Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

KritiSanon

Kriti: সুশান্তের স্মৃতিতেই নিজের প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন কৃতি? বললেন নিজেই

অভিনেত্রী কৃতি শ্যানন (kriti Sanon) সম্প্রতি নিজের প্রোডাকশন হাউজ অর্থাৎ প্রযোজনা সংস্থার ঘোষণা করেছেন। এরপর থেকেই সেই সংস্থার নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী তাঁর প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন 'ব্লু বাটারফ্লাই ফিল্মস' (Blue Butterfly Films)। এই নাম থেকে উঠে এসেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ। প্রসঙ্গত, একসঙ্গে ছবিতে কাজ করেছিলেন কৃতি এবং সুশান্ত। শোনা গিয়েছিল, রিল লাইফের রোম্যান্স গড়িয়েছিল ব্যক্তিগত জীবনেও। এই নীল প্রজাপতি নাকি সুশান্তের প্রিয়। তাই অভিনেত্রী প্রাক্তনের কথা মনে করে নিজের প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন বলে চর্চা শুরু হয়েছিল। সত্যিই কী তাই? অভিনেত্রীই উত্তর দিলেন।

কৃতিকে সম্প্রতি প্রশ্ন করা হয়, তাঁর প্রোডাকশন হাউজের নামের পিছনে কী ভাবনা রয়েছে ? অভিনেত্রী উত্তরে বলেন, 'আমি প্রজাপতি ভালোবাসি এবং নীল রং ভালোবাসি। আমার ইনস্টাগ্রামের বায়োতে লম্বা সময় ধরে সেটি রয়েছে। আমি এটি আমার ক্যাপশনে ব্যবহার করি এবং কবিতায় ব্যবহার করি। 'কৃতি আরও বলেন, এই নীল প্রজাপতি স্বপ্ন, বিমান, স্বাধীনতা, উদারতা ইতিবাচকতা এবং আনন্দের প্রতীক।

View this post on Instagram

A post shared by Kriti (@kritisanon)

কৃতি এখানেই শেষ না করে বলেছেন, 'আমি কাজ থেকেই সব কিছু শিখেছি। আমি ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছি এবং আজকের এই মানুষে উত্তীর্ন হয়েছি। তুমি তোমার সংগ্রাম করো। কিন্তু মুভ অন করো। বড় হও। বদলাও এবং তোমার সুন্দর সত্বাকে খুঁজে পাও এবং তারপর তুমি উড়তে শেখো। এই জন্যই আমি আমার প্রযোজনা সংস্থার নাম ব্লু বাটারফ্লাই রেখেছি।'

5 months ago
Kriti Sanon: নিজের প্রযোজনা সংস্থা খুলেই নতুন ছবির ঘোষণা কৃতী শ্যাননের

বলিউড (Bollywood) জীবনে নিজের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। নিজের প্রোডাকশন হাউজ খুলেছেন তিনি। নাম দিয়েছেন 'ব্লু বাটারফ্লাই ফিল্মস।' অভিনেত্রী সামাজিক মাধ্যমে নিজেই এই সুখবর দিয়েছেন। নিজের প্রযোজনা সংস্থার একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করে লিখেছেন, 'আমি এই ম্যাজিকাল ইন্ডাস্ট্রিতে ৯ বছর স্বপ্ন বাস্তব হতে দেখছি। আমি শিশুদের মতো ছোট ছোট পদক্ষেপ নিয়েছি, শিখেছি, বিবর্তিত হয়েছি এবং আজকে এই অভিনেত্রী তৈরী হয়েছি।'

কৃতী আরও লিখেছেন, 'এবার আরও কিছু করতে হবে, আরও কিছু হতে হবে, আরও কিছু শিখতে হবে, আরও গল্প বলতে হবে। আরও গল্প যা আমার হৃদয় ছুঁয়ে যাবে এবং আশা করি আপনাদের হৃদয়ও ছুঁয়ে যাবে। বড় বড় স্বপ্ন সঞ্চিত হৃদয়ে ব্লু বাটারফ্লাই ফিল্মস শুরু করে আমি মাত্রা ছাড়া খুশি।' শুধুমাত্র প্রযোজনা সংস্থার ঘোষণা নয়, নিজের প্রযোজিত প্রথম সিনেমার ঘোষণাও সেরে ফেলেছেন কৃতী।

