Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MedicalBoard

Madan Mitra: ভালো নেই মদন! আজ কাঁধের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড

রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। বৃহস্পতিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে। শুক্রবার রাতে হঠাৎই হাইপক্সিয়ার ফলে তাঁর খিঁচুনি ওঠে। পড়ে গিয়ে ভেঙে যায় বাঁ কাঁধের হাড়। উডবার্ন ব্লক থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালের মেইন ব্লকে। রবিবার তাঁর জন্য গঠন করা হয় মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড। আজ অর্থাৎ সোমবার সেই মেডিক্যাল টিমের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন।

হাসপাতাল সূত্রে খবর, রবিবারও মদন মিত্রের রক্তচাপ ওঠানামা করছিল। তাই আজ চেক করা হবে ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার নরম্যাল থাকলে, আজকেই করা হবে রক্ত পরীক্ষা। করা হবে হার্টের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও। এই রিপোর্ট স্বাভাবিক এলে মঙ্গলবার এমআরআই করা হবে কালারফুল বয় মদন মিত্রের। এছাড়াও বাঁ কাঁধের অস্ত্রোপচার নিয়েও সিদ্ধান্ত হবে আজ বলে খবর।

আপাতত খুব একটা স্থিতিশীল নন মদন মিত্র। ভাঙা হাড়ের অসহ্য যন্ত্রণাতেও কষ্ট পাচ্ছেন তিনি। সেই খোশমেজাজের মদন মিত্র এই মুহূর্তে হাসপাতালে অসুস্থতার মধ্যেই দিন কাটাচ্ছেন। তাঁর অনুগামীদের অপেক্ষা, কবে আবার তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। কবে আবার 'ওহ লাভলি' শুনতে পান কামারহাটির বিধায়কের গলায়।

5 months ago
Madan Mitra: কেমন আছেন মদন মিত্র? গঠন হল মেডিক্যাল বোর্ড, করা হবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা

কালারফুল মদন মিত্র এই মুহূর্তে গুরুতর নিউমোনিয়ার জেরে ভর্তি এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার রাতেই শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে। এরপরে শুক্রবার রাতে হঠাৎই হাইপক্সিয়ার ফলে তাঁর খিঁচুনি ওঠে। পড়ে গিয়ে ভেঙে যায় বাঁ কাঁধের হাড়। উডবার্ন ব্লক থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালের মেইন ব্লকে। এরপরে রবিবারই তাঁর জন্য গঠন করা হয় মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড। চিকিৎসকদের পরামর্শ মত হবে নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা।

জানা গিয়েছে, মদন মিত্রের রক্তচাপ আপাতত ওঠানামা করছে। যে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে তাঁর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন এরপর তাঁর কী কী শারীরিক পরীক্ষা করা হবে। তবে এমআরআই করাতে হবে মদন মিত্রের, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তবে এমআরআই হোক বা ভেঙে যাওয়া হাড়ের অস্ত্রোপচার- কোনওটাই সম্ভব হবে না, যতদিন না পর্যন্ত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হবে।

আপাতত খুব একটা স্থিতিশীল নন মদন মিত্র। শ্বাসকষ্ট রয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রাও ঠিক নেই তাঁর। ভাঙা হাড়ের অসহ্য যন্ত্রণাতেও কষ্ট পাচ্ছেন তিনি। সেই খোশমেজাজের মদন মিত্র এই মুহূর্তে হাসপাতালে অসুস্থতার মধ্যেই দিন কাটাচ্ছেন। তাঁর অনুগামীদের অপেক্ষা, কবে আবার তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। কবে আবার 'ওহ লাভলি' শুনতে পান কামারহাটির বিধায়কের গলায়।

5 months ago
Kasba: কসবার ছাত্র মৃত্যুকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে মেডিক্যাল বোর্ডকে, নির্দেশ হাইকোর্টের

কসবার সিলভার পয়েন্ট স্কুলে দশম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যুতে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মঙ্গলবার শুনানির পর আদালতের নির্দেশ, পুলিস কমিশনারকে তদন্তে নজরদারি করতে হবে। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ডের সামনে পেশ করতে হবে। ওই রিপোর্ট ও ভিডিওগ্রাফি দেখিয়ে তাঁদের থেকে মতামত নিতে হবে। সিসিটিভি ডিভাইস ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করতে হবে। পোস্টমর্টেম কপি দ্রুত পরিবারকে দিতে হবে। আগামী শুনানিতে কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে। ৬ অক্টোবর ফের এই মামলার শুনানি।

মামলাকারীর অভিযোগ ছিল, ঘটনার পরে গুরুতম জখম অবস্থায় ওই ছাত্রকে দীর্ঘক্ষণ কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। ইনকোয়েস্ট বা সুরতহাল ঘটনার পরেই হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ২৪ ঘণ্টা পরে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু কান থেকে রক্ত বেরোতে দেখা গেছে। এটা অবিশ্বাস্য। আইনজীবী নিয়ে মৃতের পরিবার কসবা থানায় গেলেও সিসিটিভি দেখার সুযোগ দেওয়া হয়নি। কখন সে পড়ে গেছে, তার কোনও ছবি নেই। সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়েছে। বাড়ির লোকের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তাই দ্বিতীয় ময়নাতদন্তের দাবি। সিট গঠন করে তদন্তের দাবি।

বিচারপতি জানান, এমন একটা গুরুতর ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক গাফিলতি করবেন বলে মনে হয়? স্কুলের তরফে জানানো হয়, প্রজেক্ট রিপোর্ট তৈরি করা নিয়ে ক্লাস টিচারের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ছাত্রের। সেই সময় শিক্ষকের সঙ্গে খারাপ ব্যাবহার করে সে। সিসিটিভি ফুটেজে সবটাই ধরা আছে। এরপর পাঁচতলার উপর থেকে সে ঝাঁপ দেয়। তখনই মুকুন্দপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিচারপতি বলেন, তার মানে খারাপ ব্যবহার করে গিয়ে আত্মহত্যা করেছে, এটা বলতে চাইছেন? এরপরেই পুলিস কমিশনারকে তদন্তে নজরদারির নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, প্রথম ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ডের সামনে পেশ করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

8 months ago


Medical Board: চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড, আপাতত স্থিতিশীল বুদ্ধ

সিপ্যাপ সার্পোটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। ভর্তি করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাাতালে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। যেখানে রয়েছেন কৌশিক চক্রবর্তী, সরোজ মণ্ডলের মতো চিকিৎসকরা। 

বিকেলে সিপিএম নেতা রবীন দেব জানিয়েছেন, এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই হাসপাতালে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরে খাওয়ার পরেই হঠাৎ করেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। বাড়িতে ডাকা হয় চিকিৎসকদের। দু জন চিকিৎসক প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ অ্যাম্বুলেন্স করে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ পাইলট দিয়ে হাসপাতালের রাস্তা গ্রিন করিডর করে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তির পরেই সিপ্যাপ সার্পোটে দেওয়া হয়।

10 months ago