Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MMKeeravani

Kangana: কঙ্গনার 'চন্দ্রমুখী-২' দেখে রাতের ঘুম উড়ল সঙ্গীত পরিচালকের

সারা ভারতে নানা ভাষায়, নানা নাম চন্দ্রমুখীর গল্প সিনেমার পর্দায় দেখেছেন সকলে। এই সিনেমার আসল উৎস 'মণিচিত্রাতজু' সিনেমাটি। ২০০৫ সালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত চন্দ্রমুখী মুক্তি পেয়েছিল। সেই সিনেমার সিক্যুয়েল, 'চন্দ্রমুখী-২' (Chandramukhi-2)-এর ঘোষণা করা হয়েছিল কয়েক মাস আগেই। এইবার চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। কেন্দ্রীয় চরিত্রে আরও এক সুপারস্টার রাঘব লরেন্স অভিনয় করছেন। চলতি বছরে গণেশ চতুর্থীতে মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু তার আগেই সামাজিক মাধ্যমে লিখলেন অস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক এমএম কিরাভানি।

প্রসঙ্গত চন্দ্রমুখী-২ এর সঙ্গীত পরিচালক তিনি নিজেই। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। যদিও সঙ্গীত পরিচালক নিজে ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন। সেই ছবি দেখে রীতিমতো সামাজিক মাধ্যমে নিজের মনের কথা জানিয়েছেন এমএম কিরাভানি। তিনি ট্যুইটারে লিখেছেন, 'চন্দ্রমুখী ২ দেখলাম। মৃত্যুর ভয়ে সিনেমার চরিত্ররা নিদ্রাহীন রাত কাটিয়েছে। অসাধারণ দৃশ্যগুলিতে জীবন দেওয়ার জন্য আমাকে নিদ্রাহীন দু মাস কাটাতে হয়েছে।'

সারা দেশে নানা ভাষায় এর আগে চন্দ্রমুখী মুক্তি পেয়েছিল। বক্স অফিসেও তুমুল সাফল্য পেয়েছিল সিনেমাটি। এই এত বছর পরেও সিনেমার জগতে 'হরর' সিনেমা বললে, এই সিনেমার নাম উঠে আসবে। তাই চন্দ্রমুখী-২ নিয়েও দর্শকদের অধীর অপেক্ষা রয়েছে। অন্যদিকে কঙ্গনাকে এই সিনেমায় বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। ছবিটি হিন্দি-তামিল-তেলেগু-মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

10 months ago
Padmashri: পদ্মশ্রী সম্মান পেলেন রবিনা ট্যান্ডন ও অস্কারজয়ী কিরাবানি

ভারতের অন্যতম সম্মান, পদ্মশ্রী (Padmashri) পুরস্কার পেলেন, বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। একসঙ্গে পদ্মশ্রী পুরস্কার পেলেন 'আরআরআর' সিনেমার সঙ্গীত পরিচালক এমএম কিরাবানি (MM Keeravani)। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিল্পকলায় ২৫ বছরের অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন রবিনা।


View this post on Instagram

A post shared by Raveena Tandon (@officialraveenatandon)

অনুষ্ঠানে কন্ট্রাস্ট কালো ব্লাউজের সঙ্গে বেইজ রঙের শাড়ি পরেছিলেন রবিনা। হালকা মেকআপের সঙ্গে কানে ঝুমকো ও মাথার খোঁপায় পরেছিলেন ফুলের মালা। তাঁর নাম ঘোষণা হতেই এগিয়ে যান তিনি।  সামনের সারিতে বসে থাকা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রমুখদের প্রণাম করে এগিয়ে যান রাষ্ট্রপতির দিকে। রবিনার হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিনার স্বামী ও ছেলে-মেয়ে। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে মায়ের গর্বিত মুহূর্তের সাক্ষী থেকেছেন তাঁরাও।

View this post on Instagram

A post shared by HT City (@htcity)

চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন 'আরআরআর' সিনেমার সঙ্গীত পরিচালক এমএম কিরাবানি।  আন্তর্জাতিক স্তরে 'নাটু নাটু' সিনেমার জন্য অস্কার পেয়েছেন তিনি। এবার পদ্মশ্রী উঠল তাঁর হাতে। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদানের জন্যই দেশ তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করল।

one year ago