Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MaheshBhatt

Puja Bhatt: বাবা মহেশ ভাটের সঙ্গে চুম্বন, আফসোস হয়? মুখ খুললেন পূজা ভাট

বলিউড অভিনেত্রী পূজা ভাট (Puja Bhatt)। তিনি বি টাউনের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যা। যদিও তাঁদের বাবা-মেয়ের সম্পর্ককে একটু অন্য চোখেই দেখে এসেছেন দর্শকেরা। কারণ মহেশ ভাটের অঙ্গে পূজার একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, বাবা ও মেয়ে, একে অপরের ঠোঁটে চুম্বন করছেন। ব্যাস, সেই থেকেই তুমুল সমালোচনা শুরু হয়। চারিদিকে রটে যায়, বাবা ও মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এত বছর পর সেই ছবি প্রসঙ্গে মুখ খুললেন পূজা।

এক সাক্ষাৎকারে পূজা বলেন, 'আমি এই বিষয়টি খুব সাধারণভাবে দেখি।  একটি স্থির মুহূর্তকে যেমন তেমনভাবে ভেবে নেওয়া যায়। বাবা মায়েরা অনেক সময়ই ঐভাবেই চুমু খায়। আমি এখনও আমার বাবার কাছে ১০ পাউন্ডের মেয়ে। এবং সারাজীবন তাই-ই থাকব।'

অভিনেত্রী আরও বলেন, 'একেবারে নাদান একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল। যার বোঝার সে বুঝবে, যার দেখার সে দেখবে।  আর আমি এই বিষয়টিকে প্রতিরোধ করার জন্য বসে নেই। যদি কেউ বাবা ও মেয়ের সম্পর্ককে অন্য নজরে দেখতে পারেন, তাহলে তাঁরা যা খুশি করতে পারেন।'

8 months ago
Mousumi: মৌসুমী চট্টোপাধ্যায়ের বারবার অন্তঃসত্বা হওয়া নিয়ে আপত্তি ছিল মহেশ ভাটের!

৭০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় (Mousumi Chakraborty)। বাংলা সিনেমা জগতের পাশাপাশি হিন্দি সিনেমা জগতও সমৃদ্ধ হয়েছে তাঁর অভিনয় দক্ষতায়। গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকা তাঁর জন্য খুব একটা সহজ ছিল না। ইন্ডাস্ট্রির অন্দরে বেশ সংগ্রাম করতে হয়েছে মৌসুমীকে। এমনকি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও কথা শুনতে হয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালকের থেকে। মা হওয়া কেরিয়ারের জন্য বাধা, একথা শুনে কী উত্তর দিয়েছিলেন অভিনেত্রী?

সম্প্রতি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, অমিতাভ বচ্চনের বিপরীতে দেশ প্রেমী সিনেমা নাকচ করে দেওয়া কী পরবর্তীতে তাঁর ভুল সিদ্ধান্ত বলে মনে হয়েছে? এর উত্তরে মৌসুমী বলেন, 'একেবারেই না। আমি অমিতাভকে এ-গ্রেড অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম করতে দেখেছি। কিন্তু আমি অভিনেত্রী হিসেবে একেবারেই নিজের ১০০ শতাংশ দিইনি।'

এই প্রসঙ্গে পরিচালক মহেশ ভাটের করা একটি মন্তব্যের কথা বলেছেন মৌসুমী। তিনি বলেছেন, 'মহেশ ভাট একবার আমাকে বলেছিলেন, য্খনই আমার কেরিয়ার উপরের দিকে যায় আমি তখনই অন্তঃসত্বা হয়ে যায়। আমার এই সিদ্ধান্ত কেরিয়ারের জন্য নাকি বাধা।  আমি তাঁকে শুধরে দিয়ে বলেছিলাম, সন্তানেরা আমার জীবনে রং।' 


one year ago
Mahesh Bhatt: হৃদযন্ত্রে অস্ত্রোপচার পরিচালক মহেশ ভাটের, এখন কেমন আছেন পরিচালক

সদ্য দাদু হয়েছেন বলিউডের প্রবীণ পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। জানা গিয়েছে, তাঁর শরীর বেশ কিছুদিন ধরে ভালো নেই। তবে দিন চারেক আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার (Heart Surgery) হয়েছে বলে জানা যায়। তবে এখন অনেকটা সুস্থ তিনি। বাড়িতেই রয়েছেন পরিচালক।

গত ১৮ জানুয়ারি পরিচালকের অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। ওদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। এখন তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। বর্ষীয়ান এই পরিচালক এখন কেমন রয়েছেন? সেই আপডেট দিলেন ছেলে রাহুল ভাট। তিনি জানিয়েছেন, ‘‘যার শেষ ভাল, তার সব ভাল। এখন ভাল আছেন বাবা। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।’’

উল্লেখ্য, গত মাসে রুটিন চেকআপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন মহেশ ভাট। তখনই চিকিৎসক তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এদিন শারীরিক অবস্থা খারাপ হওয়ায়, দেরি না করে অস্ত্রোপচার সেরেই ফেললেন তিনি।

one year ago