Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Lalbazar

Lalbazar: গার্ডেনরিচকাণ্ড থেকে শিক্ষা! বেআইনি নির্মাণ রুখতে কড়া লালবাজার, চালু হেল্পলাইন নম্বর

গার্ডেনরিচের বেআইনি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গরিব মানুষের ছাদের ওপর। ওই গার্ডেনরিচেই একাধিক অবৈধ বহুতল ধরা পড়েছে সিএন-র ক্যামেরায়। শুধু গার্ডেনরিচ কেন, পিকনিক গার্ডেন, চেতলা, বিরাটিতেও ভেঙে পড়তে দেখা গিয়েছে কোথাও বহুতল কোথাও বহুতলের একাংশ। অকালে, অন্যের ভুলের খেসারতে প্রাণ গিয়েছে সাধারণের। এই এতগুলি প্রাণ যাওয়ায়, এবার খানিক সচেতন হয়েছে লালবাজার। বেআইনি নির্মাণ রুখতে প্রোমোটার ও ডেভলপারদের সচেতন করা হল লালবাজারের তরফে। পাশাপাশি অবৈধ নির্মাণ রুখতে খুলে দেওয়া হল হেল্পলাইন নম্বর। নম্বরটি হল ৯৪৩২৬১১০০০।

শহরে প্রোমোটার ও ডেভলপারদের নিয়ে মঙ্গলবার লালবাজারে বৈঠক করেন অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা। সেই বৈঠকে চালু করা হয় এই নম্বর। কোথাও কোনও নির্মাণকাজ করতে গেলে এলাকার সিন্ডিকেট যদি চাপ দেয় কিংবা কেউ টাকার জন্য চাপ সৃষ্টি করে তাহলে প্রোমোটার ও ডেভপলাররা ৯৪৩২৬১১০০০ এই নম্বরে ফোন করে পুলিসকে জানাতে পারবেন। অভিযোগ পেলে পুলিস তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে লালবাজার।

প্রসঙ্গত, এর আগে যখন প্রশ্ন তোলা হয়েছে এইসমস্ত বেআইনি নির্মাণের জন্য কে বা কারা দায়ী? তখন মেয়র কাউন্সিলরের দোষ ঢেকে দিয়েছেন প্রোমোটারকে। স্থানীয় বাসিন্দারা সব ক্ষোভ উগরে দিয়েছেন প্রোমোটার সহ কাউন্সিলরের ওপরেও। এদিকে, সংশ্লিষ্ট পুরসভার ভূমিকা তো রয়েছেই প্রশ্নচিহ্নের মুখে। এসব দেখে মানুষ আরও বেশি আতঙ্কে।

a month ago
Bhangar: দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে বোমার কারখানা, ভাঙড়ের নতুন ৮ থানার টার্গেট বেঁধে দিল লালবাজার

দায়িত্ব নিয়েই বন্ধ করতে হবে বোমার কারাখানা। দত্তপুকুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভাঙড়ের নতুন আট থানার সামনে এই টার্গেট বেধে দিল লালবাজার। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলে তৈরি হবে কলকাতা পুলিশের দশম ডিভিশন। আটটি থানায় ১৭৫ জন করে থাকবেন পুলিশ কর্মী। সেই কাজ শুরুর আগেই লালবাজার জানিয়েদিল, যে করেই হোক ভাঙড়কে বোমামুক্ত করতেই হবে।

আগে ছিল দুটি থানা, তা ভেঙে নতুন করে মোট আটটি থানা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ভোট এবং তার পরবর্তী সময়েও কাশীপুর-সহ ভাঙড়ের একাধিক এলাকায় রোজই বোমাবাজির ঘটনা ঘটেছে।এমনকী, কাশীপুর থানা এলাকার একাধিক গ্রামে যে বোমা তৈরির কারখানা রয়েছে, সেই ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন থানা হওয়ার আগেই ভাঙড় নিয়ে সতর্ক লালবাজার। সাফ নির্দেশ, যে করেই হোক এই বোমা কারখানা বন্ধ করতেই হবে।

