Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kasba

Kasba: ২৫ তলা থেকে ঝাঁপ! কসবায় রহস্য়মৃত্য়ু ছাত্রীর, তদন্তে পুলিস

কসবায় বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্য়ু হল এক ছাত্রীর। রবিবার আবাসনের ২৫ তলা থেকে ঝাঁপ দেন তরুনী। বছর ১৯-এর তামান্না হিরাওয়াত মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার প্রথমে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টার পর রবিবার শেষমেশ ঝাঁপ দেন বলে পুলিস সূত্রে খবর।

পুলিস সূত্রে জানা গিয়েছে, তামান্না চাটার্ড অ্যাকাউন্টেন্সির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। কসবায় পিকনিক গার্ডেনের এক বহুতলের ২৫ তলায় থাকতেন বছর ১৯-এর তামান্না হিরাওয়াত। বাবা, মা, ভাইও থাকেন সঙ্গে। রবিবার ভোরবেলা সজোরে আওয়াজ। তারপরেই নীচে পড়ে থাকতে দেখা যায় তামান্না হিরাওয়াতের রক্তাক্ত দেহ। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই তামান্না। শনিবার প্রথমে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর রবিবার ভোর ৩.৪৫ মিনিট নাগাদ ২৫ তলা থেকে পড়ে যান। তবে তামান্নার এই মৃত্যুর নেপথ্যে আসল কারণ কী? সেই সবটাই তামান্নার পরিবারের সঙ্গে কথা বলে, খতিয়ে দেখছে পুলিস। 

3 weeks ago
Kasba: ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি কসবায়, ফের রাতের শহরে আতঙ্ক

ফের চলল শহরে গুলি। ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিস। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সৌমিত মণ্ডল প্রায় প্রতিদিনিই এলাকার একটি ক্লাবের সামনে ময়লা ফেল যেত। তাতে বহুবার বারণ করা হলেও তিনি কথা শোনেননি। মঙ্গলবার রাতে ময়লা ফেলতে আসলে তাঁকে বাধা দেন স্থানীয়রা। তখন তিনি বন্দুক নিয়ে এসে চড়াও হন।

স্থানীয়দের দাবি ওই ব্যক্তি বেশ প্রভাবশালী ছিলেন এলাকায়। অভিযোগ যে গাড়ি তিনি ব্যবহার করেন, তাতে প্রেস ও পুলিসের স্টিকার রয়েছে একসঙ্গে। এ নিয়েও উঠছে প্রশ্ন। এলাকার মহিলাদের গালাগালি, পরিচারিকাকে পয়সা না দেওয়া এমন অনেক ধরনের কুকর্ম করতেন তিনি। তবে প্রতিবাদ জানালেই ভয় দেখাতেন বন্ধুকে দেখিয়ে, এমনই অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার রাতে অভিযুক্ত একজনকে লক্ষ্য করে দু রাউণ্ড গুলি চালান, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হয়নি এমনিই দাবি স্থানীয়দের। কেন সামান্য বিষয়ে  গুলি চালালেন অভিযুক্ত! অভিযুক্তের স্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, তিনি এ বিষয়ে জানেননা।

ঘচনার পর থেকেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। অভিযুক্তের সমস্ত গাড়ি বাঙচুর করেন স্থানীয়রা। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুুখে প্রশাসনের ভূমিকা।  এর আগেও বহুবার স্থানীয়রা অভিযোগ জানালেও কেন নেওয়া হয়নি কোনও ব্যবস্থা! গাড়িতে কেনই বা একসঙ্গে পুলিস ও সংবাদ মাধ্যমের স্টিকার। এ বিষয়ে কেন কোনও ব্যাবস্থা নেয়নি পুলিস। তবে সবকিছুর মাঝেই কী লুকিয়ে রয়েছে কোনও প্রভাবশালীর তথ্য?

8 months ago
Kasba: কসবার ছাত্র মৃত্যুকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে মেডিক্যাল বোর্ডকে, নির্দেশ হাইকোর্টের

কসবার সিলভার পয়েন্ট স্কুলে দশম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যুতে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মঙ্গলবার শুনানির পর আদালতের নির্দেশ, পুলিস কমিশনারকে তদন্তে নজরদারি করতে হবে। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ডের সামনে পেশ করতে হবে। ওই রিপোর্ট ও ভিডিওগ্রাফি দেখিয়ে তাঁদের থেকে মতামত নিতে হবে। সিসিটিভি ডিভাইস ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করতে হবে। পোস্টমর্টেম কপি দ্রুত পরিবারকে দিতে হবে। আগামী শুনানিতে কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে। ৬ অক্টোবর ফের এই মামলার শুনানি।

