Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Malaysia

Chennai: চেন্নাই বিমানবন্দরে মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২২টি সাপ ও গিরগিটি, দেখুন ভিডিও

এ কি আজব কাণ্ড! এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার করা হল ২২টি ভিন্ন প্রজাতির সাপ ও একটি গিরগিটি। ঘটনাটি চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport)। জানা গিয়েছে, ওই মহিলা শুক্রবার মালয়েশিয়া (Malaysia) থেকে চেন্নাইয়ে এসেছিলেন। এরপর সেই মহিলার ব্যাগ চেক করার সময়েই উদ্ধার হয় সেই সাপগুলি। সূত্রের খবর, সেগুলি একাধিক ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরা ছিল। ইতিমধ্যেই সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

চেন্নাইয়ের কাস্টমস বিভাগের আধিকারিক জানিয়েছেন, ২৮ এপ্রিল সেই মহিলা লামপুরের কুয়ালা থেকে বিমান নম্বর একে ১৩ করে চেন্নাইয়ে আসেন। এরপর তাকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ চেক করতেই চক্ষু চড়কগাছ শুল্ক দফতরের আধিকারিকদের। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ২২ টি সাপ ও একটি গিরগিটি। এরপর শুল্ক আইন ও বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে তাকে গ্রেফতার করা হয়।

এই প্রথম নয়, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই এক বিমানযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিল ভিন্ন প্রজাতির একাধিক সাপ, কচ্ছপ ইত্যাদি।

one year ago
Malaysia: ভোররাতের ভূমিধসে মালয়েশিয়ায় এক শিশু-সহ মৃত ১২, নিখোঁজ ২০

মালয়েশিয়ার (Malaysia) রাজধানী কুয়ালালামপুরের (Kuala Lumpur) উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে শুক্রবার ভোররাত ৩ টেয় ভূমিধসের (landslide) ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ বছরের শিশুসহ অন্তত ১২ জন নিহত (Death)। এখনও নিখোঁজ ২০ জনেরও বেশি। সেলাঙ্গরের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, রাস্তার পাশের একটি ফার্মহাউসে ক্যাম্পিং করার সুযোগ রয়েছে। সেখানেই ক্যাম্পিং করতে গিয়েছিলেন একদল পর্যটক। সব মিলিয়ে তাঁরা ছিলেন ৯২ জন। এদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। নিখোঁজ ২২ জন এবং আহতদের ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় মালয়েশিয়ার ডিজাস্টার অ্যাসিসটেন্স অ্যান্ড রেসকিউ বিভাগ।

জেলা পুলিস প্রধান সুফিয়ান আবদুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন সংস্থার প্রায় ৪০০ জনকে মোতায়েন করা হয়েছে। অধি দফতরের  পরিচালক নোরাজাম খামিস বলেছেন, ভূমিধসটি ক্যাম্প সাইটের আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে পড়েছিল এবং প্রায় এক একর (০.৪ হেক্টর) এলাকা জুড়ে ছিল।

এদিকে, জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা। উল্লেখ্য, সেলাঙ্গর হলো মালয়েশিয়ার সবচেয়ে ধনী রাজ্য এবং এর আগেও রাজ্যটি ভূমিধসের শিকার হয়েছে। এই অঞ্চলে এখন বর্ষা চলছে, তবে সেখানে গত রাতে কোনও ভারী বৃষ্টি বা ভূমিকম্পের মতো ঘটনা ঘটেনি। এক বছর আগে মালয়েশিয়ার সাতটি রাজ্যে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় ২১ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

one year ago
NIA: এনআইএ-র হাতে গ্রেফতার লুধিয়ানা কোর্ট বিস্ফোরণের অন্যতম চক্রী হরপ্রীত

লুধিয়ানা আদালত ভবন বিস্ফোরণের (Ludhiana Court building blast) ষড়যন্ত্রকারী এবং ওয়ান্টেড সন্ত্রাসী হরপ্রীত সিংকে (Wanted Harpreet Singh) কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (National Investigation Agency)।

আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশনের (ISYF) পাকিস্তান-ভিত্তিক প্রধান লাখবির সিংয়ের  একজন সহযোগী ছিল হরপ্রীত। সে ২০২১ সালের ডিসেম্বরে লুধিয়ানা কোর্ট বিল্ডিং বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের একজন ছিলেন। এই বিস্ফোরণে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।

পঞ্জাবের অমৃতসর জেলার বাসিন্দা হরপ্রীতকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বলে আন্তর্জাতিক সূত্রে খবর। মামলাটি প্রাথমিকভাবে ২৩ ডিসেম্বর, ২০২১-এ নথিভুক্ত করা হয়েছিল। পঞ্জাব পুলিস এবং এনআইএ চলতি বছরের ১লা জানুয়ারিতে তা পুনরায় নথিভুক্ত করেছে। এনআইএ একটি বিবৃতিতে বলেছে, "তদন্ত থেকে জানা গিয়েছে যে হরপ্রীত সিং ওরফে হ্যাপি, লাখবির সিংয়ের সহযোগী। লুধিয়ানা কোর্ট বিল্ডিং বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের একজন ছিল সে। অভিযোগ ছিল, বিস্ফোরণে ব্যবহৃত আইইডি, যেটা পাকিস্তান থেকে ভারতে সরবরাহ করেছিল হরপ্রীত। যে আইইডি কাস্টম মেড ছিল বলেই গোয়েন্দারা মনে করেছিল।

উল্লেখ্য, হরপ্রীত এর আগে বিস্ফোরক, অস্ত্র ও মাদক চোরাচালান-সহ বিভিন্ন মামলায় জড়িত ছিল। বিশেষ এনআইএ আদালত থেকে একটি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল হরপ্রীতের বিরুদ্ধে এবং একটি লুক আউট নোটিস জারি করা হয়েছিল।

one year ago