এদিকে, দত্তপুকুরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে ইতিমধ্যেই সাসপেন্ড করা রয়েছে। পুলিশের নিচু তলায় দুর্নীতিতে যে এখনও মজুত রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী।

9 months ago
Jadavpur: র‍্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর চালু লালবাজারের, পোস্টার যাদবপুরে

র‍্যাগিং রুখতে এবার টোল ফ্রি হেল্পলাইন নম্বর প্রকাশ করল লালবাজার। ইতিমধ্যেই যাদবপুরের মেন হস্টেলের বাইরে একটি পোস্টার লাগানো হয়েছে। যেখানে রয়েছে হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮।

যাদবপুরের ছাত্র মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার পরেই র‍্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে নম্বরে ফোন করলেই র‍্যাপিড অ্যাকশন নেওয়া হবে। এমনকি অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখা হবে। এবার সেই মতোই কাজ শুরু করে দিল লালবাজার। ইতিমধ্যেই যাদবপুরের মেন হস্টেলের বাইরে লাগানো হয়েছে এই পোস্টার।

শুধু যাদবপুর নয়। এই পোস্টার লাগানো হচ্ছে শহরের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির সামনে। যে পোস্টারে লালবাজারের তরফ থেকে অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।

9 months ago


Lalbazar: প্রতিটি থানা এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, 'মোখা'র মোকাবিলায় কন্ট্রোলরুম লালবাজারেও

মনি ভট্টাচার্য: ঘূর্ণিঘড় 'মোখা'র মোকাবিলায় সক্রিয় কলকাতা পুলিস (Kolkata Police)। কলকাতা পুলিস সূত্রে খবর, এ সংক্রান্ত মোকাবিলায় লালবাজারে (Lalbazar) খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room)। কীভাবে 'মোখা'র মোকাবিলায় সহায় হবে লালবাজার! সিএন ডিজিটালকে বিস্তারিত জানালেন কলকাতা পুলিসের টেকনিক্যাল বিভাগের এক অতিরিক্ত পুলিস কমিশনার। লালবাজারের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কলকাতা পুলিসের ওই এসিপি জানালেন, ডিএমডি, কেএমসি, সিইএএসসি ইত্যাদি দফতরের সঙ্গে যোগাযোগ থাকবে এই কন্ট্রোল রুমের। কোনো ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই থানা ভিত্তিক এলাকাগুলিতে পুলিস বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দফতরের বাহিনী পাঠিয়ে মোকাবিলা করা হবে। 

সরকারের তরফে ঘূর্ণিঝড় 'মোখা'র মোকাবিলায় জারি করা হয়েছে সতর্কতা।  শনিবার নবান্নে কন্ট্রোল রুম খোলার কথাও জানানো হয়েছিল। কথামতো 'মোখা'র মোকাবিলায় নবান্নে শনিবারই কন্ট্রোল রুম  চালু করা হয়েছে। পাশাপাশি 'মোখা'র মোকাবিলায় এবার কলকাতা পুলিসের তরফেও খোলা হয়েছে হেল্পলাইন। রবিবার সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গিয়েছে কলকাতা পুলিসের কন্ট্রোল রুম। 

লালবাজার সূত্রে খবর, রবিবার থেকেই দিনে ৩ শিফটে ওই কন্ট্রোল রুমে বিপর্যয় মোকাবিলার সঙ্গে ডিএমডি, কেএমসি, সিইএসসি দফতরের একজন আধিকারিক থাকবেন। তাদের সাহায্যেই প্রতিটি থানা এলাকায় সংশ্লিষ্ট দফতরের বাহিনী পাঠানো হবে।

