Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

KalyanmayGanguly

SSC: 'বেআইনি নিয়োগে টাকা, না ভালবাসা?', কল্যাণময়ের জামিন মামলায় জানতে চায় হাইকোর্ট

হাইকোর্টে পত্রপাঠ খারিজ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন (Bail Plea)। বুধবার জামিন মামলার শুনানিতে আদালত সাফ জানিয়েছে, যেহেতু আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চলছে, তাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmay Ganguly) জামিন আবেদনের মামলা আপাতত চালানো সম্ভব নয়। আবেদনকারী চাইলে মামলা প্রত্যাহার করতে পারেন। একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে আবেদনকারী পক্ষের আইনজীবী। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) কল্যাণময় গঙ্গোপাধ্যায় বক্তব্য জানাবেন।

ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ড প্রায় ৪ মাস জেলবন্দি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এই মামলার তদন্তে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিন জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের বক্তব্য, 'গ্রুপ সি কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় প্যানেল বাতিলের পর শান্তিপ্রসাদ সিনহা ভুয়ো সুপারিশ পত্র তৈরি করেন। সেগুলো দেওয়া হয় কল্যাণময় গাঙ্গুলিকে। তিনি রাজেশ লায়েককে দিয়ে বেআইনি নিয়োগপত্র তৈরি করান।'

এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকায় বিরক্ত আদালত। বিচারপতি বলেন,'আমরা স্পষ্ট জানতে চাই কি ভাবে অপরাধ হয়েছে আর সেখানে ধৃতের ভূমিকা কি? এটা শুধু প্যানেল বাতিলের পর সেখান থেকে নিয়োগ নয়। এখানে টাকার খেলা আছে? না কি ভালোবাসার সম্পর্কে নিয়োগ?' জবাবে সিবিআই জানায়, 'পিছনে টাকার যোগ আছে, যা নিয়ে তদন্ত চলছে।'

এই শুনানিতে আদালতের মন্তব্য, 'আর্থিক দুর্নীতির তদন্ত চলছে। সেই তদন্ত এত না এগোনো পর্যন্ত জামিনের আবেদন সাড়া দেওয়া যাবে না।' যদিও বুধবার কোনও লিখিত নির্দেশ হয়নি। আবেদনকারী মামলা আপাতত প্রত্যাহার করবে কিনা, সেই ব্যাপারে বৃহস্পতিবার আদালতকে জানাবেন কল্যাণময়বাবুর আইনজীবী। তাই ৫ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত মুলতুবি মামলা।

one year ago
CBI: নিয়োগ দুর্নীতিতেসিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময়

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (Recruitment Scam) এবার গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের (Madhymaik Board) প্রাক্তন সভাপতিকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। একাধিক নথি খতিয়ে দেখতে তাঁকে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। সেই মোতাবেক এদিন নিজাম প্যালেসে হাজির হতেই ছয় ঘণ্টার ম্যারাথন জেরার পর সন্ধ্যা নাগাদ গ্রেফতার করা হয় প্রাক্তন এই শিক্ষাকর্তাকে (Kalyanmay Ganguly)।

গ্রেফতারির পর তাঁকে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ছত্তয়াপধায় এবং তাঁর চর্চিত বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছে এসপি সিনহা, অশোক সাহা-সহ উপদেষ্টা কমিটির সদস্যদের। সিবিআই সূত্রে খবর, উপদেষ্টা কমিটির সদস্যদের জেরা করেই নিয়োগ দুর্নীতি-কাণ্ডে কল্যাণময়ের জড়িত থাকার সূত্র পেয়েছেন গোয়েন্দারা। ভুয়ো নিয়োগপত্র নিয়ে অবগত ছিলেন কিনা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সেটা জানতেই এই গ্রেফতারি। পাশাপাশি বাগ কমিটির রিপোর্টে নাম রয়েছে কল্যাণের।

এদিন গ্রেফতারির পর সংবাদ মাধ্যমের সামনে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি খানিকটা উত্তেজিত হয়েই বলেন, 'যেটা বলেছি সেটাই সত্যি।' যদিও কী বলেছেন? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাব তিনি দেননি।

2 years ago