Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

KanganaRanaut

Bharat: 'INDIA' নয় 'ভারত'-এর সমর্থনে অমিতাভ-কঙ্গনা! সামাজিক মাধ্যমে পোস্ট

মঙ্গলবার সকাল, মাত্র একটি চিঠিতেই দেশজুড়ে শুরু হয়েছে চাপানউতোর। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে 'জি-২০' সম্মেলন। সেই উপলক্ষে দেশের সমস্ত রাজনৈতিক নেতার কাছে রাষ্ট্রপতির তরফ থেকে চিঠি গিয়েছে।  সেই চিঠি প্রেরকের পদের জায়গায় লেখা 'প্রেসিডেন্ট অব ভারত'। এই ছবি দেখেই উত্তাল হয়েছে দেশ। 'INDIA' নাম পরিবর্তন করে দেশের নাম 'ভারত' (BHARAT) হবে, এমন গুজব ছিল কবে থেকেই। রাষ্ট্রপতির চিঠিতে এই হঠাৎ পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে সামনেই অধিবেশন ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য উঠে আসছে। কী বলছেন দেশের তারকারা।

সামাজিক মাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হতেই নিজেদের মন্তব্য দিয়েছেন, তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ, অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। শেহবাগ লিখেছেন, 'আমি সবসময় বিশ্বাস করি, নাম এমন হওয়া উচিৎ যা আমাদের গর্ব হবে। আমরা ইন্ডিয়ান্স, ইন্ডিয়া নামটি আমাদের দিয়েছিলেন ব্রিটিশেরা। আনুষ্ঠানিকভাবে আমাদের আসল নাম, 'ভারত '  ফিরে পাওয়া বাকি ছিল।'

অভিনেতা অমিতাভ বচ্চন খুব বেশি শব্দ খরচ করেননি। তবে তাঁর মাত্র একটি লাইন সব পরিষ্কার করে দিয়েছে।  সামাজিক মাধ্যমে অমিতাভ পোস্ট করেছেন, ' ভারত মাতা কি জয়'। অর্থাৎ তিনিও যে ভারত-এর পক্ষে একথা বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে।

কঙ্গনা রানাউতও সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি পোস্ট করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'সকলকে শুভেচ্ছা। আমি দু'বছর আগে একথা বলেছিলাম।' আরও একটি পোষ্টে তিনি লিখেছেন, 'ভারত, ভারত, ভারত। এই ধরিত্রীতে এর থেকে পুণ্য এবং পূজনীয় আর কি আছে? ভারতম, মহাভারতম।'



4 weeks ago
Chandramukhi 2: চন্দ্রমুখীকে নিয়ে ছবি, অথচ চন্দ্রমুখী ২-এর ট্রেলারে সেভাবে কঙ্গনা কোথায়?

কঙ্গনা রানাউতকে দেখা যাবে আসন্ন ছবি চন্দ্রমুখী ২-তে। এর আগে চন্দ্রমুখীর (Chandramukhi 2) চরিত্রে কঙ্গনার ঝলক প্রকাশ্যে এসেছিল। রবিবার মুক্তি পেল সিনেমার ট্রেলার। কিন্তু সেখানে কঙ্গনাকে (Kangana Ranaut) বিশেষ দেখা গেল কোথায়? ২ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে সিনেমার মুখ্য অভিনেতা রাঘব লরেন্স সহ অন্যান্য অভিনেতাদের দেখা গেলেও কঙ্গনা যেন ব্রাত্যই রইলেন।

পুরো ট্রেলারে কঙ্গনার ঝলক দেখা গিয়েছে হাতে গুনে কয়েকবার। অথচ তাঁর চরিত্রকে কেন্দ্র করেই তো এই সিনেমা। এর আগে সিনেমার 'স্বাগতাঞ্জলি' গানের ক্যামেরার পিছনের দৃশ্যের ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, চন্দ্রমুখী হয়ে উঠতে কতটা পরিশ্রম করেছেন কঙ্গনা। এর আগেও চন্দ্রমুখী সিনেমা হয়েছে। সেখানে অনেকটা অংশ জুড়ে ছিলেন চন্দ্রমুখীর চরিত্রাভিনেতারা। চন্দ্রমুখী ২ মুক্তি পেলে বোঝা যাবে নিজের অভিনয় দক্ষতা দেখানোর কতটা পরিসর পেলেন কঙ্গনা।

