Breaking News
Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা      ED: কখনও হৃদরোগ, কখনও বা মানসিক, কাকুর কণ্ঠস্বর নিয়ে ইডির সঙ্গে লুকোচুরি এসএসকেএমের     

MamataBanerjee

Film festival: মমতার চলচ্চিত্র উৎসবে এবারে নতুন চমক

প্রসূন গুপ্ত: আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বিভাগের আয়োজনে প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব হয়ে থাকতো। কিন্তু এ বছর কালীপুজো সহ বিভিন্ন উৎসবের কারণে অনুষ্ঠান পিছিয়ে ডিসেম্বরের ৫ তারিখে আয়োজন করা হয়েছে।  চলবে ৭দিন ব্যাপী। ইদানিং এই উৎসবে পুরস্কার দেওয়াও হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মূল কান্ডারি হলেও এখন উৎসব কমিটির প্রধান পরিচালক রাজ চক্রবর্তী। সাধারণত এই উৎসবের প্রধান বক্তা থাকেন অমিতাভ বচ্চন এবং উপস্থিত থাকেন শাহরুখ খান সহ বিভিন্ন বলিউডের শিল্পীরা। বছরের পর বছর এর ব্যতিক্রম হয়ন। কিন্তু এবারের উৎসবে এমন অনেকে উপস্থিত হচ্ছেন, যাঁরা এর আগে কলকাতার এই উৎসবে আসেননি, চমক এখানেই। 

মুম্বই সিনেমায় দীর্ঘদিন রাজ করেছেন নিঃসন্দেহে অমিতাভ বচ্চন। দেখা গিয়েছে, বিগত বছর তিনেক বিগ বি তাঁর ছবি অনেকটাই কমিয়ে দিয়েছেন। করোনাকালে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অন্য অসুস্থতায় ফের হাসপাতালমুখী হয়েছিলেন। তিনি ইদানিং খুব একটা শহরের বাইরে যান না। সম্প্রতি রাজনীতির এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইতে গেলে তাঁকে বাড়িতে আমন্ত্রণ করেন অমিতাভ জয়া। মুখ্যমন্ত্রী সময় বের করে বচ্চন পরিবারে অনেকটা সময় কাটান। অমিতাভ যে এবারে আসতে পারবেন না শারীরিক কারণে তা জানতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া বাংলার ব্র্যান্ড এম্বাসেডর শাহরুখ খান একেবারেই বাংলার জন্য সময় বার করতে পারছিলেন না, ব্যস্ততা অনেকটাই তাঁর সিনেমা ব্যবসা ইত্যাদিতে। মমতা দেরি করেননি। এবারের বাণিজ্য সম্মেলনে শাহরুখের পরিবর্তে সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড এম্বাসেডর করেন। তখনই আভাস ছিল শাহরুখ হয়তো বাদ পড়তে পারেন চলচ্চিত্র উৎসব থেকে। হলোও তাই। মুম্বইয়ের আরেক সুপারস্টারকে আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন এবং সেই স্টার সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সলমন খান।

এবারে মঙ্গলবারে প্রধান অতিথি হিসাবে তাই ভাইজান 'দিদির' আমন্ত্রণ রক্ষা করতে আসছেন। সলমন খান ছাড়া আরও আসছেন সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট এবং কমল হাসান। এ ছাড়াও বাংলার প্রথম সারির সমস্ত অভিনেতা অভিনেত্রীরা থাকছেন এবং অবশ্যই সৌরভ গাঙ্গুলি। সলমনকে দেখার জন্য বাংলার সিনেমা প্রেমীরা আকুল দীর্ঘদিন ধরে। দেখার বিষয় কী বক্তব্য রাখেন সলমন সোনাক্ষী জুটি।

13 hours ago
Nabanna: নবান্নের ১৪ তলায় বৈঠকে ডাক পেলেন শুভেন্দু অধিকারী, সাড়া দেবেন বিরোধী দলনেতা?

