Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kedarnath

Selfie: সেলফি তুলতে গিয়ে পড়ে গেলেন নদীতে, পাথর আঁকড়ে ধরে আর্তনাদ যুবকের, এরপর...

সেলফি (Selfie) তোলার জের! এর আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে, সেলফি তুলতে ভয়ঙ্কর পরিণতি হয়েছে একাধিক মানুষের। আর এবারেও তেমন ঘটনার ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে সেই ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যান এক ব্যক্তি, এরপরই তড়িঘড়ি তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন আশেপাশের মানুষেরা। জানা গিয়েছে, ঘটনাটি কেদারনাথের (Kedarnath)। তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

সূত্রের খবর, সোমবারের ঘটনাটি ঘটেছে কেদারনাথে। জানা গিয়েছে, কেদারনাথ যাওয়ার পথে মন্দাকিনী নদীর ঠিক উপরের ব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক যুবক। এর পর আচমকাই পা পিছলে যায় তাঁর। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খরস্রোতা মন্দাকিনী নদীর জলে পিছলে পড়ে যাওয়ার পর এক পাথরকে আঁকড়ে ধরে চিৎকার করছেন তিনি। এই অবস্থায় ছুটে আসেন আশেপাশের মানুষ। তাঁরা উদ্ধার করার চেষ্টা করলেও সক্ষম হয়নি। পরে তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীর মধ্যে থাকা এক পাথরের উপর দাঁড়িয়ে যুবককে ছুড়ে দেন দড়ি। এরপর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তাঁকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন তাঁরা।

ভিডিও দেখেই গা শিউরে উঠছে নেটিজেনদের। মন্দাকিনীর জলের স্রোতের মধ্যে এক পাথরকে আঁকড়ে ধরে আর্তনাদ করতে দেখে অনেকে ভেবেই নিয়েছিলেন যে, আর একটু হলেই তলিয়ে যাবেন মন্দাকিনীর উত্তাল স্রোতে। কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানেই পৌঁছে যেতেই তাঁকে বাঁচানো সম্ভব হয় বলে মনে করছেন নেটিজেনরা। তিনি নতুন করে জীবন ফিরে পেয়েছেন বলে অনেকেই কমেন্ট করেছেন সমাজমাধ্যমে।

8 months ago
Kedarnath: কেদারনাথে ফের বিপত্তি! মন্দিরের ঠিক পিছনে ভয়াবহ তুষাধস, ভিডিও প্রকাশ্যে

দেবভূমিতে ফের বিপত্তি! কেদারনাথে ফের ঘটে গেল দুর্ঘটনা, যার ভিডিও দেখে রীতিমতো গা শিউরে উঠছে নেটিজেনদের। রবিবার সকালে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) পেছনের অংশে তুষারধস (Avalanche) নামে। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত তুষারধসের ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে, সাতসকালে তুষারধসের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। সেই ভয়াবহ তুষারধসের ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পর্বতে তুষারধস নামে। মন্দিরে ঠিক পিছনেই সুমেরু পর্বত, সেখানেই তুষারধস নামে।  আচমকা বিকট শব্দে পাহাড়ের গা বেয়ে ধোঁয়ার মতো নেমে আসে সাদা বরফ। সেই দৃশ্য দেখে অনেকেই তা ক্যামেরাবন্দি করেছেন। তবে প্রশাসন সূত্রে খবর, তুষারধসের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি কোনও নদীর জলস্তরও বৃদ্ধি পায়নি। কেদারনাথের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

8 months ago
Kedarnath: কেদারনাথ যাওয়ার পথে যাত্রীবোঝাই গাড়ির উপর পড়ল পাথর, চাপা পড়ে মৃত্যু ৫ জনের

ফের কেদারনাথের যাত্রাপথে (Kedarnath Yatra) বড়সড় দুর্ঘটনা (Accident)। কেদারনাথ যাওয়ার রাস্তায় ধস (Labdslide) নেমে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগে ধস নামে। ধসের ফলে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়ি। আর সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় পাঁচজন তীর্থযাত্রীর। আর আজ, শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগের কাছে গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কের কাছে তারসালি এলাকায় ধস নামে। এর জেরে রাস্তার উপর ধ্বংসস্তুপ তৈরি হয়। প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছিল। পাঁচ তীর্থযাত্রী বোঝাই গাড়িটি যখন কেদারনাথ থেকে সোনপ্রয়াগের দিকে যাচ্ছিল, তখনই পাহাড় থেকে একটি পাথর এসে তীর্থযাত্রীদের গাড়ির উপর পড়ে। আর তার জেরেই মৃত্যু হয় পাঁচজনের।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন গুজরাতের বাসিন্দা ও দু'জন হরিদ্বারে বাসিন্দা। সূত্রের খবর, এই দুর্ঘটনার পরই সেখানে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর উদ্ধারকাজ শুরু হওয়ার পরে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তরাখণ্ড পুলিস ইতিমধ্যে মৃতদের নামও প্রকাশ্যে এনেছে।