তবে কঙ্গনা এমনিই সুন্দর তাই চন্দ্রমুখীর রূপটানের পর অভিনেত্রীকে মোহময়ী লাগছে। যদিও কঙ্গনা চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করবেন, একথা শোনার পর সমালোচনার ঝড় উঠেছিল। অনেক নেটিজেনই বলেছিলেন, এই চরিত্রের অনেকটা অংশ জুড়ে রয়েছে নাচ। কঙ্গনা অভিনেত্রী হিসেবে পারদর্শী হলেও, নৃত্যশৈলীতে তিনি অতটা ওস্তাদ নয়। তবে আগাম বিচার না করে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করাই ভালো। সেপ্টেম্বরের ১৫ তারিখ সারা ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি।

4 weeks ago
Bollywood: চন্দ্রযান থ্রি-এর সফল অবতরণে গর্বিত তারকারা, সামাজিক মাধ্যমে পোস্ট

২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।  

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'


অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।' 


অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। 


পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'


a month ago


Kangana: 'কঙ্গনা একেবারেই ভালো নাচতে পারেন না', চন্দ্রমুখী ২-এর ঝলক দেখে সমালোচনা নেটিজেনদের

দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বাংলা ও হিন্দি সিনেমা জগৎ চন্দ্রমুখীর গল্প নিয়ে পরীক্ষানিরীক্ষা করে ফেলেছে অনেক বছর আগেই। এমন হরর-ড্রামা গল্পের দর্শককে আকর্ষণ করার ক্ষমতা একেবারেই অস্বীকার করা যায় না। চন্দ্রমুখী বলতেই মূল চরিত্রাভিনেত্রীর একটি আদল মাথায় আসে। তিনি হবেন রূপে লাস্যময়ী ও গুণে এমন একজন নৃত্যশিল্পী, যেন তাঁকে দেখে মনে হবে, প্রতিটি ছন্দে নৃত্যদেবী বিচরণ করছেন। দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা সারাভানান থেকে বিদ্যা বালন, এই চরিত্রকে প্রতিষ্ঠা করেছেন নিজের মতো। এই দলেরই নতুন প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

চন্দ্রমুখী ২-এর মূল চরিত্রাভিনেত্রী তিনিই। ইতিমধ্যেই অভিনেত্রীর ঝলক প্রকাশ্যে এসেছে। সিনেমার 'স্বাগতাঞ্জলী' গানে দেখা গিয়েছে নতুন চন্দ্রমুখীর ঝলক। তবে কঙ্গনাকে দেখে খুব একটা খুশি হননি নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেই কঙ্গনার ছবি শেয়ার করে লিখেছেন, 'কঙ্গনা অভিনেত্রী হিসেবে ভালো হতে পারেন, নৃত্যশিল্পী হিসেবে নয়।' অনেক নেটিজেন আগের চন্দ্রমুখীর চরিত্রে অভিনেত্রী জ্যোতিকার সঙ্গে তুলনা টেনে বলেছেন, 'জ্যোতিকা হয়তো প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী নয়। তবে তিনি যা করেছেন তা কঙ্গনার থেকে ভালো।'


যদিও এসব নেতিবাচক মন্তব্যের মাঝেই কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন তাঁর অনেক ভক্তরা। কেউ কেউ লিখেছেন, 'কঙ্গনা ভারতীয় ধ্রুপদী নৃত্য শেখেননি। তবুও যে চেষ্টা তিনি করেছেন তা প্ৰশংসনীয়।'


2 months ago
Kangana Ranaut: চন্দ্রমুখীর চরিত্রে কঙ্গনার 'ফার্স্ট লুক' প্রকাশ্যে, দেখুন সেই ছবি