আসতে চলেছে 'দো পাত্তি'। এই সিনেমায় ৮ বছর পর অভিনেত্রী কাজল দেবগনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৃতী। তবে একা নয়, কৃতীর সঙ্গে এই সিনেমাটি সহ প্রযোজনা করবেন কণিকা ঢিললো। এই সিনেমাটি থ্রিলার হতে চলেছে, সামাজিক মাধ্যমে সেই আভাসও দিয়েছেন অভিনেত্রী, এবং নবাগতা প্রযোজক।

5 months ago
Sita: সীতারূপে কৃতির সমালোচনার মাঝেই, একই বেশে ভিডিও শেয়ার করলেন দীপিকা

১৬ জুন, আদিপুরুষ (Adipurush) সিনেমা মুক্তির পর থেকেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সিনেমা থেকে দর্শকদের প্রাপ্তি বিশেষ কিছু হয়নি। বরং সমালোচনার বিষয়ই বেশি পাওয়া গিয়েছে এই সিনেমায়। রামায়ণ থেকে অনুপ্রাণিত এই সিনেমায় কৃতি শ্যানন (Kriti Sanon)'জানকী'-র চরিত্রে অভিনয় করেছেন। দর্শকেরা সামাজিক মাধ্যমে লিখেছিলেন, জানকীর চরিত্রে একটু বেশিই 'মডার্ন' লেগেছে কৃতিকে। তুলনা হিসেবে ঘুরে ফিরে এসেছে আরও এক অভিনেত্রীর নাম।

দূরদর্শনে এবং ডিডি ন্যাশনাল চ্যানেলে একসময় রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রামায়ণ ধারাবাহিক এবং আদিপুরুষ সিনেমার চরিত্রাভিনেতাদের নিয়ে কয়েক দফা তুলনা হয়ে গিয়েছে। সেই তুলনা আবারও উসকে দিলেন দীপিকা।

View this post on Instagram

A post shared by Dipika (@dipikachikhliatopiwala)

সামাজিক মাধ্যমে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন তিনি। পুরনো নয়, নতুন। গেরুয়া শাড়িতে একেবারে সীতারূপে ধরে দিয়েছেন তিনি। শুধু পার্থক্য একটাই বর্তমানে অভিনেত্রীর বয়স অনেকটা বেড়েছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করতেই নেটিজেনরা আবারও সেই চরিত্রে কৃতির সঙ্গে তাঁর তুলনা টেনেছেন। এক নেটিজেন লিখেছেন, 'আপনি ৬০০ কোটি গুন্ বেশি ভালো কৃতির থেকে।'

6 months ago


OM Raut: ধর্মীয়স্থানে দাঁড়িয়ে প্রকাশ্যে চুম্বন কৃতিকে! ওম রাউতের কাণ্ডে ফের শুরু বিতর্ক

১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। এই ছবির টিজার মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে ট্রেলার মুক্তির পর তা দর্শকদের নজর কাড়ে। তবে এক বিতর্ক শেষ হতে না হতেই ফের এক বিতর্কে জড়ালেন ওম রাউত ও কৃতি স্যানন (Kriti Sanon)। ধর্মীয়স্থানে কৃতিকে আলিঙ্গন ও প্রকাশ্যে চুম্বন ওম রাউতের, আর এই থেকেই ফের শুরু সমালোচনা। আর সেই ভিডিও নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