লালবাজার সূত্রে খবর, ওই কন্ট্রোলরুম গুলির কয়েকটি নম্বর চালু করা হয়েছে। যাতে বিপদের সম্মুখীন হলেও ওই কন্ট্রোল রুমের সাহায্য নিতে পারে মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দুপুর থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যদি শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এটিই হবে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে, আগামী ৮ মে এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে পরিণত হবে। তারপর ৯ মে এটি বঙ্গোপসাগর থেকে আরও জলীয় বাষ্প সংগ্রহ করে গভীর নিম্নচাপে পরিণত হবে।

এ পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই লালবাজারের কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে একটি হোয়াটস‌ অ্যাপ নম্বরও খোলা হয়েছে। নম্বরগুলি হলো, ২২১২ ১৮৯০, ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪, ২২৫০ ৫১৪৬। এর পাশাপাশি লালবাজারের কন্ট্রোল রুমের হোয়াটস‌ অ্যাপ নম্বর ৯৪৩২৬১০৪৫০।

one year ago
Bridge: দু'দিন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতু, জেনে নিন কবে কবে

কেবল পরীক্ষা এবং মেরামতির কাজের জন্য আগামী ২৯ এপ্রিল (April), শনিবার এবং ৩০ এপ্রিল, রবিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Bidyasagar Bridge) দিয়ে সব রকমের যান চলাচল। লালবাজার (Lalbazar) জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু। তবে সেতু বন্ধ থাকার সময়ে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মঙ্গলবার কলকাতা পুলিসের কর্তাদের সঙ্গে বৈঠক করেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার জেলার পুলিসকর্তারা। কোন পথে গাড়ি ঘোরানো হবে, সেই সম্পর্কে আলোচনা হয় ওই বৈঠকে।

লালবাজার জানিয়েছে, যে সব পণ্যবাহী লরি এখন বেহালা-আলিপুরের দিক থেকে এসে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করে, সেগুলিকে ওই দু’দিন হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা লরি বা ট্রাককে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে ওই একই রুটে। আবার বন্দর এলাকা থেকে যে সব লরি এবং ট্রাক শহরের বাইরে যায়, তাদের হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে নিবেদিতা সেতুতে। এক পুলিসকর্তা জানান, ছোট গাড়িকে সেতুতে উঠতে দেওয়া হবে না। সেগুলি যাতায়াত করবে স্ট্র্যান্ড রোড এবং হাওড়া সেতু হয়ে।

one year ago


Tiljala: তিলজলা খুনে তান্ত্রিক রহস্য নেই, খুনের কারণ বিকৃত যৌন লালসা: লালবাজার

ভেবেছিলাম অন্যের নির্দেশে খুন করেছি বললে সাজা কম হবে।' তিলজলা (Tiljala) শিশু (Minor) খুনে পুলিসের (Police) জেরায় এমনিই দাবি অভিযুক্ত আলোক কুমার সাউয়ের। কোনও তান্ত্রিকের নির্দেশে নয়, বরং নিজের বিকৃত যৌন লালসা মেটাতেই তিলজলার সাত বছরের শিশুকন্যাকে নিগ্রহ করে খুন করেছিল অভিযুক্ত অলোক কুমার। লালবাজারের দাবি, জেরায় প্রথমে তান্ত্রিকের গল্প ফাঁদলেও পরে সে দাবি করেছে যে, নিজের বিকৃত যৌন চাহিদার কথা ঢাকতেই ওই কথা বলেছিল। তার ধারণা ছিল, এর জেরে তার শাস্তি কম হবে। কিন্তু গোয়েন্দাদের লাগাতার জেরার মুখে সে স্বীকার করেছে যে, খুনের পিছনে রয়েছে তার বিকৃত যৌন লালসা।

এক গোয়েন্দাকর্তা জানান, ধৃত অভিযুক্ত বিকৃতকাম। সেই কারণেই প্রতিবেশীর নাবালিকা মেয়েকে জোর করে ফ্ল্যাটে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার পরে খুন করেছিল সে। পুলিসি জেরায় প্রথম থেকে তান্ত্রিকের কথা বললেও অলোকের বক্তব্যে একাধিক অসঙ্গতি ছিল। সে এক তান্ত্রিকের কথা বলেছিল। পুলিস সূত্রের খবর, তদন্তে নেমে ধৃতকে সেখানে নিয়ে যাওয়া হলেও কাউকেই সে শনাক্ত করতে পারেনি। পরে স্বীকার করে, পুলিসকে বিভ্রান্ত করতে ও সাজা কমাতেই তান্ত্রিকের গল্প ফেঁদেছি।

