Breaking News
BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার আরও ২ , কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন কমিশন      Sheikh Shahjahan: বিজেপির 'দালাল'রা তাঁর বিরুদ্ধে মিথ্যে বলছে, দাবি শেখ শাহজাহানের     

Lohia

Jammu: স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের আগে খুন জম্মুর ডিজি (কারা), দায় স্বীকার জঙ্গি সংগঠনের

মহাঅষ্টমীর দিন বড়সড় নাশকতা জম্মুতে? সোমবার বন্ধুর বাড়ি থেকে উদ্ধার কারা বিভাগের ডিজি (DG Prison) হেমন্ত লোহিয়ার নলিকাটা দেহ। পলাতক সন্দেহভাজন পরিচারক। তিন দিনের জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir সফরে মঙ্গলবার বৈষ্ণোদেবী যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরের এই ধরনের হাই প্রোফাইল খুনের ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার শাখা সংগঠন 'পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স'(পিএএফএফ)।

জানা গিয়েছে, সোমবার বন্ধুর বাড়ি থেকে ডিজিপির দেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নলি কাটা ছাড়াও শরীরে পোড়ার দাগ মিলেছে। পুলিস সূত্রে খবর, পুলিসকর্তার সরকারি বাসভবনে সংস্কারের কাজ চলছিল, তাই এক বন্ধুর বাড়িতে সপরিবারে থাকছিলেন লোহিয়া। 

কিন্তু কারা বিভাগের ডিজিপি খুনের ঘটনায় শোরগোল জম্মু-কাশ্মীরে। খুনের অভিযোগে সন্দেহের তালিকায় পরিবারের পরিচারক। ইয়াসির নামে সেই পরিচারক পলাতক থাকলেও দিনভর তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে খুন জানার চেষ্টা করছে পুলিস। এদিকে, লস্কর-ই-তইবার শাখা সংগঠনের তরফে ডিজিপি হত্যার দায় স্বীকার করে এক প্রেস বিবৃতিতে বলা, ‘আমাদের বিশেষ বাহিনী উদাইওয়ালা, জম্মুতে অভিযান চালিয়ে পুলিসের ডিজি লোহিয়াকে খতম করেছে। আগামীদিনে এরকম আরও হামলা চালানো হবে। এত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে এটা একটা ছোট উপহার।'

১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার লোহিয়া গত অগস্টে কারা বিভাগের ডিজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। জম্মুর এডিজিপি মুকেশ সিং জানান, লোহিয়াকে খুন করা হয়েছে বলে অনুমান।

2 years ago