মামলাকারীর অভিযোগ ছিল, ঘটনার পরে গুরুতম জখম অবস্থায় ওই ছাত্রকে দীর্ঘক্ষণ কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। ইনকোয়েস্ট বা সুরতহাল ঘটনার পরেই হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ২৪ ঘণ্টা পরে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু কান থেকে রক্ত বেরোতে দেখা গেছে। এটা অবিশ্বাস্য। আইনজীবী নিয়ে মৃতের পরিবার কসবা থানায় গেলেও সিসিটিভি দেখার সুযোগ দেওয়া হয়নি। কখন সে পড়ে গেছে, তার কোনও ছবি নেই। সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়েছে। বাড়ির লোকের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তাই দ্বিতীয় ময়নাতদন্তের দাবি। সিট গঠন করে তদন্তের দাবি।

বিচারপতি জানান, এমন একটা গুরুতর ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক গাফিলতি করবেন বলে মনে হয়? স্কুলের তরফে জানানো হয়, প্রজেক্ট রিপোর্ট তৈরি করা নিয়ে ক্লাস টিচারের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ছাত্রের। সেই সময় শিক্ষকের সঙ্গে খারাপ ব্যাবহার করে সে। সিসিটিভি ফুটেজে সবটাই ধরা আছে। এরপর পাঁচতলার উপর থেকে সে ঝাঁপ দেয়। তখনই মুকুন্দপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিচারপতি বলেন, তার মানে খারাপ ব্যবহার করে গিয়ে আত্মহত্যা করেছে, এটা বলতে চাইছেন? এরপরেই পুলিস কমিশনারকে তদন্তে নজরদারির নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, প্রথম ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ডের সামনে পেশ করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

8 months ago


Kasba: কসবার ছাত্র মৃত্যুর ঘটনায় পুনঃরায় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ছাত্রের পরিবার

কসবা এলাকার একটি বেসরকারি স্কুলের পাঁচ তলা থেকে ‘পড়ে’ মৃত্যু হয়েছিল দশম শ্রেণির ছাত্র শেখ শানের। গত ৪ সেপ্টেম্বরের সেই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল মৃত ছাত্রের পরিবার। এবার ওই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করলেন মৃত ছাত্রের পরিবার। পরিবারের অভিযোগ, কসবা থানা ৪ সেপ্টেম্বরে ঘটনার সময়ের সঠিক সিসিটিভি ফুটেজ পরিবারকে দিচ্ছে না। পুলিস মিনিট দশেকের একটা ফুটেজ দিয়েছে, যার মধ্যে যে ঘরে শেষবার ওই ছাত্রকে ঢুকতে দেখা গিয়েছে, সেই ঘরের ফুটেজ নেই।

সূত্রের খবর, মৃত পড়ুয়ার বাবা শেখ পাপ্পু স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগ তুলে বলেছিলেন, ‘প্রজেক্ট জমা দিতে পারেনি বলে ওই ছাত্রকে বকাবকি করা হয়েছিল। কান ধরে দাঁড় করিয়েও রাখা হয়েছিল সবার সামনে। এমনি অভিযোগ তুলেছিল পরিবার।' সেসময় কেবল স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললেও এখন পুলিশের গাফিলতিকেও দুষছেন ওই মৃত ছাত্রের পরিবার।

এ ঘটনায় মৃতের বাবা স্কুলের প্রধানশিক্ষক, সহকারী প্রধানশিক্ষক এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২ এবং ধারা ১২০বি অনুযায়ী খুনের মামলা রুজু করা হয়। কিন্তু অভিযোগ এখনও অবধি ওই ঘটনায় ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে বারবার বলেও লাভ হচ্ছে না। অথচ ওই রিপোর্ট পাওয়ার অধিকার পরিবারের রয়েছে। এঘটনায় এবার ওই মৃত ছাত্রের পরিবার পুনঃরায় ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা শুনবেন বলে সূত্রের খবর।

8 months ago
Kasba: কসবায় বেসরকারি স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত কতৃপক্ষের

কসবায় বেসরকারি স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির ছাত্র শেখ শানের। সেই ঘটনায় পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শানের পরিজনরা। তারপর বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সিলভার পয়েন্ট নামে বেসরকারি স্কুলটি।

স্কুল বন্ধ প্রসঙ্গে একটি নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার পাবে। এবং পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সোমবার কসবা রথতলা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির পড়ুয়া শেখ শানের। পরিবারের তরফে জানানো হয়, মৃত ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শারীরিক নির্যাতক করে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করে স্কুলের পিন্সিপ্যাল জানিয়েছেন, মৃত পড়ুয়াকে হেনস্থা করা হয়নি।

এদিকে মঙ্গলবার সকালেই কসবা থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ৩০২ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

8 months ago


Habra: যাদবপুর, কসবার পর হাবরা, ফের ছাত্রের রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন?

