Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

KunohForest

Cheetah: ধরে রাখাই যাচ্ছে না, কুনো থেকে শুধুই পালিয়ে বেড়াচ্ছে নামিবিয়ার এক চিতা

মাসখানেক আগেই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো থেকে পালিয়ে গিয়েছে একটি চিতা (Cheetah)। লোকালয়ে ঢুকে পড়েছিল সেই বন্যপ্রাণ। তারপর কুনো থেকে ২০ কিলোমিটার দূরের এক গ্রামে সেই চিতার খোঁজ পাওয়া যায়। বন দফতরের কর্মীরা সেটিকে ধরতে গেলে সেখান থেকে পালিয়ে যায় চিতা। শেষমেশ তাকে ঘুমের গুলি ছুড়ে বেহুঁশ করে তুলে নিয়ে এসে কুনোতে ছেড়ে দেওয়া হয়। কিছুতেই চিতাটিকে আটকে রাখা যাচ্ছে কুনোতে। বারবার কুনো থেকে পালিয়ে যাওয়ার কারণে চিতাটির নাম দেওয়া হয়েছে ‘ভবঘুরে’। 

কুনোতে ফিরিয়ে নিয়ে আসার পর আবার পালিয়ে গিয়েছে সেটা। তবে এবার কুনো থেকে পালিয়ে ১০০ কিলোমিটার পথ পেরিয়ে শিবপুরী জেলার মাধব জাতীয় উদ্যানে ঢুকে পড়েছে সেটা। কুনোতে চিতা ছাড়ার পর থেকে কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে। চিতাবাঘের সামনাসামনি হয়ে চিতার যাতে কোনও ক্ষতি না হয়, তাই চিতাবাঘগুলি অন্যত্র সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও নামিবিয়ার চিতা নিয়ে চিন্তা বেড়েই চলেছে বন দফতরের। সেক্ষেত্রে রাজ্যের মুখ্য বনাধিকারিক জেএস চৌহান বলেন, 'ওবানের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। যতক্ষণ ওবান নিরাপদে, ততক্ষণ আমরা কোনও রকম হস্তক্ষেপ করব না।'

one year ago