মঙ্গলবারই আদিপুরুষ-এর দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। ফলে এখন শুধুমাত্র ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় প্রত্যেকেই। কিন্তু তারই মধ্যে ঘটে গেল এমন এক ঘটনা। ছবি মুক্তি পাওয়ার আগেই ভগবানের থেকে আশীর্বাদ নিতে এই ছবির অভিনেতা ও অভিনেত্রীদের একাধিকবার ধর্মীয়স্থানে যেতে দেখা গিয়েছে। ফলে আজ, ৭ জুনও কৃতি স্যানন ও ওম রাউত পৌঁছে গিয়েছেন তিরুপতির ভেঙ্কেটেশ্বর মন্দিরে। আর সেখানে গিয়েই ঘটে গেল এমন এক ঘটনা, যার জন্য শুরু হয়েছে বিতর্ক। মন্দির থেকে বেরিয়ে বিদায় জানানোর সময় ওম রাউত কৃতিকে জড়িয়ে চুম্বন করেন। আর এই ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা রমেশ নাইডু।

এই ভিডিও রমেশ নাইডু টুইটে শেয়ার করে বলেছেন, 'ধর্মীয়স্থানে দাঁড়িয়ে প্রকাশ্যে আলিঙ্গন-চুম্বন অশ্রদ্ধাকর ও অগ্রহণযোগ্য।' যদিও এই নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হলে তিনি তাঁর টুইটটি সরিয়ে দিয়েছেন।

6 months ago
Kriti Sanon: 'প্রভাস ছাড়া অন্য কাউকে ভাবতে পারেন না', স্বীকারোক্তি কৃতির!

প্রভাস (Prabhas) এবং কৃতি (Kriti Sanon) বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ১৬ জুন মুক্তি পেতে চলেছে তাঁদের অভিনীত সিনেমা 'আদিপুরুষ'। সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। তবে বলি পাড়ায় জোর চর্চা রিল জীবনের সম্পর্ক নাকি ব্যক্তিগত জীবনে গড়িয়েছে। প্রভাস এবং কৃতি প্রেম করছেন, এমনই গুঞ্জন চারিদিকে। সিনেমার প্রমোশনে গিয়ে প্রভাসকে নিয়ে কৃতির মন্তব্য সেই জল্পনার আগুনে আরও খানিকটা ঘি দিয়েছে।

ঠিক কী বলেছেন কৃতি? সিনেমার প্রমোশনে গিয়ে কৃতি বলেছেন, 'আমাকে বলা হয়েছিল প্রভাস খুব বেশি কথা বলেন না। কিন্তু একথা একেবারেই মিথ্যে। ওঁ খুবই কথা বলে। ওঁ সত্যিই খুব প্রিয়। খুব মিষ্টি। ওঁ এমন একজন মানুষ যে খুবই আন্তরিক এবং মিষ্টি। খুব কর্মঠ এবং খাদ্যরসিক।' এরপরেই কৃতি যোগ করেন, 'ওঁর চোখে আমি শান্তি দেখতে পাই, স্বচ্ছতা দেখতে পাই। এরপর আমি প্রভাস ছাড়া কাউকেই রাঘব হিসেবে মানতে পারি না।'

অন্যদিকে প্রভাস সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন। অভিনেতা জানিয়েছেন, তাঁকে বারবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বিরক্ত হন না। বিয়ে নিয়ে খুব বেশি কিছু খোলসা করে না বললেও অভিনেতা বলেন, বিয়ে যদি করতেই হয় তবে তিনি তিরুপতি মন্দিরে বিয়ে করবেন।

6 months ago


Prabhas: 'তিরুপতিতে বিয়ে করব', বিয়ে নিয়ে বড় ঘোষণা প্রভাসের

'বাহুবলি' তারকা প্রভাস (Prabhas) দক্ষিণী অভিনেতার তকমা ঘুচিয়ে সর্বভারতীয় অভিনেতা হয়ে উঠেছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছবি করছেন, বলিউডেও (Bollywood) ডেবিউ করেছেন। সব মিলিয়ে তাঁর রমরমা বাজার। তবে বর্তমানে প্রভাসের কেরিয়ারের থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি। 'বিয়ে কবে করবেন প্রভাস?' এই প্রশ্ন দর্শকদের মুখে। সম্প্রতি এই বিষয়ে নিজের বক্তব্য দিলেন অভিনেতা।