যাদবপুর, কসবার পর ফের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ি উত্তর ২৪ পরগনা হাবরায়। অথচ, মেধাবী ছাত্র স্বাগত বণিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার ক্ষিরাই স্টেশন লাগোয়া রেললাইন থেকে। একমাত্র ছেলের মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পরিবার। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? ঘটনার তদন্তে পুলিস। পড়ুয়ার নিথর দেহ বাড়ি ফিরতেই শোকস্তব্ধ গোটা এলাকা। প্রশ্ন উঠছে রাজ্যজুড়ে কবে বন্ধ হবে পড়ুয়াদের মৃত্যু মিছিল?

পরিবার সূত্রে খবর, ছোটোবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন বছর উনিশের স্বাগত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের পর শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজে স্ট্যাটিসটিকস-এ অনার্স নিয়ে ভর্তি হন স্বাগত। রবিবার, দুপুরে বাড়িতে স্বাগত জানান, প্রজেক্ট বাইন্ডিংয়ের কাজের জন্য সে শিয়ালদহ যাবেন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও স্বাগত বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। মধ্যরাতে হাবরা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। অবশেষে, সোমবার রাত ৯টা নাগাদ পাঁশকুড়া রেল পুলিসের পক্ষ থেকে খবর আসে, মাল গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বাগত। আত্মহত্য়া নয়, খুন করা হয়েছে, দাবি পরিবারের।

স্বাগতের দিদির অভিযোগ, আত্মহত্যা করার থাকলে ভিনরাজ্যে কেন যাবে? স্বাগতের মৃত্যুর পিছনে সহপাঠীদের হাত রয়েছে বলে দাবি করেন। স্বাগতের বন্ধুদের কথায়, কলেজে ভর্তি হওয়ার পর নিয়মিত পাঁচতারা রেঁস্তোরা, ক্লাবে যাতায়াত চলত স্বাগতের। এত টাকা পেত কোথা থেকে স্বাগত? ভেবেই অবাক পরিবার। পুলিসের কাছে অপরাধীদের দ্রুত চিনহিত করে শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সকলে।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। এই নিয়ে রাজনৈতিক জলঘোলাও কম হয়নি। তারই মধ্যে, কসবা বোসপুকুরের একটি বেসরকারি স্কুলেও পড়ুয়ার রহস্যমৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে রাজ্যে ছাত্র নিরাপত্তা নিয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছাত্র মৃত্যু। কোনও খারাপ সঙ্গে মেলামেশার জন্যই কি এই পরিণতি স্বাগতর? নাকি বড় কোনও ষড়যন্ত্রের শিকার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র? ধোঁয়াশার জট কীভাবে খোলে সেদিকেই নজর।

8 months ago
Kasba: কসবার ছাত্র মৃত্যুর ঘটনায় ৪ শিক্ষককে তলব করল পুলিস

ঠিক কী হয়েছিল গত সোমবার দুপুরে ? কসবার ঘটনায় এর উত্তর পেতে এবার স্কুলের পাশের এক রিসর্টের সিসি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, স্কুলের সিসি ফুটেজ তাঁরা হাতে পেয়েছেন। তা খতিয়ে দেখার পর ঘটনাটি আরও একবার খতিয়ে দেখতে চান তাঁরা।

কারণ, স্কুলের ক্যামেরায় ধরা পড়েছে, ছ তলার বারান্দায় ঘুরছে ওই পড়ুয়া। তারপর কী হয়েছিল, তা ওই ক্যামেরায় নেই বলেই দাবি তদন্তকারীদের। এদিকে, এই ঘটনার পর থেকে স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে মৃত পড়ুয়ার পরিবার ও পড়শিরা। এমনকী দুই শিক্ষিকাকে গ্রেফতারের দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে স্কুলের চার শিক্ষককে থানায় ডাকছে পুলিশ। এই চার জনের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত ওই দিনের ঘটনা জানতেই ওই চার শিক্ষককে তলব করা হয়েছে।

এছাড়া সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার কসবার ওই স্কুলে তদন্তকারী চিকিৎসকদের একটি দল যান। ঘটনাস্থল খতিয়ে দেখেন। পাশাপাশি স্কুলের কিছু পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথাও বলেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহের চেষ্টা করেন চিকিৎসকদের একটি দল।

