Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

LPGPriceHike

Price Hike: আন্তর্জাতিক নারী দিবসে বড় ঘোষণা মোদীর, একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম

আজ আন্তর্জাতিক নারী দিবস। আর সেই উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ উপহার মোদী সরকারের তরফে। এক ধাক্কায় ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্র। লোকসভা ভোটের আগে স্বাভাবিকভাবে বড় চমক নরেন্দ্র মোদীর। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী। এরফলে কয়েক লক্ষ পরিবার উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি আরও এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের মাধ্যমে ৩০০ টাকা করে ভর্তুকি পান গ্রাহকরা। এরপরেই গৃহস্থ্যের ঘরে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

সামনেই লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহের শেষের দিকেই সম্ভবত দেশে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এবারের ভোটে ৪০০ পারের টার্গেট নিয়েছে মোদী সরকার। কিন্তু একাধিক ইস্যুর পাশাপাশি মূল্যবৃদ্ধি বড় চ্যালেঞ্জ দিল্লির মোদী সরকারের কাছে। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া।

এমনকি রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা। আর এই বিষয়টিকে নিয়ে বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই অবস্থায় রান্নার গ্যাসের দাম কমানো বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তাও আবার মহিলা দিবসের দিনেই ১০০ টাকা গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি লিখছেন, আন্তর্জাতিক নারী দিবসে বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গোটা দেশে লক্ষ লক্ষ পরিবারের উপর আর্থিক বোঝা কমাবে। বিশেষ করে দেশের নারী শক্তি উপকৃত হবে। মহিলাদের ক্ষমতায়ন এবং জীবনযাত্রা আরও সহজ হবে বলেও টুইট প্রধানমন্ত্রী।

2 months ago
Price Hike: বাজেটের দিনই দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় নতুন দাম কত?

কেন্দ্রীয় বাজেট পেশের দিনই একলাফে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। গোটা দেশেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। তার আগে আজই অন্তর্বর্তী বাজেট পেশ মোদী সরকারের। এই দিনই বাড়ল রান্নার গ্যাসের দাম।

আজ ১ ফেব্রুয়ারি থেকে বেড়ে গেল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে আজ বৃহস্পতিবার থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১৮৭ টাকা। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। গত মাসে এই দাম ছিল ১,৮৬৯ টাকা। অর্থাৎ, কলকাতায় বাণিজ্য়িক সিলিন্ডারের দাম বাড়ল ১৮ টাকা করে।

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও এখন বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে না। সুতরাং সেদিক থেকে বড়সড় স্বস্তি গৃহস্থ পরিবারের।

3 months ago
LPG Price: পুজোর মাসে বড় ধাক্কা, ২০৯ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম!

আর মাত্র কয়েকদিন, তার পরই শুরু হবে উৎসব। আর এই উৎসবের মরশুমেই বড় ধাক্কা পেল সাধারণ মানুষ। আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার (Commercial Gas) গ্যাসের দাম ২০৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। আগের মাসেই গৃহস্থের কাজে ব্যবহৃত ও বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল। কিন্তু মাস পেরোতে না পেরোতেই এবারে বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Price Hike) বাড়ানো হল, তাও আবার দুশো টাকার বেশি। এই দাম রবিবার অর্থাৎ ১ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে৷

এই দাম বৃদ্ধির পরে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭৩১.৫০ টাকা৷ এদিকে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৯৮ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৬৮৪ টাকা। আর কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৩৯.৫ টাকা।

এর আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরেই বাণিজ্যিক গ্যাসের দাম ১৫৭ টাকা কমানো হয়েছিল। ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দামও ২০০ টাকা কমানো হয়েছিল। কিন্তু ঠিক পুজোর মাসেই বাড়িয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে এর থেকে আশঙ্কা করা হচ্ছে, উৎসবের মরশুমে হোটেল, রেস্তোরাঁয় খাবারের দামও বৃদ্ধি পেতে পারে। আর এর ফলে পকেটে টান পড়তে চলেছে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গার্হস্থ্যের কাজে ব্যবহৃত গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।

7 months ago