লালবাজার জানিয়েছে, ২৬ মার্চ ময়লা ফেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি। অভিযোগ, তিলজলা থানার পুলিস নিখোঁজ ডায়েরিকে প্রথমে গুরুত্ব দেয়নি। পরে ওই আবাসনে তল্লাশি শুরু হলে তেতলার ফ্ল্যাট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, ময়লা ফেলে ফ্ল্যাটে ফেরার সময়ে অলোক শিশুটির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যায় এবং খুন করে। অভিযোগ, তার উপরে যৌন নির্যাতনও চালায় সে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে তিলজলা। পুলিসের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানো হয়। ঘটনার তদন্তে কলকাতায় আসেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো। শুক্রবার ওই তদন্ত নিয়ে প্রকাশ্যেই বিরোধ বাধে জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনদের মধ্যে। এর মধ্যেই তদন্তকারীদের সঙ্গে কথা বলার পরে প্রিয়ঙ্ক অভিযোগ করেন, সেখানে ক্যামেরায় সব রেকর্ড করা হচ্ছিল বলে তিনি আপত্তি জানালে তিলজলা থানার তৎকালীন ওসি বিশ্বক মুখোপাধ্যায় তাঁকে মারধর করেন। তিনি লিখিত অভিযোগ করলে লালবাজার ওসির বিরুদ্ধে মামলা রুজু করে এবং তাঁকে সরিয়ে দেয়। লালবাজার জানিয়েছে, ওই ঘটনার তদন্ত করছে গোয়েন্দা বিভাগ। তদন্তে অভিযোগকারী এবং অভিযুক্তকে ডেকে পাঠানো ছাড়াও ক্যামেরার ছবি খতিয়ে দেখা হবে।

one year ago
Eden: ১২ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা ওডিআই, নিরাপত্তা খতিয়ে দেখতে ইডেন ঘুরলেন নগরপাল

ভারত-শ্রীলঙ্কা (India-Srilanka ODI) একদিনের ম্যাচের আগে ইডেন গার্ডেনস পরিদর্শনে কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Kolkata CP Vineet Goyel)। মঙ্গলবার তাঁর সঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ম্যাচ আয়োজনের নিরাপত্তাজনিত প্রস্তুতি খতিয়ে দেখেন নগরপাল। ছিলেন লালবাজারের উচ্চপদস্থ পুলিসকর্তারা। ৬ বছর পর ইডেন গার্ডেনসে (Eden Gardens) আয়োজিত হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। দ্বিতীয় এই একদিনের ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এদিন ইডেন পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল।

এদিন পুলিস কমিশনার ছাড়াও ছিলেন জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) শুভংকর সিনহা সরকার-সহ অন্য উচ্চপদস্থ পুলিসকর্তারা। দর্শকাসন থেকে লোহার নেট নিয়ে নিরাপত্তা কী রয়েছে সেটা দেখেন পুলিসকর্তারা। পাশাপাশি দর্শকদের প্রবেশ এবং প্রস্থান পথ কীভাবে থাকবে, সে নিয়ে আলাদা করে বৈঠক করেন তিনি। এই সময়ই বাবুঘাট দিয়ে গঙ্গাসাগর মেলায় যাওয়ার একটা ঢল থাকে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আরও সতর্ক কলকাতা পুলিস।

