
অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani) আজ বলিউড অভিনেত্রীদের (Actress) মধ্যে সফল। হিন্দি সিনেমা জগতে যে কয়েকজন অভিনেত্রী রয়েছেন, তাঁদের মধ্যে কিয়ারা নিজের সফল স্থান প্রতিষ্ঠা করেছেন। তবে রাতারাতি এই সাফল্য আসেনি। কিয়ারার ইচ্ছে ছিল অভিনেত্রী হবেন। একসময় অডিশন দিয়েছেন অনেক। কিছু ছবিতে সুযোগ পেয়েছেন, কিছু ছবিতে পাননি। সিনেমা 'ফুগলি' দিয়ে ডেবিউ করেছিলেন বলিউডে। তবে জনপ্রিয় একটি সিনেমা হাতছাড়া হয়েছিল তাঁর।
বলিউডে পরিচালকরা অনেক সময়েই অডিশন নেওয়ার সময় সিনেমা সংক্রান্ত তথ্য দেন না। বেশ কিছু বছর আগে কিয়ারা একটি ছবির জন্য অডিশন দিয়েছিলেন। অভিনেত্রী তখনও জানতেন না সিনেমাটি কী। তবে পরবর্তীকালে সিনেমাটি মুক্তি পেলে তিনি বুঝতে পারেন সবটা। অভিনেত্রী অডিশন দিয়েছিলেন আমির খানের সিনেমার জন্য। সেই ছবির নাম 'লাল সিং চাড্ডা'। এই সিনেমাতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর।
এক সাক্ষাৎকারে কিয়ারা একথা জানিয়েছেন। তিনি বলেছেন, কাস্টিং ছবির জন্য খুবই গুরুত্বপূর্ন একটি পর্ব।' তবে কী কারণে সিনেমাটি হাতছাড়া হয়েছে, তা না জানালেও অভিনেত্রী সেই পুরনো অডিশনে ফিরে যেতে চান না। কিয়ারার মতে সেটি তাঁর 'জঘন্য' অডিশন।
বৌমাদের সঙ্গে শাশুড়ির দ্বৈরথের কথা কে না জানেন। কেবলমাত্র বুদ্ধিমতী বৌমারা জানেন, সংসার সুখে রাখতে হলে শাশুড়ি মা-কে খুশি রাখা জরুরি। অনেকে মনে করেন এই নিয়ম কেবল সাধারণদের জন্য। তারকা বৌমাদের শাশুড়িদের জন্য কাঠখড় পোড়াতে হয় না। তবে তা কিন্তু একেবারেই সত্যি নয়। তারকা বৌমাদেরও শশুরবাড়ি গিয়ে নতুন মা-কে সন্তুষ্ট রাখতে নানা কিছু করতে হয়। যেমনটা করতে হয়েছে কিয়ারা আডবানীকে (Kiara Advani)।
কিয়ারার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের কথা কে না জানতেন। শেরশাহের সিনেমার সেট থেকে তাঁদের প্রেম জমে উঠেছিল। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন তাঁরা। সিদ্ধার্থের মা অর্থাৎ রিম্মা মালহোত্রার মন জিতে নিতে হয়েছিল কিয়ারাকে। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শাশুড়ির মন জিততে তিনি কি করেছেন।
কিয়ারা তাঁর শাশুড়ির মায়ের মন জিতেছেন পেটের দরজা দিয়ে। অর্থাৎ শাশুড়ি মা-কে খাবার খাইয়েই ইমপ্রেস করেছিলেন অভিনেত্রী। কিয়ারা বলছেন, 'আমার শাশুড়ি মায়ের ফুচকা খুব পছন্দের। তিনি এখন আমাদের সঙ্গেই রয়েছেন, দিল্লি থেকে মুম্বই এসেছেন। প্রথম দিনেই আমি ঠিক করেছিলাম ফুচকা বানাবো। এত মাখন লাগিয়েছিলাম যে শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসা দিয়েছিলেন।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং কিয়ারা আডবাণী (Kiaraa Advani) অভিনীত নতুন সিনেমা 'সত্য প্রেম কী কথা' মুক্তির অপেক্ষায়। হাতে আর মাত্র কয়েকটা দিন। ২৯ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। যে ছবিটি নিয়ে দর্শকদের এত অপেক্ষা তাঁদের জন্য সারা দেশে তুফান আনতে চলেছেন প্রযোজক সংস্থা। সারা ভারতে ২০০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ছবিটি। আর মাত্র তিন দিন, তাই খুলে গিয়েছে অগ্রিম বুকিংয়ের প্রক্রিয়া। বাড়ি বসেই এই বুকিং করতে পারবেন দর্শকেরা।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। এই সিনেমার প্রায় সবকটি গানই মুক্তি পেয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। এই সিনেমাটির জন্য পাকিস্তানি গায়ক আলি শেট্টির পাসুরি গানটির রিমেক করা হয়েছে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে সোমবার মুক্তি পেয়েছে গানটি। নেটিজেনদের প্রশংসাও পেয়েছে, আবার সমালোচনাও কুড়িয়েছে গানটি। তবে এবার সিনেমাটি যাচাই করে দেখার অপেক্ষা।