সর্ব ভারতীয় 'হরর' সিনেমার মধ্যে অন্যতম 'চন্দ্রমুখী'। বিভিন্ন ভাষায়, নাম বদলেও একই গল্পের ছবি তৈরী হয়েছে। সেই ছবি ব্লকবাস্টার ব্যবসাও করেছে। তবে সিনেমার দ্বিতীয় পর্বের কথা উঠে আসেনি বলে দর্শকদের মনে এই নিয়ে ক্ষোভও তৈরী হয়েছিল। যদিও আগেই জানা গিয়েছিল চন্দ্রমুখীর সিক্যুয়েল আসতে চলেছে শীঘ্রই। আর দেরি নেই, চলতি বছরের গণেশ চতুর্থীতে মুক্তি পেতে চলেছে, 'চন্দ্রমুখী ২' (Chandramukhi 2)।

View this post on Instagram

A post shared by Lyca Productions (@lycaproductions)

প্রবল জনপ্রিয় চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করবেন বলিউড 'কুইন', কঙ্গনা রানাউত। আগেই এই ঘোষণা পেলেও, এই প্রথম প্রকাশ্যে এলো তাঁর লুক। শনিবারই সামাজিক মাধ্যমে চন্দ্রমুখীর লুকে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, কোনও এক মহলের অন্দরে চন্দ্রমুখীকে মুহূর্তবন্দী করা হয়েছে। সবুজ রঙে দক্ষিণী নৃত্যের পোশাক পরেছিলেন তিনি। কোঁকড়ানো চুল অবহেলায় বাঁধা রয়েছে। সিঁথিতে বড় টিকলি এবং গায়ে ভারী গয়না। এই ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কঙ্গনা।


অভিনেত্রী এই সিনেমার তাঁর চরিত্রের আরও দুটি ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমে। সঙ্গে লিখেছেন, 'আমার অসাধারণ টিম চন্দ্রমুখীর লুকের জন্য দায়ী।' ইতিমধ্যেই চন্দ্রমুখী ২ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'রাজা'র চরিত্রে রাঘব লরেন্সের ছবি প্রকাশ্যে এসেছে। এতো বছর পর চন্দ্রমুখীর দ্বিতীয় পর্ব নিয়ে তাই উৎসাহী দর্শক। হিন্দি-তামিল- তেলেগু-মালায়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি।



2 months ago


Kangana: প্রাক্তন প্রেমিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত! সাহায্য চাইলেন কঙ্গনা রানাউত

বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত(Kangana ranaut) আবারও 'কাম ব্যাক' করলেন বিতর্কে। তবে এবার একজন নয়, বলিউডের দুই ব্যক্তিত্বকে নিজের ধারালো কটাক্ষে বিঁধলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দুটি পোস্ট দিয়েছেন কঙ্গনা। একটিতে লিখেছেন, 'ছবি মাফিয়া সবসময় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এই তারকা যাকে আমি ডেট করেছি, পরবর্তীকালে বলেছেন আমি প্রতারকের সঙ্গে কথা বলেছি। সে আমার সঙ্গে কথা বলার জন্য আলাদা আলাদা নম্বর ব্যবহার করত। সে আমার একাউন্ট হ্যাক করেছিল এবং ছায়ার মতো আমাকে পরিচালনা করত। প্রথমে আমি ভেবেছিলাম সে বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছে। পরে বুঝেছিলাম তাঁর ছায়াময় ব্যবহারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।' এই পোস্টের নিচে অভিনেত্রী সাইবার ক্রাইম দফতরের কাছে সাহায্য চেয়েছেন।


আরও একটি পোস্ট নিজের স্টোরিতে দিয়েছেন অভিনেত্রী। সেখানে লিখেছেন, 'আরেকজন সুপারস্টার যে মহিলামহলে জনপ্রিয়, আমার বাড়ি এসে হাত জোর করে বলেছিলেন যেন আমি তাঁর সঙ্গে ডেট করি, তবে গোপনে দেখা সাক্ষাৎ করি। আমি যখন তাঁকে এই ছায়াময় ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করি, তখন সে বলেন সম্পর্কে তৃতীয় ব্যক্তি আনতে চাইছে। কারণ তিনি এক বাবার রাজকন্যার সঙ্গে প্রেম করছে, যাকে সে ভালোবাসে না। এমনকি ও বলেছে, যে সেই বাবার রাজকন্যাকে বিয়ে করা এবং সন্তানের জন্ম কেবল সিনেমার প্রোমোশনের কৌশল মাত্র।'