জানা গিয়েছে, মৃত জিগার আর মোদী, মহেশ দেশাই এবং পারিক দিব্যাংশ গুজরাতের বাসিন্দা। মৃত মিন্টু কুমার এবং মণীশ কুমার হরিদ্বারের বাসিন্দা। ধস ও দুর্ঘটনার পরে গুপ্তকাশী-গৌরীকুণ্ড সড়কপথ দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়। পরে ধ্বংসাবশেষ সরিয়ে খুলে দেওয়া হয় রাস্তা।

9 months ago


Landslide: কেদারনাথের যাত্রাপথে ফের ভূমিধস, ভেঙে পড়ল একাধিক দোকান, নিখোঁজ অন্তত ১৩ জন

কেদারনাথের (Kedarnath Yatra) যাত্রাপথে ফের ভয়াবহ দুর্ঘটনা। কেদারনাথ যাওয়ার পথে নামল ধস (Landslide)। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রার রুটে গৌরীকুণ্ড এলাকায় এই ভূমিধস হয়। ধসের ফলে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় একাধিক রাস্তা, চাপা পড়ে যায় একাধিক দোকান। প্রায় ১৩ জন যাত্রী চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে অনবরত হয়ে চলেছে ভারী বৃষ্টি। রাতেই গৌরীকুণ্ড পোস্ট ব্রিজের কাছে প্রবল বর্ষণের কারণে ভূমিধস হয়। চাপা পড়ে যায় একাধিক দোকান। ধ্বংসস্তূপের নীচে ১০-১৩ জন যাত্রী চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় ৩ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ধসের পরেই সেখানে তৎক্ষণাৎ পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ শুরু করেছে তাঁরা।

রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসার দালিপ সিং রাজওয়ার বলেন, '১০-১২ জন কেদারনাথ যাত্রী এই রাস্তায় ধসের জেরে চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসের ফলে বড় বড় পাথরের চাঁই পড়ায় এলাকার তিনটি দোকান ধসে ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টা ধকে গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই এই ভয়াবহ ধস।' আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁদের খুঁজতে অভিযান শুরু হয়েছে।

9 months ago
Kedarnath: কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ মোবাইল-ক্যামেরা, পরতে হবে 'ভদ্র' পোশাক, জারি নয়া নির্দেশিকা

কেদারনাথ মন্দির (Kedarnath Temple) ফের চর্চায়। এবারের মন্দির চত্বরে রিলস, ভিডিও ও ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল কেদারনাথ মন্দির কমিটি। সম্প্রতি একটি রিলস ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কড়া নজরদারি রেখছে উত্তরাখণ্ড (Uttarakhand) পুলিস। এই ভিডিওতে দেখা গিয়েছিল, এক তরুণী তাঁর ভালোবাসার মানুষকে কেদারনাথ মন্দিরে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হইহই পড়ে যায় দেশজুড়ে। এরপরেই এই নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি (Shri Badrinath-Kedarnath Temple Committee)।

কেদারনাথ মন্দির চত্বরে আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক তরুণী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। এরপর তা মন্দির কমিটির নজরে পড়তেই উত্তরাখণ্ড পুলিসের তরফে জানানো হয়, এরপর মন্দিরের সামনে কেউ ভিডিও বা রিলস বানালে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এবারে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার থেকে আর কেদারনাথ মন্দির চত্বরে ভিডিও, রিলস করা যাবে না ও ছবিও তোলা যাবে না।

কমিটির তরফে জায়গায় জায়গায় বোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা রয়েছে, 'মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ। এছাড়াও কোনও ছবি ও ভিডিও করা যাবে না। আপনারা সিসিটিভির নজরে রয়েছেন।' এছাড়াও মন্দিরে যাওয়ার জন্য 'ভদ্র' পোশাক পরে আসার জন্য বলা হয়েছে। আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত বদ্রীনাথ ধাম থেকে কোনও অভিযোগ শোনা যায়নি, তবে সেখানেও এই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সূত্রের খবর।

