Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

KedarnathTemple

Kedarnath: কেদারনাথে ফের বিপত্তি! মন্দিরের ঠিক পিছনে ভয়াবহ তুষাধস, ভিডিও প্রকাশ্যে

দেবভূমিতে ফের বিপত্তি! কেদারনাথে ফের ঘটে গেল দুর্ঘটনা, যার ভিডিও দেখে রীতিমতো গা শিউরে উঠছে নেটিজেনদের। রবিবার সকালে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) পেছনের অংশে তুষারধস (Avalanche) নামে। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত তুষারধসের ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে, সাতসকালে তুষারধসের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। সেই ভয়াবহ তুষারধসের ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পর্বতে তুষারধস নামে। মন্দিরে ঠিক পিছনেই সুমেরু পর্বত, সেখানেই তুষারধস নামে।  আচমকা বিকট শব্দে পাহাড়ের গা বেয়ে ধোঁয়ার মতো নেমে আসে সাদা বরফ। সেই দৃশ্য দেখে অনেকেই তা ক্যামেরাবন্দি করেছেন। তবে প্রশাসন সূত্রে খবর, তুষারধসের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি কোনও নদীর জলস্তরও বৃদ্ধি পায়নি। কেদারনাথের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

8 months ago
Kedarnath: কেদারনাথ যাওয়ার পথে যাত্রীবোঝাই গাড়ির উপর পড়ল পাথর, চাপা পড়ে মৃত্যু ৫ জনের

ফের কেদারনাথের যাত্রাপথে (Kedarnath Yatra) বড়সড় দুর্ঘটনা (Accident)। কেদারনাথ যাওয়ার রাস্তায় ধস (Labdslide) নেমে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগে ধস নামে। ধসের ফলে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়ি। আর সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় পাঁচজন তীর্থযাত্রীর। আর আজ, শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগের কাছে গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কের কাছে তারসালি এলাকায় ধস নামে। এর জেরে রাস্তার উপর ধ্বংসস্তুপ তৈরি হয়। প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছিল। পাঁচ তীর্থযাত্রী বোঝাই গাড়িটি যখন কেদারনাথ থেকে সোনপ্রয়াগের দিকে যাচ্ছিল, তখনই পাহাড় থেকে একটি পাথর এসে তীর্থযাত্রীদের গাড়ির উপর পড়ে। আর তার জেরেই মৃত্যু হয় পাঁচজনের।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন গুজরাতের বাসিন্দা ও দু'জন হরিদ্বারে বাসিন্দা। সূত্রের খবর, এই দুর্ঘটনার পরই সেখানে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর উদ্ধারকাজ শুরু হওয়ার পরে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তরাখণ্ড পুলিস ইতিমধ্যে মৃতদের নামও প্রকাশ্যে এনেছে।

জানা গিয়েছে, মৃত জিগার আর মোদী, মহেশ দেশাই এবং পারিক দিব্যাংশ গুজরাতের বাসিন্দা। মৃত মিন্টু কুমার এবং মণীশ কুমার হরিদ্বারের বাসিন্দা। ধস ও দুর্ঘটনার পরে গুপ্তকাশী-গৌরীকুণ্ড সড়কপথ দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়। পরে ধ্বংসাবশেষ সরিয়ে খুলে দেওয়া হয় রাস্তা।

9 months ago
Kedarnath: কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ মোবাইল-ক্যামেরা, পরতে হবে 'ভদ্র' পোশাক, জারি নয়া নির্দেশিকা

কেদারনাথ মন্দির (Kedarnath Temple) ফের চর্চায়। এবারের মন্দির চত্বরে রিলস, ভিডিও ও ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল কেদারনাথ মন্দির কমিটি। সম্প্রতি একটি রিলস ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কড়া নজরদারি রেখছে উত্তরাখণ্ড (Uttarakhand) পুলিস। এই ভিডিওতে দেখা গিয়েছিল, এক তরুণী তাঁর ভালোবাসার মানুষকে কেদারনাথ মন্দিরে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হইহই পড়ে যায় দেশজুড়ে। এরপরেই এই নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি (Shri Badrinath-Kedarnath Temple Committee)।

কেদারনাথ মন্দির চত্বরে আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক তরুণী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। এরপর তা মন্দির কমিটির নজরে পড়তেই উত্তরাখণ্ড পুলিসের তরফে জানানো হয়, এরপর মন্দিরের সামনে কেউ ভিডিও বা রিলস বানালে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এবারে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার থেকে আর কেদারনাথ মন্দির চত্বরে ভিডিও, রিলস করা যাবে না ও ছবিও তোলা যাবে না।

কমিটির তরফে জায়গায় জায়গায় বোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা রয়েছে, 'মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ। এছাড়াও কোনও ছবি ও ভিডিও করা যাবে না। আপনারা সিসিটিভির নজরে রয়েছেন।' এছাড়াও মন্দিরে যাওয়ার জন্য 'ভদ্র' পোশাক পরে আসার জন্য বলা হয়েছে। আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত বদ্রীনাথ ধাম থেকে কোনও অভিযোগ শোনা যায়নি, তবে সেখানেও এই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সূত্রের খবর।

10 months ago


Uttarakhand: কেদারনাথ মন্দিরে আর করা যাবে না ভিডিও! মন্দির কমিটির অভিযোগে কী জানাল উত্তরাখণ্ড পুলিস

কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) একটি প্রেম নিবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল। আর সেটা নিয়েই শুরু হয়েছে একাধিক বিতর্ক-সমালোচনা। এই ভিডিও নিয়েই সারা দেশজুড়ে হইহই পড়ে গিয়েছে। নেটিজেনদের অনেকের দাবি, 'মন্দির প্রেম নিবেদনের জায়গা নয়'। ফলে এইসব বিতর্কের মাঝেই বুধবার মন্দির কমিটি থেকে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এবারে এই চিঠিরই প্রতিক্রিয়া দিয়েছে উত্তরাখণ্ড পুলিস। তাঁরা জানিয়েছেন, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কেদারনাথ মন্দিরে 'প্রোপোজ'-এর ভিডিওটি ছড়িয়ে পড়তেই বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দির কমিটি পুলিসের কাছে চিঠির মাধ্যমে অভিযোগ জানিয়েছে। জানা গিয়েছে, মন্দিরের পুরোহিতরাই অভিযোগ এনেছেন, মন্দির চত্বরে এমন ভিডিও বানানোয় তা 'ধর্মীয় ভাবাবেগে নেতিবাচক প্রভাব ফেলছে'। ফলে যাঁরাই এমন ভিডিও করবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার উত্তরাখণ্ড পুলিস জানিয়েছে, মন্দির চত্বরে কোনও ভিডিও বা রিলস বানানো যাবে না। যাঁরা কেদারনাথ মন্দির চত্বরে বা মন্দিরের মধ্যে এমন ভিডিও করবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মন্দিরে কড়া নজরদারি চালানো হবে।

10 months ago
Kedarnath: কেদারনাথ মন্দিরে 'প্রোপোজ' করার জের! কড়া পদক্ষেপ নিতে পুলিসকে চিঠি কমিটির

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন বা প্রোপোজ (Proposal) করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ এই প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple)। ফলে এই নিয়েই নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। কেউ কেউ এই বিষয়টির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মন্তব্য করেছেন, 'কেদারানাথ প্রেম নিবেদনের জন্য নয়।' আর এই বিতর্কের মাঝেই এবারে কেদারনাথ মন্দির কমিটি (Badri-Kedarnath Temple Committee) থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে।


সূত্রের খবর, কেদারনাথ মন্দিরে প্রেম নিবেদনের ভিডিওটি ছড়িয়ে পড়তেই বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দির কমিটি পুলিসের কাছে চিঠিরি মাধ্যমে অভিযোগ জানিয়েছে। জানা গিয়েছে, মন্দিরে পুরোহিতরাই অভিযোগ এনেছেন, মন্দির চত্বরে এমন ভিডিও বানানোয় তা 'ধর্মীয় ভাবাবেগে নেতিবাচক প্রভাব ফেলছে'।

মন্দির কমিটির দাবি, এখানে দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়। তাঁরা ভক্তি নিয়ে এখানে পুজো দিতে আসেন। তাই এইসব বিষয়ে পুলিসের কড়া নজরদারি থাকা দরকার। কারণ, কিছু ইউটিউবার এবং ইনস্টাগ্রামাররা এখানে এসে বিভিন্ন ধরনের ভিডিও বানান। যা কিনা ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে আঘাত করছে। ফলে এবার থেকে যেন এইসব বিষয়ে পুলিস কড়া নজরদারি রাখে। এমন ধরণের ভিডিও বানাতে দেখলেই যেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়, তেমনটাই জানিয়েছে মন্দির কমিটি।

10 months ago


Proposal: কেদারনাথ মন্দিরে বয়ফ্রেন্ডকে প্রপোজ করলেন তরুণী, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী প্রত্যেকেই করতে চান। ফলে সেই জীবনসঙ্গীকে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন এখনকার বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডরা। তাঁদের ভালোবাসার মানুষটাকে সারপ্রাইজ দিতে বা প্রপোজ করতে কেউ পাহাড়ে, কেউ সমুদ্র সৈকত আবার কেউ আইফেল টাওয়ার-কেও বেছে নেন। কিন্তু কখনও কেউ কি কোনও মন্দিরে প্রপোজ (Proposal) করেছেন? এবারে তেমনটাই প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণী তাঁর ভালোবাসার মানুষটাকে প্রপোজ করছেন কেদারনাথ মন্দির (Kedarnath Temple) গিয়ে। আর এই নিয়েই শুরু হয়েছে সমালোচনা। কারণ অনেকে এটাকে ভালোভাবে নিলেও, অনেকেই এতে আবার আপত্তি জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, এক যুগল কেদারনাথ মন্দির দর্শনে গিয়েছেন। সেখানে গিয়ে তরুণী তাঁর ভালোবাসার মানুষটিকে হাঁটু মুড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করছেন। যুবককে দেখে মনেই হচ্ছিল যে, তিনি এই বিষয়ে একেবারে কিছুই জানতেন না। এরপরেই একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। তবে শেষে তাঁর প্রেম প্রস্তাবে হ্যাঁ বলেছেন যুবক। আর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, মন্দির চত্বরে এমনটা করা একেবারেই ঠিক নয়। অন্যদিকে নেটিজেনদের এক বড় অংশ এই ব্যাপারটিতে খুশি হয়েছেন। নেটিজেনদের বক্তব্য, পুরো ব্যাপারটি বেশ 'কিউট' ও 'রোম্যান্টিক'।

10 months ago