
সম্প্রতি মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দুর্গা পুজো উপলক্ষ্যে ক্লাব প্রতি ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। এবার এই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আবেদন করল এক ব্যক্তি। সূত্রের খবর, আবেদনকারীর নতুন আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমোদন দিল প্রধান বিচারপতি।
সূত্রের খবর, বিগত বছর গুলিতে রাজ্য সরকার প্রত্যেক ক্লাবকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু সেই সময়ে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত। তার আবেদন ছিল যেখানে রাজ্য সরকার ডিএ দিতে পারছে না। যেখানে সরকারি চাকরি প্রাথীদের যোগ্য নিয়োগ দিতে পারছেন না। সেখানে কেন ক্লাব পিছু এত টাকা দেওয়া হবে? যদিও এ বছরে ওই অনুদান বেড়ে ৭০ হাজার টাকা হয়েছে।
কেন পূর্বের বছরের মত এ বছরেও অপুজোতে ক্লাব গুলিতে এত অনুদান দেওয়া হচ্ছে! সেই বিষয়কে ফের চ্যালেঞ্জ জানিয়ে পূর্বের মত জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে সংযুক্ত হাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই ব্যক্তি।
শান্তিনিকেতনের (Santiniketan) মুকুটে জুড়েছে নয়া পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের (World Heritage Site) তকমা পেয়েছে শান্তিনিকেতন। ইউনেসকোর (UNESCO)এই ঘোষণায় আনন্দে আত্মহারা আপামর বাঙালি। ফলে রবিবার রাত থেকে বয়ে চলেছে শুভেচ্ছার বন্যা। ইউনেসকোর এই ঘোষণায় বেজায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্পেন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার এই গর্বের কথা তাঁর কানে পৌঁছতেই তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীও।
সারা বিশ্বজুড়ে অত্যন্ত গর্বিত বাঙালি এবং সংস্কৃতিপ্রেমী মানুষরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত ও গর্বিত। এটা বিশ্ববাংলার কাছে গর্বের। গুরুদেবের আদর্শে লালিত হয়েছে শান্তিনিকেতন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর পাশে থেকেছে। গত ১২ বছর ধরে শান্তিনিকেতনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। অবশেষে বিশ্ব দরবারে স্বীকৃতি পেল সেই ঐতিহ্যবাহী স্থান।'
অন্যদিকে নিজের জন্মদিনের দিন এই সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুশির খবর প্রকাশ করেছেন। মোদী লিখেছেন, 'অত্যন্ত আনন্দিত হয়েছি যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির মূর্ত রূপ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ-এর তালিকায় স্থান পেয়েছে। এটা সমস্ত ভারতবাসীর জন্য একটা গর্বের মুহূর্ত।'
মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেনে গিয়েছেন তা নয়, কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র বাজালেন, কিংবা কখনও মর্নিং ওয়ার্ক। ইতিমধ্যেই বইমেলা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে 'মউ' চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে মাদ্রিদে রোনাল্ডোর ক্লাব ঘুরে দেখলেন তিনি। সঙ্গী সৌরভকে উপহার দিলেন ফুটবল। ভাইরাল হল সেসব কীর্তিও।
সফরসূচিতে ছিল না তবুও শনিবার স্পেন সফরে 'হলিডে মুডে' মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ালেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। ছুঁয়ে দেখলেন ১২১ বছরের ইতিহাস। সঙ্গী প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু যে ঘুরে দেখলেন তাই-ই নয়, নবনির্মিত গ্যালারিতে বসেও থাকলেন বেশ কিছুক্ষণ।
এক স্পেনীয় তরুণী মিউজিয়াম ঘুরিয়ে দেখাতে গাইডের ভূমিকায় ছিলেন। দেওয়ালে ঝোলানো রিয়াল দলের নানা বছরের ছবি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা ক্লাব চ্যাম্পিয়নশিপের থরে থরে ট্রফি সাজানো। রিয়ালের বিপণি থেকে সৌরভকে একটি ফুটবল কিনে উপহার দেন মমতা।
স্পেন সফরে মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরেও পোশাক একই। নীল পাড়, সাদা শাড়ি পরে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আছে মমতার। ওই বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তার আগে গায়ে শাল জড়িয়ে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শিল্পীর হাতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র চেয়ে তা নিজেই বাজান। দক্ষ হাতে উঠে আসে 'আমরা করব জয়' গানের সুর। তাতে ওই শিল্পীও আপ্লুত হয়ে পড়েন।