10 months ago


Uttarakhand: কেদারনাথ মন্দিরে আর করা যাবে না ভিডিও! মন্দির কমিটির অভিযোগে কী জানাল উত্তরাখণ্ড পুলিস

কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) একটি প্রেম নিবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল। আর সেটা নিয়েই শুরু হয়েছে একাধিক বিতর্ক-সমালোচনা। এই ভিডিও নিয়েই সারা দেশজুড়ে হইহই পড়ে গিয়েছে। নেটিজেনদের অনেকের দাবি, 'মন্দির প্রেম নিবেদনের জায়গা নয়'। ফলে এইসব বিতর্কের মাঝেই বুধবার মন্দির কমিটি থেকে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এবারে এই চিঠিরই প্রতিক্রিয়া দিয়েছে উত্তরাখণ্ড পুলিস। তাঁরা জানিয়েছেন, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কেদারনাথ মন্দিরে 'প্রোপোজ'-এর ভিডিওটি ছড়িয়ে পড়তেই বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দির কমিটি পুলিসের কাছে চিঠির মাধ্যমে অভিযোগ জানিয়েছে। জানা গিয়েছে, মন্দিরের পুরোহিতরাই অভিযোগ এনেছেন, মন্দির চত্বরে এমন ভিডিও বানানোয় তা 'ধর্মীয় ভাবাবেগে নেতিবাচক প্রভাব ফেলছে'। ফলে যাঁরাই এমন ভিডিও করবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার উত্তরাখণ্ড পুলিস জানিয়েছে, মন্দির চত্বরে কোনও ভিডিও বা রিলস বানানো যাবে না। যাঁরা কেদারনাথ মন্দির চত্বরে বা মন্দিরের মধ্যে এমন ভিডিও করবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মন্দিরে কড়া নজরদারি চালানো হবে।

10 months ago
Kedarnath: কেদারনাথ মন্দিরে 'প্রোপোজ' করার জের! কড়া পদক্ষেপ নিতে পুলিসকে চিঠি কমিটির

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন বা প্রোপোজ (Proposal) করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ এই প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple)। ফলে এই নিয়েই নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। কেউ কেউ এই বিষয়টির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মন্তব্য করেছেন, 'কেদারানাথ প্রেম নিবেদনের জন্য নয়।' আর এই বিতর্কের মাঝেই এবারে কেদারনাথ মন্দির কমিটি (Badri-Kedarnath Temple Committee) থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে।


সূত্রের খবর, কেদারনাথ মন্দিরে প্রেম নিবেদনের ভিডিওটি ছড়িয়ে পড়তেই বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দির কমিটি পুলিসের কাছে চিঠিরি মাধ্যমে অভিযোগ জানিয়েছে। জানা গিয়েছে, মন্দিরে পুরোহিতরাই অভিযোগ এনেছেন, মন্দির চত্বরে এমন ভিডিও বানানোয় তা 'ধর্মীয় ভাবাবেগে নেতিবাচক প্রভাব ফেলছে'।

মন্দির কমিটির দাবি, এখানে দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়। তাঁরা ভক্তি নিয়ে এখানে পুজো দিতে আসেন। তাই এইসব বিষয়ে পুলিসের কড়া নজরদারি থাকা দরকার। কারণ, কিছু ইউটিউবার এবং ইনস্টাগ্রামাররা এখানে এসে বিভিন্ন ধরনের ভিডিও বানান। যা কিনা ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে আঘাত করছে। ফলে এবার থেকে যেন এইসব বিষয়ে পুলিস কড়া নজরদারি রাখে। এমন ধরণের ভিডিও বানাতে দেখলেই যেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়, তেমনটাই জানিয়েছে মন্দির কমিটি।