নবান্নের ১৪ তলায় বৈঠকে ডাক পেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, আগামী ১৪ ডিসেম্বর রাজ্যের মানব অধিকার কমিশনের প্রশাসনিক সদস্য পদে নিয়োগ নিয়ে একটি বৈঠক রয়েছে। যেখানে বিধানসভার  অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার কথা। আর সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যে এই পদের জন্য তিন জন প্রাক্তন আমলা ও প্রাক্তন বিচারক নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দোপাধ্যয়। আরও দু'জন যার মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক পার্থসারথী মুখোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস আধিকারিক অধীর শর্মা। 

সূত্র মারফত আরও খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পছন্দ বাসুদেব বন্দোপাধ্যায়। কারণ তাঁর মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি রাজ্যের তথ্য কমিশনের দায়িত্বও সামলেছেন। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজ্যের মানব অধিকার কমিশনের প্রশাসনিক সদস্য পদ থেকে অবসর নিয়েছেন নপরাজিত মুখোপাধ্যায়। তারপর থেকেই সেই পদ শূন্য। আর তার জন্যই নবান্নে বৈঠকে ডাক পেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আগামী 8 ডিসেম্বর এই বৈঠক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যয়ের ঘরে হাওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচি থাকার জন্যই বৈঠকের স্থান ও দিন পরিবর্তন হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বৈঠকের বিষয়ে নবান্নের তরফ থেকে বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে এই বৈঠকে বিরোধী দলের নেতা যোগ দেবেন কিনা। সেটা এখনও স্পষ্ট নয়। তবে বিরোধী দলের নেতা যাবেন কি যাবেন না সেই কথা তিনি ১৪ ডিসেম্বরের আগে জানিয়ে দেবেন বলেই জানিয়েছেন। মনে করা হচ্ছে,  নবান্নে ডাকা এই বৈঠকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা খুবই কম।

14 hours ago
Mamata Banerjee: শীতকালীন অধিবেশনের আগে হঠাৎ অমিত শাহকে চিঠি লিখলেন মমতা, কি লিখলেন চিঠিতে!

লোকসভার শীতকালীন অধিবেশনে ফৌজদারি বিল নিয়ে অযথা যাতে তাড়াহুড়ো না করা হয় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপাতার ওই চিঠিতে জানিয়েছেন, ওই বিলের তীব্র প্রতিবাদ করছেন তিনি। 

৪ ডিসেম্বর থেকে শীলকালীন অধিবেশন শুরু হবে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সেসময় ফৌজদারি বিল এবং মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি বিল পেশ হতে পারে। মূলত ফৌজদারি বিলের ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো না করার আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।  

বর্তমান ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে খসড়া চূড়ান্ত হয়েছে। এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী আগেও সরব হয়েছেন। ওই প্রস্তাবিত আইনের ধারা নিয়ে চরম আপত্তি তুলে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।

3 days ago


Mamata: একদিকে কালা দিবস, অন্যদিকে বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় ধরনায় তৃণমূল

বাংলার সরকারের লাগামছাড়া দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদে ধর্মতলায় মেগা সমাবেশ বিজেপির। এই সমাবেশ থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহি সমাবেশের দিনই বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে কালো পোশাক পরে ধরনা তৃণমূলের বিধায়কদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে বলে অভিযোগ বাংলার শাসকদলের। সম্প্রতি এই ইস্যুতে দিল্লিতে গিয়ে বিক্ষোভও দেখিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন -কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারবার শোনা গেছে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ। আর এই ইস্যুতেই মঙ্গলবার বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনা দেন তৃণমূলের বিধায়করা। সেই সঙ্গে এই ইস্যুতে বুধবার দলের তরফে কালা দিবস পালন করা হবে বলেও জানানো হয়। সেইমতো এদিন তৃণমূলের বিধায়করা কালো পোশাক পরে বিধানসভায় আসেনতাঁরা। তৃণমূলের এই ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এদিন বিধানসভায় উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল নেতাদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে জেলা দেখার জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন তৃণমূল সুপ্রিমো।