অভিনেতা কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীর জুটি বেশ পছন্দ করেছেন দর্শকেরা। ভুল ভুলাইয়া-২ এর পর সত্য প্রেম কী কথা তাঁদের দ্বিতীয় সিনেমা। তারকারা ইতিমধ্যে জমিয়ে প্রচার করছেন। চিত্রনাট্য দর্শকদের মন কতটা জিততে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
বিটাউনে (Bollywood) আসতে চলেছে ফের খুশির খবর! জোর চর্চা শুরু হয়েছে, অভিনেত্রী কিয়ারা আদবানী (Kiara Advani) নাকি অন্তঃসত্ত্বা (Pregnant)। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি দেখে চারিদিকে এই গুঞ্জন রটেছে যে, তিনি মা হতে চলেছেন। ফলে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, 'খুশির খবর নাকি?' তবে এই খবর কতটা সত্যি কতটা মিথ্যা, তা স্পষ্ট নয়।
কিয়ারার যে ছবি দেখে এই গুঞ্জন রটেছে, সেখানে তাঁর পাশে কার্তিককে দেখা গিয়েছে। আসলে খুব শীঘ্রই কিয়ারা ও কার্তিকের ছবি 'সত্য প্রেম কি কথা' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তার জন্যে দু'জনেই ব্যস্ত। সেই ফাঁকে এক ছবি তোলায় সেখানে কিয়ারাকে দেখা গিয়েছে কমলা রংয়ের এক রাজস্থানি ডিজাইনের ব্লেজার পরে থাকতে। সেই দেখেই নেটিজেনদের মনে হয়েছে, ব্লেজারের ফাঁক দিয়ে যেন তাঁর স্ফীতোদর উঁকি দিচ্ছে। আর এই নিয়েই শুরু হয়েছে কানাঘুষো। নেটিজেনরা প্রশ্ন করছে, 'খুশির খবর নাকি?' অন্য একজন বলছেন, 'মনে হচ্ছে, কিয়ারা সন্তানসম্ভনা।' তবে অনেকেই আবার এই জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, 'কিয়ারা অন্তঃসত্ত্বা নয়'।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হন কিয়ারা। রাজস্থানের জলসলমেরের সূর্যগড় প্রাসাদে ধুমধাম করে বিয়ে করেন দু'জনে। ফলে বিয়ের চারমাসের মধ্যেই তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শুরু হয়েছে জোর সমালোচনা।
সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে কিয়ারা আডবাণীর (Kiara Advani) একটি ছবি। যেমন তেমন ছবি নয়। এই ছবি কিয়ারার বিয়ের। দেখা গিয়েছে, রাজস্থানের কোনও এক প্রাসাদের সামনে সাজানো বিয়ের মণ্ডপ। সেখানে কনের সাজে বসে রয়েছেন কিয়ারা। সাদা লেহেঙ্গায়, হীরের গয়না তাঁর গায়ে। গলায় জড়ানো বরমালা। কিয়ারার ঠিক এমনই ছবি নেট দুনিয়া কিছুদিন আগে দেখেছে। সেই ছবি অবশ্য ছিল বিয়ের। এই ছবিটিও কিয়ারার বিয়ের, তবে এইবারে পাত্রবদল হয়েছে। এই আসন্ন সিনেমার বিয়েতে কিয়ারার পাত্র হয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান (kartik Aryan)।