কঙ্গনার পোস্ট থেকে স্পষ্ট, বলিউডের দুই ব্যক্তিকে তিনি কটাক্ষে বিঁধেছেন। যদিও নাম উল্লেখ করেননি। সামাজিক মাধ্যমে অনেক নেটিজেনই দুয়ে দুয়ে চার করছেন। সকলে বলছেন, কঙ্গনা রয়েছেন কঙ্গনাতেই।

2 months ago
Kangana: কঙ্গনার 'চন্দ্রমুখী-২' দেখে রাতের ঘুম উড়ল সঙ্গীত পরিচালকের

সারা ভারতে নানা ভাষায়, নানা নাম চন্দ্রমুখীর গল্প সিনেমার পর্দায় দেখেছেন সকলে। এই সিনেমার আসল উৎস 'মণিচিত্রাতজু' সিনেমাটি। ২০০৫ সালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত চন্দ্রমুখী মুক্তি পেয়েছিল। সেই সিনেমার সিক্যুয়েল, 'চন্দ্রমুখী-২' (Chandramukhi-2)-এর ঘোষণা করা হয়েছিল কয়েক মাস আগেই। এইবার চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। কেন্দ্রীয় চরিত্রে আরও এক সুপারস্টার রাঘব লরেন্স অভিনয় করছেন। চলতি বছরে গণেশ চতুর্থীতে মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু তার আগেই সামাজিক মাধ্যমে লিখলেন অস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক এমএম কিরাভানি।

প্রসঙ্গত চন্দ্রমুখী-২ এর সঙ্গীত পরিচালক তিনি নিজেই। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। যদিও সঙ্গীত পরিচালক নিজে ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন। সেই ছবি দেখে রীতিমতো সামাজিক মাধ্যমে নিজের মনের কথা জানিয়েছেন এমএম কিরাভানি। তিনি ট্যুইটারে লিখেছেন, 'চন্দ্রমুখী ২ দেখলাম। মৃত্যুর ভয়ে সিনেমার চরিত্ররা নিদ্রাহীন রাত কাটিয়েছে। অসাধারণ দৃশ্যগুলিতে জীবন দেওয়ার জন্য আমাকে নিদ্রাহীন দু মাস কাটাতে হয়েছে।'

সারা দেশে নানা ভাষায় এর আগে চন্দ্রমুখী মুক্তি পেয়েছিল। বক্স অফিসেও তুমুল সাফল্য পেয়েছিল সিনেমাটি। এই এত বছর পরেও সিনেমার জগতে 'হরর' সিনেমা বললে, এই সিনেমার নাম উঠে আসবে। তাই চন্দ্রমুখী-২ নিয়েও দর্শকদের অধীর অপেক্ষা রয়েছে। অন্যদিকে কঙ্গনাকে এই সিনেমায় বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে। ছবিটি হিন্দি-তামিল-তেলেগু-মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

2 months ago
Kangana: কঙ্গনা অভিনীত 'এমারজেন্সি' সিনেমার টিজার প্রকাশ্যে, মুক্তি কবে

চলতি বছরে বলিউডে বহু প্রতীক্ষিত সিনেমা 'এমারজেন্সি' (Emergency)। অভিনেত্রী কঙ্গনা রানাউতকে সেই সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শ্যুটিং শুরু হওয়ার সময়ই প্রকাশ্যে এসেছিল সিনেমার প্রথম ঝলক। কয়েক সেকেন্ডের সেই ঝলকে ইন্দিরা গান্ধীর চরিত্রে তাক লাগিয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রত্যাশা বেড়ে গিয়েছিল দর্শকদের। এবার এমারজেন্সি মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেত্রী। সঙ্গে মুক্তি পেয়েছে একটি টিজার (Teaser)।