3 days ago
Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার

বুধবার বিধানসভায় বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাস হয়। বিরোধী বিধায়কদের অনুপস্থিতিতে বিধানসভায় সহজেই এই বিল পাস করিয়ে নেয় বাংলার শাসকদল। এদিন বিধানসভায় বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, অনেক বিধায়কের কোটি কোটি টাকা রয়েছে। তাঁদের ভাতা নেওয়ার প্রয়োজন নেই। তাঁরাই বেতন বৃদ্ধির বিরোধিতা করছেন। তাঁর দাবি, তৃণমূলের অনেক বিধায়ক রয়েছেন, যাঁদের মাটির বাড়ি, কোনও সম্পদও নেই। পাশাপাশি, এক লক্ষ কৃষকের জন্য ২,৮০০ কোটি টাকার বরাদ্দ রেখেছেন বলেও জানান। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, বেতন বাড়িয়েছি, বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াব। 

এদিন বকেয়া ডিএ-র জন্য বামেদের ঘাড়ে দোষও চাপান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ২০১১ সাল পর্যন্ত ৩৫ শতাংশ ডিএ বকেয়া রেখেছিল বামেরা। আমাদের সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে ধাপে ধাপে ৯০ শতাংশ ডিএ দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অনিরুদ্ধ ভট্টাচার্যের অভিযোগ, বকেয়া ডিএ নিয়ে ভুল তথ্য দিচ্ছে বর্তমান রাজ্য সরকার।   

প্রসঙ্গত, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এ নিয়ে রাজপথে নেমে অবস্থান, বিক্ষোভ কর্মসূচিও তাঁরা পালন করেছেন। বিষয়টির জল গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত।যদিও এ নিয়ে কোনও হেলদোল নেই বাংলার সরকারের। তাদের সাফাই, সরকারের ভাঁড়ার শূন্য। তাই ইচ্ছে থাকলেও কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়া যাচ্ছে না। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার মেলা, খেলার নামে বিপুল পরিমাণ অর্থের অপচয় করছে। কিন্তু কর্মচারীদের ডিএ দেওয়ার প্রসঙ্গ উঠলেই বলা হয়, টাকা নেই। এখানেই প্রশ্ন উঠছে যে, সরকারের ভাঁড়ার শূন্য হলে বিধায়কদের বেতন, ভাতা বাড়ানো হচ্ছে কি করে ? নাকি দল ধরে রাখার জন্য বিধায়কদের খুশি রাখতেই এই পদক্ষেপ ?  প্রশ্নটা থেকেই যাচ্ছে। 


3 days ago


Amit Shah: 'দিদি, কান খুলে শুনে নিন...', বাংলায় এসে মমতাকে হুঙ্কার শাহের

আগামী বছর লোকসভা নির্বাচন (LokSabha Election 2023)। তার আগেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে ধর্মতলায় হল বিজেপির মহাসমাবেশ। বুধবার বিজেপির এই সভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। আর এদিন এই সভায় যোগ দিতেই বাংলা থেকে তৃণমূল সরকারকে উপরে ফেলে দেওয়ার আহ্বান জানালেন তিনি। রাজ্যের একের পর এক দুর্নীতির প্রসঙ্গ এনে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলকে। ধর্মতলার মঞ্চ থেকে সরাসরি মমতাকে একগুচ্ছ হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দুর্নীতি মামলায় নাম জড়ানো পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকদের দল থেকে সাসপেন্ড করে দেখান।' শুধু তাই নয়, সিএএ দেশে লাগু হবেই, এ নিয়েও দাবি করেন তিনি। এককথায় দিদিকে কান খুলে কিছু কথা শুনে নেওয়ার পরামর্শ দিলেন অমিত শাহ।