সময়ের নিরিখে কলকাতা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে মাদ্রিদ। এদিন দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক আছে। সন্ধ্যায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
বিদেশ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্পেনে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের (Ranil Wickremesinghe) সঙ্গে। আর দেখা হতেই এমন এক প্রশ্ন করে বসলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, যার জন্য দিদি একেবারেই অপ্রস্তুত ছিলেন। জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার পরই রনিল বিক্রমাসিংহে জিজ্ঞাসা করেন, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' এর পরেই কিছুটা ইতস্তত হয়ে উত্তর দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
বিদেশ সফরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে বিরোধী জোট নিয়েই প্রশ্নের মুখে পড়তে হল। বুধবার স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই দুবাই বিমানবন্দরে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। তাঁর সঙ্গে দেখা হতেই তিনি জিজ্ঞাসা করেন, 'আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?' মমতা উত্তর দেন, 'হ্যাঁ, অবশ্যই।' এর পরেই বিক্রমসিংহে প্রশ্ন করেন, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' কিছুটা অপ্রস্তুত হয়েও উত্তরে তিনি বললেন, 'ওহ মাই গড', এর পরেই হেসে ফেলেন তিনি। তার পরই একটু থেমে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা মানুষের উপর নির্ভর করছে। বিরোধীরাও ক্ষমতায় আসতে পারে।'
VIDEO | Sri Lankan President Ranil Wickremesinghe asked West Bengal CM Mamata Banerjee "if she is going to lead the opposition alliance (INDIA)."
— Press Trust of India (@PTI_News) September 13, 2023
To this, Banerjee smiled and replied: "It depends on people. The opposition may be (in) position also."
The brief interaction… pic.twitter.com/rA8Wc2JtOx
দীর্ঘ ৫ বছর পর বিদেশ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে স্পেনে (Spain) যাবেন তিনি। কিন্তু স্পেন যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ হল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই 'হঠাৎ দেখা'-এর মুহূর্তই ক্যামেরাবন্দি করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। এছাড়াও স্পেনে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে পৌঁছনোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে মেট্রোতে চড়তে। সেই ছবিও বুধবার সকাল থেকেই ট্রেন্ডিং-এ।
সূত্রের খবর, বুধবার দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এরপরেই মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, 'বিমানবন্দরের লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হঠাৎ আমাকে দেখতে পেয়ে ডাকেন। কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি ওঁর সৌজন্যে আপ্লুত।' তিনি আরও জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে মাদ্রিদ উড়ে যাওয়ার আগে তিনি শ্রীলঙ্কাতেও আমন্ত্রণ পেলেন বলে জানিয়েছেন।
বুধবার ভারতীয় সময় সকাল পৌনে দশটা নাগাদ দুবাই থেকে মাদ্রিদ উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর প্রতিনিধি দলও। মূলত ১২ দিনের শিল্প সফরে মুখ্য়মন্ত্রী স্পেনে যাচ্ছেন। মঙ্গলবারই কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যদিও দুবাইগামী বিমানটি নির্দিষ্ট সময়ে ছাড়েনি। দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় তাঁকে।
দুবাই পৌঁছে আবার মুখ্য়মন্ত্রী নিজের পছন্দের ছবিও আঁকেন। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। লাল, নীল-সবজে রঙা একটি ফুল, তাতে বাহার আনতে সাদা রঙের টান। ওপরে নীলচে আভাস। বাহারি ফুলের অবয়বের সেই ছবি নীচে নিজের নাম লিখে তারিখও লিখে রাখেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে আঁকা ছবি তিনি আবার উপহারও দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও। এছাড়াও এদিন 'দিদি'-র আরও এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী চড়েছেন দুবাইয়ের মেট্রোতে। দুবাইয়ের বিমানবন্দরে পৌঁছনোর জন্যই তিনি মেট্রোতে চেপেছিলেন বলে সূত্রের খবর।