এর আগেও বেশ কয়েকজন অভিনেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। প্রস্থেটিক মেকআপের হাতযশে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর মতো দেখতে লেগেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কণ্ঠও আয়ত্ত করে ফেলেছেন অভিনেত্রী। তবে অভিনয় কেমন করেছেন তা বোঝা যাবে সিনেমা মুক্তি পেলেই। অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ২৪ নভেম্বর সারা ভারতে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

সামাজিক মাধ্যমে সিনেমার টিজার আপলোড করে কঙ্গবনা লিখেছেন, 'রক্ষাকর্ত্রী নাকি একনায়ক? আমাদের নেত্রী দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, ইতিহাসের সেই কালো অধ্যায়ের সাক্ষী থাকুন।' যদিও অনেকেই কঙ্গনার এই পোস্টে রাজনৈতিক সমীকরণ খুঁজে পেয়ে অভিনেত্রীকে তুলোধনা করছেন। তবে অপেক্ষা আরও বেড়েছে সিনেমা প্রেমীদের।

3 months ago


Kangana Salman: সামাজিক মাধ্যমে সলমানের সঙ্গে পুরোনো স্মৃতি ভাগ করলেন কঙ্গনা, দেখুন ভিডিও

অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সামাজিক মাধ্যমে কিছু বললেই অনেকে চিন্তায় পরে যান। নেটিজেনরা মজা করে বলেন কঙ্গনা এবং বিতর্ক নাকি সমার্থক শব্দ। অনেকে আবার বলেন বিতর্ক ছাড়া নাকি কঙ্গনাকে ভাবাই যায় না। তবে কঙ্গনা যে সবসময় বিতর্কের মেজাজে থাকেন তা কিন্তু নয়। সেও তো রক্তমাংসের মানুষ, তাই মাঝেমধ্যে আবেগী হয়ে পড়েন। সামাজিক মাধ্যমে তেমনই ভিডিও শেয়ার করলেন কঙ্গনা। সেই স্মৃতিতে আবার রয়েছেন ভাইজান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেই ভিডিওতে দেখা গিয়েছে সলমানের জনপ্রিয় রিয়েলিটি শোতে গিয়েছেন কঙ্গনা। সেখানে গিয়ে একটি দোপাট্টা মাথায় দিয়ে 'ধক ধক করনে লাগা' গানে নেচেছেন কঙ্গনা। সেই নাচ দেখে আবার প্রশংসা করেছেন অভিনেতা সলমান খান। এই ভিডিও শেয়ার করে কঙ্গনা ক্যাপশনে লিখেছেন, 'আমাদের এত জোয়ান দেখাচ্ছে কেন? তার মানে কী আমরা এখন আর জোয়ান নেই?'

অভিনেতা সলমান এবং কঙ্গনার মধ্যে একটি মিল রয়েছে। দুজনেই এখনও সিঙ্গল। তাই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, 'কেন কঙ্গনা আর সলমানের মধ্যে প্রেম হল না?' এই দুই অভিনেতাই একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে ধীরে ধীরে একে ওপরের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তাঁরা।

4 months ago
Kangana: ছোট পোশাকে মন্দিরে তরুণী, কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার

সামাজিক মাধ্যমে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সক্রিয়তার কথা নেটিজেনরা কমবেশী সকলেই জানেন। কঙ্গনাকে সকলে নির্ভীক-স্পষ্টবাদী হিসেবেই চেনেন। অভিনেত্রী কারও তোয়াক্কা করেন না। তাঁর বক্তব্য অকপটে সকলের সামনে বলেন। সম্প্রতি অভিনেত্রী এক মেয়ের সমালোচনায় মুখর হয়েছেন। সামাজিক মাধ্যমে ওই মেয়েটির ছবি দিয়েছেন। এমনকি তাঁর উদ্দেশ্যে কড়া বাক্যবাণও পাঠিয়েছেন।