সম্প্রতি অভিনেতাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে কি তিনি বিব্রত হন? উত্তরে প্রভাস বলেন, 'না মোটেই বিব্রত হই না। এই প্রশ্ন খুব স্বাভাবিক। অনেকে আমাকে নিয়ে ভাবিত তাই এই প্রশ্ন করেন, আমি বুঝি। আমি তাঁদের জায়গায় থাকলেও হয়তো একই প্রশ্ন করতাম। ' এরপর প্রভাসকে জিজ্ঞেস করা হয়, 'তাহলে বিয়ে কবে করছেন?' উত্তরে অভিনেতা হেসে বলেন, 'আমার কাছে যখনই এই প্রশ্নের উত্তর থাকবে, আমি বলে দেব।' 

বিয়ের তারিখ না বললেও অভিনেতা বিয়ে কোথায় করবেন তা জানিয়েছেন সাক্ষাৎকারে। অভিনেতা জানান, 'বিয়ে করলে আমি তিরুপতি মন্দিরেই করব।' প্রসঙ্গত ১৬ জুন সিনেমাহলে মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ'। সিনেমায় রাম অর্থাৎ প্রভাসের পাশে সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। বলি পাড়ায় চর্চা, কৃতির সঙ্গে নাকি প্রভাসের সম্পর্কের রসায়ন বদলেছে। তাঁরা নাকি গোপনে প্রেম করছেন। খুব তাড়াতাড়ি নাকি তাঁরা বাগদান সারবেন। যদিও এই জল্পনায় কৃতি বা প্রভাস এখনও মান্যতা দেননি।  

6 months ago
Kriti Sanon: 'প্রত্যেক প্রজন্মের উচিৎ আদিপুরুষ দেখা', বিশেষ বার্তা কৃতির

চলতি বছরের ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ' (Adipurush) সিনেমাটি। সারা ভারতে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হিন্দু ধর্মগাঁথা 'রামায়ণ'-এর উপর তৈরী হয়েছে সিনেমার কাহিনী। ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকায় কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনয় করবেন। রাবনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সম্প্রতি সিনেমার প্রচারে এসে কৃতি শ্যানন নিজের মন্তব্য দিলেন।

কৃতি বলেছেন, 'এই সিনেমাটি আমার জন্য বিশেষ। এই ছবির অঙ্গ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বিশ্বাস করি, ছবিটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের অঙ্গ।' অভিনেত্রী আরও বলেন, 'প্রত্যেকটি প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিৎ। আমরা ছোটবেলায় বাড়ির বড়োদের থেকে রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছি। তবে আমি মনে করি, চোখে দেখা গল্পের আলাদা প্রভাব পড়বে বর্তমান প্রজন্মের উপর।'

কৃতি আরও যোগ করেন, 'অনেক লম্বা সময় আমরা এই গল্পটিকে পর্দায় দেখিনি। প্রথমবার এই গল্পটি থ্রিডিতে আসছে। এই সিনেমার পবিত্রতা নতুন প্রজন্মের মন ছুঁয়ে যাবে।'

6 months ago
Kriti: চেয়ারে বসতে না পেয়ে নিচেই বসে পড়লেন 'সীতা'! কৃতির এই কাণ্ডে হতবাক নেটিজেন

মঙ্গলবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর (Adipurush) ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের দিন পর্দার সীতার সঙ্গে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ট্রেলার লঞ্চের সময় প্রেক্ষাগৃহে তখন চারপাশে ভিড়, এরই মধ্যে সেখানে চেয়ার না পেয়ে নিচেই বসে পড়েন কৃতি শ্যানন। কেউ যদিও কৃৃতির এই কাণ্ডকে 'ডাউন টু আর্থ' বলে উল্লেখ করেছেন। কিন্তু নেটিজেনদের (Netizens) এক বড় অংশ এই বিষয়টি নিয়ে কৃতিকে (Kriti Sanon) ট্রোল করেছেন। অনেকের মন্তব্য, 'এগুলো সবকিছু দেখানোর জন্য'।

