Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Maheshtala

Maheshtala: শাশুড়িকে খুন করে থানায় আত্মসমর্পণ বৌমার, তদন্তে মহেশতলা থানার পুলিস

মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট সাফা রায়পুরে বৌমার হাতে শাশুড়ি খুন। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, শাশুড়ি যমুনা নস্করও বৌমা ভারতী নস্করের মধ্যে প্রায়ই ঝামেলা লেগেই থাকত। শনিবার রাতেও ঝামেলা হয় শাশুড়ি ও বৌমার মধ্যে। বাড়িতে ছেলে, বৌমার সঙ্গেই থাকতেন যমুনা নস্কর। মৃতের ছেলে জানান, বাড়ি এসে তিনি দেখেন মা মেঝেতে পড়ে আছে। দেখার পরই আত্মীয়দের ডেকে আনেন তিনি।

পুলিস সূত্রে খবর, রবিবার সকালবেলায় বৌমা ভারতী নস্কর মহেশতলা জিনজিরা ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। পুলিসকে সে জানায় সে তার শাশুড়িকে হত্যা করেছে। তারপরেই মহেশতলা থানার পুলিস ঘটনাস্থলে এসে ৭৭ বছরের বৃদ্ধা যমুনা নস্করের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি কামরুদ জামাল মোল্লা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিস। গ্রেফতার করা হয়েছে বৌমা ভারতী নস্করকে।

a month ago
Mahestala: বর্ষবরণের রাতে পিটিয় খুন ঠাকুরপুকুর মহেশতলায়, তদন্তে আশুতি থানার পুলিস

ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতিতে বর্ষবরণের রাতে পিকনিক করে বাড়ি ফেরার পথে পিটিয়ে খুনের অভিযোগ। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রথ তলায় বর্ষবরণের রাতে পিকনিক করে বাড়ি ফিরছিলেন প্রবীর মণ্ডল। মধ্যরাত দেড়টা নাগাদ বাড়ি ফেরার পথে অভিযুক্ত শুভেন্দু নস্কর প্রবীর মণ্ডলের পথ আটকায়। এরপর হঠাৎই তাকে বেধড়ক মারধর করে ।কাঠ দিয়ে তার ঘাড়ে এবং মুখে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে ঠিক তখনই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনাস্থল থেকে প্রবীর মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

তবে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ অভিযুক্ত শুভেন্দু নস্কর এর আগেও ওই এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে সঙ্গে জড়িত ছিল । থানার তার নামে অভিযোগও জানানো হয় একাধিকবার।তবে প্রতিবারই কোনও অজানা কারণে ছাড়া পেয়ে যায় সে। তাই এবার আর যেন সে ছাড়া পেয়ে না য়ায়,  অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার।

কী কারণে এই ঘটনা? এই খুনের ঘটনায় কী কোনও পুরানো শত্রুতা ছিল?  নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? গোটা ঘটনার তদন্তে নেমেছ কালিতলা আশুতি থানার পুলিস। কালিতলা আশুতি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখে।অভিযুক্ত শুভেন্দু নস্কর শেষ পাওয়া খবর অনুযায়ি এখনও পলাতক। অভিযুক্তের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিস।

4 months ago
Accident: ফের শহর কলকাতায় গতির বলি, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্য়ু স্কুটি চালকের

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্য়ু হল এক স্কুটি চালকের। ঘটনার পর থেকে পলাতক ঘাতক গাড়ি সহ গাড়ি চালক। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত ব্য়ক্তির পরিচয় জানা যায়নি। তবে ইতিমধ্য়ে ঘাতক গাড়ি ও গাড়ি চালকের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিস। 

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে উড়ালপুলের উপরে বাটা মোড়ের দিক থেকে কলকাতা যাওয়ার পথে পুরোনো ডাকঘরের কাছে ওই ব্য়ক্তির স্কুটির টায়ার ফেটে যায়। এরপর ওই স্কুটি চালক তাঁর স্কুটি টিকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকে। ঠিক সেই সময় কলকাতার দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা মারে ওই স্কুটি চালককে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই স্কুটি চালক। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানা ও ট্রাফিক গার্ডের পুলিস যায়। তারপর ওই স্কুটি চালকের মৃতদেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

5 months ago


Maheshtala: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে শ্বশুর বাড়িতে ভিডিও কল করে আত্মঘাতী জামাই!

