে থেকে ছুটবে ট্রেন?

চলতি মাসের ৮ তারিখ জোকা-তারাতলা মেট্রো রুটের (Joka-Tartala Metro) নিরাপত্তা পরিদর্শন করেন সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। সেই পরিদর্শনের ১০ দিনের মাথায় এই রুটে মেট্রো চলাচলে ছাড়পত্র মিলেছে। এবার কলকাতা মেট্রো (Kolkata Metro) স্থির করবে কবে থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো চলবে। আগামি তিন মাসের মধ্যে মেট্রো চালাতে হবে এই রুটে।

ফলে চলতি বছরের শেষেই সুখবরের অপেক্ষায় জোকা, ঠাকুরপুকুর, বেহালা, তারাতলার বাসিন্দাদের। এতদিন জোকা, ঠাকুরপুকুর থেকে কলকাতা আসতে, বাস কিংবা মাঝেরহাট থেকে ট্রেন ছিল একমাত্র ভরসা। অনেকে আবার তারাতলা অবধি এসে অটোতে রাসবিহারী পৌঁছে মেট্রো ধরতেন। কেউ কেউ আবার বেহালা, হরিদেবপুর হয়ে টালিগঞ্জে গিয়ে মেট্রো ধরতেন। এবার এই রুটে মেট্রো চালু হলে জোকা-কলকাতার দুরত্ব এবং যাত্রার ধকল অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।

2 years ago