10 months ago
Proposal: কেদারনাথ মন্দিরে বয়ফ্রেন্ডকে প্রপোজ করলেন তরুণী, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী প্রত্যেকেই করতে চান। ফলে সেই জীবনসঙ্গীকে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন এখনকার বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডরা। তাঁদের ভালোবাসার মানুষটাকে সারপ্রাইজ দিতে বা প্রপোজ করতে কেউ পাহাড়ে, কেউ সমুদ্র সৈকত আবার কেউ আইফেল টাওয়ার-কেও বেছে নেন। কিন্তু কখনও কেউ কি কোনও মন্দিরে প্রপোজ (Proposal) করেছেন? এবারে তেমনটাই প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণী তাঁর ভালোবাসার মানুষটাকে প্রপোজ করছেন কেদারনাথ মন্দির (Kedarnath Temple) গিয়ে। আর এই নিয়েই শুরু হয়েছে সমালোচনা। কারণ অনেকে এটাকে ভালোভাবে নিলেও, অনেকেই এতে আবার আপত্তি জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, এক যুগল কেদারনাথ মন্দির দর্শনে গিয়েছেন। সেখানে গিয়ে তরুণী তাঁর ভালোবাসার মানুষটিকে হাঁটু মুড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করছেন। যুবককে দেখে মনেই হচ্ছিল যে, তিনি এই বিষয়ে একেবারে কিছুই জানতেন না। এরপরেই একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। তবে শেষে তাঁর প্রেম প্রস্তাবে হ্যাঁ বলেছেন যুবক। আর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, মন্দির চত্বরে এমনটা করা একেবারেই ঠিক নয়। অন্যদিকে নেটিজেনদের এক বড় অংশ এই ব্যাপারটিতে খুশি হয়েছেন। নেটিজেনদের বক্তব্য, পুরো ব্যাপারটি বেশ 'কিউট' ও 'রোম্যান্টিক'।

10 months ago


Kedarnath Yatra: প্রবল বর্ষণের জের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত কেদারনাথ যাত্রা

দেশজুড়ে প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। শনিবার থেকে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে। উত্তরাখণ্ডেও (Uttarakhand) প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলাতেও তুমুল বর্ষণ। এহেন পরিস্থিততে কেদারনাথ যাত্রা পরবর্তী নির্দেশ পর্যন্ত বাতিল করে দেওয়া হল। অনবরত বৃষ্টির ফলেই স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)।

শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ সহ রুদ্রপ্রয়াগ জেলার বিভিন্ন জায়গায়। এদিকে কেদারনাথ, বদ্রীনাথ সহ চার ধাম যাত্রা চলছে। তাই ঝুঁকি এড়াতে কেদারনাথ যাত্রা স্থগিত করে দিল উত্তরাখণ্ড প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত রবিবার এই ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে আপাতত স্থগিত তীর্থযাত্রা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্ত।

জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, সে রাজ্যে ভারী বর্ষণের জেরে পরিস্থিতি খতিয়ে দেখতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। কেদারনাথ সহ চারধাম যাত্রার পুণ্যার্থীদের সম্পর্কেও খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

11 months ago
Akshay: কেদারনাথ দর্শনে অক্ষয়, তাঁকে ঘিরে ধরলেন ভক্তরা

শ্যুটিংয়ের ফাঁকে দেবদর্শনে গেলেন বলিউডের খিলাড়ি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল সেলফি সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' সিনেমার শ্যুটিংয়ে। সেই সিনেমায় টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ব্যস্ত শিডিউলের মাঝেই অক্ষয় কুমার (Akshay Kumar) কেদারনাথ (Kedarnath) দর্শনে গেলেন। নিজের সামাজিক মাধ্যমে মন্দিরের চূড়ার একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এবার দেখা গেল অন্য এক মুহূর্তের ঝলক।

ভিডিওতে দেখা গিয়েছে, কেদারনাথ মন্দির থেকে পুজো দিয়ে সবে বেড়িয়েছেন। তাঁকে ঘিরে রয়েছেন নিরাপত্তা রক্ষীরা। এমন সময় তাঁকে দেখে চিৎকার করে ওঠেন ভক্তরা। অক্ষয়ও যথা সম্ভব ভক্তদের নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের দেখে দু হাত তুলে প্রণাম জানিয়েছেন। 'বম বম ভোলে' উচ্চারণে ঈশ্বরের প্রতি সমর্থন জানিয়েছেন। এই ভিডিও অক্ষয় নিজের সামাজিক মাধ্যমে না দিলেও তাঁকে ক্যামেরাবন্দি করেছেন কোনও এক নেটিজেন।