ধর্মতলার সভায় যোগ দিয়ে প্রায় ২৩ মিনিট ধরে মঞ্চ থেকে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, 'দিদি কান খুলে শুনে নাও, শুভেন্দুকে বিধানসভা থেকে বাইরে বার করে দিতে পারেন, কিন্তু বাংলার মানুষকে চুপ করিয়ে দিতে পারবে না। যে বাংলায় রবি ঠাকুরের গান দিয়ে সকাল শুরু হয়, সেখানে এখন বোমা, গুলিতে সকাল শুরু হয়।' পাশাপাশি বাংলার পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে বলেন, 'আমি গুজরাটের থেকে আসছি ,কিন্তু বাংলা ছাড়া কোথাও কোনও নেতার ঘরে এত নোট পাওয়া যায় নি। যে বাংলা সব দিক থেকে গোটা দেশের নেতৃত্ব করত, সেই বাংলা সব থেকে পিছিয়ে।' বাংলায় অনুপ্রবেশকারীদের বাধা দিতে পারছে না বলেও কটাক্ষ করেছেন মমতা সরকারকে। সিএএ আইন লাগু হবেই, কেউ রুখতে পারবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন শাহ।

বাংলার উন্নয়ন হচ্ছে না মমতা সরকারের জন্যই, তিনিই মূল বাধা রাজ্যের উন্নয়নের পথে। ফলে মমতা দিকে তুলে ফেলে দেওয়ারও আহ্বান জানিয়েছেন অমিত শাহ। তাই বাংলার বিকাশ করতে গেলে মোদীকে ক্ষমতায় আনতে হবে। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি ও তৃণমূলকে উপরে ফেলে দেওয়া হবে এমনটাই হুঙ্কার অমিত শাহের।

3 days ago
Amit Shah: 'সিএএ আইন লাগু হবেই, কেউ রুখতে পারবে না', মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

হাতে আর এক মাস। এই বছর পেরোতেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আর তার আগেই আজ অর্থাৎ বুধবার কলকাতায় হাজির হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির ধর্মতলার সভাতে যোগ দিয়ে সেখান থেকেই ফের সিএএ ইস্যু উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএএ-এর বিরোধিতা করতে দেখা গিয়েছে। ফলে তাঁকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ, 'সিএএ আইন হয়ে গেছে, প্রণয়নও হয়ে যাবে।'

বুধবার অমিত শাহের উপস্থিতিতে লোকসভা ভোটের দামামা বাজিয়ে ধর্মতলায় হল বিজেপির সমাবেশ। একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির প্রসঙ্গ এনে এদিন তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ করলেন তিনি। আবার ২৪-এ মোদীকে ফিরিয়ে আনার ডাকও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এর পরই তিনি সাফ জানিয়েছে দিয়েছেন, দেশে সিএএ লাগু হবেই। বাংলার সরকার এই আইন রুখতে পারবে না। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য সিএএ-র বিরোধিতা করছেন। আমি বলছি, সিএএ আইন হয়ে গেছে, প্রণয়নও হয়ে যাবে।'

3 days ago
Mamata: 'এক দুই তিন, এবার বিদায় দিন,' ছড়ার সুরে বিজেপির বিদায়ের সময় বেঁধে দিলেন মমতা

এক দুই তিন, এবার বিদায় দিন। ছড়ার সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মোদী সরকারের বিদায় ঘণ্টা। নেতাজি ইন্ডোয় স্টেডিয়ামের সভা থেকে কড়া ভাষায় বিজেপি তথা মোদী সরকারকে তুলোধনা করেছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, তিন মাস পরেই নির্বাচন ঘোষণা হবে। এরপরেই ছড়া কাটেন বাংলার শাসক দলের সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর খোঁচা, তিন মাস যাঁদের আয়ু ভয়ে ঠকঠক করে কাঁপছে। এত ভিতুর দল আমি দেখিনি। কেন্দ্রের বিজেপি তথা মোদী সরকারকে বিঁধতে গিয়ে তাঁর মুখে I.N.D.I.A জোটের প্রসঙ্গ। তাঁর মন্তব্য, বিরোধী জোটের নাম আমি দিলাম ইন্ডিয়া। যেহেতু দেশের নাম ইন্ডিয়া, তাই ফরম্যাট করে নামটা দিলাম। আর পরের দিন থেকেই ইন্ডিয়ার নাম বদলে ভারত। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে বদলাবেন কী করে মোদীবাবু, প্রশ্নের সুরে কটাক্ষ তৃণমূল নেত্রীর। মোদী সরকারের উদ্দেশে আক্রমণের সুর বৃহস্পতিবার বরাবর চড়া ছিল তাঁর। হিটলার নেই, কিন্তু নতুন জমিদারি চলে এসেছে, তাঁরা নাকি চা বেচতেন। মোদী-শাহকে জগাই-মাধাই কটাক্ষের সুরে বিঁধে আরএসএস-র উদ্দেশে তাঁর আবেদন, এই দুজনকে সমর্থন দেবেন না। আপনাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই।