'আদিপুরুষ'-এর টিজার বেরনোর পর ধেয়ে এসেছে কটাক্ষ-সমালোচনা। তবে আদিপুরুষের টিম অনেক ভুল শুধরে ভিএফএক্সে আমূল পরিবর্তন এনেছে ও রাবণের লুকেও বদল এনেছে কিছু। ফলে টিজারের বিরুদ্ধে খারাপ মন্তব্য শুনতে হলেও ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কিন্তু ট্রেলার নিয়ে ট্রোলিং না হলেও এবারে পর্দার জানকিকে নিয়ে শুরু হল ট্রোলিং। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রেক্ষাগৃহে ট্রেলার শুরু হওয়ার সময় সামনের সিটে জায়গা না পেয়ে নিচেই বসে পড়েন। তারপর নিচে বসতে দেখে অনেকেই সিট ছেড়ে দিয়ে তাঁকে বসার জন্য বলেন।

এই ভিডিও ভাইরাল হতেই নেটিজনরা তাঁকে কটাক্ষ করতে শুরু করেছে। কেই লিখেছেন, 'শুধু দেখানোর জন্য এসব করেন।' কেউ লিখেছেন 'পাবলিসিটি স্টান্ট এটা'। তবে অনেকেই বলেছেন, অভিনেত্রী হয়েও কোনও অহংকার নেই তাঁর। তবে যা ট্রোলিংই হোক না কেন, এখন প্রত্যেকেই এই ছবি বড় পর্দায় দেখার অপেক্ষায় বসে।

7 months ago


Kriti: সীতা নবমীর বিশেষ দিনে রামের মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন পর্দার 'সীতা'

সীতা নবমীর (Sita Navmi) বিশেষ দিনে রাম-সীতা মন্দিরে অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। মনে করা হচ্ছে, ছবি মুক্তির আগেই ভগবান রাম-সীতার কাছে আশীর্বাদ নিতে কৃতি পৌঁছে গিয়েছেন পুনের তুলসীবাগের রাম-সীতা মন্দিরে। চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রামের চরিত্রে প্রভাসের লুক। যা দর্শকদের নজর কেড়েছে। এরপর শনিবার মুক্তি পেয়েছে সীতার চরিত্রে কৃতি শ্যাননের লুক। সীতা নবমীর শুভ মুহূর্তে প্রকাশ্যে আনা হয়েছে সীতার লুক। এর পাশাপাশি মুক্তি পেয়েছে সীতা ও রামের মোশন পোস্টার। এই ছবি নিয়ে বিভিন্ন বিতর্কের মাঝেও অবশেষে রাম-সীতার লুক নজর কেড়েছে দর্শকদের।

রামায়ণের প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে 'আদিপুরুষ'। আদিপুরুষের ভিএফএক্স ও রাবণের চরিত্রে সইফের লুক নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হলেও এবারে কৃতির শ্যানন ও প্রভাসের লুক নিয়ে যথেষ্ট সন্তুষ্ট দর্শক। কারণ কৃতিকে সীতার বেশে দেখে খুশি তাঁর অনুরাগীরা। সিঁথি ভরা সিঁদুর, কপালে লাল টিপ, চোখে জল ও শাড়িতে এক অন্য রূপে কৃতিকে দেখে নেটিজেনরা কমেন্ট করেছেন, 'এটাই কৃতির সেরা লুক'। এরপর দিনই কৃতিকে দেখা গেল রাম-সীতার মন্দিরে। ভগবানের চরণে ফুল, ফল উৎসর্গ করেছেন তিনি। ভগবানের আশীর্বাদ নিয়েই তাঁর পরবর্তী যাত্রা শুরু করতে চলেছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। তবে অনেকেই আবার বলছেন, ছবি প্রচারের জন্যই এমন পদক্ষেপ কৃতির। ছবি প্রচারের জন্যই তিনি ধর্মীয় স্থানে পৌঁছে গিয়েছেন বলে মন্তব্য কিছু নেটিজেনদের।