দীর্ঘ পাঁচ বছর পর বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা দিলেন তিনি। সেখান থেকে স্পেন (Spain) হয়ে বার্সেলোনায় যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই সফর শুরু করার আগেই তাঁকে মা দুর্গার মূর্তি রং করতে দেখা গেল। সূত্রের খবর, মঙ্গলবার সকালে বিমানবন্দরের বিশ্ববাংলার (Biswa Bangla) স্টলে চলে যান তিনি। সফরের আগে সেখানেই বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তখনই বিশ্ববাংলার স্টলের দুর্গার একটি মূর্তিতে রং করতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সমাজমাধ্য়মে ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল।
পুজোর আর বেশি দেরি নেই। ফলে এদিন পুজোর মেজাজেই দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে। আবার তাঁর শিল্পীসত্তা নিয়ে প্রায় সবারই কম-বেশি জানা রয়েছে। এদিন বিদেশ সফরের আগে তাঁর সেই শিল্পী রূপই যেন ফের প্রকাশ্যে এল। দেখা গিয়েছে, বিশ্ববাংলার স্টলের দুর্গার একটি মূর্তিতে কোনও রং ছিল না। ফলে তিনি হাতে তুলে নেন লাল রং লাগানো তুলি। সেটি দিয়েই আঁকলেন মা দুর্গার চোখ ও আবার সেই রং-ই দিয়ে দিলেন মা দুর্গার ঠোঁটেও। লাল রং দিয়েই তিনি যেন ছোট্ট দুর্গার মূর্তিটিকে সাজিয়ে তোলেন।
তবে শুধু মা দুর্গার মূর্তিকে সাজানো নয়, এদিন বিশ্ববাংলার গোটা স্টলটিই ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শাড়ি এবং অন্যান্য জামাকাপড়ের কালেকশন দেখেন। স্টলে রাখা একটি শঙ্খ হাতে তুলে নিয়ে তাতে ফুঁ দিতেও দেখা যায় তাঁকে।
বিদেশযাত্রার শুরুতেই বিপত্তি। পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান। সূত্রের খবর, অন্তত দেড় ঘণ্টা দেরিতে সফর শুরু হবে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রতিনিধি দলের।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী বিশেষ বিমান ছাড়ার কথা ছিল। অনিবার্য কারণ বসত ওই বিমানটি পিছিয়ে যায়। ফলে ওই বিমানটি সকাল ৮ টার জায়গায় সাড়ে ১০টা নাগাদ ছেড়েছে। কী কারণে দেরিতে ছেড়েছে বিমান, তা অবশ্য জানা যায়নি।
৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে প্রতিনিধিদল। দমদম থেকে প্রথমে দুবাই-এর বিমান, সেখানে ১৮ ঘণ্টার বিশ্রাম। সেখান থেকে আবার স্পেনের বিমান। আপাতত ১২ দিন দেশের বাইরে থাকবেন মমতা। রোজই জরুরি বৈঠক থাকবে বলে সূত্রের খবর।
একাধিক ইস্যুতে রাজ্য ও রাজ্যপাল তরজা অব্যাহত। নবান্ন ও দিল্লিতে রাজ্যপালের পাঠানো গোপন চিঠি নিয়েও জোর চর্চা চলছে। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের আগে তাঁকে আর টেনশন দিতে চাননা। তবে মুখ্যমন্ত্রী ফিরে আসার পর তাঁদের মধ্যে ফের আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে জোর লড়াই চলছে নবান্নর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভামঞ্চে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তারপরেই মুখবন্ধ খামে নবান্ন ও দিল্লিতে চিঠি পাঠান রাজ্যপাল। চিঠির বিষয়বস্তু নিয়ে এখনও চলছে জোর জল্পনা।
কী রয়েছে ওই চিঠিতে? এ বিষয়ে সোমবার রাজ্যপালের কাছে জানতে চান সাংবাদিকরা। সেই প্রশ্নের জবাবে রাজ্যপাল জানিয়েছেন, "গোপন বিষয় গোপন থাকা ভালো। মুখ্যমন্ত্রী এখন বিদেশ যাচ্ছেন। তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না। টেনশন দিতে চাইনা।"
এবিষয়ে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যপালকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যা আলোচনা করার মুখ্যমন্ত্রীর সঙ্গেই আলোচনা করবেন তিনি। কোনও জুনিয়র অ্য়াপয়েন্টির সঙ্গে কথা বলবেন না বলেই জানিয়েছেন। রাজ্যপালের সঙ্গে তিনি একান্ত কথা বলবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন মহকুমা হতে চলেছে ধূপগুড়ি। নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির মানুষদের দীর্ঘদিনের দাবি, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি নতুন মহকুমা হচ্ছে। এই বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বানারহাট, ধূপগুড়ি টাউন, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চলের কিছুটা নিয়ে মহকুমা হবে। স্পেন থেকে ফিরে এই বিষয়ে বাকি কাজ তিনি শেষ করবেন বলে জানিয়েছেন।