ওয়াকিবহাল মহলের মত, নেতাজি ইন্ডোর থেকে আরএসএস ভালো, কিন্তু মোদী-শাহ খারাপ কার্যত এই বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। দেশে বেকারত্ব বেড়েছে দাবি করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, বাংলায় বেকারত্ব কমেছে। নেতাজি ইন্ডোরের সভা থেকে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার প্রসঙ্গকে হাতিয়ার করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলার বাড়ির যোজনা প্রকল্পে রাজ্য থেকে ৪০ শতাংশ টাকা দেওয়া হয়। গ্রামীণ সড়কেও রাজ্যের টাকা আর একশো দিনে টাকা দেবে না। তারপরেও আমরা একশো দিনে বেশি কাজ করিয়েছি, এভাবেই সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। রামমন্দির নির্মাণ প্রসঙ্গেও মোদী সরকারকে আক্রমণ মমতার। তারাপীঠ মন্দির, দক্ষিণেশ্বর মন্দির স্কাই ওয়াক আমরা সরকারি টাকায় করেছি। আর জনগণের টাকায় একটা মন্দির করে ভাবছে ইতিহাস তৈরি করলে, খোঁচা মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় গরু এবং কয়লা পাচার প্রসঙ্গেও কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপিকে কাঠগড়ায় তোলেন। কয়লা ধুলেও যাবে না ময়লা মন্তব্য করে তাঁর কটাক্ষ, কোল ইন্ডিয়া, কয়লা মন্ত্রক কাদের অধীনস্থ। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান দিয়ে যখন গরুর গাড়ি আসে, তখন তোমরা টাকা খাও না লেবেনচুস খাও। শমীক ভট্টাচার্যের মত, রাজ্য পুলিস-বিএসএফ-এর যৌথ উদ্যোগ এবং সাধারণ মানুষের সচেতনতা পারবে গরু পাচার রুখতে। বিজেপি সরকারের আর তিন মাস আয়ু, মমতার এই দাবিকে কটাক্ষের সুরে বিঁধেছেন শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্য, একটু অপেক্ষা করে যান, এত উত্তেজনার কী দরকার।

a week ago


CPIM: কংগ্রেসে নরম সিপিএমে গরম, মমতা

প্রসূন গুপ্ত: বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। সকাল থেকেই কোচবিহার থেকে কাকদ্বীপ অবধি বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী ও কর্মীদের ভিড় লক্ষ করার মতোই ছিল। পুজোর দিনগুলি শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বাণিজ্য মেলা কখনও দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে জনসভা করা শুরু করে দিয়েছেন। মঙ্গল ও বুধবার ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। দেশ বিদেশের ব্যবসায়ী , শিল্পপতিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই শিল্পমেলায় প্রধান আকর্ষণ ছিলেন দেশের সবচাইতে বড় বাণিজ্যপতি মুকেশ আম্বানি। আগামীতে তিনি যে পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছেন, আজ সেই প্রতিশ্রুতিই তাঁর বক্তব্যে তুলে ধরলেন মমতা।