অন্যদিকে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ স্কটল্যান্ডে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে নাকি খিলাড়ি কুমার আঘাত পেয়েছিলেন। জানা গিয়েছে, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ইদে। এছাড়াও খিলাড়ির হাতে রয়েছে, 'ওহ মাই গড ২', 'হেরা ফেরি থ্রি' এবং ক্যাপসুল গিল সিনেমাটি। তাঁকে পর্দায় দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা।

12 months ago


Sara: কেদারনাথ সফরে সারা আলি খান, সুশান্তকে মনে পড়ছে নেটিজেনদের

পতৌদি পরিবারের রাজকন্যা সারা আলি খান (Sara Ali Khan) বেশ ঝলমলে স্বভাবের। একাধারে খাদ্যরসিক, ভ্রমণ রসিক তিনি। শ্যুটিংয়ের মাঝে সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এখানে সেখানে। কখনও বিদেশে তো কখনও পাহাড়ে। যেকোনও শীতল স্থান যে সারার পছন্দের তা জেনে গিয়েছে তাঁর ভক্তরা। অভিনেত্রী যে আধ্যাত্মিক, সেই প্রমাণও পেয়েছেন সকলে। প্রসঙ্গত 'কেদারনাথ' সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি সারার। সেই থেকেই শিবের ভক্ত হয়েছেন তিনি। সুযোগ পেলেই ঘুরে আসেন কেদারনাথ (Kedarnath) থেকে। আবারও একই জায়গায় গেলেন সারা।

সারা সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন কেদরনাথেই। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই যাত্রার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মন্দিরে পুজো দিয়েছেন। বরফের কোলে নিজের ছবিও দিয়েছেন তিনি।  ক্যাপশনে লিখেছেন, ধন্যবাদ কেদারনাথ আমাকে তৈরী করার জন্য। আমাকে সব কিছু দেওয়ার জন্য। খুব কম ভাগ্যবান মানুষ তোমার কাছে পৌঁছানোর মতো ভাগ্যবান হয়। আমি যেন বারবার ধন্যবাদ জানাতে এখানে ফিরে আসতে পারি।'


তবে সারাকে কেদারনাথে দেখে দর্শকদের সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ছে। সারার প্রথম সিনেমার সহ অভিনেতা ছিলেন সুশান্ত। পুরো সিনেমার প্রেক্ষাপট ছিল এই কেদারনাথ। সারার আপলোড করা একটি ছবিতে দেখা গিয়েছে, চায়ের গ্লাস হাতে বসে রয়েছেন অভিনেত্রী। দর্শকদের মনে পড়ে যায় কেদারনাথ সিনেমার সেই দৃশ্য, যেখানে সুশান্ত এবং সারার এক গ্লাস থেকে চা খাওয়া তৈরী করেছিল এক নতুন প্রেম কাহানির। সিনেমার শেষ দৃশ্যে বন্যার জলে বিলীন হয়ে যেতে দেখা যায় সুশান্তের চরিত্রটিকে। সেই দৃশ্যই যেন বারবার মনে পড়ছে নেটিজেনদের। সারার আবার কেদারনাথ যাত্রা যেন সেই সিনেমার দ্বিতীয় অংশ।



12 months ago
Kedarnath: কেদারনাথ ধামে তুষারপাত, নিয়ন্ত্রিত করা হয়েছে পুণ্যার্থীদের যাত্রা

কেদারনাথ (Kedarnath) ধামে তুষারপাত (Snowfall)। কেদারের পথ যাত্রায় ব্যাঘাতের কারণ তুমুল বৃষ্টি ও ভারী তুষারপাত। যার ফলে পুণ্যার্থীদের (Meritorious)  আপাতত স্থগিত রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। বর্তমানে কেদারনাথে চলবে টানা তুষারপাত। ইতিমধ্যেই রাস্তায় ৩ থেকে ৪ ফুটের বরফ (Ice) জমে গিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, হিমালয় পর্বতমালা (Himalaya Mountains) এবং সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পুণ্যার্থীদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। 