7 months ago
Kriti: ইকোনমি ক্লাসে ট্র্যাভেল, একরত্তির সঙ্গে খেলায় মগ্ন কৃতি শ্যানন! দেখুন সেই ভাইরাল ভিডিও

বলিউড (Bollywood) সেলেব্রিটি মানেই তিনি ধরা-ছোঁওয়ার বাইরে থাকবেন। তাঁকে যাতায়াত করতে দেখা যাবে বিমানের বিজনেস ক্লাসে। কিন্তু এর একেবারেই বিপরীত দেখা গেল এক বলিউড অভিনেত্রীর সঙ্গে। 'আদিপুরুষ'-এর অভিনেত্রী কৃতি শ্যাননকে (Kriti Shanon) সম্প্রতি দেখা গেল ইকোনমি ক্লাসে। শুধু তাই নয়, তাঁকে এক খুদের সঙ্গেও খেলতে দেখা গেল, যা দেখে কৃতি অনুরাগীরা মুগ্ধ। তাঁর এমন ব্যবহার নেটিজেনদের মন কেড়েছে। কৃতির এই ভাইরাল ভিডিওই এখন চর্চায়।

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কৃতি ট্র্যাভেল করার জন্য বিজনেস ক্লাস ছেড়ে ইকোনমি ক্লাসে উঠেছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন নিজের জাগায় বসবার জন্য। লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও মুখে নেই কোনও বিরক্তি। এরপরই নিজের জায়গায় বসতে এক খুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন তিনি। তার সঙ্গে কৃতিও যেন তাঁর শৈশবে ফিরে গিয়েছিলেন। একে ওপরের সঙ্গে হাই-ফাইভ করতে দেখা গেল, কৃতিকে একরত্তিকে ফ্লাইং কিস দিতেও দেখা গিয়েছে। তাঁর এমন ব্যবহার মুগ্ধ করেছে নেটিজেনদের।

এই ভিডিও দেখে নেট দুনিয়া থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকে বলেছেন, তাঁর এমন কাণ্ড পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই নয়। তবে নেটিজেনদের একটা বড় অংশ তাঁর এমন ব্যবহাররে প্রশংসা করেছেন। তাঁদের মতে সেলেব্রিটি তকমা সরিয়ে নিজেকে সাধারণের ভিড়ে মেশার যে ক্ষমতা কৃতি দেখিয়েছেন, তা সকলে পারে না।

8 months ago


Kriti: 'কিছু নেই, বরুণ রটিয়েছে', প্রভাস-কৃতির সম্পর্ক নিয়ে অকপট অভিনেত্রী

গত বেশ কিছুদিন ধরেই সিনেমা জগতের দুই তারকা কৃতি ও প্রভাসের প্রেম নিয়ে জোর চর্চা চলছে। তাঁদের অভিনীত সিনেমা 'আদিপুরুষ' আসতে চলেছে। সিনেমার সেটেই নাকি দুজনের প্রেমের শুরু। বাগদান করবেন তাঁরা, এমন রব শোনা গিয়েছিল। এতদিন দুই তারকা এই বিষয়ে মৌন ছিলেন। এবার কৃতি এই বিষয়ে কথা বললেন। তিনি বললেন, তাঁর সঙ্গে প্রভাসের প্রেমের নেপথ্যে রয়েছে বরুণ।

অভিনেত্রী কৃতি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, তাঁর সঙ্গে প্রভাসের সম্পর্কের গল্প কেবলই রটনা। বাস্তবে এর কোনও ভিত্তি নেই। কৃতি আরও বলেন, এই মিথ্যে খবর রটিয়েছে বরুণ ধাওয়ান। সে যে এমন কান্ড করবেন, কৃতি নাকি সেই আভাস আগেই পেয়েছিলেন। কারণ বরুণ তাঁকে জানিয়েছিলেন, 'দেখবে, আমি তোমাকে নিয়ে মিথ্যে খবর ছড়াব।'যেমন বলা তেমন কাজ।