রাজনৈতিক মঞ্চে তাঁর রীতি অনুযায়ী ঝোড়ো বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো। আজকে যথারীতি তাঁকে ২১ জুলাইয়ের মুডে পাওয়া গেলো।অনুষ্ঠানে বক্তা হয়তো অনেকেই ছিলেন কিন্তু মূল আকর্ষণ যে তিনি এবং তাঁর উপস্থিতির কারণেই যে প্রবল ভিড় তা আর বলার অপেক্ষা রাখে না। তবে কিছু নতুন মোড়কে পুরোনো বাম আক্রমন ছিল লক্ষণীয়। মমতা বিলক্ষণ জানেন যে আজকের বিরোধী বলতে যে বিজেপি এবং তাদের বিধায়ক সংখ্যা তা আদতে সিপিএমের ভোট। কিন্তু বিরোধিতায় থাকায় গত কয়েক বছর তাঁর ভাষণের মূল আক্রমণ থাকতো বিজেপিই। তিনি বললেন ও বিস্তর। ১০০ দিনের কাজ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি তো ছিলই , যুক্ত করলেন কেন্দ্রীয় এজেন্সির চাপ। জানালেন, মিডিয়া থেকে বিরোধীদের ভয়ে রেখেছে বিজেপি। তিনি বললেন যে, দেশের বিরোধীদের চোর বানানোর পরিকল্পনা চলেছে যদিও কয়লা থেকে গরু পাচারের টাকা যাচ্ছে বিজেপির প্রশাসনের হাতেই। ওদিকে এদিন ইন্ডোরের সভা থেকেই মহুয়া প্রঙ্গে মুখ খুলে একার্থে কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়ালেন মমতা।

তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, আজকের ভাষণে তিনি নিয়ে আসলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হেনস্তা করার ঘটনা। নিয়ে আসলেন, কেন্দ্রীয় এজেন্সির চাপ তাদের মতোই অশোক গেহেলত সহ বিভিন্ন কংগ্রেস নেতাদের হেনস্তার ঘটনা। এরপরেই তুমুল সমালোচনা করলেন সিপিএমের। শুনে মনে হচ্ছিলো মমতা ফিরে গিয়েছেন ২০১১ র আগের মুডে। তুলোধনা করলেন সিপিএমকে। এর অবিশ্যি অন্য কারণ, তাঁর দলের সমর্থক কর্মীরা সোশ্যাল নেটে যে ভাবে সিপিএমকে আক্রমণ করে তা পাশ কাটিয়ে যেতে পারেন না মমতা। দেখার বিষয় আসন্ন লোকসভায় কে থাকবে তাঁর জোটসঙ্গী।

a week ago
Mamata: ১৮৮টি মৌ স্বাক্ষর, ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ কোটি লগ্নির প্রস্তাব! বাণিজ্য সম্মেলন শেষে খুশি মমতা

শেষ হল দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের বাণিজ্য সম্মেলনে মোট ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। এর সঙ্গে ১৮৮টি মৌ সাক্ষরিত হয়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গতবছর বাণিজ্য সম্মেলনে মোট ১৩৭টি মৌ সাক্ষরিত হয়েছিল। এবং ৩ লাখ ৪২ হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছিল। সুতরাং এবার গতবারের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ প্রস্তাবিত লগ্নির পর মুখ্যমন্ত্রী ভাষণে জানান, শিল্প নিয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনে এবার অংশ নিয়েছিল মোট ৪০টি দেশের প্রতিনিধিরা। মোট ৫ হাজার জন হাজির ছিলেন সম্মেলনে। জানা গিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উৎপাদন থেকে শুরু করে কৃষি , স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এসেছে। 

a week ago


Bengal Global Business Summit: কেন আম্বানি, কেন সৌরভ!

প্রসূন গুপ্ত: মঙ্গলবার ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। অর্থাৎ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজিত বাণিজ্য সম্মেলন। এটি সপ্তম বর্ষ। এই সামিট শেষ হলেই নানান জল্পনা ও সমালোচনা শুরু হয়। বিরোধীদের বক্তব্য, শিল্প কোথায় রাজ্যে? কিন্তু বাস্তব সত্যিটা হলো ব্যবসা বা বাণিজ্য শুরু হলে বা প্রতিশ্রুতি দেওয়া ব্যবসায়ীদের কাজ শুরু হলে তা দেখা যায় না, বোঝা যায়। আসলে আমাদের একটি ধারণা আছে এই বাংলায় যে, বাণিজ্য মানেই ঢাউস একটি কারখানা হবে এবং কর্মী সংখ্যা হবে হাজার হাজার। আজকের ভারতে নতুন প্রজেক্ট সেই অর্থে কোথায়? মোদ্দা কথা আজকের ব্যবসার মূল মন্ত্র তুমি বানাও আমি কিনি। মঙ্গলবার কিন্তু দেশ বিদেশের বহু বাণিজ্য প্রতিনিধি কলকাতার বিশ্ব বাণিজ্য অনুষ্ঠানে এসেছিলেন এবং তাঁরা প্রতিশ্রুতিও দিলেন লক্ষ কোটি টাকার। এত সত্ত্বেও সভার সব আলো কেড়ে নিলেন মুকেশ আম্বানি এবং সৌরভ গাঙ্গুলি। বলতে দ্বিধা নেই আম্বানিরা এখনও অর্থ ভাণ্ডারে দেশের প্রথম নম্বরে, কাজেই যে কোনও অনুষ্ঠানে তাঁদের উপস্থিতির আলাদা যুক্তি আছে।

