Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kolkata-Rabin-Hood

মহানায়াক উত্তম কুমার আজীবন যুক্ত ছিলেন কলকাতার রবিন হুডের পুজোয়

পুজোর প্রতিষ্ঠাতা কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে কেষ্টর নামে ফাটাকেষ্ট নাম রয়েছে। কেউ কেউ বলছেন, তার ডাকনামের সাথে ফাটা যোগ করা হয়েছিল (ডাকনাম) কেস্টো। ফাটা, একটি বাংলা শব্দ, যার অর্থ  বিভক্ত বা ফাটল। যদিও কেউ কেউ বলছেন, তার মুখে গুটিবসন্তের দাগ ছিল। তাই তার বন্ধুরা তাকে ফাটা কেষ্ট বলে ডাকতো।

বর্তমানে, নব যুবক সংঘের ব্যানারে পূজা অনুষ্ঠিত হয়, তবে এটি ফাটাকেষ্ট কালী পূজা হিসাবে বেশি জনপ্রিয়। পুজো সংক্রান্ত অনেক মজার গল্প আছে। 70-এর দশকে কলকাতা ছিল নকশাল আস্তানা। সে সময় কংগ্রেস নেতা কৃষ্ণচন্দ্র দত্ত নকশালদের বিরুদ্ধে কঠিন লড়াই দেন। নকশাল আন্দোলন দমনের পর ফাটাকেষ্ট পূজা আরও জনপ্রিয় হয়ে ওঠে। ফাটাকেস্টো ছিল এলাকার রবিন হুড। কলেজ স্ট্রিটের কাছে সরু সীতারাম ঘোষ স্ট্রিটে অবস্থিত, এই প্রাচীন কালী পূজা তার জাঁকজমক ধরে রাখতে সক্ষম হয়েছে। চোখ-ধাঁধানো গহনার টুকরোয় সজ্জিত, দেবী দৈবত্ব এবং মহিমার প্রতীক হিসাবে লম্বা হয়ে দাঁড়িয়ে আছেন।

বছরের পর বছর ধরে, মা কালীর ঐতিহ্যবাহী মূর্তি, চন্দননগরের রঙিন আলো এবং প্যান্ডেলের কাঠামো অপরিবর্তিত রয়েছে। পূজাটি প্যান্ডেলের একই কাঠামোতে আটকে আছে - একটি মন্দিরের প্রতিরূপ, এবং চন্দননগর শহরের সাধারণ অভিনব আলো থেকে বিচ্যুত হয়নি।

একবার চন্দননগর থেকে আলোকসজ্জায় সজ্জিত মা কালীর বিসর্জন শোভাযাত্রাটি শহরের আলোচনার বিষয় ছিল কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং কমিটি শোভাযাত্রার অনুষ্ঠানকে কমিয়ে দিয়েছে।

অতীতে, অনেক সেলিব্রেটি ফাটাকেষ্ট কালী পূজা উদ্বোধন করেছেন। এমনকি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, দেব আনন্দ এবং রানি মুখোপাধ্যায় এই পূজায় যোগ দিয়েছিলেন।

আশা ভোঁসলে, আরডি বর্মন, রাজেশ খান্না, হেমা মালিনী, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, মহাভারতের পূর্ণ দল, বাপ্পি লাহিড়ী এবং আরও অনেকের মতো সেলেব্রিটিরা এই পুজোয় অংশগ্রহণ করতেন। বাংলার সুপারস্টার উত্তম কুমার আজীবন পূজার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রতি বছর পূজায় যোগ দিতেন।


2 years ago