নিজের টুইটার একাউন্ট থেকে একটি মেয়ের ছবি শেয়ার করেছেন কঙ্গনা। হিমাচলপ্রদেশের কাংড়া মন্দিরে ছোট পোশাক পরে পুজো দিতে গিয়েছিলেন মেয়েটি। তাঁর পোশাক কঙ্গনার আপত্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। অভিনেত্রী লিখেছেন, 'পশ্চিমীদের উদ্ভাবন করা পোশাক এইগুলো। একবার আমি ভ্যাটিক্যানে  ছোট প্যান্ট এবং টিশার্ট পরে গিয়েছিলাম। আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আমাকে হোটেলে ফিরে  গিয়ে পোশাক বদলাতে হয়েছিল।'

এরপর জনৈক মেয়েটিকে তীব্র ভাষায় আক্রমণ করে কঙ্গনা লিখেছেন, 'এই জোকারগুলো, যারা রাতের পোশাক এইভাবে পরে তাঁরা অলস এবং পঙ্গু। অভিনেত্রী আরও লিখেছেন, 'আমার মনে হয় এদের আর কোনও উদ্দেশ্য নেই। এই বোকাদের জন্য কঠিন নিয়ম তৈরি হওয়া উচিত।' সামাজিক মাধ্যমে কঙ্গনার এই কমেন্টের সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।

4 months ago


Kangana: 'আমি দুবাইতে সুরক্ষিত, ভারতেই সমস্যা', সলমানের মন্তব্যের পাল্টা জবাব কঙ্গনার

গত কয়েকমাস ধরেই অভিনেতা সলমান খানকে (Salman Khan) লাগাতার হুমকি দিচ্ছেন কেউ বা কারা। মুম্বই পুলিস ভাইজানকে একপ্রকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন। ওয়াই (Y ) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে অভিনেতাকে। একাধিক সন্দেহভাজনকে এই বিষয়ে গ্রেফতার করেছেন মুম্বই পুলিস। কিন্তু সলমান কী মুম্বইতে সুরক্ষিত নয়? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন ভাইজান।

সম্প্রতি এক অনুষ্ঠানে সলমান বলেছেন, লাগাতার হুমকিতে কীভাবে তাঁর জীবন বদলে গিয়েছে। অভিনেতা বলেছেন, 'ইনসিকউরিটির থেকে সিকিউরিটি ভালো। এখন আর যেখানে সেখানে সাইকেল চালিয়ে চলে যেতে পারি না। বেশি সমস্যা হয় সিগন্যালে। আমার সঙ্গে এত নিরাপত্তা থাকে যে রাস্তায় সমস্যা হয়। কিন্তু দুবাইতে তেমন সমস্যা নেই। আমি যেকোনও জায়গায় চলে যেতে পারি। ভারতে সামান্য সমস্যা হয়।'

এই বিষয়ে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী বলেছেন, 'কেন্দ্র সরকার সলমান খানকে নিরাপত্তা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে নিরাপত্তা দিচ্ছেন, ফলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমাকে যখন হুমকি দেওয়া হয়েছিল, সরকার আমারও নিরাপত্তার ব্যবস্থা করেছিল। বর্তমানে ভারত সুরক্ষিত হাতে রয়েছে, চিন্তার কোনও কারণ নেই।'

5 months ago
Kangana: 'আপনার সঙ্গে কথা বলতেই ভয় লাগে', পাপারাৎজিদের কথায় এ কী বললেন কঙ্গনা

বলিউডের ক্যুইন সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে। বিতর্ক যেন তাঁকে ছাড়তেই চায় না। হ্যাঁ, কথা বলা হচ্ছে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) নিয়ে। কঙ্গনা একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁর সাহসী স্বভাব, বিতর্কিত মন্তব্যের জন্যই বিশেষভাবে পরিচিত। কিছুদিন আগেই তাঁকে সমলিঙ্গ বিবাহ (Same Sex Marriage) নিয়েও সরব হতে দেখা গিয়েছে। এবারে তেমন কোনও বিতর্কিত মন্তব্য করতে না দেখা গেলেও এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে হতবাক পাপারাৎজিরা (Paparazzo)। তাঁকে দেখে পাপারাৎজিদের বক্তব্য, 'আপনার সঙ্গে কথা বলতেই ভয় লাগে'। এরপরেই এমন কথা বললেন কঙ্গনা, যা শুনে অবাক তাঁরা।