এই মুহূর্তে কেন্দ্রের প্রেরণায় দ্রুত আম্বানিদের কাছে এগিয়ে আসছেন আর এক শিল্পপতি গৌতম আদানি। শোনা যায় তিনি গুজরাতের মধ্য মানের ব্যবসা থেকে আজ ভারতে আগামীর অধিকাংশ বাণিজ্যে এগিয়ে চলেছেন। বিরোধী কংগ্রেসের মতে, মোদির কৃপায়। এই নিয়ে বিতর্ক বিস্তর। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বুদ্ধিমতী এবং এখন বিরোধী রাজনীতির অন্যতম মুখ। তাঁর মুখমন্ত্রীত্বের ১২ বছর কেটে গিয়েছে কাজেই আরও ধারালো হয়েছে তাঁর রাজনৈতিক এবং অর্থনৈতিক অভিজ্ঞতা। তিনি জানেন আদানিরা এখন বিরোধীদের ব্যাড বুকে রয়েছে। দেরি না করে এবারের বাণিজ্য সম্মেলনে তিনি অম্বানিকে 'মুখ' করলেন। আগামীতে মুকেশ এই রাজ্যে আরও বেশি প্রকল্প করবেন তা তাঁর বক্তব্যে উঠেও এলো। রাজ্যের হতে পারতো এমন শিল্প থেকে আদানি থাকবেন কিনা প্রশ্ন তুলে দিলেন। দিনের শেষে দেশের পয়লা নম্বর বণিক তাঁর বন্ধনে আবদ্ধ হলেন।

একই সাথে হঠাৎই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে জনপ্রিয় সৌরভ গাঙ্গুলি এখন থেকে বাংলার ব্র্যান্ড এম্বাসেডর। কিন্তু শাহরুখকে বাদ দিয়ে সৌরভ কেন? প্রথমত, শাহরুখ তো নামেই ব্র্যান্ড ছিলেন। আদতে তাঁকে দিয়ে কোনও কাজ হচ্ছিলো না। দ্বিতীয়ত শাহরুখ পেশাদার। কেকেআর ছাড়া সত্যিই তাঁর কলকাতা নিয়ে আদৌ কোনও ভাবনা নেই। সে ক্ষেত্রে সৌরভ বর্তমানে ক্রিকেট বোর্ড থেকে অসম্মানিত (পড়ুন বিজেপি থেকেও ) | তাঁর হাতে দাদাগিরি ছাড়া মানুষের জন্য কোনও ভূমিকা নেই। সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে শেষ মুহূর্তে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল যা অপমানের। দেরি না করে মমতা খেলা দুদিনের মধ্যে তাঁকে দায়িত্ব দিলেন। এ ক্ষেত্রে সৌরভ কাজটা করতে পারবেন এবং আগামী নির্বাচনে কি হয় তা তো সময়েই বলবে।

2 weeks ago
Mukesh Ambani: 'আপনি সত্যিকারের অগ্নিকন্যা', মমতার ভূয়সী প্রশংসা আম্বানির

