Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

KaranJohar

Karan: 'শাহরুখই আমার জীবনের প্রথম পুরুষ...' সমকামিতা নিয়ে অকপট করণ জোহার

১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন পরিচালক ও প্রযোজক করণ জোহার (Karan Johar)। এরপর সিনেমার অন্য এক ধারা শুরু হল। প্রথম সিনেমায় করণ কাজ করেছিলেন শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে। সকলেই জানেন, পরিচালক ও অভিনেতার সম্পর্কেই সীমাবদ্ধ ছিলেন না শাহরুখ ও করণের সম্পর্ক। বরং করণের জীবনে বাদশা একটু বেশিই স্পেশাল। সম্প্রতি সেই নিয়েই মুখ খুললেন করণ।

করণ অনেক আগেই প্রকাশ্যে বলেছিলেন, তাঁর যৌন অবস্থান। তিনি নারীদের প্রতি আকৃষ্ট হতেন না ছোট থেকেই। কিন্তু তখন সমাজ 'এলজিবিটিকিউ' নিয়ে মানসিকভাবে অগ্রসর ছিল না। সেসময় করণকে বেশ লড়তে হয়েছিল। স্কুলে পড়া কালীন করণকে দেখে অনেকেই টোন-টিটকিরি মারত। নামের পাশ থেকে 'সমকামী' তকমা ঘোচাতে করণ স্কুলের এক সহপাঠীর সঙ্গে প্রেম করতে শুরু করেন। সাক্ষাৎকারে করণ বলেছেন, 'আমি যখন দশম শ্রেণীতে পড়তাম একটি মেয়ের সঙ্গে প্রেম করার ভান করতাম।'

করণ আরও বলেছেন, তখনকার দিনে সমকামী, উভয়লিঙ্গদের অবমাননাকর মন্তব্য করা হত। এই ধরণের কথাগুলো তাঁকে এতই পীড়িত করত যে তিনি রীতিমতো নিজের চারপাশে একটি খোলস তৈরি করেছিলেন। এমন একটি সময়ে পরিচালকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শাহরুখ খান।  করণ সেই সাক্ষাৎকারে বলেন, 'শাহরুখ আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে সম্মান দিয়েছিলেন।'

3 weeks ago
Alia: একই সপ্তাহে দু'বার বিয়ে করেন আলিয়া! কেন এমন বললেন করণ জোহর

২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর সিং (Ranveer Singh)-এর ছবি 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rocku Aur Rani Ki Prem Kahani)। মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্য়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। ফলে এখন প্রায় প্রত্যেকের মুখে মুখে ঘুরছে আলিয়া ও রণবীরের দারুণ কেমিস্ট্রির কথা। করণ জোহর (Karan Johar) পরিচালিত এই ছবি এককথায় দর্শকদের মন ছুঁয়েছে। তবে এইসবের মাঝেই করণ এক সাংবাদিক সম্মেলনে গিয়ে আলিয়ার সম্পর্কে এমন এক কথা বললেন, যা শুনে হতবাক দর্শকরা। করণ জানালেন, আলিয়া নাকি তাঁর বিয়ের চারদিনের মধ্য়ে ফের বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু কীভাবে, এই নিয়ে কৌতুহলের শেষ নেই আলিয়ার অনুরাগীদের।

জানা গিয়েছে, ছবি সাফল্যের পরই বৃহস্পতিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলন করেন করণ জোহর, সঙ্গে ছিলেন আলিয়া-রণবীরও। সেখানেই আলিয়ার জীবন সম্পর্কে এক অজানা কথা বলেন করণ। তিনি জানিয়েছেন, আলিয়ার বিয়ের চারদিন পরেই ছবির 'কুদমাই' গানটির শ্যুট করা হয়। যেখানে রণবীর সিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া। ২০২২ সালের এপ্রিল মাসে রনবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া। আর তাঁর বিয়ের চারদিনের মাথায় আলিয়াকে ছবির জন্য রণবীর সিং-কে বিয়ে করতে হয়। সুতরাং, এই পরিপ্রেক্ষিতেই করণ জোহর বলেন যে, 'একই সপ্তাহে দু'বার বিয়ে করেন আলিয়া'। তবে একটি বাস্তব জীবনে ও একটি সিনেমার জন্য।

2 months ago
Karan Johar: 'আপনি সমকামী?', নেটিজেনের প্রশ্নের উত্তরে কী বললেন করণ?