বলিউডে 'চকোলেট বয়' এর পাশাপাশি 'দুষ্টু ছেলে' হিসেবেও জনপ্রিয় বরুণ ধাওয়ান। কৃতি শ্যাননের সঙ্গে 'ভেড়িয়া' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। মিথ্যে প্রেমের খবর রটানোর মতো কাজ যে বরুণ করতে পারেন, তা মেনে নিচ্ছেন নেটিজেনরা। তবে কৃতি ও প্রভাসের প্রেম নিয়ে উৎসাহীদের মন বিষণ্ণ।  

8 months ago
Adipurush: রামনবমীর আগে খুশির খবর! মুক্তি পেতে চলেছে প্রভাস-কৃতির 'আদিপুরুষ'

ভগবান রামের জীবনকাহিনী বা রামায়ণের উপর ভিত্তি করে তৈরি করা ছবি 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে বিতর্কের শেষ ছিল না। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছিল এই ছবি। এবারে বিতর্কের মাঝেই ছবি মুক্তির নতুন দিন প্রকাশ্যে এল। ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি আদিপুরুষ চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই খবর মঙ্গলবার ঘোষণা করেছেন খোদ পরিচালক ওম রাউত। এই ছবিতে রামের চরিত্রে বাহুবলী অর্থাৎ প্রভাসকে, সীতার চরিত্রে কৃতি স্যাননকে ও রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।

প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে তাঁদের অফিশিয়াল টুইটার পেজে জানানো হল, থ্রিডি ফরম্যাটে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি। এর আগে ছবিটি ২০২২ সালের অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি নানা বিতর্কে জড়িয়ে পড়ায় এর মুক্তির দিন পিছোতেই থাকে। অবশেষে প্রতীক্ষার অবসান। চলতি বছরের জুন মাসেই মুক্তি পাবে বলে জানিয়ে দিলেন পরিচালক।

উল্লেখ্য, ছবির টিজার সামনে আসার পর সইফের রাবণের চরিত্রের চেহারা দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন হিন্দুরা। রাবণের দাড়ি নেই, তবুও এই ছবিতে রাবণের এমন লুক দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন হিন্দুরা। ফলে তাঁর লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে এরই মাঝে ছবি মুক্তির খবর শুনে খুশি প্রভাস অনুরাগীরা।

সম্প্রতি, নবরাত্রির বিশেষ মুহুর্ত উপলক্ষে, আদিপুরুষ পরিচালক ওম রাউত এবং ভূষণ কুমার মাতা বৈষ্ণো দেবীর দর্শন করেন। দুজনের ছবিই টি-সিরিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ছবি প্রচারের আগেই আশীর্বাদ নিতে বৈষ্ণো দেবীর মন্দিরে পৌঁছে গিয়েছেন প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম রাউত।  আরও জানা গিয়েছে, 'আদিপুরুষ' ছবির প্রচার শুরু করার জন্য তাঁরা ৩০ মার্চ অর্থাৎ রামনবমীর শুভ মুহূর্তকেই বেছে নিয়েছেন তাঁরা। এবার প্রভাস ও কৃতির জুটিকে রাম ও সীতার চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন বাহুবলী অনুরাগীরা।


8 months ago
Kriti: 'পরম সুন্দরী' কৃতির প্রেমে হাবুডুবু খাচ্ছেন কোন দক্ষিণী সুপারস্টার? জোর জল্পনা বি-টাউনে