মঙ্গলে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিন নিউটাউনের বিশ্ববাংলা কনভেশন সেন্টারে পৌঁছে গিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। আর তিনি মঞ্চে উঠেই বক্তৃতা দেওয়ার সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন মুকেশ আম্বানি। তিনি মমতাকে বললেন, "আপনি সত্যিই অগ্নিকন্যা।" এছাড়াও তাঁর মুখে শোনা গেল, 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।' আবার এদিন একগুচ্ছ বিনিয়োগ নিয়ে উপস্থিত থেকে বাংলার শিল্প এবং কর্মংসংস্থান সম্ভাবনাকে উস্কে দেন রিলায়েন্সের কর্ণধার।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুকেশ আম্বানির দাবি, সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে উপস্থিত থাকতে পেরে তিনি সম্মানিত। বিশ্বমঞ্চ তৈরি করে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দনও জানান তিনি। তিনি আরও জানান, গত চার বছরে রাজ্যে বাণিজ্য এবং বিনিয়োগের পরিসর বেড়েছে, এগিয়েছে বাংলা। আরও বেশি উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী বাংলা। শ্রদ্ধেয় মমতাদির গঠনমূলক নেতৃত্বের কারণে এই রূপান্তর সম্ভব হয়েছে। এর পর প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ এনে বলেন, 'অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা।'

2 weeks ago
Sourav Ganguly: বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শাহরুখ খানের পর এবারে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যেখানে 'মানুষ' মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। এর পরই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তৃণমূল ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দায়িত্ব দিয়েছিলেন শাহরুখের কাঁধে। তবে এবারে এই দায়িত্ব তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়কের কাঁধে। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকেও।

2 weeks ago


Mamata: কালীপুজোর প্রস্তুতি, সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি পোস্ট মুখ্যমন্ত্রী মমতার

রবিবার কালীপুজো। প্রতিবারের মতো এবারও কালীঘাটে তাঁর বাড়িতে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর বাড়ির ছবি পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, তাঁর বাড়ির ব্রহ্মময়ী। তাঁর চরণে শতকোটি প্রমাণ। রবিবার সন্ধ্যা থেকেই তাঁর বাড়ি হয়ে উঠবে ভিড়ে ঠাসা। 

দিন  কয়েক আগে নিজের বিধানসভা ভবানীপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা। সেখানে কর্মীদের নানা কথার মধ্যেই জানান, প্রতিবারের মতো এবার বাড়ির পুজোতে তিনি উপোস করে ঠাকুরের ভোগ তৈরি করবেন। 

এবার পায়ের জন্য দুর্গাপুজোর উদ্বোধনে যেতে পারেননি। কিন্তু কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন স্বশরীরে। গত বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ করেই মধ্য কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি। 

3 weeks ago
Mamata: বিজয়া সম্মিলনীতে নাম না করে মোদীকে নিশানা মমতার, রেশন দুর্নীতি নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাম সরকার ১ কোটি জাল রেশন কার্ড তৈরি করেছিল। সেই ১ কোটি জাল রেশন কার্ডের ভোট পেতে বামেরা। তাঁর সরকার এসে এই ১ কোটি জাল রেশন কার্ড বাতিল করেছে। সেটা করতে ৭-৮ বছর সময় লেগেছে।

রেশন দুর্নীতি বাম আমলে হয়েছে বলে পাল্টা অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি কিছুই নিইনি তাও আমি চোর।' রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সম্মান নষ্ট হোক সেটা তিনি চান না সেকারণে চুপ করে রয়েছেন। রেশন দুর্নীতি নিয়ে বলতে গিয়ে সিঙ্গুরের কথা টেেন এনেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সিঙ্গুর আন্দোলন শেষ হয়ে গিয়েছে অনেক দিন। তারপরেও সেখানকার বাসিন্দারা চাল পান।

নাম না করে মোদী সরকারকে এদিন নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যাঁরা আসল চোর তাঁরা পুলিসের মুখে আটা ছুড়ছেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতির পাশাপাশি আটা দুর্নীতিও প্রকাশ্যে এসেছে। এতে আবার রাজ্য পুলিসেরর নাম জড়িয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আরও বলেন, একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পায় রাজ্য। কাজ করেও দিনমজুররা অর্থ পাননি। আবাস যোজনার বকেয়া দেয় না কেন্দ্র। উলটে জিএসটির নাম করে সব ট্যাক্স তুলে নিয়ে যায়। 

4 weeks ago