Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

Loadshedding

Mursidabad: বিদ্যুৎ চলে গেলে হাতপাখাই একমাত্র ভরসা, তীব্র গরমে নাজেহাল অবস্থা রোগীদের

লোডশেডিং (Loadshedding) হলে হাতপাখাই একমাত্র ভরসা রোগীদের। মুর্শিদাবাদের (Mursidabad) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালের (Hospital) ঘটনা। অভিযোগ, বিদ্যুৎ না থাকলে নেই কোনও জেনারেটরের ব্যবস্থা। ফলে হাতপাখাই হয়ে ওঠে শেষ ভরসা এমনটাই অভিযোগ তুলেছে হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে রোগীর পরিজনরা।

জানা গিয়েছে, রাণীনগরের সরকারি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়েই রোগীদের বাতাস করতে হচ্ছে। যদিও সেখানে জেনারেটর রয়েছে তবে তেল না থাকার জন্য চালানো হয়না জেনারেটর। ফলে এই তীব্র গরমে সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনরা। দিনের পর দিন যেভাবে গরম বেড়েই চলেছে, তার উপর ঘন ঘন লোডশেডিং। এমন অবস্থায় রাণীনগর ব্লকের বিভিন্ন প্রান্তের রোগীরা যাঁরা চিকিৎসার জন্য ব্লক হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের পড়তে হচ্ছে চরম সমস্যায়। 

রোগীরা জানিয়েছেন, রাত হোক কিংবা সকাল বিদ্যুৎ চলে গেলেই হাঁসফাঁস অবস্থা শুরু হয় সকলের। সেখানে কোনো প্রকার জেনারেটর না থাকায় ফ্যান চলে না। তার ফলে চরম গরমের মধ্যে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ হাতপাখা ঘুরিয়েই রোগীদের বাতাস করছেন। আর এভাবেই চলছে রাণীনগরের হাসপাতাল। 

এ প্রসঙ্গে রাণীনগরের বিএমওএইচ জানিয়েছেন, জেনারেটর থাকলেও পর্যাপ্ত পরিমাণে তেল না থাকার ফলে এই সমস্যা। দ্রুত রাজ্য সরকারকে এই সমস্যা জানানো হবে এবং এই সমস্যার সুরাহা করা হবে।

6 months ago