অশান্তি থেকে মুক্তির আশায় নিজের ভিটেবাড়ি ছেড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তবুও দাম্পত্য কলহ লেগেই থাকতে মেহেরাজ আর মুসকানের। গত বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। মেহেরাজকে ছেড়ে মুসকান চলে যান বাপের বাড়ি। স্ত্রী-কে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই বাড়ি ফিরে এসে ভিডিও কলে আত্মঘাতী হলেন স্বামী।

জানা গিয়েছে, মহেশতলা ১৮ নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথ নগর উত্তর খান পাড়ার বাসিন্দা মেহেরাজ খান ও তাঁর স্ত্রী মুসকান বিবি। তাঁদের একটি ছোট্ট পুত্র সন্তানও রয়েছে।  মেহেরাজের পরিবারের অভিযোগ, গত বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হলে শ্বশুর বাড়ির লোকজন ভাড়া বাড়িতে এসে মেহেরাজকে মারধর করেন। পাশাপাশি মুসকানকে নিয়ে চলে যান তাঁর বাবা। মঙ্গলবার বিকালে মেহেরাজ তাঁর শ্বশুর বাড়িতে যান ছোট্ট ছেলেকে আনতে। তখনই শ্বশুর বাড়ির লোকজন মারধর করেন বলে অভিযোগ। আর মুসকান বলেন, 'তোর সঙ্গে সংসার করবো না। তুই গলায় দড়ি দিয়ে মরগে যা।' এরপর আকরার ভাড়া বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে শ্বশুর বাড়িতে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে যান মেহেরাজ।

প্রতিবেশী এক মহিলাকে মেহেরাজের শাশুড়ি ফোন করে বলেন, তাঁদের জামাই ভিডিও কল করে গলায় ফাঁস দিয়েছেন। এই খবর পেয়ে প্রতিবেশীরা মহেশতলা থানায় খবর দেন। পুলিস এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মেহেরাজকে মৃত বলে ঘোষণা করে।

8 months ago
Maheshtala: পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু দুই ছাত্রের, শোকাচ্ছন্ন গোটা এলাকা

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Death) দুই নাবালকের। মঙ্গলবার, মহেশতলার উত্তর গনিপুরের ফুটবল মাঠের পার্শ্ববর্তী একটি পুকুরে ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, মৃত দুই নাবালকের নাম নয়ন পটুয়ার (১২) ও সুমিত থাপা (১৪)। দুইজনই নাবালক গনিপুর শীতলা তলা হাই স্কুলের ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহ দুটি উদ্ধার (Rescue) করে ময়না তদন্তের জন্য় পাঠায়। ঘটনায় ব্য়পক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এ দিনও ফুটবল খেলার শেষে পুকুরে স্নান করতে নেমেছিল ওই দুই যুবক। সেই সময় এলাকার বাসিন্দারা ওই দুজনকে জলে ডুবতে দেখে তাদের দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই নাবালককেই মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে, প্রথমে সুমিত থাপা পা পিছলে জলে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে যায় নয়ন পটোয়ারি। এরপরই দু'জনে একসঙ্গে তলিয়ে যায় পুকুরে। প্রথমে একজনকে পাওয়া গেলেও পরে অনেক খোঁজা খুঁজির পর দুজনকে একসঙ্গে উদ্ধার করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিস।

10 months ago


Maheshtala: মানবিক ডায়মন্ড হারবার জেলা পুলিস! মহেশতলা ট্রাফিক গার্ডের কর্মীদের ছাতা-ওআরএস বিতরণ

জেলা পুলিসের উদ্যোগে তীব্র গরমের কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ। মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিসকর্মীদের হাতে তুলে দেওয়া হল ছাতা, জলের বোতল এবং ওআরএস-এর প্যাকেট সহ অন্য সামগ্রী। অতি গরমে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে চলেছেন ট্রাফিক গার্ডের পুলিস। এবার ডায়মন্ড হারবার জেলা পুলিসের উদ্যোগে মহেশতলায় ট্রাফিক গার্ডের পুলিস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হল একটি ছাতা জলের বোতল এবং ওআরএস-এর প্যাকেট। তীব্র গরমের কথা মাথায় রেখেই জেলা পুলিসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময়ই রাস্তায় অনবরত দাঁড়িয়ে তাঁদের কাজ করতে হয়। আজ মহেশতলার বাটা মোড়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ট্রাফিক গার্ডের পুলিস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এই সামগ্রী। উপস্থিত ছিলেন জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়-সহ ডিএসপি ট্রাফিক বিমান হালদার, ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ-সহ মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুবিন্দু সরকার এবং মহেশতলা ট্রাফিক ইন্সপেক্টর অশোক ঘোষ উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে এক পুলিস কর্তা বলেন, 'গরমে যাঁরা ট্রাফিক সামলান, তাঁদের উৎসাহ বাড়াতে এবং শরীর সুষ্ঠ রাখতে সামার কিট তুলে দিচ্ছি। আমাদের পুলিস সুপারের নির্দেশে এবং উদ্যোগে এই কাজ। গরমকাল জুড়ে এই কর্মসূচি চলবে।'