বিধানসভা ভোটের আগে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন। তারপর উপনির্বাচনে আবার সেই প্রসঙ্গ উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দেন, ভোটে জিতলে মহকুমা করা হবে ধূপগুড়ি-কে। অবশেষে, সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে শীঘ্রই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব করা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, বারবার অভিষেককে বিনা কারণে হেনস্থা করা হচ্ছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ইডির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অভিষেককে তলব করে নতুন প্রজন্মের উপর আক্রমণ করতে চাইছে ইডি। পাশাপাশি, নতুন প্রজন্মও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লড়াই চালাবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
রবিবার সন্ধের সময় টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিজেই জানিয়েছেন, বুধবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই দিনই আবার বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। ওই কমিটির সদস্য রয়েছেন স্বয়ং অভিষেক।
এর পাশাপাশি সোমবারের সাংবাদিক বৈঠক থেকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "চন্দ্রবাবুকে যেভাবে গ্রেফতার করা হয়েছে আমি সেটা ভালোভাবে দেখছি না। তদন্ত হতে পারে। কিন্তু তাই বলে কাউকে জেলে পাঠিয়ে দেওয়া ঠিক নয়।"
প্রসূন গুপ্ত: রাজ্য মন্ত্রীসভার কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটাই বিদেশ সফরের আগে মন্ত্রিসভার বৈঠক ডেকে সেরে ফেললেন। অবিশ্যি পদ পরিবর্তন করার আগে রাজ্যপালকে জানাতে হয়। সেই মোতাবেক নবান্ন থেকে আনন্দ বোসের কাছে বার্তা পাঠানো হয়েছিল। শোনা যাচ্ছিলো ওই চিঠিতে নাকি রাজ্যপাল সই করছেন না। বাস্তবে দেখা গেলো রাজ্যপাল সম্মতি জানিয়েছেন। শনিবার থেকে একটি জল্পনা বাজারে ঘুরছিলো যে রাজ্যপাল মিডিয়ার সামনে মধ্যরাতে কিছু করবেন। এই নিয়ে জল্পনা কূটকচালি চলছিল কিন্তু রাজ্যপাল আজ ফের মিডিয়ার সামনে যা বললেন তাতে বিষয়টি নেহাতই মামুলি মনে হয়েছে।
প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরাতন সহকর্মী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাপ্তি ভালোই হলো। ছিল বন দফতর যুক্ত হলো শিল্প পুনর্গঠন দফতর। জ্যোতিপ্রিয় ফোনে জানালেন যে, তিনি দলের একনিষ্ঠ কর্মী অতএব 'দিদি' যা দায়িত্ব দেবেন করে যাবেন। অরূপ রায়ের হাত থেকে সমবায় দফতর চলে গেলো দুর্গাপুরের প্রদীপ মজুমদারের হাতে। প্রদীপবাবুর হাতে একই সাথে থেকে যাচ্ছে পঞ্চায়েত দফতরও। ধাক্কা খেলেন বাবুল সুপ্রিয়। শোনা যায় তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ইদানিং দলে কিছুটা কোনঠাসা হয়ে পড়েছিলেন। সম্প্রতি বিধানসভায় তাঁর হাতে থাকা পর্যটন দপ্তরের বিষয়ে আরেক সংগীতশিল্পী ইন্দ্রনীল সেনের বেশ গরম গরম বাকবিতন্ডা হয়। মন্ত্রিত্ব যায় নি কিন্তু বাবুলের হাত থেকে পর্যটন দফতরটি চলে এলো ইন্দ্রনীলের হাতে। ইন্দ্রনীল এখন প্রতিমন্ত্রী হিসাবে পর্যটন ও তথ্য দফতরের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে বাবুলের হাতে রইলো তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের সাথে নতুন দফতর চিরাচরিত শক্তি দফতর। উত্তরবঙ্গের গুলাম রাব্বানীর হাতে আপাতত কোনও দফতর থাকলো না। মমতা ফিরে এসে ব্যবস্থা নেবেন। এই পরিবর্তনের বিষয়ে মন্ত্রীরা মুখে কুলুপ এঁটেছেন তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেশ মেজাজেই নবান্নে দেখা গেলো।
কখনও অপহরণ, কখনও হুমকি বা খুন। কংগ্রেস কর্মীরা বাধ্য হচ্ছে তৃণমূলে যোগ দিতে। এমনই অভিযোগ করে, পরিস্থিতি বদলানোর দাবি জানিয়ে মমতাকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিরোধী সদস্যদের বিশেষ করে কংগ্রেসের জয়ী প্রার্থীদের কখনও অপহরণ করা হচ্ছে বা কখনও খুনের হুমকি দেওয়া হচ্ছে৷ এমনকী পুলিশ দিয়েও নানাভাবে ভয় দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতির বদলাতে মমতার কাছে অনুরোধ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। রবিবারের চিঠিতে একইসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, 'এই ভয়-ভীতি এবং হুমকির সম্মুখীন হয়ে কংগ্রেসের জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ দিতে বাধ্য হচ্ছেন।'