এদিকে এবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচে অনেক আকর্ষণ রয়েছে। এবার ইডেনে পাওয়া যাবে নতুন ভিআইপি লাঞ্চ, থাকছে নবরূপে সুসজ্জিত প্রেস বক্স। এদিন থেকেই খুলেছে ভারত শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির উইন্ডো। অনলাইনে সমস্ত টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। অনেকে অফ লাইনের আশায় ভিড় জমাচ্ছেন ইডেন গার্ডেনসের টিকিট কাউন্টারে। এই প্রসঙ্গে উল্লেখ্য, রোহিত শর্মার লাকি স্টেডিয়াম ইডেন গার্ডেন। তাই বিরাট আর রোহিত শর্মার খেলা দেখার জন্য উৎসাহিত ক্রিকেট প্রেমী বাঙালি।

one year ago
Rashid Khan: রশিদ-কাণ্ডের পর নড়েচড়ে বসল লালবাজার, নাকা চেকিং নিয়ে বড়সড় পদক্ষেপ

দিন দুয়েক আগেই শহর কলকাতার (Kolkata) বুকে পুলিসি হেনস্থার ঘটনায় সরব হয়েছিলেন উস্তাদ রশিদ খানের পরিবার (Rashid Khan)। অভিযোগ, নাকা চেকিংয়ের সময় উস্তাদজির গাড়ি আটকে 'ঘুষ' চায় কর্তব্যরত পুলিস কর্মী। সেই ঘুষ দিতে অস্বীকার করায় উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। কিন্তু এরপরেও থেমে না থেকে রাতেই শিল্পী এবং তাঁর স্ত্রীকেও থানায় ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করার গুরুতর অভিযোগ এসেছিল সামনে। আর এরপরেই পদ্ম (Padma Bhushan) সম্মানপ্রাপ্ত সঙ্গীত শিল্পী এবং তাঁর পরিবারকে এরকম অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকার জন্য গোটা বাংলা তথা দেশের সর্বস্তরে ওঠে সমালোচনার ঝড়।

এদিকে শুক্রবার এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রশিদ খানের পরিবারের সঙ্গে কথা বলেন খোদ কলকাতার সিপি। পাশাপাশি বৃহস্পতিবার শিল্পীর নাকতলার বাড়িতে উপস্থিত হন লালবাজারের তদন্তকারী অফিসাররা। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল।


তবে শুধুমাত্র এই ঘটনার বিভাগীয় তদন্তই নয়, এবার এই অপ্রীতিকর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করেছে লালবাজার। এবার থেকে নাকা চেকিং পয়েন্টে কোনও অ্যাকশনের সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীর সঙ্গে থাকা ক্যামেরা সবসময় চালু রাখতে হবে, যাতে সম্পূর্ণ ঘটনা রেকর্ড করা যায়। এছাড়াও পুলিসের সঙ্গে গাড়ির চালক বা যাত্রীদের মধ্যে কী কথোপকথন হচ্ছে তা জানার জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

one year ago


Entally: চিকিৎসার জন্য বিহার থেকে কলকাতায় এসে খুন তরুণী, তদন্তে হোমিসাইড শাখা

বিহার (Bihar) থেকে চিকিৎসার জন্য কলকাতায় এসে খুন তরুণী (Young Girl Murder)। এন্টালির থানা (Entally PS) এলাকায় রেলের এক পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার বছর ১৮-র ওই তরুণী গলা কাটা দেহ। সোমবার সকাল ১১টা নাগাদ উদ্ধার হয়েছে দেহ। এন্টালি থানায় দায়ের হওয়া খুনের অভিযোগে তদন্তে এন্টালি থানা এবং লাল বাজারের হোমিসাইড শাখা। এই খুনের ঘটনায় তিন অভিযুক্তর খোঁজে ভিন রাজ্যেও পাড়ি দেবে কলকাতা পুলিস।