12 months ago
Body: মহেশতলায় হুগলি নদীতে পচাগলা দেহ, পরিচয়ের খোঁজে পুলিস

হুগলি নদীতে(Hooghly River) উদ্ধার এক ব্য়ক্তির পচাগলা দেহ। মহেশতলার হুগলি নদীর তীরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভেসে আসে। এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত উলুডাঙ্গা ভীম পার্কের ঘাটে হুগলি নদীতে এক ব্যক্তির পচাগলা দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনায় খবর দেওয়া হয় মহেশতলা থানায়। 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিস এসে পৌঁছয়। পুলিস এসে জল পুলিসের আধিকারিকদের খবর দেন। স্থানীয়দের এই ঘটনার উপর ভিত্তিতে জিজ্ঞাসাবাদও করা হয়। স্থানীয় এক ব্য়ক্তি জানান, নদীর পারে দেখতে পাই এক ব্য়ক্তিকে নদীতে ভাসতে। কিন্তু প্রাথমিকভাবে ওই মৃত (Death) ব্য়ক্তির নাম, ঠিকানা,পরিচয় কিছুই জানা যায়নি। ইতিমধ্য়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে পুলিস। 

পুলিস সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত ওই ব্য়ক্তির নাম ও ঠিকানা কিছুই জানা যায়নি। পুলিস ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের অপেক্ষায়। 


one year ago
Suicide: বাথরুমের দরজা ভেঙে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ, শোক মহেশতলায়

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ (Suicide) উদ্ধার। মহেশতলায় মোল্লার গেটে সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা। ঘটনার তদন্তে মহেশতলা থানার(Maheshtala Police) পুলিস। শোকের ছায়া পরিবারে। জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম সৌভিক অধিকারী। সৌভিক সন্তোষপুর গর্ভমেন্ট কলোনি নেতাজি সুভাষ বিদ্যালয়ের ছাত্র। এবছরই উচ্চ মাধ্যমিক দিত সৌভিক।

পরিবার সূত্রে খবর, শনিবার রাতে ওই পরীক্ষার্থী বাথরুমে ঢোকে। বেশ কিছুক্ষণ বাথরুম থেকে বাইরে না বেরোলে বাড়ির লোকজন দরজায় ঠোকাঠুকি করে। তাতেও কোনও সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকতেই সৌভিককে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন।

তত্ক্ষনাত্ পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। তাঁদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করে। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই সৌভিকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া পড়েছে পরিবারের লোকজনের মধ্যে। তবে কী কারণে সৌভিক আত্মঘাতী হলো, এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

one year ago


Body: কম্বলে মোড়া রক্তাক্ত দেহ দেখে বর্ষশেষের সকাল শুরু মহেশতলার, মাথা থেতলে দেওয়ার অভিযোগ

বছর শেষের (Year End) সকাল মৃতদেহ (Deadbody) দেখে শুরু মহেশতলার (Maheshtala) ডাকঘর কাজীপাড়ার বাসিন্দাদের। শনিবার এই এলাকায় কালীমন্দিরের পাশে হাফিজুল মল্লিক (৩৭) নামে এক যুবকের কম্বলে মোড়া মাথা থেতলানো দেহ উদ্ধার। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। জানা গিয়েছে, রক্তাক্ত ওই দেহ দেখে স্থানীয়রা খবর দেন মহেশতলা থানায়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিস এসে রক্তাক্ত ভাবনে পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা হাফিজুলকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে মাথায় ও মুখে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে।  ওই ব্যক্তির মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। মহেশতলা থানার পুলিস এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখছে। এই দেহ উদ্ধার প্রসঙ্গে স্থানীয় একজন জানান, মুখ দেখে চেনার উপায় ছিল না। কম্বলে ঢাকা ছিল দেহ। পুলিস এসে কম্বল সরিয়ে পরিচিত জানার চেষ্টা করে। আমরাও কেউ চিনে উঠতে পারিনি।  মৃতের পরিবারের অভিযোগ, 'অস্বাভাবিক মৃত্যু। কেউ ওকে মেরে দিয়েছে, অত্যন্ত পরোপকারী ছেলে। সবজি বেচা, গাড়ি ধোয়ার কাজ করতেন হাফিজুল। পুলিসের কাছে দাবি সুষ্ঠু তদন্তের।'

one year ago
Maheshtala: পাচিল টপকে কারখানার ভিতরে চোর, নিরাপত্তারক্ষীর চোখে পড়তেই হুলুস্থুলু কাণ্ড