চিঠিতে অধীরের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় থেকে ভোটের সময় এবং ভোটের পরে বাংলায় সন্ত্রাস ও রক্তক্ষয়ের ঘটনা সকলের জানা। কিন্তু নির্বাচনের পর ফলাফল ঘোষণার পরে যখন বোর্ড গঠনের সময় আসছে তখনও একই ধরনের সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে এই রাজ্যে। সে সম্পর্কে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্মানীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
চিঠিতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, "এক দশক ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও এই রাজ্যে আপনার দল যেভাবে নির্বাচনে জেতার পথ অবলম্বন করছে, তা কি কোনও সভ্য সমাজের পক্ষে উপযুক্ত? " এর পাশাপাশি তিনি চিঠিতে উল্লেখ করেছেন, "এক দশক ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও এই রাজ্যে আপনার দল যেভাবে নির্বাচনে জিততে যে ধরণের পথ অবলম্বন করছে, তা কি কোনও সভ্য সমাজের পক্ষে উপযুক্ত?" অধীরবাবু এপ্রসঙ্গে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের যেভাবে সম্পত্তি ও প্রাণহানির ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের দ্বারা চাপ সৃষ্টি করে, খুনের মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তৃণমূলে যোগদানে বাধ্য করার অপচেষ্টা চলছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীকে অবহিত করেন তাঁর চিঠিতে।
দীপিকা দাস: বলিউড ও রাজনৈতিক জগতে খুব শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের এক কার্ডও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। আর এবারে খবরে এসেছে, শনিবার আপ সাংসদ রাঘব চাড্ডা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে তাঁদের এই বৈঠকের নেপথ্যে কী কারণ, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে জানা গিয়েছে, রাঘব চাড্ডা তাঁর বিবাহের জন্য 'দিদি' মমতাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন।
সূত্রের খবর, জি-২০ সম্মেলনের জন্য বর্তমানে রাজধানী দিল্লিতে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নৈশভোজের আগেই মমতার সঙ্গে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সাক্ষাৎ করেন ও বৈঠক করেন। পরে বৈঠক শেষ হতেই জানা গিয়েছে, রাঘব তাঁর বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিয়ের কার্ড দিয়ে মমতাকে তাঁর বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, রাজস্থানে বসতে চলেছে রাঘব-পরীর বিবাহের আসর। সংগীত-মেহেন্দি-হলদি-বিয়ে অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। তারকা দম্পতির কাছের আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ২০০ অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুই হোটেলে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ ভিভিআইপি, ৫০ জন অতিথির জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আর এঁদের মধ্যে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
শনিবার শুরু হবে জি২০ শীর্ষ সম্মেলন। শুক্রবার দুপুরে নয়াদিল্লি রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাষ্ট্রনেতাদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আসরে থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবারই দিল্লি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি২০ এর শীর্ষ সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সম্প্রতি দেশের নাম 'ভারত' হওয়ার ব্যাপারে কেন্দ্র ও বিরোধীদের টানাপোড়েন চলছে। ইন্ডিয়া জোট নিয়েও কেন্দ্র কড়া বার্তা দিয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক সম্মেলনে সব রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে নৈশভোজে থাকবেন। বিরোধী জোট ইন্ডিয়ার পরবর্তী বৈঠকও দিল্লিতে। বাংলার সাংসদরা ইতিমধ্যে দিল্লিতে ১০০ দিনের প্রকল্পের টাকা নিয়ে দিল্লিতে কর্মসূচির পরিকল্পনা করছেন। মনে করা হচ্ছে একদিন আগেই দিল্লি যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। যদিও নবান্নের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক কাজেই একদিন আগে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।