স্থানীয় জানা গিয়েছে, সোমবার সকালে জানা যায় রেলের পরিত্যক্ত কোয়ার্টারে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। দিন কয়েক আগে এক আত্মীয়কে নিয়ে কলকাতায় চিকিৎসার জন্য আসেন এবং রেলের এই কোয়ার্টারে এক আত্মীয়র কাছে ওঠেন। সোমবার সকালে স্থানীয়রা কোয়ার্টারে ঢোকার মুখে অনেকগুলো জুতো দেখতে পান। অনুমান হয়তো ঘরের ভিতরে অনেকে রয়েছেন। পরে জানা যায় খুনের তদন্তে এলাকায় পুলিস এসেছে।

দেখা যায় ওই তরুণীর রক্তাক্ত দেহ, গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অনেকে মিলে এই তরুণীকে খুনের অনুমান পুলিসের। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের, প্রত্যেকে মৃতার পূর্ব পরিচিত এমনটাই অনুমান তদন্তকারীদের। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের অপেক্ষায় পুলিস। তবে এই তরুণীকে চেনে না স্থানীয়রা, এমনটাই সূত্রের খবর।

2 years ago
Howrah: পাণ্ডে ভাইদের বাড়িতে যখের ধন! অনুসন্ধান শুরু ইডির, লালবাজারের সঙ্গে কথা?

হাওড়ায় শিবপুর এবং মন্দিরতলা (Shibpur) থেকে টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত অনুসন্ধান ইডির (ED)। ইডি সূত্রে খবর, হেয়ার স্ট্রিট থানায় যে এফআইআর (FIR) হয়েছিল সেই এফআইআর কপি ইতিমধ্যেই সংগ্রহ করেছে তারা। বিদেশ থেকে টাকা আসার একটি বিষয় উঠে আসছে, সেখানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা মনে করছে বড় কিছু তথ্য থাকতে পারে। প্রয়োজনে ইডি আধিকারিকরা লালবাজারের আধিকারিকদের সঙ্গে কথাও বলবেন।

পরবর্তীতে ইসিআইআর করে তদন্তে নামতে পারে ইডি। ইতিমধ্যেই শুধু অনুসন্ধানের কাজ শুরু করেছে। সমস্ত তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। এই বিপুল পরিমান টাকার উৎস কী? সমস্ত কিছু জানার জন্য কলকাতা পুলিসের সঙ্গে কথা বলবে ইডি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, হাওড়ার শিবপুরে ফের সেই পাণ্ডে ভাইদের বাড়িতেই উদ্ধার হয় বিপুল নগদ। শনিবার এবং রবিবার মোট দু'দিন মিলিয়ে ৮ কোটি টাকারও বেশি টাকা উদ্ধার হয়েছে তাঁদের শিবপুর এবং মন্দিরতলার দুই ফ্ল্যাট থেকে। রবিবার রাতে শিবপুরের ৩৫ নম্বর অপ্রকাশ মুখার্জি লেনের বৈভব অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে হানা দিয়েছিল অ্যান্টি ব্যাঙ্ক পুলিস।

এরপরই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬ কোটি টাকা। এই নগদ রাখা ছিল ৫০০ এবং ২০০০ টাকার বান্ডিলে। টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করেছে পুলিস। মন্দিরতলায় আবার পাণ্ডে ভাইদের গ্যারাজে রাখা গাড়ি থেকে উদ্ধার দু'কোটি টাকা। 

2 years ago


Car: নবান্ন অভিযানে গাড়িতে অগ্নিসংযোগ, ধৃত মূল অভিযুক্ত, ১১ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা

বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিসের গাড়িতে অগ্নিসংযোগের (Arson Case) ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১। বুধবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রের খবরে জোড়াসাঁকো মণ্ডলকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস (Kolkata Police)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দীপ সরকার নামে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সাধারণ জীবনযাপনে আতঙ্ক বা অশান্তি তৈরি মতো ধারাতেও মামলা রুজু হয়েছে।

বুধবারই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নবান্ন অভিযানের নামে যারা অসামাজিক কাজ করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিস। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিজেপির নবান্ন অভিযানকে গুণ্ডামি-দাদাগিরি বিশেষণে দুষেছেন। এই পরিস্থিতিতে বুধবার বেলেঘাটা-নারকেলডাঙা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিল লালবাজার। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

