Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Karanataka

Karnataka: বাজারে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব, ভয় নেই পুলিসকেও! বাগে আনতে পায়ে গুলি পুলিসের

প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে ছুরি হাতে ঘুরছেন এক যুবক। কখনও বাজারে থাাকা সাধারণ মানুষের দিকে তেড়ে যাচ্ছেন (Knife Attack)। আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটে পালাচ্ছিলেন উপস্থিত সকলে। তাঁদের মধ্যেই কেউ একজন প্রকাশ্যে ছুরি নিয়ে ঘোরার কথা পুলিসকে জানান। পুলিস ঘটনাস্থলে আসতেই পুলিসের উপরেও আক্রমণের চেষ্টা করে যুবক। আরও উত্তেজিত হয়ে তাণ্ডব শুরু করে দেন বাজারে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবকের নাম ফজল ভগবান।

পুলিস জানিয়েছে, ওই যুবক তাঁদের দিকেও তেড়ে আসে। বেশ কয়েকবার ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেন। ছুরি ফেলে দিতে বলা হলেও কথা শুনছিলেন না। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ওই ব্যক্তির পায়ে গুলি চালায় পুলিস। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান তিনি। তারপরই পুলিসকর্মীরা লাঠি নিয়ে মারধর করেন। কেড়ে নেওয়া হয় তাঁর হাতের ছুরিটিও। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুর্গির একটি বাজারে।

এরপর গুলিবিদ্ধ ফজলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিস। মানসিক কোনও সমস্যা নাকি এর পিছনে অন্য কারণ ছিল তা খতিয়ে দেখছে পুলিস।

one year ago