Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Madhyamgram

Madhyamgram: স্ত্রীকে ছয় টুকরো করে খুন! পরে বিষ খেয়ে আত্মহত্য়ার চেষ্টা স্বামীর

স্ত্রীকে খুনের পর টুকরো টুকরো করে খালের জলে ফেলে থানায় নিখোঁজ ডায়েরি করে স্বামী। তারপর নিজেও বিষ খেয়ে আত্মহত্য়ার চেষ্টা করে অভিযুক্ত স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি অভিযুক্ত নুরউদ্দিন মণ্ডল (৫৫)। অভিযোগ, স্ত্রীকে খুন করার পর ছয় টুকরো করে খালের জলে ফেলে দেয় অভিযুক্ত স্বামী। চাঞ্চল্য়কর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রাম এলাকায়। সাত দিন পর গঙ্গানগর খাল থেকে দেহের একাংশ উদ্ধার করল মধ্যমগ্রাম থানার পুলিস।

পুলিস সূত্রে খবর, দিন কয়েক আগে স্ত্রী সায়রা বানু নিখোঁজ বলে মাধ্যমগ্রাম থানায় ডায়েরি করেছিল নুরুদ্দিন মণ্ডল। তারপর পুলিস তদন্ত করতে গিয়ে জানতে পারে পাশের খালেই কুপিয়ে তাঁকে ফেলে দিয়েছে তাঁর স্বামী নিজেই। মধ্যমগ্রাম থানার রোহান্ডার খালের ভিতর থেকে পুলিস ওই মৃত মহিলার বেশ খানিকটা দেহের অংশ উদ্ধার করে। ইতিমধ্য়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। নুরউদ্দিন মণ্ডল হাসপাতালে ভর্তি থাকার কারণে নজরবন্দী রয়েছেন বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে।

4 months ago
Madhyamgram: দাম্পত্য় কলহ! স্বামী-স্ত্রী একে অপরকে ধারালো অস্ত্রের আঘাত, মৃত্য়ু স্ত্রীর

সাংসারিক অশান্তির জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। দু'জন দুজনকে ধারালো অস্ত্রের আঘাত করেন। গুরুতর জখম হয়ে মৃত্য়ু হল স্ত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চন্ডীগড় এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার রিমা সাধুকার (৪৯)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জখম স্বামী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হত। তেমনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্য়ে। সেই সময় চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন যায় তাঁদের বাড়িতে। এরপর স্থানীয়রা ভিতরে গিয়ে দেখেন স্বামী ও স্ত্রী দুজনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়।

খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিস গুরুতর জখম অবস্থায় স্বামী ও স্ত্রীকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী মারা যায়। রাতে স্বামীর অবস্থার অবনতি-স্ত্রীর মধ্যে বিবাদ তা তদন্ত করে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিস।

5 months ago
Madhyamgram: সদ্যোজাতের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য মধ্যমগ্রাম সারদাপল্লী এলাকায়

জলাশয় থেকে উদ্ধার হল এক সদ্য়োজাতের মৃতদেহ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়াল মধ্যমগ্রাম সারদাপল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিস যায়, এবং সদ্য়োজাতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। তবে কে বা কারা এই সদ্য়োজাতকে ফেলে দিয়ে গেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ঘুম থেকেই উঠেই একটা পচা দুর্গন্ধ পায় স্থানীয় এক ব্য়ক্তি। এরপর তিনি তাঁর বাড়ির ভিতরে অনেক খোঁজাখুঁজি করেন। কোনও কিছু না পেয়ে তারপর পাশের ওই জলশয়ের দিকে চোখ পড়়তেই দেখেন কিছু একটা জলে ভাসছে, যার উপর মাছিও বসছে। ভালো করে দেখতেই নজরে আসে একটি সদ্য়োজাতের মৃতদেহ জলে ভাসছে। এরপর স্থানীয়রা খবর দেয় মধ্যমগ্রাম থানার পুলিসকে। 

পুলিসের প্রাথমিক অনুমান, আশেপাশের কেউ এই বাচ্চাটাকে মৃত বা জীবিত অবস্থায় ফেলে দিয়ে গেছে। তবে এমন ঘটনা আগে কোনদিন এই এলাকাতে হয়নি বলে জানান স্থানীয়রা। গোটা ঘটনার তদন্ত করে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিস। 

6 months ago


Madhyamgram: রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ফুড ডেলিভারি বয়ের, রহস্যের অভিযোগ পরিবারের

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল এক খাবার ডেলিভারি (Delivery Boy) বয়ের। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম অভিজিৎ দাস। তাঁর এই অকালমৃত্যুর ঘটনায় রহস্যের অভিযোগ পরিবারের। ঠিক কী কারণে হল এই ভয়াবহ পথদুর্ঘটনা!