মার্চ মাসের ২৫ তারিখে কেদারনাথের দরজা খুলে গিয়েছিল। কিন্তু এরপর থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে কেদারধাম যাত্রা। সূত্রের খবর, কেদারনাথের শুরু অর্থাৎ সোনপ্রয়াগ থেকে সকাল সাড়ে দশটার পর কোন পুণ্যার্থীকে আর কেদারের উদ্দেশ্যে যেতে দেওয়া হচ্ছে না। কারণ স্বরূপ রুদ্রপ্রয়াগ জেলার পুলিস সুপার জানিয়েছে, দুপুরের পর থেকেই জঙ্গলচট্টি, ভীমবলি এলাকায় বৃষ্টি শুরু হচ্ছে, সঙ্গে ভারী তুষারপাত। গোটা কেদারের পথে প্রবল তুষারপাতের দরুন সমস্যায় পড়তে হচ্ছে পুণ্যার্থীদের। পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও থাকছে বলে খবর। তাই কেদারধাম যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে কেদারনাথ যাত্রা। পূর্বে ভারী বর্ষণে মন্দাকিনি নদীর ধসে কেদারের বিপত্তির কথা এখনও সবার মনে আছে, সেই ঘা এখনও দগদগে। সেকারণেই পূর্বে সতর্কতা স্বরূপ কেদারনাথ যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত চলতি সপ্তাহে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে বলেই মনে করা হচ্ছে। কবে যাত্রা আবার শুরু করা যাবে, আপাতত তা অনিশ্চিত।

12 months ago
Kedarnath: সেলফি তোলার জের! হেলিকপ্টারের ব্লেডে খন্ড-বিখন্ড এক সরকারি আধিকারিকের দেহ

মর্মান্তিক! সেলফি (Selfie) তুলতে গিয়েই ভয়াবহ কাণ্ড ঘটে গেল উত্তরাখন্ডে (Uttarakhand)। হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। রবিবার ভয়ানক এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কেদারনাথ (Kedarnath) ধামে। মৃতের নাম জিতেন্দ্র কুমার সৈনি। জানা গিয়েছে, হেলিকপ্টার থেকে বাইরে বেরিয়ে এসে সেলফি তুলতে গিয়ে রোটরের কাছে চলে যান সেই যুবক। আর সেই রোটরের আঘাতেই ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিস জানিয়েছে, জিতেন্দ্র কুমার ছিলেন উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহন দফতরের ফিনান্সিয়াল কন্ট্রোলার। সূত্রের খবর, কেদারনাথ ধামের হেলিপ্যাডে কপ্টারটি অবতরণ করার পর সেলফি তুলতে গিয়েছিলেন জিতেন্দ্র। নীচে নামার পরও সেই কপ্টারটির পেছনের দিকের পাখা বা রোটর চলছিল। কিন্তু জিতেন্দ্র সেদিকে নজর না দিয়ে সেলফি তুলতে চলে যান। সেলফি তুলতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন যে, তিনি বুঝতেই পারেননি যে রোটরের খুব কাছে চলে এসেছেন তিনি। আর সেই মুহূর্তেই ব্লেডে তাঁর মাথা কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়। এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় অন্যান্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।।

one year ago


Howrah: গঙ্গা দূষণ রোধের বার্তা নিয়ে হেঁটে কেদারনাথে হাওড়ার যুবক

গঙ্গা দূষণ রোধের বার্তা নিয়ে পায়ে হেঁটে কেদারনাথ (Kedarnath) যাত্রা এক যুবকের। ওই যুবকের নাম প্রভাস বর। তিনি হাওড়ার (Howrah) ভগবতীপুর কান্দুয়া পঞ্চায়েতের বাসিন্দা। ৩২ বছর বয়সের এই যুবক সাঁকরাইল থানার ঘাট সংলগ্ন নদীঘাটে স্নান করে গঙ্গা দূষণ রোধ করা এবং সাধারণ মানুষের জনকল্যাণ স্বার্থে কেদারনাথ যাত্রা শুরু করলেন পায়ে হেঁটে। এমনই সংকল্প নিয়ে যাত্রা শুরু করলেন তিনি। পায়ে হেঁটে দীর্ঘ দুই হাজার কিলোমিটার পথ অতিক্রান্ত করবেন তিনি। স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং ডিএম অফিসের অনুমোদন নিয়ে তাঁর এই যাত্রা, জানালেন তিনি। 

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রভাস। কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি যাত্রা শুরু করতে পারেননি। তাই এই পদযাত্রায় দেরি হয়ে যায়, এমনই জানা গিয়েছে।  

ওই যুবকের পরিবার সূত্রে খবর, বাড়ির বড় ছেলে প্রভাস বর। আগাগোড়াই ঠাকুর দেবতার প্রতি বিশেষ ভক্তি তাঁর। বিশেষ করে শিবের। তাই কেদারনাথ যাওয়ার কথা শোনার পরেও তাঁকে আটকানো হয়নি। এমনকি এই পদযাত্রায় শিব নিজেই তাঁকে রক্ষা করবে, এমনই জানালেন প্রভাসের মা। তবে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রায় তিনি সফলভাবে পৌঁছতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারাও।

one year ago
Kedarnath: কেদারনাথ যাবেন? জেনে নিন এবারে নতুন কি আছে, কবে খুলছে মন্দির?

