Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

LegalNotice

Madhuri: মাধুরী-ঐশ্বর্যকে নিয়ে অপমানজনক মন্তব্য নেটফ্লিক্স সিরিজে, আইনি নোটিস

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) বিষয়ে মানহানিকর মন্তব্য করে অপমান করা হয়েছে নেটফ্লিক্সের (Netflix) সিরিজ 'দ্য বিগ ব্যাং থিওরি'-তে! এমন অভিযোগ করে রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার নেটফ্লিক্সকে পাঠালেন আইনি নোটিস। নেটফ্লিক্স থেকে বিগ ব্যাং থিওরির সেই সিরিজটি যেখানে বলিউডের দুই অভিনেত্রীকে অপমান করা হয়েছে সেটা সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। আর যদি এমনটা না করে নেটফ্লিক্স তবে পরবর্তীতে বড় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। তবে প্রশ্ন হল কী বলা হয়েছে সেই সিরিজে?

জানা গিয়েছে, আমেরিকার বিখ্যাত সিটকম দ্য বিগ ব্যাং থিওরি সিজন ২-এর প্রথম পর্বে মাধুরী ও ঐশ্বর্যকে নিয়ে অপমানজনক দাবি করা হয়েছে। প্রথম পর্বে জিম পার্সনসের যে চরিত্রটা আছে অর্থাৎ শেলডন কুপার ঐশ্বর্য রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিতের তুলনা করেন। একটি দৃশ্যে তিনি ঐশ্বর্যকে 'গরীবের মাধুরী' বলেন। এর উত্তরে কুণাল নায়ারের চরিত্র অর্থাৎ রাজ কুথ্রাপাল্লি বলে, 'ঐশ্বর্য রাই দেবীর মতো, সেখানে মাধুরী দীক্ষিত একজন দেহব্যবসায়ী।'

এমন মন্তব্য করাতেই রাজনৈতিক বিশ্লেষক চটে গিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেন, নেটফ্লিক্সে কী কী ধরণের তথ্য যাচ্ছে তার জন্য নেটফ্লিক্সতেই তার দায় নিতে হবে। এটা তাদেরই দায়িত্ব যে, ওটিটি প্ল্যাটফর্মে যে যে ধরণের কনটেন্ট যাচ্ছে তাতে যাতে কোনওভাবে কোনও রকমের মানহানিকর, অপমানজনক, আক্রমণাত্মক মন্তব্য না থাকে। তিনি জানিয়েছেন যে, তাঁর অত্য়ন্ত খারপ লেগেছে যে বিগ ব্য়াং থিওরিতে নারীদের ছোট করে দেখানোর মত মন্তব্য করা হয়েছে। তিনি আরও বলেছেন, এসব সিরিজগুলো সমাজের উপর বড় প্রভাব ফেলে। ফলে এই বিষয়গুলি নিয়ে বেশি করে সচেতন হওয়া উচিত।

one year ago
Sovon: ফেসবুকে শোভনের সঙ্গে ছবি! দেবশ্রী রায়কে আইনি নোটিস প্রাক্তন মেয়রের

দেবশ্রী রায়ের করা ফেসবুক পোস্টে চক্রান্তের গন্ধ পেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠালেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। জানা গিয়েছে, দেবশ্রী রায় (Debashree Ray) ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে সামাজিক মাধ্যমে (Facebook Post) শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন। সেই ছবি শেয়ারের জেরে কলকাতার প্রাক্তন মেয়রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পাশাপাশি জনমানসে খারাপ প্রভাব পড়েছে এই অভিযোগ তুলে টলিউড অভিনেত্রীকে আইনি নোটিস পাঠান শোভন চট্টোপাধ্যায়। 

এই প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শোভনবাবু বলেন, 'আমার কয়েকজন পরিচিত দেবশ্রী রায়ের দুটি প্রোফাইল থেকে কতগুলো ফেসবুক পোস্টের দৃষ্টি আকর্ষণ করেন। আমার ছবি দিয়ে আমার অজ্ঞাতে, সম্মতি ছাড়াই, আমার পারিবারিক অনুষ্ঠানে, আমার পদ ব্যবহার করে ২০১৭, ১৮, ১৯ সালে সঙ্গে মেয়র, সঙ্গে শোভন--এসব উল্লেখ করে পোস্টগুলো করা হয়েছে। ছবিগুলো দেখলে মনে হবে ঘটনাগুলো ২০১৭,১৮,১৯ সালে ঘটেছে। কিন্তু ঘটনা অনেক আগের। আমি এর পিছনে পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি। প্রসঙ্গত দেবশ্রী রায় আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। আদালত সেই মামলা খারিজ করেছে। আমি এর জন্য দেবশ্রী রায়কে নির্দিষ্টভাবে আইনি নোটিস পাঠিয়েছি। ভবিষ্যতে এ ধরনের চক্রান্ত হলে, যতদূর যাওয়ার আমি সেভাবে ব্যবস্থা নেবো।'      

যদিও এবিষয়ে অভিনেত্রীর সঙ্গে বারবার যোগাযোগ করেও কোন উত্তর মেলেনি। 

one year ago