Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

LovelyMaitra

Sonarpur: বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর, অভিযোগ উঠেছে খোদ বিধায়িকা লাভলী মৈত্রর বিরুদ্ধে

বিস্ফোরক অভিযোগ। গণনা কেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর (Beaten) করার অভিযোগ উঠেছে খোদ বিধায়িকা লাভলী মৈত্রর বিরুদ্ধে (MLA Lovely Maitra)। শুধু তাই নয়, গণনা কেন্দ্র থেকে বিরোধীদের বাইরে বের করে দেন পঞ্চায়েত আসন দখলের জন্য বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম ও বিজেপি (BJP) কর্মীরা৷ যদিও বিরোধীদের তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বিধায়িকা লাভলী মৈত্র। 

বিরোধীদের দাবি, গণনা কেন্দ্রে আচমকা দুষ্কৃতীদের নিয়ে ঢুকে পড়েন লাভলী মৈত্র। তারপরেই তিনি বিরোধীদের উপর হামলা চালান। দুষ্কৃতীদের দিয়ে বিরোধীদের গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিলেন। এমনকি অনেককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখিয়েছেন তৃণমূলের বিধায়িকা লাভলী মৈত্র। তাঁদের আরও দাবি, বিরোধী দলের জয়ী প্রার্থীদেরও আটকে রাখা হয়েছে। তাঁদের সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। এই বিষয়ে পুলিসকে জানানো হয়েছে, তবে পুলিস কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি বিডিওকে বারবার ফোন করা হয়েছে তবে কোনও উত্তর পাওয়া যায়নি, এমনটাই দাবি বিরোধীদের।

বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করে বিধায়িকা জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান৷

10 months ago