View this post on Instagram

A post shared by ETimes (@etimes)

সম্প্রতি কঙ্গনাকে বিমানবন্দরে দেখা গেলে, পাপারাৎজিরা তাঁকে কিছুই জিজ্ঞাসা করেন না। তিনি কোথায় যাচ্ছেন, সেটাও প্রশ্ন করেননি তাঁরা। পাপারাৎজিদের এরূপ দেখে কঙ্গনা নিজেই বলে ওঠেন, 'আমি হরিদ্বার যাচ্ছি। আপানারা যদি জানতে চান। তবে আপনারা তো কিছু জিজ্ঞাসা করেননি, তবুও আমার মনে হল আপনাদের জানানো উচিত যে এত সেজে কোথায় যাচ্ছি। গঙ্গা আরতি করতে যাচ্ছি। এরপর কেদারনাথেও যাব।' তখন পাপারাৎজিরা বলেন, 'আপনার সঙ্গে কথা বলতেই ভয় লাগে।' এরপরেই কঙ্গনা বলেন, 'ভয় পাওয়াই উচিত। যদি আপনি বুঝদার হন, তবে ভয় পাওয়াই উচিত।'

5 months ago
Kangana: 'বিছানায় যা করি, তা...', সমলিঙ্গ বিবাহ নিয়ে বিতর্ক উসকে দিলেন কঙ্গনা

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে সমলিঙ্গ বিবাহ (Same Sex Marriage) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য একাধিক আর্জি জমা পড়ে সুপ্রিম কোর্টে। কিন্তু এই নিয়ে কেন্দ্র ও কোর্টের মধ্যে দ্বিমত থাকায় এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবারে এই নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি বলেন, লিঙ্গ দেখে কখনও কারও পরিচিতি জানা উচিত নয়। তাঁর কাজই জীবনে পরিচিতি গড়ে তুলবে।

বলিউডের ক্যুইন প্রায়ই তাঁর সাহসী মানসিকতা বা বিতর্কের জন্য খবরের শিরোনামে উঠে আসেন। এবারেও তিনি বিতর্কিত বিষয় থেকে সরে থাকেননি। দেশজুড়ে যখন সমলিঙ্গ বিয়ে চর্চায়, সেসময় কঙ্গনাও ট্যুইটারে তাঁর মতামত জানিয়েছেন। তিনি লিখেছেন, 'আপনি পুরুষ, মহিলা বা যা কিছুই হোন না কেন, আপনার লিঙ্গ কখনও কারোর উপর প্রভাব ফেলতে পারে না।' কারণ এই মডার্ন যুগে আমরা মহিলা অভিনেতা বা মহিলা পরিচালক বলি না। তাঁদের শুধুমাত্র অভিনেতা বা পরিচালকই বলা হয়। আমরা জীবনে যা কাজ করি, তাই আমাদের পরিচয় হওয়া উচিত, বিছানায় যা করি, সেটা আমাদের পরিচয় হওয়া উচিত নয়।'

অর্থাত্ কঙ্গনাকে তাঁর ট্যুইটের মাধ্যমে এই বোঝাতে চেয়েছেন যে, একজন মানুষের পরিচিতি তাঁর লিঙ্গ থেকে নয়, কাজ বা অবদান থেকে জানা যাবে।