মণি ভট্টাচার্য: উত্তরাখণ্ড (Uttrakhand) ভারতের এক টুকরো স্বর্গ। উত্তরাখন্ডে যাওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, উত্তরাখণ্ডকে এককথায় দেব ভুমি (Dev Bhoomi) বলা হয়। বিশেষত উত্তরাখণ্ডের চারধাম (Char Dham) যাত্রা ভীষন পুণ্য একটি যাত্রা। এই যাত্রায় প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ পুণ্য অর্জনে যান। ২০২৩ মরশুমে অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হতে চলেছে চারধাম যাত্রা। এই চার ধাম যাত্রায় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন করেন পুণ্যার্থীরা।


পাহাড় প্রেমীরা অনেকে এই চারধামকে ভালো ট্রেকের জন্য বেছে নেয়। শুধু পাহাড় প্রেমীরা নয় পুণ্যার্থীরাও এই পথে হেঁটে যাতায়াত করেন। এছাড়া এই পথে ঘোড়া এবং চপারের ব্যবস্থা রয়েছে। এই চারধামের মধ্যে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ধাম হলো কেদার ও বদ্রী ধাম। প্রতিবছর এই দুই ধামে লক্ষাধিক যাত্রী ভিড় করে।


বছরের ৬ মাস বরফে ঢাকা থেকে এই দুই ধাম। বছরের প্রথম দিকের তিন মাস ও শেষের দিকে তিনমাস। এই মরশুমের কেদার ও বদ্রী যাত্রা নিয়ে ওই মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়ের সঙ্গে ফোনে কথা বলেন সিএন ডিজিটালের প্রতিনিধি। তিনি কী কী জানালেন এবারের কেদার-বদ্রী যাত্রা নিয়ে, জেনে নিন। 

অজেন্দ্র বাবু জানিয়েছেন, ২০২৩ মরশুমে ২২ এপ্রিল থেকে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খুলে দেওয়া হবে। কেদারনাথের দরজা খুলবে চলতি মাসের ২৫ তারিখ এবং বদ্রীনাথ খুলবে এপ্রিলের ২৭ তারিখ। আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে কেদারনাথ যাওয়ার কপ্টার বা চপার বুকিং। এবার কেদারনাথ যাওয়ার চপার বুকিং করা যাবে আইআরসিটিসি অ্যাপস থেকে। এছাড়া কিছু বেসরকারি সংস্থার চপার ব্যবস্থা থাকছে। তবে গত বছরের থেকে বেশি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দিকে জোর দেওয়া হয়েছে। কারণ আগেরবার চপার ভেঙে দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। ফলে যারা কেদার যাত্রায় যেতে চাইছেন তাঁরা এখনই চপার বুক করে ফেলুন আইআরসিটিসি থেকে।


এছাড়া অজেন্দ্র অজয় জানান, 'দর্শনার্থীরা এবার একটা অন্যতম ঘটনার সাক্ষী হবেন। কেদারনাথের গর্ভগৃহ সোনা দিয়ে মুড়ে ফেলা হয়েছে।' এছাড়া এবার যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে গৌরিকুণ্ডে থাকবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়া যারা পায়ে হেঁটে কেদার যাত্রা করবেন তাদের জন্য, ৫ কিমি অন্তর স্বাস্থ্যশিবির থাকবে। যাত্রীরা অসুস্থ হয়ে পড়লে অক্সিজেনের পরিষেবা দেওয়া হবে। এছাড়া কেদারনাথ মন্দিরের কাছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হয়েছে। এমনটাই জানান রুদ্রপ্রয়াগের পুলিস সুপার।

সূত্রের খবর, গতবছর অর্থাৎ ২০২২ সালে চারধাম যাত্রায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে, এই যাত্রায় মৃত্যু এড়াতে বয়স্কদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া অনলাইনে উত্তরাখণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে সবিস্তার তথ্য ও পরিচয় দিয়ে চারধাম যাত্রার পাস রেজিস্ট্রেশন করতে হবে।


one year ago