8 months ago
Kasba: কসবায় স্কুলের পাঁচতলা থেকে 'ঝাঁপ' দশম শ্রেণির পড়ুয়ার! অভিযোগ মানসিক চাপের

কসবায় স্কুলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল দশম শ্রেণির পড়ুয়ার। সোমবার বিকেলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কসবা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ছাত্রের নাম শেখ শান। ১৬ বছর বয়সী ওই ছাত্র আত্মহত্যা করেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে তার পরিবারের তরফে স্কুলের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

পুলিস সূত্রে আরও খবর, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কসবার ওই বেসরকারি স্কুলে যায় পুলিস। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রের বাবা জানিয়েছেন, সোমবার স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ছেলে জমা দিতে পারেনি বলে বকাবকিও করা হয়। এরফলে তার উপর মানসিক চাপ সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, করোনাকালে এই স্কুলের বেতন কমানো নিয়ে আন্দোলন করেছিলেন। তারপর থেকেই তাঁর ছেলেকে টার্গেট করে রেখেছিল স্কুল কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যদের আরও অভিযোগ, ছাত্রকে খুন করা হয়েছে। তাদের যুক্তি ছাত্রের দেহে কোনও হাড় ভাঙেনি। ৫ তলা থেকে পড়ে গেলে হাড় ভাঙাটাই স্বাভাবিক। শুধুমাত্র কান, নাক এবং মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাকে খুন করে আত্মহত্যার গল্প ফাঁদছে। তাঁদের আরও অভিযোগ, কেন কাছের হাসপাতালে না নিয়ে গিয়ে ৩০ মিনিটের দূরত্বে মুকুন্দপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হল। যেখানে স্কুল থেকে ১০ মিনিটের মধ্যেই রয়েছে একাধিক হাসপাতাল। উঠছে একাধিক প্রশ্ন। খুন নাকি আত্মহত্যা, দানা বাঁধছে রহস্য।

8 months ago


Kasba: কসবায় লিফ্ট থেকে পড়ে আহত চিকিৎসকের মৃত্যু

মঙ্গলবার বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো কসবার (Kasba) লিফ্‌ট (Lift) ছিঁড়ে আহত হওয়া চিকিৎসকের (Doctor)। কসবার নার্সিংহোমে সম্প্রতি লিফ্‌ট ছিড়ে আহত হয়েছিলেন এক চিকিৎসক দম্পতি। গুরুতর জখম অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। তাঁর চিকিৎসাও চলছিল। মঙ্গলবার সকালেই মারা গেলেন তিনি।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চৈতালি মিত্র। কসবায় চৈতালি ও তাঁর স্বামী একটি নার্সিং হোম চালাতেন। ওই নার্সিংহোমের উপরেই তাঁদের ফ্ল্যাট। সোমবার চতুর্থ তল থেকে লিফ্‌টটি ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চৈতালি এবং তাঁর স্বামী। ওই নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জনেরই অবস্থা সঙ্কটজনক ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চৈতালির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর।

সোমবার সকালে লিফ্‌ট ছিঁড়ে দুর্ঘটনা ঘটে ওই নার্সিংহোমে।। কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিসের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ছিঁড়ে পড়ে লিফ্‌ট। পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে।

12 months ago
Kasba: বার সিঙ্গারকে ধর্ষণের চেষ্টা এবং হুমকি! বেনিয়াপুকুরের পানশালা থেকে ধৃত এক

কসবার পানশালায় (Kasba Bar) এক বার সিঙ্গারকে ধর্ষণের চেষ্টা (Rape Attempt)। গ্রেফতার ব্যান্ড মাস্টার এক যুবক। ১৭ জানুয়ারি ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি। যদিও ঘটনাটি গত বছর নভেম্বরের। জানা গিয়েছে, অভিযোগকারিণী দক্ষিণদাড়ির বাসিন্দা। ২৮ নভেম্বর রাতে অভিযুক্ত ওই তরুণীকে নগ্ন করে ধর্ষণের চেষ্টা করেন। এমনকি ঘটনা জানাজানি হলে পরিস্থিতি খারাপ হবে। সে রাতে এমন হুমকিও দেন অভিযুক্ত।

এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর অভিযুক্তকে বেনিয়াপুকুর থানার অন্তর্গত এক পানশালা থেকে গ্রেফতার করে কসবা থানার পুলিস। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আদতে পঞ্জাবে বাসিন্দা, এমনটাই পুলিস সূত্রে খবর।

one year ago