নেট দুনিয়ায় প্রশ্ন তাহলে কী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন কিয়ারা? জানা গিয়েছে, ভাইরাল হওয়া ছবিটি কিয়ারার রিল লাইফের বিয়ের। 'সত্য প্রেম কী কথা' ছবির বিয়ের দৃশ্যের ছবি সেটি। তবে কিয়ারা সেই ছবিটি নিজের সামাজিক মাধ্যমে আপলোড করতেই সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া ছবিটির সঙ্গে কিয়ারার বিয়ের ছবির তুলনা করলে বোঝা যাবে, হুবুহু নিজের বিয়ের মতো করেই ছবি তুলেছেন কিয়ারা। তবে নেটিজেনরা সমালোচনা করতেই কিয়ারা ছবিটি নিজের সামাজিক মাধ্যম থেকে মুছে দেন।
তবে আসন্ন সিনেমা নিয়ে বেশ আশাবাদী কিয়ারা ও কার্তিক। ২৯ জুন সিনেমাহলে মুক্তি পেতে চলেছে 'সত্য প্রেম কী কথা'। 'ভুল ভুলাইয়া-২' এর পর এই জুটি নতুন সিনেমায় কতটা প্রশংসা কুড়োতে পারে, সেটাই দেখার।
কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং কার্তিক আরিয়ানের (Kartik Aryan) জুটি দর্শকের বেশ পছন্দ। ২০২২ সালে এই জুটির 'ভুল ভুলাইয়া-২' ছবিটি মুক্তি পেয়েছিল। এই দুই জুটির রোম্যান্স দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিল। কার্তিক-কিয়ারা জুটির নতুন সিনেমা যে আসছে তা আগেই জানতেন নেটিজেনরা। 'সত্য প্রেম কি কথা' (Satya Prem Ki Katha) সিনেমা যে আসছে তা আগেই জানতেন দর্শক। এর আগে মুক্তি পেয়েছিল সিনেমার টিজার। এবার মুক্তি পেল সিনেমার ট্রেলার।
সিনেমার টানটান টিজারে বোঝা গিয়েছিল মিষ্টি রোম্যান্টিক সিনেমা হতে চলেছে এটি। বেশ কিছু সংলাপ কানে বেজেছিল। সিনেমার টিজার সামাজিক মাধ্যমে আপলোড করে কার্তিক লিখেছিলেন, 'চোখের জল ওর হোক, কিন্তু চোখ আমার হোক।' সিনেমার ট্রেলার মুক্তি পেতেই কার্তিক নিজের সামাজিক মাধ্যমে তা শেয়ার করে লিখেছেন,'তোমাকে ভালোবাসা ছাড়া হয়তো আমি এই দুনিয়ায় আর কিছুই করতে আসিনি।'
২ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে 'সত্য প্রেম কি কথা' সিনেমার বিষয় অনেকটাই খোলসা হয়ে যায়। কার্তিকের চরিত্র অর্থাৎ 'সত্য প্রেম' প্রেমে পরে কিয়ারা অর্থাৎ 'কথা'র। কিন্তু কথার অতীতের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু, জটিলতা তৈরী করে। শেষ পর্যন্ত এই প্রেম কথা কোথায় শেষ হয় তা বোঝা যাবে সিনেমা মুক্তি পেলে। ২৯ জুন সিনেমার পর্দায় দেখা যাবে সিনেমাটি।
বলিউডের দম্পতিদের মধ্যে নেটিজেনদের বর্তমান প্রিয় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। সংক্ষেপে সিড-কিয়ারা। 'শেরশাহ' সিনেমার সেট থেকে তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছিল। লম্বা সময় প্রেম করার পর রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন দু'জনে। তারকাদের বিয়ের ছবি-ভিডিও আজও দর্শকদের কাছে স্বপ্নের মতো। দাম্পত্য জীবনেও বেশ খুশি সিড-কিয়ারা। মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্য যাপনের ঝলক দিয়ে থাকেন নেট দুনিয়ায়।
কিছুদিন আগেই নেট মাধ্যমে ব্রেকফাস্ট টেবিলের ছবি দিয়েছিলেন দুই তারকা। একে অপরকে ব্রেকফাস্ট পার্টনার হিসেবে গ্রহন করেছেন, সেকথা বলেছিলেন। এবার তাঁদের যৌথযাপনের আরও ছবি দিলেন সামাজিক মাধ্যমে। কিয়ারা এবং সিড ঘুরতে গিয়েছেন জাপানে। সেখানে যে সিদ্ধার্থ স্বামীর কর্তব্য পালন করছেন, সামাজিক মাধ্যমে সেই ছবি দিয়েছেন।
সিদ্ধার্থের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিতে দেখা গিয়েছে অভিনেতার কাঁধে বেশ কিছু শপিং ব্যাগ। ক্যাপশনে লিখেছেন, 'স্বামীর কর্তব্য পালন করছি।' অন্যদিকে কিয়ারা সিদ্ধার্থকে এর জন্য কী উপহার দিলেন জানেন? সিদ্ধার্থের পছন্দের খাবার। ছবিতে সিদ্ধার্থকে সাদা টিশার্টে যথারীতি হ্যান্ডসাম দেখাচ্ছিল।
সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) ভক্তদের জন্য সুখবর। বিয়ের পর এই প্রথমবার এক পর্দায় দেখা যেতে চলেছে দুই তারকাকে। করণ জোহারের প্রযোজনায়, শশাঙ্ক খৈতানের পরিচালনায় তাঁরা নাকি অভিনয় করবেন। ইতিমধ্যেই ছবির (Movie) জন্য সই সাবুদও করে ফেলেছেন তাঁরা। প্রসঙ্গত, 'শেরশাহ' সিনেমার সেট থেকেই প্রেম শুরু হয়েছিল সিড-কিয়ারার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা। বলিউডের জুটিদের মধ্যে তাঁরা এখন দর্শকদের অন্যতম পছন্দের।
নতুন সিনেমার জন্য প্রস্তুতি শুরু করতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের এই ছবিতে যে অবতারে দেখা যাবে, তেমনটা না কি আগে দেখেননি দর্শক। চলতি বছরের আগস্ট মাস থেকেই সিনেমার শ্যুটিং শুরু হতে পারে। চরিত্রের জন্য খুব তাড়াতাড়ি ওয়ার্কশপ শুরু করতে চলেছেন অভিনেতারা। বিয়ের পর একসঙ্গে ছবি করবেন বলে বেশ উচ্ছসিত সিদ্বার্থ কিয়ারা। ইতিমধ্যেই নানা মহলে তাঁরা একসঙ্গে ছবি করার ইঙ্গিত দিচ্ছেন।
ভিন্ন ভাবেও সিদ্ধার্থ এবং কিয়ারার হাতে এখন অনেক কাজ। কিয়ারাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে 'সত্য প্রেম কি কথা' সিনেমায়। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যাবে রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিস ফোর্স' সিনেমায়। তবে এই দুই তারকাকে একই পর্দায় দেখে তাঁদের ভক্তরা যে ভীষণ খুশি হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে বলিউডের (Bollywood) জনপ্রিয় দম্পতি কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। শেরশাহ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই ছবির সেট থেকেই প্রেম শুরু তাঁদের। যদিও শুরুর দিকে বেশ গোপন রেখেছিলেন সম্পর্ক। বলিউডজুড়ে তখন কেবলই তাঁদের প্রেমের গুঞ্জন। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন যুগলে। এখন নেটিজেনদের কাছে তাঁরা 'কিউট কাপল' বলে চর্চিত। রবিবারের সকাল চুটিয়ে উপভোগ করছেন দু'জনে। সেই ছবিই শেয়ার করলেন দম্পতি।
শেরশাহ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বাইরে থেকে দেখতে যতই রাফ এন্ড টাফ দেখাক, মনে মনে কিন্তু সিদ্ধার্থ এখনও বছর পাঁচেকের শিশু। অভিনেতার ব্রেকফাস্টের টেবিলেই সেই প্রমাণ পাওয়া যায়। কিয়ারা সিদ্ধার্থের ব্রেকফাস্ট টেবিলের ছবিই শেয়ার করেছেন নেট মাধ্যমে।
শেরশাহ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বাইরে থেকে দেখতে যতই রাফ এন্ড টাফ দেখাক, মনে মনে কিন্তু সিদ্ধার্থ এখনও বছর পাঁচেকের শিশু। অভিনেতার ব্রেকফাস্টের টেবিলেই সেই প্রমাণ পাওয়া যায়। কিয়ারা ব্রেকফাস্ট টেবিলের ছবিই শেয়ার করেছেন নেট মাধ্যমে, ফাঁস করেছেন সিদ্ধার্থের সিক্রেট। রবিবারের সকালে ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার খেয়েছেন সিদ্ধার্থ। কিয়ারার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে দুধ এবং মুসলি। তবে আসল চমক ব্রেকফাস্টের বাটির আস্তরণে।
সুপারম্যানের আদলে তৈরী ওই বাটিতেই ব্রেকফাস্ট করেন সিদ্ধার্থ। ওই বাটির ছবি শেয়ার করেই কিয়ারা লিখেছেন, 'তাঁর ব্রেকফাস্টের বাটি'। সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, 'আমার ব্রেকফাস্টের সঙ্গী'।