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ অভিজিৎ এর সঙ্গে ছিল তার বন্ধু সন্তু। অভিজিৎ এর বাবা বিশ্বজিৎ দাস বলেছেন এদিন রাত ১ টা বাজার একটু আগে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ সেই রাতে ছেলে অভিজিৎ খাবার ডেলিভারি করতে যাচ্ছিল। সেই সময় মধ্যমগ্রাম ওভারব্রিজে একটি মোটর সাইকেলে তিনজন মদ্যপ অবস্থায় তাঁকে ধাক্কা মারে। অভিজিৎ ছিটকে পরে রাস্তার উপর। ঠিক সেই সময় একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ তাঁর পরিবারের। গুরুত্বর আহত হয় অভিজিৎ। এই অবস্থাতে বারাসত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পরিবারের তরফে অভিযোগ, দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত তাঁর সঙ্গে সন্তু বলে এক বন্ধু ছিল। হাসপাতালে নিয়ে আসা এবং বাড়িতে খবর দেওয়া পর্যন্ত সন্তুর অবস্থান ঠিকঠাক ছিল। এমনকি বারাসত হাসপাতালে সন্তু তার বাইকে করে অভিজিৎ এর বাবাকেও নিয়ে আসে। তারপর থেকেই পলাতক সন্তু। এমনকি তাঁর বাড়িতেও তালা মারা। বিশ্বজিৎ বাবুর অভিযোগ ছেলের মৃত্যুর পিছনে তাঁর বন্ধু সন্তুর হাত রয়েছে।

অন্যদিকে তিন মদ্যপ যুবকের একজন এই দুর্ঘটনায় আহত হয়। সেই একজন বর্তমানে বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে পুলিস আটক করেছে বলে জানা যায়। অভিজিৎ দাস এর বাড়ি হৃদয়পুর সারদা সরণিতে। গত একসপ্তাহ আগেই পরিবারের অর্থনৈতিক অবস্থার সচ্ছল করতে জোমাটোতে কাজ নেয়, আর এই কাজই তাঁর প্রাণ কেড়ে নেবে তা কেউই বুঝতে পারেনি। তবে ছেলের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে মনে করেন পরিবার। পুলিস চাইলে এই রহস্য বের করতে পারে বলে বিশ্বাস পরিবারের। শনিবার ছেলের মৃতদেহ বারাসত হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবে,এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পরিবারের মধ্যে। তবে এখনো বন্ধ সন্তুর কোন খোঁজ পাওয়া যায়নি।

one year ago
dengue: উৎসবের মরশুমেও ডেঙ্গিতে জোড়া মৃত্যু, পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্তাদের ছুটি বাতিল

ফের ডেঙ্গি (dengue) আক্রান্তের মৃত্যু (death) শহরে। জানা যায়, বাগবাজারের (Bagbazar) একটি বেসরকারি হাসপাতালে (hospital) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মধ্যমগ্রামের (Madhyamgram) বাসিন্দা সুমন সরকার। বছর ৪০-এর সুমনকে ২২ তারিখ ভর্তি করা হয়। এরপর দু'দিন পর অর্থাত্ ২৪  তারিখ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে, দেশবন্ধু রোডের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু আরও একজনের। জানা যায়, বছর ৩৮-এর ওই মহিলা উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা। মহিলার নাম মল্লিকা দাস।

প্রসঙ্গত, বঙ্গবাসী যখন পুজো মুডে, তখন রাজ্যে ফের বাড়ল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বুধবার ৮১১৭ জনের ডেঙ্গি টেস্ট করা হয়। যার মধ্যে নতুন করে ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৯১২ জন। অপরদিকে ৬১০ জন রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি। একই সঙ্গে ডেঙ্গির প্রভাব যে সমস্ত জেলাতে রয়েছে যেমন, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনাতে আক্রান্তের সংখ্যা একই রয়েছে। এমনটাই পরিসংখ্যান দিয়ে জানালো স্বাস্থ্যভবন।

এছাড়াও, পুজোর আবহে যেভাবে ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় কোনওভাবেই স্বাস্থ্য দফতরে কর্মরত আধিকারিক, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিক, এছাড়াও বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার-রা যথাযোগ্য কারণ ছাড়া ছুটি নিতে পারবেন না।

পাশাপাশি, নির্দেশিকায় জানানো হয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সকল স্বাস্থ্য আধিকারিকদের যেন ফোনে পাওয়া যায়। অন্যদিকে হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর দিনগুলিতে অর্থাৎ ২-রা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জরুরী বিভাগ যেন স্বাভাবিক সময়ের মত খোলা থাকে। অভ্যন্তরীণ চিকিৎসা ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে। পুজোর মধ্যে রবিবার ৯-ই অক্টোবরও স্বাভাবিক রাখতে হবে সমস্ত বিভাগের চিকিৎসা ব্যবস্থা।

2 years ago