Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kalna

Crocodile: ঘুম থেকে উঠে কপালে চোখ, এ যেন দুয়ারে কুমির

সাতসকালে ডাঙায় কুমির। ঘুম ভেঙে সাতসকালেই কালনাবাসীর চোখ কপালে। মঙ্গলবার সকালে কালনা ১০ নম্বর ওয়ার্ডে আতঙ্ক ছড়ায়। কার্যত বাড়ির উঠোনে ঘুরে বেড়াতে দেখা যায় বিশালাকার কুমিরকে। যা দেখে নিমেষে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় কালনা থানার পুলিশকে। খবর পৌঁছয় বনদফতরেও।

সূত্রের খবর , সোমবার রাত দেড়টা নাগাদ কুমিরটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন কয়েকজন। তারপরই কার্যত ঘুম উড়ে যায় গ্রামবাসীর। কুমিরটিকে যেন কোনওভাবে মানুষ আঘাত না করে এবং মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর ছিল পুলিশের। জলের কুমির ডাঙায় দেখে ফটো তুলতে ভিড় জমান এলাকাবাসী।

7 months ago
Kalna: আগে তৃণমূলই করতাম, জিতেই সিপিআইএম প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

জয়ের পরই দলবদল। সিপিএমের টিকিটে জিতে ফের তৃণমূলে যোগ দিলেন গীতা হাঁসদা। পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী ছিলেন তিনি। মঙ্গলবার ফল প্রকাশ হতেই দেখা যায়, তৃণমূলকে হারিয়ে ২৩ ভোটে জিতেছেন তিনি। কিন্তু, জয়ের পরই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে দলবদল করেন গীতা হাঁসদা। ফের তৃণমূলে যোগ দিয়ে তিনি জানান, রাগের কারণে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন। এখন আবার তৃণমূলে যোগ দিলেন।

সিপিএমের অভিযোগ, গীতা হাঁসদা-র উপর চাপ সৃষ্টি করা হয়েছে। তাই তিনি তৃণমূলের যোগ দিয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে ১৮ টি আসন ছিল। তার মধ্যে একটি জেতে সিপিএম। ওই আসনেই দাঁড়িয়েছিলেন গীতা হাঁসদা।

10 months ago
Murder: বাবাকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়

ইদানীং কান পাতলেই কেবল খুন (Murder), মারামারি (Beaten), ধর্ষণ (Rape) এসব খবর শুনতে পাওয়া যায়। মানুষের মধ্যে হিংস্রতা, অমানবিকতা যেন দিন দিন বেড়েই চলেছে। এর শেষ কোথায়? কেউ হয়ত তা জানেনা। ফের নিজের বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ছেলেকে। যদিও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার (Kalna) ডাঙ্গাপাড়া এলাকায়।

কালনা থানার পুলিস ধৃত ওই যুবককে রবিবার আদালতে তোলে। ধৃতের নাম সায়নন্তিক গুপ্ত। শনিবার বিকেলে বাবার নেশা করাকে কেন্দ্র করে বাবার সঙ্গে ঝামেলা অশান্তি শুরু হয়। সে সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় ধস্তাধস্তি হতে থাকে। তখন অভিযুক্ত ছেলে বাবাকে ধাক্কা দেয়। আর তাঁর বাবা কাচের ওপর পড়ে যায়। তখনই গলা কেটে রক্তক্ষরণ হয়ে মারা যান।

মৃত ওই ব্যক্তির নাম উৎপল গুপ্ত। রবিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালে ময়নাতদন্ত হয়। এরপরই ছেলেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কালনা থানার পুলিস।

2 years ago