Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MahiFan

Dhoni: ছুটে গিয়ে জামায় মাহির অটোগ্রাফ নিলেন গাভাস্কার, মাহির অটোগ্রাফ পোস্ট রিঙ্কু-বরুনের

'মহেন্দ্র সিং ধোনি' (MSD) এই নামটা যে শুধু কোনও ক্রিকেটারের (Cricket) নাম নয়, নামটা ক্রিকেট বিশ্বের কাছে আবেগের সেটা প্রমাণ হয়েছে বহুবার। কখনও বিপক্ষের ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে দেখা গিয়েছে নমস্কার করতে, কখনও কোনও ধোনি ভক্তকে (Mahi Fan) মাঠে ঢুকে ধোনির পা ছুঁতে যাওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। এমনিতেই গোটা দেশের যে মাঠেই খেলা হোক ধোনির জন্য একটা বড় সংখ্যক ভক্ত মাঠে আসেন। এমনকি ধোনির খেলা দেখার জন্য মুখিয়ে থাকে। ধোনি মাঠে নামতেই দর্শকের চিৎকার তা বুঝিয়ে দেয়।

ধোনি যে লিভিং লেজেন্ড সে কথা বলার অপেক্ষা রাখে না। সে কথা স্বীকারও করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব সহ গোটা ক্রিকেট বিশ্ব। এবার ধোনিকে নিয়ে উচ্ছাস দেখা গেল ৮৩-র বিশ্বকাপ জয়ী সদস্য সুনীল গাভাস্কারের। রীতিমত অন্যান্য ভক্তদের মত ছুটে ধোনির থেকে অটোগ্রাফ নিলেন গাভাস্কার। রবিবার চেন্নাইয়ের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলা ছিল ধোনির দলের। সেদিন মাত্র ২ বল আগে ব্যাট করার সুযোগ পায় ধোনি। নামেও ব্যাট করতে। ওদিকে ধোনিকে দেখার জন্য চিপক স্টেডিয়ামের গ্যালারি ভর্তি।

ম্যাচ শেষে গোটা মাঠ পরিক্রমা করছিলেন ধোনি বাহিনী। অবশ্য কেকেআরের কাছে ওইদিনের ম্যাচ হারতে হয়েছিল ধোনিদের। হারলেও ধোনিকে একপলক দেখার জন্য ভক্তদের ভিড় ছিল। শেষে ধোনি যখন চিপক স্টেডিয়াম পরিক্রমা শুরু করে তখন অন্যদিকে স্টার স্পোর্টসের এক সঞ্চালকের সঙ্গে মাঠেই দাঁড়িয়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন ও প্রাক্তন ব্যাটার সুনীল গাভাস্কার। হঠাৎ দেখা যায় ওই অবস্থায় ধোনিকে দেখে দৌড়ে যায় গাভাস্কার। একটি অটোগ্রাফও দিতে বলেন তাঁর শার্টে। গাভাস্কারকে দেখে প্রথমেই ভীষণ খুশি হয় মাহি। তারপর গাভাস্কারের জামায় অটোগ্রাফ দেয় ধোনি। আর সেখানে লেখা 'মাহি'। যে ডাকনামে গোটা বিশ্বের কাছে পরিচিত তিনি। এরপর গাভাস্কারকে জড়িয়ে ধরেন মাহি।

ওদিকে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন নাইট তারকা রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তী। এসবের মধ্যেই নেটিজেনদের মন জয় করেছে রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তীর একটি ছবিও। তাঁদের জার্সিতেও অটোগ্রাফ দিয়েছেন মাহি। কেকেআর টুইট করে ধোনির সই করা রিঙ্কুর সেই জার্সির ছবি পোস্টও করেছে।


রবিবার ধোনিকে বাউন্ডারি লাইনের সামনে দেখে দৌড়ে আসেন রিঙ্কু সিং। তাঁর হাতে কেকেআরের একটি জার্সি। তাতে সই করেন ধোনি। রিঙ্কুর পিঠে বাহবা দেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। বরুণ চক্রবর্তী একটি সিএসকের ৭ নম্বর জার্সি নিয়ে আসেন। তাতেও অটোগ্রাফ দেন ধোনি।

12 months ago