5 months ago


Kangana: যে খানেদের সমালোচনা, সেই খানেদের ইদ পার্টিতে কঙ্গনা

বলিউডের পুরস্কার প্রদান অনুষ্ঠান হোক, কিংবা তারকাদের পার্টি অন্যান্য তারকারা উপস্থিত থাকলেও অভিনেত্রী কঙ্গনা রানাউতকে খুব একটা দেখা যায় না। বলিউডে তাঁকে নাকি কেউ খুব একটা পছন্দ করেন না। কঙ্গনাও একাধিকবার অভিযোগ তুলে বলেছেন, বলিউডে তিনি কোণঠাসা। ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের অভিযোগও তুলেছেন তিনি। এমনকি খান'দের নিয়েও তাঁর অভিযোগের শেষ নেই। তবে এই খানদের অনুষ্ঠানেই সম্প্রতি উপস্থিত হয়েছিলেন তিনি।

আমির বা শাহরুখ নয়, সলমানও নয়, বরং তাঁর বোন অর্পিতা খানের বাড়িতে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। ইদ উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অর্পিতা খান। ক্যাটরিনা, হুমা, দিশা পাটানি থেকে শুরু করে ইন্ডাস্ট্রির তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই পার্টিতে। অর্পিতার আমন্ত্রণে অনুষ্ঠানে চার চাঁদ লাগাতে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাউতও।

View this post on Instagram

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

ইদের অনুষ্ঠানের জন্য কঙ্গনা রানাউত বেছে নিয়েছিলেন সালোয়ার কামিজ। তিন রঙের কনট্রাস্ট দেখা গিয়েছিল তাঁর পোশাকে। হলুদ রঙের সালোয়ার, রাজকীয় নীল কামিজের সঙ্গে সবুজ রঙের ওড়না পরেছিলেন তিনি। পায়ে পরেছিলেন নাগড়া জুতো। নিজের সামাজিক মাধ্যমেও এই ছবি আপলোড করেছিলেন কঙ্গনা। ক্যাপশনে লিখেছেন, 'প্রত্যেকটি অনুষ্ঠান সম্ভাব্য স্মৃতি। উদযাপন কর, অংশ নাও।' 


5 months ago
Kangana: কঙ্গনার 'বেস্ট ফ্রেন্ড' আমির! হৃতিক প্রসঙ্গ টেনে বলিউড ক্যুইনের মন্তব্য

প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে বলিউডের 'ক্যুইন'।  এবারও তার ব্যতিক্রম কিছু হল না। ফের এমন এক মন্তব্য করে বসলেন যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আমির খানকে (Aamir Khan) 'বেস্ট ফ্রেন্ড' বলে সম্বোধন করেছেন। তবে কেন এমন কথা বললেন তিনি বা কীভাবে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হল তা নিয়েই শুরু বিতর্ক।

'সত্যমেব জয়তে'-র এক পর্বে কঙ্গনাও গিয়েছিলেন। সেই পুরনো ভিডিওটির একটি স্টিল ছবি নিয়ে কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন। সেই পর্বে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন ও পরিণীতি চোপড়াও। সেখানে কঙ্গনা আমিরের সঙ্গে শেয়ার করেছিলেন যে, বলিউডে একসময় ছিল যখন তিনি আইটেম গান করার জন্যে না করেছিলেন। ফলে এই পর্বের একটি ছবি নিয়ে তিনি স্টোরিতে লেখেন,'একটা সময় ছিল যখন আমির স্যার আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন, তবে এখন আর সেই দিন নেই। তবে একটা কথা বলতেই হবে, হৃতিকের সঙ্গে আমার আইনি মামলা হওয়ার আগেই আমির আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমার প্রশংসা করেছেন।'

ফলে কঙ্গনার এই স্টোরি থেকেই বোঝা যাচ্ছে যে, হৃতিকের (Hrithik Roshan) সঙ্গে তাঁর আইনি লড়াই শুরু হলেই আমিরের সঙ্গে কঙ্গনার বন্ধুত্বে বিচ্ছেদ পড়ে। কারণ আমির হৃতিকেরই পক্ষ নিয়েছিলেন। তবে কঙ্গনার এমন স্টোরি দেখার পর নেটিজেনদের একাংশের মত যে, এই ঘটনায় যে কঙ্গনার কন্ঠে আক্ষেপের সুর বোঝা গিয়েছে, তা স্পষ্ট।

6 months ago