বড় পর্দায় এবারে দেখা যাবে বলিউডের (Bollywood) এক নতুন জুটি! সূত্রের খবর, সঞ্জয় লীলা বনসালির ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে দেখা যাবে কিয়ারা আদবানীকে (Kiara Advani)। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনসালির আসন্ন ছবি 'ইনশাল্লাহ' ছবিতে এই তারকদের প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে। তবে নেট দুনিয়া কিছুতেই মানতে রাজি নয় এই খবর। প্রত্যেকেরই এক কথা, এই খবর নিশ্চয় ভুয়ো। ফলে এই খবর সত্যিই গুঞ্জন নাকি সত্যি, তা নিয়ে বিতর্ক তুঙ্গে।
সূত্রের খবর, বনসালির ইনশাল্লাহ ছবিতে অভিনেতা হিসাবে প্রথমে সলমন খানকে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরে পরিচালকের সঙ্গে সলমনের কিছু মতবিরোধ হওয়ায় তাঁকে সরিয়ে কিং খানকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আরও জানা গিয়েছে, এই ছবির শ্যুটিং নাকি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির আগেই শুরু করার কথা ছিল। কিন্তু সলমনের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরেই তাঁকে ছবি থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন বিরতির পর 'পাঠান' ছবির মাধ্যমে ফিরে এসেছেন কিং খান। ছবির মুক্তির পরই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে 'পাঠান'। এরপরে তাঁর দুটো ছবি 'জওয়ান' ও 'ডাঙ্কি' মুক্তি পেতে চলেছে। এই ছবিগুলোতে নতুন জুটি বাঁধতে দেখা যাবে। জওয়ান-এ নয়নতারা ও ডাঙ্কি-তে তাপসী পান্নুর সঙ্গে দেখা যাবে। এরই মধ্যে কিয়ারা আদবানীর সঙ্গে ছবি করার খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। তবে কিছুতেই এই খবর মানতে রাজি নয় নেটিজেনারা। উল্লেখ্য, বনসালির ছবি ইনশাল্লাহ ২০২৫ সালে মুক্তি পেতে পারে বলে খবর।
সব আলোচনা, জল্পনার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি রাজস্থানের (Rajasthan) সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়লেন শেরশাহ জুটি। মঙ্গলবার দুপুরের লগ্নে চার হাত এক হল কিয়ারা আদবানি (Kiara Advani) এবং সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra)। দুই তারকার বিয়েতে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। ফলে কোনও ছবি বাইরে আসেনি। স্টার কাপলের বিয়ের ছবি দেখার জন্য অধীর হয়ে উঠেছিলেন ভক্তরা।
রাত বাড়তেই অনুগামী মহলের অপেক্ষার অবসান ঘটালেন সিদ-কিয়ারা নিজেই। তিনটি করে ছবি আপলোড করলেন দু'জনে। ছবিতে দেখা যাচ্ছে, কিয়ারার পরনে ছিল মনীশ মালহোত্রার ডিজাইন করা হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। যার পাড় ছিল লাল রঙের। সিদ্ধার্থ পরেছিলেন অফ-হোয়াইট পঞ্জাবি। বিয়ের সময় সবুজ পাগড়ি পরেছিলেন তিনি। আর বিয়ের পর সোনালি পাগড়ি পরেন।
নিজেদের ইনস্টা হ্যান্ডেলে সিদ্ধার্থ ঘরণী হওয়ার প্রথম ছবি শেয়ার করেন কিয়ারা। তারপর সিদ্ধার্থ মালহোত্রাও নিজেদের সুন্দর মুহূর্তের ছবি সকলের সামনে তুলে ধরেছেন। মজা করে লিখেছেন, অব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি। এই একই কথা অবশ্য কিয়ারাও তাঁর ইনস্টা প্রোফাইলে লিখেছেন। প্রথম ছবিতে হাত জোড় করে (প্রতি নমস্কারের ঢংয়ে) পরস্পরের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানিকে।