পরিচালক ও প্রযোজক করণ জোহার (Karan Johar) সম্প্রতি সামাজিক মাধ্যমের আরও একটি শাখায় ধরা দিয়েছেন। এবার থেকে তাঁকে পাওয়া যাবে থ্রেডস-এ। সম্প্রতি এই অ্যাপে নিজের একাউন্ট খুলেছেন তিনি। নতুন এই মাধ্যমে ভক্তদের সঙ্গে অল্প কথোপকথনের জন্য 'আস্ক মি এনিথিং' অর্থাৎ 'যা খুশি জিজ্ঞেস করো' খেলেছেন তিনি। সেখানে নানা প্রশ্ন এসেছিল করণের জন্য।

সেই পর্বেই এক নেটিজেন তাঁকে জিজ্ঞেস করেছেন, 'আপনি সমকামী তাই না?' এই প্রশ্নের স্ক্রীনশন সামাজিক মাধ্যমে আপলোড করে করণ এর উত্তর দিয়েছেন। এর আগেও বহুবার করণকে অনেকেই ইনিয়ে বিনিয়ে এই একই প্রশ্ন করেছেন। করণও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। আবারও সেই একই প্রশ্নের উল্লেখ করণ মজা করে সেই নেটিজেনকেই আবার জিজ্ঞেস করেছেন, 'কেন আপনি আগ্রহী?'

শুধুমাত্র এই প্রশ্ন নয়, করণকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন। 'আপনার জীবনের আফসোস কিছু রয়েছে?' উত্তরে পরিচালক বলেন, 'আমি কোনওদিন কাজ করতে বা পরিচালনা করতে পারিনি আমার পছন্দের অভিনেত্রী শ্রীদেবীকে।' আরও এক নেটিজেন করণকে জিজ্ঞেস করেন, 'ভবিষ্যতে ধর্মা এবং শাহরুখ খান একসঙ্গে কাজ করবেন? উত্তরে করণ বলেন, 'আমাকে কোনও গোপন প্রশ্ন জিজ্ঞেস করবেন না। কারণ আমি মিথ্যে বলতে পারব না।'


3 months ago


Bollywood: ছবির পর্দায় একসঙ্গে দেখা যাবে সিড-কিয়ারাকে, শ্যুটিং শুরু হতে চলেছে

সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) ভক্তদের জন্য সুখবর। বিয়ের পর এই প্রথমবার এক পর্দায় দেখা যেতে চলেছে দুই তারকাকে। করণ জোহারের প্রযোজনায়, শশাঙ্ক খৈতানের পরিচালনায় তাঁরা নাকি অভিনয় করবেন। ইতিমধ্যেই ছবির (Movie) জন্য সই সাবুদও করে ফেলেছেন তাঁরা। প্রসঙ্গত, 'শেরশাহ' সিনেমার সেট থেকেই প্রেম শুরু হয়েছিল সিড-কিয়ারার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা। বলিউডের জুটিদের মধ্যে তাঁরা এখন দর্শকদের অন্যতম পছন্দের।

নতুন সিনেমার জন্য প্রস্তুতি শুরু করতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের এই ছবিতে যে অবতারে দেখা যাবে, তেমনটা না কি আগে দেখেননি দর্শক। চলতি বছরের আগস্ট মাস থেকেই সিনেমার শ্যুটিং শুরু হতে পারে। চরিত্রের জন্য খুব তাড়াতাড়ি ওয়ার্কশপ শুরু করতে চলেছেন অভিনেতারা। বিয়ের পর একসঙ্গে ছবি করবেন বলে বেশ উচ্ছসিত সিদ্বার্থ কিয়ারা। ইতিমধ্যেই নানা মহলে তাঁরা একসঙ্গে ছবি করার ইঙ্গিত দিচ্ছেন।

ভিন্ন ভাবেও সিদ্ধার্থ এবং কিয়ারার হাতে এখন অনেক কাজ। কিয়ারাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে 'সত্য প্রেম কি কথা' সিনেমায়। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যাবে রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিস ফোর্স' সিনেমায়। তবে এই দুই তারকাকে একই পর্দায় দেখে তাঁদের ভক্তরা যে ভীষণ খুশি হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

4 months ago
Karan: হাতে ছবি নেই, ২৫ বছর পর করণ জোহরের ছবিতে ভাইজান!