2 years ago
Nabanna: মিছিলের ত্র্যহস্পর্শে মঙ্গলবার নবান্ন ঘিরবে বিজেপি, শহর সচল রাখতে পাল্টা প্রস্তুত লালবাজার

তিন জায়গা থেকে বিজেপির (BJP) নবান্ন অভিযানের (Nabanna Abhijan) পদযাত্রা এগোবে রাজ্য সচিবালয়ের দিকে। একটি পদযাত্রায় নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য দফতর থেকে সেই মিছিল এগোবে নবান্নের দিকে। সাঁতরাগাছি থেকে একটি মিছিল এগোবে নবান্নমুখী, এই মিছিলের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর হাওড়া ময়দানের মিছিলকে নেতৃত্ব দেবেন সুকান্ত মজুমদার। সোমবার এই রুটম্যাপ জানান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

তিনি জানান, শান্তিপূর্ণভাবে মানুষের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে রাখতে এই নবান্ন অভিযান। তবে বিজেপির এই কর্মসূচি আটকাতে পুলিস-প্রশাসন সক্রিয় হয়েছে। রাজ্যের একাধিক স্টেশনে বিজেপির কর্মী-সমর্থকদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে। ফালাকাটা, আলিপুরদুয়ার স্টেশনে বিজেপি কর্মীদের আটকাতে ঢুকে গিয়েছে রাজ্য পুলিস। এই অভিযোগ এদিন তোলেন সুকান্ত মজুমদার।

পাশাপাশি তাঁর হুমকি, 'পুলিসের এই অতিসক্রিয়তার জেরে কোনওভাবে আইনশৃঙ্খলার সমস্যা হলে তার দায় প্রশাসনের। আশা করব পুলিস-সহ অন্য সরকারি কর্মী যারা আছেন, তাঁরা আমাদের সাহায্য করবেন। কারণ মহার্ঘ ভাতা তাঁদেরও বাকি। তাঁদেরও একটা সংসার, সন্তান-সন্ততি আছে।' ১৪৪ ধারা ভেঙেই আমরা নবান্নের দিকে যাব। এদিন হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এদিকে, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল সচল রাখতে তৎপর কলকাতা পুলিস। জানা গিয়েছে, এই কর্মসূচির নাকি অনুমতি নেই।

তাও দিলীপ ঘোষের নেতৃত্বে একটা মিছিল কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে। সেই মিছিল আটকাতে কলেজ স্কোয়ারে জারি ১৪৪ ধারা। সারা কলকাতাজুড়ে ২০০০ পুলিস মোতায়েন থাকবে। বিশেষ নজরদারির দায়িত্বে স্পেশাল সিপি দময়ন্তী সেন। অ্যাডিশনাল সিপি ২ জন, ডিসি পদমর্যাদার আইপিএস ১৮ জন। অ্যাসিসটেন্ট কমিশনার ৩২ জন। এছাড়াও ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার ৬২ জন এবং সার্জেন্ট থাকছেন ১২৪ জন। শহরের বিভিন্ন মোড়ে রাখা থাকবে ৫টি জল কামান। দুটি কলকাতা পুলিসের বজ্র যান। কাল সকাল থেকেই ড্রোনের মাধ্যমে আকাশপথে চলবে নজরদারি। সম্ভবত মঙ্গলবার দিনের বিশেষ সময়ে বন্ধ থাকবে হাওড়া এবং হুগলী ব্রিজ।

লাল বাজার সূত্রে খবর, অপ্রীতিকর পরিস্থিতি রোধে পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া ব্রিজে ওঠার মুখে পুলিসি বাধার মুখে পড়বে বিজেপির পদযাত্রা। এমনটাই লালবাজার সূত্রে খবর। অর্থাৎ মঙ্গলবার কাজের দ্বিতীয় দিনে শহর সচল রাখতে সব ব্যবস্থা সেরে রেখেছে কলকাতা পুলিস।

2 years ago