ফের কলকাতার উপকণ্ঠে দুঃসাহসিক ঘটনা। এক বেসরকারি সংস্থার পাঁচিল টপকে আচমকাই হাজির এক চোর (thief)। তবে উদ্দেশ্য হল না সফল। গা ঢাকা দিতে গিয়ে সংস্থার নিরাপত্তাকর্মীর (Security Guard) নজরে পড়ে যায় সেই অল্পবয়সী তস্কর। আর তাতেই বিপত্তি। নিরাপত্তা কর্মীর চিৎকার-চেচামেচিতে একেবারে হাতেনাতে ধরা পড়ে সেই ছিঁচকে চোরটি। ঘটনাটি মহেশতলা (Maheshtala) থানার অন্তর্গত চন্দননগর এলাকার একটি সংস্থার। জানা গিয়েছে, অভিযুক্ত চোরের নাম কৌশিক সেনগুপ্ত।

কর্মরত সিকিউরিটি গার্ড জানান, শুক্রবার ভোররাতে চোর নজরে পড়তেই চিৎকার করতে শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে সবাই বেরিয়ে এসে হাতেনাতে ধরে ফেলে চোরকে। এরপর কোম্পানির ভিতরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় চোরকে। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায়।  

one year ago


Rape: মহেশতলায় বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত পড়শি যুবক, অভিযুক্তর বাড়ি ভাঙচুর স্থানীয়দের

এবার পঞ্চাশোর্দ্ধ এক বৃদ্ধাকে ধর্ষণ (rape) করে গলা টিপে খুনের (murder) চেষ্টার অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী এক যুবক। খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা বর্তমানে নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনাটি কলকাতার অদূরে মহেশতলার (Maheshtala)। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে যান ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। স্বামী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। এক ছেলে আছে, তিনি কাজের সূত্রে বাইরে থাকেন। অভিযোগ, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধার ঘরে মদ্যপ অবস্থায় এক যুবক ঢুকে মহিলাকে প্রথমে ধর্ষণ করে। এরপর তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে অভিযুক্ত। জানা গিয়েছে, বৃদ্ধা নিজের ঘরে অচৈতন্য ও বিবস্ত্র অবস্থায় পড়ে ছিলেন। অভিযুক্তর বাড়ির সদস্যরাই পুলিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিস (police)। পুলিস ওই বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিস বৃদ্ধার ঘর থেকে জামা ও কাপড়, বিছানার চাদর উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আরও জানা গিয়েছে, উত্তেজিত জনতারা অভিযুক্তর বাড়িতে থাকা দুটি মোটর বাইকে ভাঙচুর চালায়। পাশাপাশি বাড়ির জানালার বেশ কিছু কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। অভিযুক্তর নাম আরিয়ান মোল্লা। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিস।

one year ago
Mahestala: কালীপুজোর চাঁদা ১০ হাজার টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর মহেশতলায়

মহেশতলার (Maheshtala) নুঙ্গি বুড়ো শিবতলা এলাকায় কালীপুজোর (Kali Puja) চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের (Physical Assault) অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় স্থানীয় বেশ কিছু যুবক। বুড়ো শিবতলা এলাকার বাসিন্দা সৌমিত্র সেনের অভিযোগ, তাঁর কাছ থেকে কালীপুজোর জন্য চাঁদা হিসেবে ১০ হাজার টাকা চাওয়া হয়। তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন ১০১ টাকা চাঁদা দেবেন। কালীপুজোর চাঁদা না দেওয়ার জন্যই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

সৌমিত্র বাবুর অভিযোগ, তাঁর বাড়িতে এসেও চড়াও হয়েছিল স্থানীয় বেশ কিছু যুবক। এরপর তিনি ১০০ ডায়ালে ফোন করে গোটা ঘটনা জানালে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিস। তাঁর অভিযোগ, পুলিসের সামনেই বেশকিছু যুবক তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় আতঙ্কে রয়েছে সৌমিত্রবাবুর পরিবারের লোকজন।

অভিযোগ, স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী উৎপল তাঁর বেশ কিছু সঙ্গীদের নিয়ে এসে তার ওপর চড়াও হয়েছিলেন। সৌমিত্রবাবুকে মারধর করলে রক্তাক্ত অবস্থায় তিনি মহেশতলা থানায় গিয়ে জিডি করেন। মহেশতলা পৌর হাসপাতালে নিজের চিকিৎসা করান।