সেই ১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে করণ জোহরের সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা সলমান খান। এরপর দীর্ঘ ২৫ বছর দু'জনে আলাদা আলাদা কাজ করলেও, একসঙ্গে আর কোনও কাজ করেননি। দর্শক তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন দু'জনের কাজ দেখার। তবে এবার মনে হয়, করণ এবং সলমানের কাজ হবে একসঙ্গে। সলমানের কাছে ইতিমধ্যেই বলিউডের আরও এক জনপ্রিয় পরিচালক একটি বিশেষ কাজের অফার দিয়েছেন। কিন্তু তাঁর আবেদন কার্যত উড়িয়েই করণকে বেছে নিলেন সলমান।

বলিউডের তাবড় অভিনেতারা কোনও বিশেষ অনুষ্ঠানের আগেই নিজেদের ছবি মুক্তির দিকে ঝোঁকেন। শাহরুখের পছন্দ যেমন দিওয়ালি। সলমানের পছন্দ ইদ। ২০০৯ সালে ওয়ান্টেড। ২০১০ সালে দাবাং সিনেমায় ইদে মুক্তি পেয়ে ব্লকবাস্টার রেকর্ড করেছিল। মাঝে করোনার জন্য সেই গতি রোধ পেলেও আবারও ইদে প্ৰত্যাবর্তন করতে চলেছেন ভাইজান। এই বছর মুক্তি পেতে চলেছে সলমান খান অভিনীত ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান'।

শোনা গিয়েছে, আগামী বছরের জন্য সলমানের হাতে বিশেষ সিনেমা নেই। তাই ভাইজান ঠিক করেছেন করণের সিনেমাতেই কাজ করবেন। বড় বাজেটের সিনেমা হতে চলেছে বলে খবর। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি আপাতত। 

5 months ago


Karan: 'তুলে ধরো তরবারি, আমার মৃত্যু নেই', কাদের উদ্দেশে পোস্ট করণের

করণ জোহর এক রহস্যেমোড়া পোস্ট শেয়ার করে ফের বিতর্কে জড়ালেন। ওই পোস্টে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, 'যা খুশি বলে যাও, আমি মিথ্যার কাছে মাথা নোয়ানোর দলে নেই। কিছু বলব না। আমার ভাবমূর্তি নষ্ট করার যত চেষ্টাই হোক, আমার সততা, শুদ্ধতা আমার জয়। তুলে ধরো তোমাদের তরবারি, আমার মৃত্যু নেই।'

অভিনেত্রী অনুষ্কা শর্মার কেরিয়ার বরবাদ করে দিতে চেয়েছিলেন করণ জোহর। এক সাক্ষাৎকারে এসে নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। সেই শুনে সোচ্চার হয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অপূর্ব আসরানি থেকে কঙ্গনা রানাউত। এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও থেকে। যেখানে অনুষ্কাকে পাশে বসিয়েই একটি সাক্ষাৎকারে করণ জোহরকে বলতে শোনা যায়, 'অনুষ্কার কেরিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি মুভির জন্য অনুষ্কার ছবি দেখিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম অন্য এক অভিনেত্রীকে আদিত্য নিক। এই পুরো ষড়যন্ত্রের পিছনে আমি ছিলাম।'  

শোনা গিয়েছে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নাকি বলিউড ছেড়েছিলেন করণ জোহরের কূটনীতির কারণে। যদিও ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রব নে বনা দি জোড়ি ছবিতে অনুষ্কাই শেষ পর্যন্ত অভিনয় করেন।

6 months ago
Karan: 'তলোয়ার ওঠাও', বলিউডে কঙ্গনা-করণ লড়াই, শব্দবাণ একে অপরকে

বিতর্ককে সঙ্গে নিয়ে চলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে কম চর্চা হয় না। একসময় জমিয়ে সিনেমা করেছেন বলিউডে। পরে সেই সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে। পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা এই বিষয়ে সরাসরি তোপ দেগেছেন বলিউডের প্রথম সারির প্রযোজক ও পরিচালক করণ জোহারকে (karan Johar)। এক অনুষ্ঠানে করণের সামনে বসেই তাঁকে 'মুভি মাফিয়া' বলেছিলেন কঙ্গনা। সামাজিক মাধ্যমে সুযোগ পেলেই করণের মুন্ডপাত করে থাকেন অভিনেত্রী। 'প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মার কেরিয়ার শেষ করতে চেয়েছেন করণ', এমন অভিযোগ তুলেছেন সম্প্রতি। এবার নাম না করে কঙ্গনাকে জবাব দিলেন করণ।

