Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Lighting

Basirhat: মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক মৎস্যজীবীর, আহত আরও এক

মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে (Lighting) মৃত্যু (Death) হল এক মৎস্যজীবীর। এই ঘটনায় আহত (Injured) আরও এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত বসিরহাট (Basirhat) মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিস (Police)।  

পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম দিলীপ মণ্ডল (৫৮)। এই ঘটনায় ওই আহত ব্যক্তির নাম বিকাশ মণ্ডল (৩২)। পুলিস আরও জানিয়েছে, শুক্রবার রাত আড়াইটা নাগাদ কুলগাছি গ্রামের একটি মেছোভেরিতে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় তাঁরা। তারপরেই স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। এমনকি এই ঘটনায় আহত ওই ব্যক্তি এখনও হাসপাতালে ভর্তি।

10 months ago
Lighting: ফের বজ্রাঘাতের জেরে মৃত্যু ১ কিশোর সহ ২ ব্যক্তির, আতঙ্কিত এলাকাবাসী

তীব্র গরমে নাজেহাল ছিল বঙ্গবাসী। তবে কয়েকদিন ধরে বৃষ্টির ফলে অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পেয়েছেন। তবে এই আরামদায়ক ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে বিপত্তি। রাজ্যের জেলায় জেলায় বজ্রাঘাতের জেরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ফের বজ্রাঘাতের (Lighting) জেরে মৃত্যু (Death) হয়েছে ১ কিশোর সহ ২ ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার পৃথক তিনটি এলাকায়। 

উল্লেখ্য, এই ঘটনায় দেওয়ানদিঘি থানার পুলিস পৃথক পৃথক এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করে। দেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তিন জনের নাম দেব হরিজন (১৫), রামপ্রসাদ ঘরুই (৪০), মুক্তার শেখ (৩৬)। 

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, দেওয়ানদিঘি থানার তালিত স্টেশন সংলগ্ন মাঠে খেলার সময় বজ্রাঘাতে গুরুতরভাবে আহত হয় দেব হরিজন নামের ওই কিশোর। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঠিক একই রকমভাবে রায়নার বনগ্রামের বাসিন্দা মুক্তার শেখ নামের ওই ব্যক্তি মাঠে গরু চড়ানোর সময় বজ্রাহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকেও বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে, বর্ধমান থানার কাঁঠালগাছি গ্রামের বাসিন্দা রামপ্রসাদ ঘরুই নামের ওই ব্যক্তিও মাঠে গরু চড়ানোর সময় বজ্রাহত হন। ঠিক একই রকমভাবে তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় তাঁর। 

প্রসঙ্গত, বুধবার দুপুরেই মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাবলা এলাকাতেও ঠিক একই ঘটনা ঘটে। বজ্রাঘাতের জেরে মৃত্যু হয় ২ জনের।

11 months ago
Lighting: মর্মান্তিক! উত্তরকাশীতে বজ্রপাতে মৃত্যু ৩৫০-এর বেশি ভেড়া ও ছাগলের

বজ্রবিদ্যুৎ-এ (Lighting) মৃত্যু প্রায় সাড়ে তিনশো ছাগল এবং ভেড়ার। উত্তরাখন্ডের উত্তরকাশীতে (Uttarkashi) এই বজ্রপাতের ঘটনাটি ঘটে। শনিবার রাতে ৩৫০টি ছাগল ও ভেড়া নিয়ে বৃষ্টির মধ্যে হৃষীকেশ থেকে উত্তরকাশী ফিরছিলেন বারসু গ্রামের এক বাসিন্দা সঞ্জীব রাওয়াত। সঙ্গে তাঁর এক বন্ধুও ছিল। সেই সময় সঞ্জীব ছাগলের দল নিয়ে কিছুটা এগিয়ে যায় এবং তাঁর বন্ধু বৃষ্টির থেকে বাঁচতে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলো।

ঠিক সেই সময়ে খাট্টুখাল বনের একটি বিশাল পাইন গাছে বজ্রপাত হয়। সেই পাইন গাছটির কাছেই ছিল ছাগল ও ভেড়াগুলো। পাইন গাছে বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সবগুলো ছাগল ও ভেড়ার। কোনোভাবে বজ্রপাত থেকে প্রাণে বাঁচে সঞ্জীব ও তার বন্ধু।

স্থানীয় এক গ্রামবাসী জগমোহন রাওয়াত জানিয়েছেন, খাট্টুখাল গ্রামের কাছে জঙ্গলে বাজ পড়ার আওয়াজ তাঁরাও পেয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি এই ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাতের খবর প্রায়ই শোনা যায়। আবহাওয়া দফতরের খবর, ৩০ মার্চ পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে চলবে ভারী বৃষ্টি। ফলে এমন ঘটনা আবারও হতে পারে এই আশঙ্কায় মানুষকে সতর্ক করার কাজও শুরু হয়েছে।

one year ago