পরের ছবিতে যজ্ঞ শুরুর সময় তাঁদের হাসিমুখের ক্যান্ডিড ছবি দেখা গিয়েছে। আর তৃতীয় ছবিতে পরস্পরের গালে চুমু এঁকেছেন তাঁরা। ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।
বছরের শুরু থেকেই নেটিজেনদের কাছে চর্চিত কাপল হিসেবে ধরা দিয়েছেন কিয়ারা আদবানি (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। তাঁদের বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলে একাধিক পোস্ট। ফেব্রুয়ারি মাসেই সিড-কিয়ারা জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেও খবর ছিল। এবার সেই খবরে পড়লো সিলমোহর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ৪ তারিখেই মেহেন্দি পর্ব সারছেন তাঁরা।
জানা গিয়েছে, বিয়ের জন্যই সিদ্ধার্থ এবং কিয়ারা রয়েছেন রাজস্থানের জয়সলমিরে। চলতি মাসের ৬ তারিখ বিয়েও সেরে ফেলবেন বলিউড ডিভা কিয়ারা এবং পর্দার 'শেরশাহ'। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে মেহেন্দি হওয়ার কথা ছিল তবে সেই দিনটিকে এগিয়ে ৪ তারিখ করা হয়েছে। বিয়ের দিনে উপস্থিত ঘনিষ্ঠদের তালিকায় দক্ষিণী অভিনেতা থেকে বলিউডের পরিচালকদের নাম নথিভুক্ত। বিয়ের দিন সিদ্ধার্থ ও কিয়ারার ছবির গানে তাল মেলাবেন দুজনেই।
ইতিমধ্যেই দু'পক্ষের মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন করতে জয়সলমিরে উপস্থিত হয়েছেন মেহেন্দি আর্টির্স্ট ভীনা নাগদা। দুপুর বা সন্ধ্যায় এই অনুষ্ঠান হতে পারে বলে খবর।
চলতি বছরের প্রথম থেকেই বিয়ের হিড়িক লেগেছে বলিউডে (Bollywood)। প্রথমে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, তারপর রাজকুমার রাও (Rajkumar Rao), এবং সেই সঙ্গে অবশ্যই কাপুর খানদানের 'চিরাগ' রণবীর কাপুর(Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের বিয়ে সংবাদ শিরোনামে থেকেছে। আর এবার সেই সানাইয়ের সুর নাকি ফের বাজতে চলেছে বলিউডের অপর এক কাপলের ক্ষেত্রেও! অবাক করা হলেও সত্যি। এবার নাকি বিয়ের ফুল ফুটতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদবানীর (Kiara Advani) জীবনে। যদিও একাধিকবার প্রশ্ন করা হলেও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনও সরাসরি স্বীকার করেননি সিদ্ধার্থ-কিয়ারা। কিন্তু এবার কি তবে সেই লুকোচুরি খেলার অবসান ঘটাতে চলেছেন জুটি? অন্তত কিয়ারার ইঙ্গিতে তারই কিছুটা আভাস পাচ্ছে বলি-মহল।
হাজার চেষ্টা করেও গোপন কথাটি আর গোপনে রাখতে পারলেন না কিয়ারা আদবানী। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, 'বেশিদিন লুকিয়ে রাখতে পারছি না। শীঘ্রই আসছে। সঙ্গে থাকুন, ২ ডিসেম্বর।' আর এই পোস্ট দেখেই কমেন্টের বন্যা ফ্যানেদের। কেউ লিখেছেন, 'বিয়ের তারিখ ঘোষণা করবেন নাকি?' আবার কেউ সরাসরি লিখেছেন, 'বিয়ে করছেন?' এরই মধ্যে কানাঘুষো শোনা গিয়েছে, দিন কয়েক আগেই নাকি সিদ্ধার্থ ও কিয়ারা গিয়ে বিয়ের জায়গাও দেখে এসেছেন। চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টে খোঁজ খবর নিতে গিয়েছিলেন দুজন। তবে সেই সব সাসপেন্সের অবসান ঘটার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২ তারিখ পর্যন্ত।