করণ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'অপবাদ দাও, আমি ঝুঁকব না। মিথ্যের গোলাম হয়ে যাও, আমি কিছু বলব না। যত নীচু দেখাবে, যত আরোপ লাগাবে, আমি পড়ে যাব না। আমার কর্মই আমার জয়। তুমি তলোয়ার তোলো, আমি মরব না।' করণ এই পোস্টে কারও নাম উল্লেখ না করলেও, এই শব্দবাণ ঠিকই বিঁধেছে কঙ্গনা রানাউতকে। করণের মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন অভিনেত্রী।


কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করণের এই পোস্ট শেয়ার করে লিখেছেন, 'একটা সময় ছিল যখন চাচা চৌধুরী আমাকে জাতীয় টেলিভিশনে অপমান করতেন আমি ইংরেজি বলতে পারি না বলে। আজ ওঁর হিন্দি দেখে খেয়াল হল, এই তো সবে আমার হিন্দি শুধরেছে । আগে আগে দেখো কি হয়।' 

6 months ago
Kangana: অনুষ্কার কেরিয়ারে নজর! করণকে 'চাচা চৌধুরী' খোঁচা কঙ্গনার

কঙ্গনা রানাউত (Kangana Ranaut) মানেই বিতর্ক। কাউকে তোয়াক্কা করেন না বলিউডের 'কুইন'। তবে বলিউডে তাঁর বিশেষ অপছন্দের তালিকায় রয়েছেন, প্রযোজক-পরিচালক করণ জোহর (Karan Johar)। মুখোমুখি বসেই হোক কিংবা সামাজিক মাধ্যমে করণকে এক চুলও রেহাই দেন না তিনি। সুযোগ পেলেই তোপ দেগে বসেন। বলিউডে কোনও পরিচালক কঙ্গনার সঙ্গে কাজ করতে চান না, এমন অভিযোগ তুলেছিলেন তিনি। এর জন্য দায়ী করেছিলেন করণকে।  

সম্প্রতি বলিউড নিয়ে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছিলেন কীভাবে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে। প্রিয়াঙ্কার এই কথাগুলিকে সমর্থন করেন কঙ্গনা। আবারও দায়ী করেন করণকে। 'মুভি মাফিয়া' বলেন তাঁকে। এবার আরও এক অভিনেত্রী প্রসঙ্গে তাঁকে কাঠগড়ায় তুললেন কঙ্গনা। আবারও সেই সামাজিক মাধ্যমেই করণকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।


এক অনুষ্ঠানে করণ জোহর অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মন্তব্য করেছিলেন। করণ বলেছেন, 'আমি একসময় সম্পূর্ণভাবে অনুষ্কা শর্মার কেরিয়ার খুন করতে চেয়েছিলাম। কারণ আদিত্য চোপড়া যখন আমাকে অনুষ্কার ছবি দেখিয়েছিলেন, আমি বলেছিলাম পাগল নাকি!' পুরোনো এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'এই চাচা চৌধুরীর এই একটাই কাজ।'

6 months ago


Karan: প্রিয়াঙ্কার একঘরে মন্তব্য! মুম্বইয়ে অনুষ্ঠানের ফাঁকে গলাগলি কেজো-দেশি গার্লের

'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyank Chopra) বর্তমানে আমেরিকার বাসিন্দা, হলিউডের অভিনেত্রীও। তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'সিটাডেল'-র প্রচারে গিয়ে বলিউড সম্পর্কে তাঁর সমস্ত খারাপ লাগা উগরে দিয়েছেন। প্রিয়াঙ্কা অভিযোগের সুরে বলেছেন, বলিউডে তাঁকে একঘরে করা হয়েছিল। এই মন্তব্যের পর অভিনেত্রী কঙ্গনা রানাউত সরাসরি তোপ দাগেন করণ জোহারকে (Karan Johar)। এই বিতর্কের মাঝেই মুখোমুখি প্রিয়াঙ্কা-করণ। ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি 

শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল প্রিয়াঙ্কা চোপড়ারও। লস এঞ্জেলস থেকে উড়ে এসেছিলেন এই অনুষ্ঠানে অংশ নিতে। প্রিয়াঙ্কা ছাড়াও সেখানে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন করণ জোহারও। প্রিয়াঙ্কাকে দেখে এগিয়ে যান তিনি। প্রিয়াঙ্কাও করণকে জড়িয়ে ধরেন। সেই ভিডিও শেয়ার হয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বলছেন, তাহলে কি প্রিয়াঙ্কা বলিউডের তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়েছেন? 