এখন বিনো দুনিয়ায় চলছে প্রেমের হাওয়া। একদিকে যেখানে 'শেরশাহ' জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানীর প্রেম ও বিয়ের চর্চায় তুফান উঠেছে টিনসেল টাউনে, অন্যদিকে সেখানেই ফের আরও দুই হেভিওয়েট তারকার প্রেমের গুজব নিয়ে তোলপাড় বলিউড (Bollywood)। বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কৃতি শ্যাননের (Kriti Sanon) সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ভেড়িয়া' (Bhediya) এখন বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে। দু'জনেই এখন ছবির জোরদার প্রচারে ব্যস্ত। কৃতির আগের ছবি 'মিমি' (Mimi) ও সুপারহিট হয়েছিল। তাই বলাই যায় বলিউডের এই 'পরম সুন্দরী'র সময়টা বেশ ভালোই যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন কৃতির সঙ্গে কোনও মহাতারকার প্রেমের ইঙ্গিত নিয়ে মাতোয়ারা ফ্যান মহল?

আসলে এই ঘটনার সূত্রপাত বরুণ ধাওয়ানের কিছু কথা নিয়ে। সম্প্রতি ছবির প্রচারে একটি ডান্স রিয়ালিটি শোতে গিয়েছিলেন দু'জন। আর সেখানেই করণ জোহর বরুণকে প্রশ্ন করেন, 'পাতায় কৃতির নাম লেখা নেই কেন?'

উত্তরে বরুণ রহস্যময়ভাবে বলেন, 'কারণ কৃতির নাম কারও মনে লেখা রয়েছে'। অবশ্য এরপরেই বরুণকে থামানোর চেষ্টা করেন কৃতি। কিন্তু গোপন কথা ফাঁস করে বরুণ ইঙ্গিত দেন, 'একজন আছেন যিনি মুম্বইতে নেই, তিনি এখন  দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছেন।' এই কথা শুনে কৃতির মধ্যেও খুশি লক্ষ্য করা গিয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রজেক্ট কে-এর শুটিংয়ে ব্যস্ত রয়ছেন প্রভাস। আর তাই নিয়েই ফ্যানেদের অনুমান, তাঁর সঙ্গেই ডেট করছেন কৃতি। অবশ্য এই কথা আদৌ কতটা সত্যি তা সময় এলেই বলে দেবে।

12 months ago


Kriti Sanon: বলিপাড়ায় নয়া গুঞ্জন, প্রেম করছেন 'বাহুবলী' প্রভাস এবং কৃতি শ্যানন?

বলিউডে (Bollywood) বিয়ের মরশুম শেষে শুরু হল প্রেমের মরশুম। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একাধিক বলি তারকার সম্পর্কের কথা। সম্প্রতি সারা আলি খান (Sara Ali Khan) এবং ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill) একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক রেঁস্তোরায়। সেই থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। বি-টাউনে এখন চর্চিত জুটি কৃতি শ্যানন (Kriti Sanon) এবং  প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস (Prabhas)। তাঁরা নাকি একে অপরের সঙ্গে ডেট করছেন।

প্রথম দেখাতেই নাকি ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, এই প্রেমের সুবাস কী ভাবে পেলেন নেটিজেনরা? সম্প্রতি কফি উইথ করণে গিয়েছিলেন কৃতি।  সেখানে একটি সেগমেন্ট রয়েছে, যেখানে সেলিব্রেটিদের ফোন করতে হয়। আর করণ কৃতিকে ফোন করতে বললে তিনি প্রভাসকে ফোন করে বসেন। এর থেকেই স্পষ্ট দুই তারকার মধ্যে বন্ডিং কতটা মজবুত। এরপরেই নেটপাড়ার বাসিন্দারা দাবি করতে শুরু করেন, কৃতি এবং প্রভাস পরস্পরকে ডেট করছেন।

কৃতি এবং প্রভাসের অভিনীত ছবি 'আদিপুরুষ' ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে। ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। কিন্তু দু'জনের মধ্যে এখনও কথাবার্তা হয় তা স্পষ্ট।

তবে এখনই বলা যায় না, দুজনে প্রেম করছেন। কৃতি বা প্রভাস এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।  তাঁরা দু'জনেই ব্যক্তিগত জীবনের কথা গোপনে রাখতে পছন্দ করেন। ফলত আদিপুরুষের দুই স্টার বিষয়টি ঘোষণা না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

one year ago