2 years ago
Maheshtala: মেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের

ফের ট্রেন (Train) থেকে পড়ে মৃত্যু (Death) হল এক বছর ১৭-এর যুবকের। ঘটনাটি ঘটে নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা ব্রিজের কাছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মহেশতলার (Maheshtala) বাটা নগরে মেলা দেখতে আসে শেখ মাসুম। মেলা দেখে বাড়ি ফেরার জন্য বজবজ শিয়ালদহ শাখার নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরে। নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা ব্রিজের কাছে ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক। এরপর তাঁর বন্ধুরা কোনওভাবে আকড়া স্টেশনে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাকে খুঁজতে খুঁজতে দৌড়ে যায়। বন্ধুরা এসে দেখতে পায় শেখ মাসুম ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছে।

ওই যুবক মেটিয়াবুরুজ কারবালা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিস। এরপর রেল পুলিসের আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

2 years ago


Blast: বাড়ির ভিতরেই তীব্র বিস্ফোরণ মহেশতলায়! দগ্ধ দুই শিশু-সহ পাঁচ, পড়শিদের বাড়ির চালও ক্ষতিগ্রস্ত

ফের ভয়াবহ বিস্ফোরণে (explosion) কাঁপল কলকাতার উপকণ্ঠ (kolkata)। মহেশতলার (maheshtala) রবীন্দ্র নগর এলাকার এক বাড়িতে বুধবার সকালে তীব্র বিস্ফোরণ! এই ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জন। আহতরা একই পরিবারের বলে জানা গিয়েছে। তিন সন্তান-সহ এক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানান। সাত সকালে ঘটা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা যায়, আহত পাঁচজনকেই এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   আহতদের অবস্থা গুরুতর। তবে কী থেকে বিস্ফোরণ, তা জানা না গেলেও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির চালও উড়ে গিয়েছে। এমনকি পাশের বাড়ির সিলিং ফ্যানও সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর। তবে গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

বিস্ফোরণে আহত হয়েছেন বছর ৪৫-এর সন্দীপ যাদব, তাঁর স্ত্রী বছর ৩৫-এর রানী যাদব-সহ তাঁদের ১১, ৭ এবং ৬ বছর বয়সী তিন সন্তান। আপাতত ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিস মোতায়েন হয়েছে। পাশাপাশি খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকেও।

2 years ago
Budge Budge: শুরু বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারের কাজ, খুশি স্থানীয়রা

রবিবার সকাল থেকেই উত্তপ্ত কলকাতার মহেশতলা (Maheshtala) চত্বর। দিনভর চলে বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ ওঠে, বজবজ ট্রাঙ্ক রোডের (Budge Budge Trunk Road)  বেহাল অবস্থা মারণফাঁদ সাধারণ যাত্রীদের জন্য। নেই কোনও প্রশাসনিক নজরদাড়ি। এরপর রবিবারই ডায়মন্ড হারবার জেলা পুলিসের (police) আশ্বাস মেলে বিক্ষোভকারীদের। সেই অনুযায়ী রবিবার রাত থেকেই তিনটি জেসিবি গাড়ি নিয়ে এসে বজবজ ট্রাঙ্ক রোডের বেহাল রাস্তার (road) সারাইয়ের কাজ শুরু করে পুলিস।

প্রসঙ্গত, বজবজ ট্রাঙ্ক রোড দ্রুত সংস্কারের দাবিতে রবিবার মহেশতলার বাটা মোড়ে সিপিআইএম কর্মী-সমর্থকরা একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করেন। কিন্তু এরপরই ডায়মন্ড হারবার থানার অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সহ ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরূপম ঘোষ নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী (police) ও র্যাফ নামানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন সিপিআইএম কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয় মহেশতলা থানায়। ঘটনার প্রতিবাদে মহেশতলা থানার সামনে থেকে বেশ কয়েকজন সিপিআইএম কর্মীরা জমায়েত হতে থাকলে তাঁদেরকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় ১০০ জন সিপিআইএম কর্মীদের এদিন আটক করা হয়। এরপর মহেশতলা থানার সামনেই বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। ঘটনায় প্রায় আধ ঘণ্টা বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ থাকে। অবশেষে আটক কর্মী-সমর্থকদের ছেড়ে দেওয়া হয়। আশ্বাস মেলে দ্রুত হবে সংস্কার। সেই মতই রবিবারই রাস্তা সংস্কারের কাজে নামে পুলিস প্রশাসন। 

2 years ago