প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউডে দেখা যাবে খুব তাড়াতাড়ি। ফারহান আখতারের 'জি লে জারা' সিনেমায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও।  আপাতত অভিনেত্রী তাঁর হলিউড প্রজেক্ট 'সিটাডেল' নিয়ে ব্যস্ত।  ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি।

6 months ago
Kangana: করণ জোহরকে 'মুভি মাফিয়া' খোঁচা কঙ্গনার! দেশী গার্লের পাশে ক্যুইন

বলিউডি চর্চায় সরগরম নেট দুনিয়া। বেশ কিছু বছর আগে আমেরিকা পাড়ি দিয়েছেন 'দেশি গার্ল ' অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তিনি কেন বলিউড ছাড়লেন সেই প্রশ্ন উঠেছিল দর্শক মনে। এত বছর পরে মৌনতা ভাঙলেন প্রিয়াঙ্কা। এক পডকাস্টে তিনি বলেছেন, বলিউডে কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। ভালো সিনেমায় তাঁকে অভিনয় করতে নেওয়া হত না। অভিনেত্রী আরও বলেন,  'বলিউডে রাজনীতি হত। তিনি এই রাজনীতির অংশ হতে চাননি তাই বিরতি নিতে চেয়েছিলেন। সেই সময় হলিউডে গান গাওয়ার সুযোগ এসেছিল, সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।' অন্যদিকে প্রিয়াঙ্কার এই মন্তব্যের পর তাঁর পাশেই দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার বলা কথার ভিত্তিতে তিনি লিখেছেন, 'প্রিয়াঙ্কা চোপড়া বলিউড নিয়ে বলেছেন, মানুষরা তাঁর সঙ্গে নোংরা খেলা খেলেছে। সবাই জানে কারা এই কাজ করেছে।' কঙ্গনা আরও লেখেন, 'প্রিয়াঙ্কা চোপড়াকে ভারত ছাড়তে হয়েছে করণ জোহারের মতো মুভি মাফিয়ার জন্য।'

কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'সত্যি হল মুভি মাফিয়ারা আমাদের বুলি করে খুব বড় উপকার করেছে। প্রিয়াঙ্কা চোপড়া হলিউড ষ্টার হয়ে গিয়েছে এবং আমি নিজের পরিচালিত একটি ছবি প্রযোজনা করছি। যা এই বছরই মুক্তি পাবে।'

6 months ago


Karan: মুম্বই এয়ারপোর্টে ঢুকতে করণ জোহরকে বাধা, ঠিক কী ঘটনা জানুন

বলিউড ডিরেক্টরদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন করণ জোহর (Karan Johar)। শুধুমাত্র তাঁর কাজের জন্যই নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্যও তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। সেলেবদের এয়ারপোর্ট মুহূর্ত ক্যামেরাবন্দী হয় মাঝেমধ্যেই। সেই ফাঁকে সামনে আসে কিছু অপ্রস্তুতকর দৃশ্য। কর্মসূত্রে কিংবা ব্যক্তিগত কাজে, মাঝেমধ্যেই বিদেশ যেতে হয় করণকে। তেমন ভাবেই বিদেশ যাচ্ছিলেন তিনি। কিন্তু এয়ারপোর্ট (Airport Incident) ঢোকার মুখেই আটকে দেওয়া হল তাঁকে।

মঙ্গলবার বিদেশ যাত্রার জন্য এয়ারপোর্ট পৌঁছন করণ। স্বভাবোচিত ভাবেই ফ্যাশনেবল দেখাচ্ছিল তাঁকে। কালো ট্রাউজার ও টিশার্টের সঙ্গে গায়ে জড়িয়েছিলেন সাদা জ্যাকেট। সঙ্গে নিয়েছিলেন গুচির ব্যাগ। গাড়ি থেকে নেমে  আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হেসে, হেঁটে যাচ্ছিলেন প্রবেশদ্বারের দিকে। তখনই পথ আটকালেন পুলিস।

