Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Loadshedding

Mursidabad: বিদ্যুৎ চলে গেলে হাতপাখাই একমাত্র ভরসা, তীব্র গরমে নাজেহাল অবস্থা রোগীদের

লোডশেডিং (Loadshedding) হলে হাতপাখাই একমাত্র ভরসা রোগীদের। মুর্শিদাবাদের (Mursidabad) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালের (Hospital) ঘটনা। অভিযোগ, বিদ্যুৎ না থাকলে নেই কোনও জেনারেটরের ব্যবস্থা। ফলে হাতপাখাই হয়ে ওঠে শেষ ভরসা এমনটাই অভিযোগ তুলেছে হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে রোগীর পরিজনরা।

জানা গিয়েছে, রাণীনগরের সরকারি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়েই রোগীদের বাতাস করতে হচ্ছে। যদিও সেখানে জেনারেটর রয়েছে তবে তেল না থাকার জন্য চালানো হয়না জেনারেটর। ফলে এই তীব্র গরমে সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনরা। দিনের পর দিন যেভাবে গরম বেড়েই চলেছে, তার উপর ঘন ঘন লোডশেডিং। এমন অবস্থায় রাণীনগর ব্লকের বিভিন্ন প্রান্তের রোগীরা যাঁরা চিকিৎসার জন্য ব্লক হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের পড়তে হচ্ছে চরম সমস্যায়। 

রোগীরা জানিয়েছেন, রাত হোক কিংবা সকাল বিদ্যুৎ চলে গেলেই হাঁসফাঁস অবস্থা শুরু হয় সকলের। সেখানে কোনো প্রকার জেনারেটর না থাকায় ফ্যান চলে না। তার ফলে চরম গরমের মধ্যে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ হাতপাখা ঘুরিয়েই রোগীদের বাতাস করছেন। আর এভাবেই চলছে রাণীনগরের হাসপাতাল। 

এ প্রসঙ্গে রাণীনগরের বিএমওএইচ জানিয়েছেন, জেনারেটর থাকলেও পর্যাপ্ত পরিমাণে তেল না থাকার ফলে এই সমস্যা। দ্রুত রাজ্য সরকারকে এই সমস্যা জানানো হবে এবং এই সমস্যার সুরাহা করা হবে।

11 months ago