সাধারণত এয়ারপোর্টের প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হলে কিছু কাগজপত্র দেখাতে হয়। অমিতাভ বচ্চনই হোক কিংবা দীপিকা পাডুকোন, সকলকেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সে কথা বোধহয় ভুলেই গিয়েছিলেন করণ। বিমানবন্দরের পুলিস তাঁকে আটকালে, খানিকটা অস্বস্তি ও বিরক্তিভাব নিয়ে ব্যাগ থেকে বের করে দেখান সমস্ত কাগজপত্র। তারপরেই এয়ারপোর্টে ঢোকার অনুমতি পান করণ। নেট মাধ্যমে করণের এই ভিডিও প্রকাশ পেতেই শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ। যদিও তাঁর সমর্থনেও দাঁড়িয়েছেন নেট নাগরিকদের একাংশ।

6 months ago
Ranbir: করিনার সঙ্গে সম্পর্ক নষ্টের জন্য কাকে দায়ী করলেন রণবীর

এক অনুষ্ঠানে অনেক দিন পর ছোটপর্দায় একসঙ্গে রণবীর-করিনা। অনেকদিন পর রণবীর ও করিনাকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ খুশি অনুরাগীরা। বলিউডের অন্যতম চর্চিত চরিত্র রণবীর কাপুর এবং করিনা কাপুর খান। সম্পর্কে এঁরা তুতো ভাইবোন। ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন রণবীর। সেখানে দুজনে মিলে বেশ কয়েকটি ছবি তোলেন। জানা গিয়েছে, রণবীর এবং করিনার সম্পর্ক নষ্ট করার পিছনে নাকি ছিলেন করণ জোহর। এই সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন রণবীর।

তিনি বলেন, 'তাঁর কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। যদি কোনও ভুল করে থাকেন, তবে ক্ষমা চাওয়ায় কোনও ক্রটি রাখেন না। কারণ সম্পর্ক ভাঙতে কিংবা মানুষকে হারাতে একদম চান না।'

সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার' বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। করিনার পরিবেশনায় সম্প্রচারিত এই শোয়ে এসে রণবীর জানান, 'রণবীর-করিনার সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন করণ জোহর।'


7 months ago
Karan Johar: ভালোবেসে প্রতারিত হয়েছেন করণ জোহরও! কফি উইথ করণে অকপট সঞ্চালক

করোনার কারণে প্রায় ২ বছর বন্ধ ছিল এই শো। এখন পুরোদমে চলছে ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজন। এই সিজনের  ১১ নম্বর এপিসোডে অতিথি হয়ে আসছে জুগ জুগ জিও জুটি বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও অনিল কাপুর (Anil Kapoor)। আর করণের কাউচ (Koffee With Karan 7) মানেই শুধু সেলেবদের পেটের ভিতর থেকে গোপন খবর বের করে আনা নয়। কখনও কখনও সঞ্চালকের (Karan Johar) গোপন তথ্যও কিন্তু, ফাঁস হয়ে যায়। আর এই এপিসোডে আসতে চলেছে সেই রকমই এক বিরাট চমক। করণ জোহরের জীবনেও ছিল তাঁর ভালোবাসার মানুষ। তিনিও প্রতারণার শিকার হয়েছিলেন। তারপর কীভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছেন? সবটাই জানা যাবে নতুন এপিসোডে।

বিশেষত করণ জোহর তাঁর সিক্রেট লাভ লাইফ নিয়ে খুব একটা মুখ খোলেন না। কিন্তু এদিনের এপিসোডে কী বললেন, তার একটি ছোট ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে কফি আড্ডায় বরুণ, করণের কাছে জানতে চান, তিনি সম্পর্কের থেকেও বেশি প্রতারণা নিয়ে কেন ভাবেন?

জবাবে করণ তাঁকে বলেন, "আমি কখনও কোনও প্রতারণা করিনি। কারণ আমার কাছে প্রতারণা করার মতো কিছু ছিল না।" তিনি যে প্রেম নিয়ে সিরিয়াস ছিলেন সেই বিষয়টা বরুণ জানত ও তাঁদের সম্পর্ককে সাপোর্ট করত সেই কথাও স্বীকার করেন নেন করণ। করণ বলেন, ‘‘সেই কঠিন সময়ে তুমিই আমার সঙ্গে ছিলে। আমি তা ভুলব না।’’

12 months ago


Anil Kapoor: 'যৌনতা নাকি বয়স ধরে রাখার কারণ!', করণের শোয়ে বেফাঁস অনিল কাপুর

বয়স অনিল কাপুরের (Anil Kapoor) কাছে নস্যি! এক-একটা বসন্ত যে পেরিয়ে চলেছেন তা তাঁকে দেখে বোঝার উপায় নেই। ৬৫ বছরে পা রাখলেও এখনও টেক্কা দিতে পারেন এই সময়ের অভিনেতাদের। তাঁর এই চিরযৌবনের রহস্য কী? এই প্রশ্নের উত্তর তিনি প্রত্যেকবারই এড়িয়ে যান। কিন্তু কফি উইথ করণের (Koffee With Karan) নতুন পর্বে অতিথি হিসেবে একেবারে বেফাঁস উত্তর দিলেন তিনি।

কফি উইথ করণের সিজন ৭ এর ১১ নম্বর এপিসোডে অতিথি হয়ে আসছে জুগ জুগ জিও জুটি বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও অনিল কাপুর। করণ (Karan Johar), অভিনেতা অনিল কাপুরের কাছে প্রশ্ন করেন তাঁর যৌবন ধরে রাখার পিছনে তিনটি রহস্য কী কী?  জবাবে অভিনেতা জানান, ‘সেক্স, সেক্স আর সেক্স।'  উত্তর শুনে একেবারে চক্ষু ছানাবড়া করণ এবং বরুণের।

যদিও পরমুহূর্তে হাসতে হাসতে বলেন, ‘এই সবকিছুই আদতে স্ক্রিপ্টেড’। তারপর বরুণ এবং অনিল কাপুরকে নাচতে দেখা যায়। নাচের পর ব্যঙ্গ করে বলেন, তিনি হাঁফিয়ে গিয়েছেন। এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তাঁরও বয়েস হয়েছে।

অন্য মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে অনিলকে প্রশ্ন করেন করণ। জবাবে অনিল বলেন, ‘‘আমি স্ত্রীর প্রতি জীবন উৎসর্গ করেছি। আমি একজন আদ্যোপান্ত ভদ্রলোক এবং নিষ্ঠাবান।’’ এই নতুন পর্বের একঝলক ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ নিজেই।

12 months ago
Bollywood: সপ্তাহান্তে চুটিয়ে ব্যবসা ব্রহ্মাস্ত্রের, বক্স অফিস কারসাজির অভিযোগে সরব কঙ্গনা

'বলিউড বয়কট' (Boycott Bollywood) ট্রেন্ড চলছে এখন। তার মধ্যে রিলিজ করল নবদম্পতির ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবি। বক্স অফিস নিয়ে চিন্তিত ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) থেকে শুরু করে রণবীর কাপুর (Ranbir kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhat)। তবে ছবির তিন দিনের গ্রাফ থেকে স্পষ্ট দর্শক মুখ ফেরায়নি ব্রহ্মাস্ত্র থেকে। এককথায় হিট তো হয়েছে, সুপারহিট ঘোষণা হতে আর বেশিদিন অপেক্ষা করতে হবেনা তাঁদের। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। ফের আক্রমণ শাণালেন কঙ্গনা রানাউত (Kangna Ranaut)। বললেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে কারসাজি করা হয়েছে বক্সঅফিস গ্রাফ।

শনিবার ছবির সহ-প্রযোজক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, প্রথম দিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘ব্রহ্মাস্ত্র’। রবিবার তারই প্রতিক্রিয়ায় চলচ্চিত্র নির্মাতা-লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করলেন কঙ্গনা। যেখানে ইরে লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র-র পরিসংখ্যানে সম্পূর্ণ ভাবে কারসাজি করা হয়েছে। মোটা অঙ্কের টাকা ঢালা হয়েছে এর পিছনে। সম্ভবত এটিই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় জাল পরিসংখ্যান...!’ আর সেই পোস্টের নিচে কঙ্গনা লেখেন, ‘হ্যাঁ, কমপক্ষে এখন ৭০ শতাংশ (কারসাজি করা হয়েছে) ধরে নিতে হবে।’

ছবির বক্স অফিস হিট হওয়ার পর অয়ন লেখেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে দুর্দান্ত শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার। আমাদের দর্শকদের জন্য অফুরন্ত কৃতজ্ঞত। দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আমাদের ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার। ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে। যা আমরা এই সপ্তাহে দর্শকদের কাছে পেয়েছি...।"

দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন আলিয়াও। ইনস্টাগ্রামে তিনি বলেন, "আলোতে উজ্জ্বল একটি উইকএন্ড। আমাদের হৃদয় ভালবাসায় ভরে গিয়েছে। আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ। "

one year ago